Nusrat Jahan Mim

Nusrat Jahan Mim Follow me plz ��
(4)

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে শারীরিক যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার প্রতিটি ধাপ আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে...
15/10/2024

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে শারীরিক যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার প্রতিটি ধাপ আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণ করার সুযোগ দেবে। তবে একটিও ইভেন্টে ব্যর্থ হলে আপনি নির্বাচিত হওয়ার সুযোগ হারাবেন। তাই প্রতিটি ইভেন্টে নিজের সেরা পারফর্ম করতে হবে। চলুন দেখি কীভাবে প্রতিটি ইভেন্টের জন্য নিজেকে প্রস্তুত করবেন এবং সফলতা অর্জন করবেন।
প্রথম দিন: শারীরিক মাপজোখ ও কাগজপত্র যাচাই
শুরুর দিনেই আপনার উচ্চতা, ওজন এবং বুকের মাপ মাপা হবে। এর পাশাপাশি কাগজপত্র যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার শারীরিক ফিটনেস যদি এই পরীক্ষার মাপকাঠির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে আপনি পরবর্তী রাউন্ডে যেতে পারবেন না।
দ্বিতীয় দিন: শারীরিক সক্ষমতার পরীক্ষা
প্রথম রাউন্ড: দৌড় (২০০ মিটার)
✅ ছেলেদের জন্য ২৮ সেকেন্ডে ২০০ মিটার
✅ মেয়েদের জন্য ৩৪ সেকেন্ডে ২০০ মিটার
এই দৌড়ের জন্য শরীরের চর্চা ও গতির সঠিক ভারসাম্য প্রয়োজন। নিয়মিত দৌড়ের অনুশীলন এবং শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ আপনাকে সেরা সময়ের মধ্যে দৌড় শেষ করতে সাহায্য করবে।
দ্বিতীয় রাউন্ড: পুশ আপ
✅ ছেলেদের ৩৫ সেকেন্ডে ১৫টি পুশ আপ
✅ মেয়েদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ আপ
এই ইভেন্টে আপনার কাঁধ ও বাহুর শক্তি পরীক্ষিত হবে। প্রতিদিন পুশ আপ করার অনুশীলন করে প্রয়োজনীয় গতি এবং ধৈর্য ধরে রাখুন।
তৃতীয় রাউন্ড: লং জাম্প
✅ ছেলেদের জন্য কমপক্ষে ১০ ফিট
✅ মেয়েদের জন্য কমপক্ষে ৬ ফিট
এই ইভেন্টে আপনার শরীরের নিম্নাংশের শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত স্কোয়াট এবং জাম্প অনুশীলন করে এই ইভেন্টে সফল হওয়ার সুযোগ তৈরি করুন।
চতুর্থ রাউন্ড: হাই জাম্প
✅ ছেলেদের জন্য ৩.৫ ফিট উচ্চতা
✅ মেয়েদের জন্য ২.৫ ফিট উচ্চতা
উচ্চতার এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পায়ের গতি ও স্থিতিস্থাপকতা বাড়ানো জরুরি। প্রতিদিন একটু একটু করে উচ্চতা বাড়ানোর চেষ্টার মাধ্যমে নিজেকে প্রস্তুত করুন।
তৃতীয় দিন: সহনশীলতা ও শারীরিক শক্তির চূড়ান্ত পরীক্ষা
পঞ্চম রাউন্ড: দীর্ঘ দৌড়
✅ ছেলেদের জন্য ১৬০০ মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ডে
✅ মেয়েদের জন্য ১০০০ মিটার ৬ মিনিট ৩০ সেকেন্ডে
এই দীর্ঘ দূরত্বের দৌড় আপনাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার প্রমাণ দিতে হবে। নিয়মিত দৌড় অনুশীলন এবং স্ট্যামিনা বাড়ানোই এই পরীক্ষায় সফল হওয়ার উপায়।
ষষ্ঠ রাউন্ড: টায়ার ড্র্যাগিং
✅ ছেলেদের জন্য ১৫০ পাউন্ড টায়ার ৩০ ফিট দূরত্ব টানা
✅ মেয়েদের জন্য ১১০ পাউন্ড টায়ার ২০ ফিট দূরত্ব টানা
এই পরীক্ষায় আপনার শক্তি ও ধৈর্য্যের সংমিশ্রণ হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পেশির গঠনের জন্য নিয়মিত ভারোত্তোলন অনুশীলন করুন।
সপ্তম রাউন্ড: রোপ ক্লাইম্বিং
✅ ছেলেদের জন্য কমপক্ষে ১২ ফিট
✅ মেয়েদের জন্য কমপক্ষে ৮ ফিট
রোপ ক্লাইম্বিংয়ের জন্য শরীরের উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তি ও নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রতিদিন নিয়ম করে এই অনুশীলন করলে পরীক্ষার দিন সহজেই এই উচ্চতা অতিক্রম করতে পারবেন।
সফলতার পথে প্রস্তুতি
পুলিশ কনস্টেবল হওয়ার স্বপ্ন যদি আপনার হয়, তবে এই সমস্ত শারীরিক পরীক্ষার জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। প্রতিটি ইভেন্টে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রয়োজন কৌশলগত অনুশীলন, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা।
🔗 নোট: কোনো একটি ইভেন্টে ব্যর্থ হলে আপনি পুরো পরীক্ষায় বাদ পড়ে যাবেন। তাই প্রতিটি ইভেন্টে সেরা প্রস্তুতি এবং ফোকাস রাখুন।
আপনার স্বপ্ন পূরণের পথে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিকভাবে শক্তিশালী থাকাটাও জরুরি। প্রতিটি মুহূর্তে নিজের উপর বিশ্বাস রাখুন!
[নিয়োগ প্রত্যাশিদের স্বার্থে পোস্টটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিন]

15/10/2024

সকাল থেকেই এই হাদিসটা যতবার দেখতেছি ততবার কান্না চলে আসছে ভয়ে।
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।
জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খু'ল-তে যতটা না কষ্ট হবে তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃ/-ত্যু/-র যন্ত্রণা [সূরা-বাকারা]
আল্লাহুম্মাগফিরলি, কতই না কষ্টগুলো হবে সেই সময়টুকুতে।
মহান আল্লাহ পাক আমাদের মৃত্যুকে সহজ করে দিন, আমিন!😥🤲

Allah created Man for Woman and Woman for Man.
02/10/2024

Allah created Man for Woman and Woman for Man.

17/09/2024

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী।
🥰

17/09/2024

১০ মিলিয়ন Hamster Kombat Coin =১.৭৯ টাকা,কবি এখানেই নীরব।🤡

আমরা এখনো বুঝতে পারছি না। আমাদের সামনে কত বড় বিপদ। এখনো সময় আছে আসুন সবাই মিলে আবার গার্মেন্টস শিল্প কে রক্ষা করি।আমাদ...
11/09/2024

আমরা এখনো বুঝতে পারছি না। আমাদের সামনে কত বড় বিপদ। এখনো সময় আছে আসুন সবাই মিলে আবার গার্মেন্টস শিল্প কে রক্ষা করি।
আমাদের দেশের সম্পদ, আমাদের আয়ের উৎস রুটি রুজির পথ।
আসুন সবাই মিলে এই শিল্পকে রক্ষা করি।

Copy # Hameem Mir Amy

03/09/2024

পাকিস্তানকে হারানোর সময় একটা পরিবার সবসময়ই দেশের বাইরে থাকে 😅

এদের চিনে রাখুন উভয় দলের জন্য মঙ্গল খোলস বদলানো লোকজনখোলন বদলাতে শুরু করছে।
02/09/2024

এদের চিনে রাখুন
উভয় দলের জন্য মঙ্গল
খোলস বদলানো লোকজন
খোলন বদলাতে শুরু করছে।

01/09/2024

কি ভয়ংকর অবস্থা করেছিলো নেট অফ করে, আওয়ামিলীগ সরকার।
সোর্স- কমেন্টস

30/08/2024

২০ হাজার টাকা বেতন পেলেও ঘুষ খেয়েছে মাসে ২ লাখ!
কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন আর এভাবে আনলিমিটেড ঘুষ খেতে পারছে না। কিন্তু বেতন সেই ২০ হাজারই, অথচ খরচের হাত হয়ে গেছে ২ লাখের!
এই লোকগুলো মজলুম। পারলে রাতের অন্ধকারে
চুপিচুপি এদের বাসায়ও গিয়ে কিছু ত্রাণ দিয়ে আসুন।

28/08/2024

রিযিক আপনাকে সারপ্রাইজ দিবে সবসময়। আপনি কখনোই বুঝতে পারবেন না কিভাবে, কোথা থেকে আপনার রিযিক চলে এসেছে। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

28/08/2024

নবীনগর - চন্দ্রা রোড ব্লক
- গার্মেন্টস ওয়ার্কার

পিও B*,J কুইন।  🤭
27/08/2024

পিও B*,J কুইন।
🤭

27/08/2024

যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো তাদের কেউ এ পর্যন্ত পাকিস্তান যায়নি
কিন্তু যাদেরকে ভারতের দালাল বলতাম তারা ঠিকই ভারতে গেলেন 😆🤣

22/08/2024

কিছু হিজড়া দেখবেন টাকা না দিলে কাপড় তুলে ফেলে। ভারত ঠিক তাদের মতো, কিছু করতে না পারলে বাঁধ খুলে দেয়!

21/08/2024

রিমান্ডে পলক কাঁদছে আনিসুল হাসছে, মমতাজ গাইবে সালমান এফ রহমান তবলা বাজাবে আর দীপু মনি যদি নাচে তাহলে তো পুরো বাংলা সিনেমা🙄

লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের দিকের মানুষের ইমিডিয়েট সতর্ক হওয়া জরুরী। যেকোনো সময় হয়তো তিস্তার ব্যারেজ খুলে ...
21/08/2024

লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের দিকের মানুষের ইমিডিয়েট সতর্ক হওয়া জরুরী। যেকোনো সময় হয়তো তিস্তার ব্যারেজ খুলে দিতে পারে ভারত। ইতোমধ্যেই ভারতের সিকিম ভেসে গেছে। দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজ করুন।
আল্লাহপাক আমাদের হেফাজত করুক।

09/08/2024

ট্রাফিকের কাজ থেকে মেয়ে শিক্ষাথীদেরদ বিরতি/বাদ দেওয়াটা উত্তম কাজ হবে মনে হয়। আজ সহ বিগত কয়েকদিনে কয়েকটা কিডন্যাপ এর ঘটনা ঘটেছে।

Address

Savar
Savar

Alerts

Be the first to know and let us send you an email when Nusrat Jahan Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nusrat Jahan Mim:

Videos

Share