Ride With Atik

Ride With Atik তোমাতে ঘিরেই আমার যত আত্মত্যাগ��

20/03/2024

আপনার জানাযা শেষ করে কিছু মানুষ আপনার লাশের সাথে কবরস্থান পর্যন্তও যেতে চাইবেনা,

কারণ তাদের ব্যস্ততা আছে।

অথচ আপনি এই মানুষগুলোর জন্য কত সময় উজাড় করে দিয়েছেন!

30/12/2023

সুখের জীবনে দুঃখ আসলে সবকিছুতেই বিষাদ লাগে 🙂💔

©️Atik

18/12/2023

প্রিয় মানুষটার চোখে চোখ রেখে কথা বলার সাহস প্রথম দিকে থাকে না। হয়ত, বুকের ভিতর ঝড় উঠেছে বৈশাখী বিকেলের মতো, অথবা বসন্তের পলাশ ছড়িয়ে পড়েছে পথের একদম মধ্যিখানে। পায়ে হেঁটে সেই পথ পার করতে হবে। একজন হয়তো একটু বেশি সহজ ভাবে চেয়ে থাকতে পারে, অন্যজন মাথা নিচু করে মাটির দিকে চেয়ে থাকে। ডান পায়ের বুড়ো আঙ্গুল মাটিতে ছুঁয়ে দেয় বারবার। কথা বললেই তো সবটা সহজ হতে পারে, হতে পারে আরো বেশী একটু থাকা। তবুও কথা বলার উপায় থাকে না। বুকের ভিতরে সম্পর্কের তীব্র চাহিদা জমছে অল্প অল্প করে। আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। কেউ একা কিছুই করতে পারি না। সবসময় একজন সাথী খুঁজেই চলেছি। হাতে হাত রেখে পথ চলবে, কথা বলবে বসন্তের ভরা বিকেলে, শীতের গভীর রাতে, হেমন্তের সন্ধ্যায়। কাজ শেষে বাড়ি ফিরলে হাত বাড়িয়ে ঘরে ডাকবে, আঁচল পেতে দাওয়ায় বসতে দেবে। চোখের দিকে চেয়ে থাকবো সেইদিন। অনেকটা সহজ করে, সহজ মানুষ হয়ে। সম্পর্কের একদম গভীরে গেলে মানুষ শান্ত আর সহজ হয়। সেই উদ্দাম ভাবটা আর থাকে না। তখন চোখের ভিতর পদ্মানদী খুঁজে চলেছে একে অপরের। এতো সহজে পাড় করার চেষ্টা বোকামি। অপেক্ষা করে, ভালোবাসে। আবার অপেক্ষা করে। অপেক্ষা করতে দোষ কি! কথা তো হবেই এক সময়। এখন একটু লজ্জা থাকুক নাহয়। আর একটু পথ চলা হোক আনমনে।।

Collected from: অনিবেন্দ্র-Anibendra

13/12/2023

একরাশ মুগ্ধতায় আটকে রেখেছিলে যাকে...
সেও তোমায় ভুলে গেছে, সন্ধ্যা নামার আগে।🙂💔

13/12/2023

সব সত্য লুকিয়ে তুমি আমায় ঠকিয়েছো প্রতিটা মূহুর্তে 🙂💔

12/12/2023

ভাগ্যের সাথে লড়াইটা
আমার অনেক দিনের।
ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না।
আর আমি হারতে মোটেও
রাজি নই,
দেখা যাক শেষ পর্যন্ত
কি হয়। 😇

11/12/2023

তোমার শহরে আমি কোথাও নেই ,
আমার শহরটাই তুমি।😅💔

10/12/2023

তোমার শহরে আমি কোথাও নেই ,
আমার শহরটাই তুমি।

😅💔

08/12/2023

স্মৃতি হয়ে নয়,
সাথী হয়ে থেকো🥀❤️‍🩹



✍suhana

08/12/2023

আমি ঠিক ততটাই ব্যর্থ
যতটা ব্যর্থ হলে আর
কোনোকিছু পাওয়ার
ইচ্ছে থাকে না।😇🥀




✍suhana

07/12/2023

অসম্পূর্ণ থাকুক বাক্যগুলো।
অপ্রকাশিত থাকুক অনুভূতিগুলো।☺️🥀

✍suhana

07/12/2023

হাসি সবসময় আনন্দের অনুভূতি বজায় না।
এটা মাঝে মাঝে এটাও বোঝায়
যে একজন কতটা কষ্ট লুকোতে পারে।🙂💔




✍suhana

07/12/2023

আমরা যতই বড় হচ্ছি ততই আন্তরিকতার সাথে আমরা অনুভব করি যে শৈশবের কিছু আনন্দ জীবনের সেরা উপহার।💔☹️





✍suhana

06/12/2023

সত্যিকারের ভালোবাসা একমাত্র জিনিস যা জীবনকে প্রকৃত অর্থ দেয়, সত্যিকারের প্রেমের গল্প কখনও শেষ হয় না।😇❤️‍🩹




✍suhana

06/12/2023

আমাদের শৈশব স্মৃতি গুলো শুধু ফটো ফ্রেমেই আবদ্ধ নয়, নির্দিষ্ট কিছু চকলেটে, দিনের আলোতে, গন্ধে মিশে আছে। 😇🫀



