Nurain's Diary

Nurain's Diary স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে।

Some questions do not want to be answered, because behind every question there is an unwanted curiosity, which hurts per...
21/10/2024

Some questions do not want to be answered, because behind every question there is an unwanted curiosity, which hurts personal freedom or inner feelings. There is always a responsibility to answer, but not always a willingness to accept that responsibility. Some questions are so deep or personal that answering them means uncovering a silent part of one's being. There is no obligation to surrender oneself to the expectations and curiosities of society; Sometimes silence is the best answer.

16/03/2024

bogurar vashai funny vedio....
Enjoy..

10/11/2023

ক্যাফেটেরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।।

Messi is Infinity!! Highest and greatest footballer in the world...
31/10/2023

Messi is Infinity!!
Highest and greatest footballer in the world...

জান্নাতে উরে যাচ্ছে ফিলিস্তিনের শিশু গুলোToday's Best Photo Please follow my page 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
21/10/2023

জান্নাতে উরে যাচ্ছে ফিলিস্তিনের শিশু গুলো

Today's Best Photo
Please follow my page 🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️

16/10/2023

কে পেল ঝাল মরিচ।। ফান টাইম।। Family Time।।
Nurain's Diary

14/10/2023

Friday Fun ।। Game-2।।
Nurain's Diary

13/10/2023

সবাই মিলে আমরা কি গেম খেললাম?? চলুন দেখি...

06/10/2023

পাহাড়ে যাব 😭

02/10/2023

দুপুরের খাবার রান্না করতে গিয়ে যে বিড়ম্বনায় পড়লাম

02/10/2023

পুরুষের পাজরের বাঁকা হাড় দিয়ে তার সহধর্মিণীকে তৈরি করা হয়। তাই বউয়ের কোনো ভুল হলে তাকে দোস না দিয়ে খাটের এককোণে বসে বসে ভাববেন আপনার হাড়ের কোয়ালিটি কত খারাপ!🙂

02/10/2023

জীবনে যেকোন শখ বা আহ্লাদ পূরণের সুনির্দিষ্ট একটা সময় আছে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যেই বার্গারটা, বিরিয়ানিটা খেতে অমৃতের মত লাগে, ২৭ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে এসে সমবয়সী কারো সাথে শাড়ি পাঞ্জাবী পরে রিকশায় ঘুরতে ভালো লাগতে পারে, ২৮ এ যে একই কাজ করতে ভালো লাগবে, তার কোন গ্যারান্টি নাই।

২০ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিলে যেই আনন্দ পাওয়া যাবে, ২৯ বছর বয়সে সেই আনন্দ নাও পাওয়া যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করবো, এই আশায় বসে থেকে যেই মানুষটা নিজের বারান্দায় টবে কোন গোলাপ এর চারা লাগালো না, ছাদ হওয়ার পর দেখা গেলো সেই মানুষটার আর বাগান করার সময়ই নাই।

একদিন চাকরি করে বাবা মাকে দামী দামী শাড়ি পাঞ্জাবী কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে বাবা মা হয়ে যেতে পারে আল্লাহর মেহমান।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এইসব জিনিসই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, কাঠখোট্টা হয়ে যায় শখ পূরণের অভাবের হাহাকারে। এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাবো, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন চিলক্সের বার্গারটা, পিজ্জা টা। ট্রাস্ট মি, জীবনের সেরা তৃপ্তিটা পাবেন।

দেরী না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটের অফারটা দিয়ে দেখুন। রাজী হলে হুডখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রিয় শহর ঘুরে বেড়ান।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, "চল ব্যাটা, নদীর পাড় যাবো। আজকেই যাবো, এক্ষণি যাবো। ব্যাগ গুছা, এখুনি বের হতে হবে।"

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা মায়ের জন্য শাড়ি পাঞ্জাবিটা, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!!

মনে রাখবেন, একদিন সব হবে, এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অতৃপ্তিতে, শেষ হয় আফসোস আর হাহাকারে।

আর যা- ই করেন, এই ভুলটা করবেন না।
সংগৃহীত

16/09/2023

সুইজারল্যান্ড টু মনপুরা ।।JU, SAVAR।।

13/09/2023

শখের কর্নার ।। Indoor Plants।।

Address

Savar
1342

Alerts

Be the first to know and let us send you an email when Nurain's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category