Muhammad Ibrahim Omar

Muhammad Ibrahim Omar সব কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য
(3)

14/11/2024

আসসালামালাইকুম।
ব্যক্তিগত সমস্যার কারণে আজকের পর থেকে আমার এই আইডিতে আর কোন ধরনের কোন পোস্ট করা হবে না। কেউ কোন সময় আমার কথায় কাজে আচরণে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন।
ভবিষ্যতে কখনো যদি ফেরত আসি ইনশাল্লাহ আপনাদেরকে পোস্ট করে জানাবো।

আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট কাকা আজকে মুসলিম হলেন চাচি সহ। বাম দিক থেকে আমি আর আমার ছোট ভাই আলামিন দাঁড়িয়ে। বসে আছে আমার ...
01/11/2024

আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট কাকা আজকে মুসলিম হলেন চাচি সহ। বাম দিক থেকে আমি আর আমার ছোট ভাই আলামিন দাঁড়িয়ে। বসে আছে আমার চাচা আব্দুল্লাহ জাকারিয়া, আর আজকে মুসলিম হলেন আমার আরেক ছোট কাকা(মনু চন্দ্র রায়) সব কিছুর যিনি মালিক প্রতিপালক তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে তার রহমতের চাদরে আশ্রয় দিয়েছেন।

31/10/2024

আমার ছোট কাকা কাকী ইনশাআল্লাহ কালকে ইসলাম গ্রহণ করবেন। এর থেকে খুশির আর কি হতে পারে আলহামদুলিল্লাহ। আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণ কারি। তিনিই হেদায়েতের একমাত্র মালিক।

কি আশ্চর্য ভালোবাসা!! যেই হাত একসময় মু*র্তি বানাতো পূজা করতওই হাত এখন মসজিদের মিম্বার বানাচ্ছে।আলহামদুলিল্লাহ।নওমুসলিম আ...
30/10/2024

কি আশ্চর্য ভালোবাসা!! যেই হাত একসময় মু*র্তি বানাতো পূজা করত
ওই হাত এখন মসজিদের মিম্বার বানাচ্ছে।আলহামদুলিল্লাহ।
নওমুসলিম আবুল বাশার 💕

29/10/2024

সালাফি দেখি!!
হানাফি দেখি!!
মুসলিম কই??

কুরআন কারীমে মহান আল্লাহ বারংবার এ উম্মাতকে বিচ্ছিন্নতা ও দলাদলি থেকে নিষেধ করেছেন। যারা ধর্মকে বিভক্ত করে তাদের নিন্দা করেছেন এবং তাদের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্পর্ক থাকবে না বলে উল্লেখ করেছেন। যে আয়াতে মহান আল্লাহ বলেছেন: ‘‘তোমরা আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ কর সমবেতভাবে, এবং পরস্বপর বিচ্ছিন্ন হয়ো না বা দলাদলি করো না।’’ অন্য আয়াতে মহান আল্লাহ বলেন:

وَلا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ

‘‘তোমরা তাদের মত হয়ো না, যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরে বিচ্ছিন্ন হয়েছে এবং মতভেদ করেছে, এদের জন্য রয়েছে মহা শাস্তি।’’[1]

অন্য আয়াতে আল্লাহ বলেন:

فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لا يَعْلَمُونَ مُنِيبِينَ إِلَيْهِ وَاتَّقُوهُ وَأَقِيمُوا الصَّلاةَ وَلا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ

‘‘তুমি একনিষ্ঠ হয়ে নিজকে দীনে প্রতিষ্ঠিত কর। আল্লাহর প্রকৃতির অনুসরণ কর, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এই সরল দীন। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। বিশুদ্ধচিত্তে তার অভিমুখী হয়ে তাকে ভয় কর, সালাত কায়েম কর এবং অন্তর্ভুক্ত হয়ো না মুশরিকদের, যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।’’[2]

অন্য আয়াতে আল্লাহ বলেন:

إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ

‘‘যারা দীন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয়; তাদের বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত। আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন।’’[3]

মহান আল্লাহ আরো বলেন:

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

‘‘এবং এ পথই আমার সরল পথ, সুতরাং এরই অনুসরণ কর এবং অন্যান্য পথ অনুসরণ করো না, করলে সেগুলি তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন, যেন তোমরা সাবধান হও।’’[4]
1] সূরা (৩) আল-ইমরান: ১০৫ আয়াত।
[2] সূরা (৩০) রূম: ৩০-৩২ আয়াত।
[3] সূরা (৬) আন‘আম: ১৫৯ আয়াত।
[4] সূরা (৬) আন‘আম: ১৫৩ আয়াত।

28/10/2024

পর্দা করার কারণে আমার স্ত্রীকে ডাক্তার ট্রিটমেন্ট করেন নাই তাকে কি করা উচিৎ।
বি:দ্র: ডাক্তারের নাম হাসিনা মমতাজ

27/10/2024

আলহামদুলিল্লাহ
কন্যা সন্তানের বাবা হলাম।
দুইজন অমুসলিমকে আল্লাহ তার গোলাম বানিয়ে তাদের ঘরে মুসলিম আনলেন।
আল্লাহ উত্তম পরিকল্পনা করি।

22/10/2024

কী হয়েছিল আমার সাথে?

শায়েখ মিজানুর রহমান আজাহারীর কাছে ও আতর পৌছে দিয়েছি। আলহামদুলিল্লাহ। Iconic Aroma সাথে থাকবেন ইনশাআল্লাহ। অরিজিনাল আতর ন...
15/10/2024

শায়েখ মিজানুর রহমান আজাহারীর কাছে ও আতর পৌছে দিয়েছি। আলহামদুলিল্লাহ। Iconic Aroma সাথে থাকবেন ইনশাআল্লাহ। অরিজিনাল আতর নিতে আমাদের নক করবেন। আমাদের ১২৭০/- টাকায় দারুন একটা অফার চলতেছে নিতে চাইলে পেইজে নক করুন।

শায়েখ মিজানুর রহমান আজাহারীর কাছে আমাদের আতর পৌছে গিয়েছে। আলহামদুলিল্লাহ তার পছন্দ হয়েছে।
জাজাকাল্লাহ খাইরান ইয়াহিয়া তাকি ভাই আতর শায়েখ কে পৌছে দেয়ার জন্য।

দাড়ি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। সব থেকে অপছন্দের জিনিসটাই এখন সবথেকে বেশি পছন্দের।💕
14/10/2024

দাড়ি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। সব থেকে অপছন্দের জিনিসটাই এখন সবথেকে বেশি পছন্দের।💕

জাতীয় নওমুসলিম দুই ভাইকে ইসলামে স্বাগতম।🤭ভাইদের বিয়ের দাওয়াত এর অপেক্ষায় জতি।
11/10/2024

জাতীয় নওমুসলিম দুই ভাইকে ইসলামে স্বাগতম।🤭
ভাইদের বিয়ের দাওয়াত এর অপেক্ষায় জতি।

07/10/2024

২বছর ধরে এই অফার দিয়ে আসছি কেউ পারেনি দেখেন আপনি পারেন কিনা?
✅✅সর্বমোট ১০০০০টাকা পুরুষ্কার✅✅
ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে উন্মুক্ত কুইজ প্রতিযোগীতা!!!
✧═══❁❁══✧•✧══❁❁═══✧
যেকোন ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১ম সঠিক উত্তরদাতা পাবেন 5000 টাকা।
২য় সঠিক উত্তরদাতা পাবেন 3000 টাকা।
৩য় সঠিক উত্তরদাতা ২০০০ টাকা।
প্রশ্নাবলীঃ
👇👇👇👇👇
০১। রসুল মুহাম্মাদ (ﷺ) জীবদ্দশায় প্রথম কত হিজরীতে তাঁর জন্ম দিবস উৎযাপন করেছেন?
০২। তাঁর মৃত্যুর বছর তাঁর সর্বশেষ মিলাদুন্নাবী উৎযাপন কোন শহরে উৎযাপিত হয়েছিলো? তাতে কতজন সাহাবী উপস্থিত ছিলেন?
০৩। রসুল (ﷺ) এর মৃত্যুর পর মা আয়েশা (রা) সহ তাঁর অন্যান্য স্ত্রীগণ কিভাবে মিলাদুন্নাবী তথা তাঁর জন্মদিবস উৎযাপন করতেন?
০৪। রসুল (ﷺ) এর জন্মদিন উপলক্ষে ৪ জন প্রসিদ্ধ সাহাবীসহ অন্যান্য সাহাবীগণ কি ধরনের উৎসব পালন করতেন?
০৫। তাঁর জন্মদিবস উৎযাপনের হাদীস সমূহ বর্ননা করেছেন যে সকল সাহাবীগণ তাদের সবার নাম লিখুন!
০৬। প্রসিদ্ধ কয়েকজন তাবেঈ ও তাবে-তাবেