26/11/2024
পুরুষ হতে গেলে আকাশের মতো অসীম হতে হয়, বটবৃক্ষের মতো ছায়াময় হতে হয়, মনের মধ্যে সমুদ্রের গভীরতা রাখতে হয়, পাহাড়ের উচ্চতার মতো ধৈ'র্য ধরতে হয়;
পুরুষ হতে গেলে নীলকন্ঠের মতো সব বি'ষ নিজের ভেতর ধারণ করতে হয়, পুরুষ হতে গেলে চোখের জল বুকের ভেতর লুকিয়ে রাখতে হয়;
পুরুষ হতে গেলে নিজের সখ - আহ্লাদ গুলোকে
বাক্সবন্দী করে পরিবারের দ্বায়িত্ব পালন করতে হয়;
পুরুষ হতে গেলে নিজের হাজার স্বপ্ন বি'স'র্জ'ন দিয়ে ছোট ভাই-বোন কিংবা ছেলে-মেয়ের স্বপ্নদ্রষ্টা হতে হয়;
পুরুষ হতে গেলে কা'ন্না মিশিয়ে দিতে হয় বৃষ্টির জলে,
পুরুষ হতে গেলে সুখ বি'স'র্জ'ন দিতে হয় হাসি মুখে, পুরুষ হতে গেলে নিজেকে পরিনত করতে হয় নারিকেলে।
পুরুষ হচ্ছে গ্রীষ্মের কাঠ-ফাটা রোদ্দুরে নারীর বটবৃক্ষের ছায়া আর হাত পাখার শীতল হাওয়া, বর্ষায় মাথার উপর ছাতা, শরতে সাদা নীল রঙের মেলায় প্রকৃতি উপভো'গের অপার আনন্দ, হেমন্তের সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশা প্রকৃতিতে মেলায় ঘোরার সঙ্গী, শীতে গায়ের কাঁথা আর বসন্তে প্রেমের জোয়ারে ভাসানো ঢেউ;
পুরুষ তো সে, যে অন্ধকার রাস্তায় নারীর দিকে লা'ল'সা'র হাত না বাড়িয়ে, দ্বায়িত্বের হাত বাড়ায়,
পুরুষ তো সে, যে ভীর বাসে অচেনা নারীকে সিট ছেড়ে দিয়ে, আগলে রাখতে সিটের পাশে দাঁড়ায়, পুরুষ তো সে, যে বন্ধুটা হাজার বার সুযোগ পেয়েও বান্ধবীর অন্ধ বিশ্বাসের মূল্যায়ন করতে জানে, পুরুষ তো সে, যে সংসারে সুখ অবিচল রাখতে নিজেকে বি'লি'য়ে দেয়;
পুরুষ তো সে, যে সকল পরিস্থিতে পছন্দের নারীর হাতটা শ'ক্ত করে ধরে রাখে, পুরুষ তো সে, যে আসলে একটা মানুষ হয়েও মেশিনের মতো অবিরত চলে, পুরুষ তো সে, যে নিজের সকল ব্য'থা - বে'দ'না লুকিয়ে সবাইকে ভালো রাখার ব্রতী নিয়েছে;
পুরুষ হওয়া সহজ নয়, পুরুষ আসলে সে, যে নারীকে আগলে রাখতে জানে, যেকোনো পরিস্থিতিতে নারীকে সম্মান করতে জানে, যে নারীকে সম্পদ মনে করে।
"পুরুষ হওয়া সহজ নয়"