✍suhana

কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর...
05/12/2023

কুকুরটি এতই বিশ্বস্ত ছিল যে মহিলা প্রায়ই তার বাচ্চাকে কুকুরটির সাথে একা বাসায় রেখে টুকটাক কাজ সেরে আসতেন, এবং ফেরার পর প্রতিবারই উনি দেখতে পেতেন বাচ্চাটি কুকুরটির সাথে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এমনই একদিন উনি নিজের বাচ্চাকে তার বিশ্বস্ত কুকুরটির কাছে রেখে শপিং করতে গেলেন।

শপিং সেরে বাসায় ফেরার পর সে দেখতে পায় এক বীভৎস দৃশ্য। সে দেখতে পায় তার পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে, বাচ্চাটিও তার নিজের খাটে নেই এবং বাচ্চার ডাইপার ও কাপড়চোপড় ছিন্নভিন্ন হয়ে সারা বাসায় ছড়িয়ে আছে, আর ফ্লোরের জায়গায় জায়গায় লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ। প্রচন্ড আতঙ্কে মহিলাটি তার বাচ্চাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে তার সে বিশ্বস্ত কুকুরটিকে খাটের নিচ থেকে বের হতে দেখতে পায়। তার সারা মুখ রক্তে মাখা ছিল। রক্ত তার মুখ বেয়ে বেয়ে এমনভাবে পড়ছিল যেন, এখনই কোন প্রিয় সুস্বাদু খাবার খাওয়া শেষ করে উঠল সে।

মহিলাটির আর বুঝতে বাকি রইলো না যে কুকুরটি তার বাচ্চাকে খেয়ে ফেলেছে। দ্বিতীয় কোন চিন্তা না করে সে তার কুকুরটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর সে খুঁজতে থাকে তার বাচ্চার শরীরের কোন অংশ আদৌ বাকি আছে কিনা, আর তখনই সে আবিষ্কার করে আরেক অবাক করা দৃশ্য। সে দেখতে পায় বিছানার ওপাশেই কার্পেটের উপর তার বাচ্চাটি খেলা করছে সম্পুর্ণ সুস্থ অবস্থাতেই। তারপর বিছানার নিচে তাকাতেই মহিলাটি আবিষ্কার করে সেখানে পড়ে আছে একটি সাপের ছিন্নভিন্ন শরীর। মূলত ওখানে সাপটির সাথে কুকুরটির যুদ্ধ হচ্ছিল। বিশ্বস্ত কুকুরটি তার বাচ্চাকে বাঁচাতে তার সর্বশক্তি দিয়ে সাপটিকে প্রতিহত করেছিল। মহিলাটি সবকিছু বুঝতে পারলেও ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। তার ধৈর্যহীনতা ও সর্বগ্রাসী ক্রোধ ততক্ষণে তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার সবথেকে বিশ্বস্ত বন্ধুকে।

এই সত্য ঘটনাটি একটি পোষা কুকুরের সাথে ঘটলেও, এমন ভুল কি আমাদেরও আমাদের আপনজনদের সাথে হয়ে যায় না? তাই পরিস্থিতি বিচার করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং অহেতুক ভুলগুলি এড়ান, যাতে আমাদের নিজের ভুলে আমরা আমাদের এমন কোন আপনজনকে আর হারিয়ে না ফেলি।

আমার লাইফে এমন অনেক মানুষ আসছে । আবার রক্তাক্ত করে চলে গেছে❤️😭

05/12/2023

হাত ধরে কিছুক্ষণ হাটার নাম ভালবাসা নয়, ছায়া হয়ে সারাজীবন পাশে থাকার নামই ভালোবাসা।😇🥀




✍suhana

05/12/2023

ভালোবাসার মধুর স্মৃতি হৃদয়ের চিরন্তন সম্পদ😇🥀
.


✍suhana

04/12/2023

হারিয়ে যাওয়া অনুভূতি ❤️‍🩹🙂
...

04/12/2023

লক্ষ লক্ষ স্মৃতি, হাজারো কারণ, শত শত মুহূর্ত চিরকাল থেকে যায়।🫀😅

,

✍suhana

03/12/2023

- যে পুরুষ বিচ্ছেদের পর ও প্রাক্তনের প্রশংসা করে, সে পুরুষের ভালোবাসার কোন কমতি ছিল না!💔

03/12/2023

💔😅

03/12/2023

Congratulations তুমি আমাকে হারিয়ে ফেলেছো 😅💔

✍suhana

02/12/2023

অতি প্রিয়জন যখন নেয় চিরবিদায় তার স্মৃতি বারবার ফিরে এসে কাঁদিয়ে দিয়ে চলে যায়🙂💔

✍suhana

সময় এগিয়ে চলার সাথে সাথে মানুষের পরিবর্তন হয়; তবে স্মৃতির নয় ।💔🫀✍suhana
02/12/2023

সময় এগিয়ে চলার সাথে সাথে মানুষের পরিবর্তন হয়; তবে স্মৃতির নয় ।
💔🫀

✍suhana

01/12/2023

ছেলে বলেছিল- মা, আমি বাড়ি ফিরছি, নিয়ে নতুন শাড়ী।
ছেলে আমার বাড়ি ফিরলো, চড়ে লাশের গাড়ি! 💔

✍suhana

01/12/2023

চোখে জল পরেছিল আর সামনের মানুষটা বলেছিল নাটক করিস না😅💔

✍suhana

01/12/2023

মায়া বড়ই অদ্ভুত, না দেয় ভুলতে না দেয় ভালো থাকতে।

😅💔

✍suhana

Address

Thana Road
Savar

Alerts

Be the first to know and let us send you an email when Ride With Atik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ride With Atik:

Videos

Share

Nearby media companies



You may also like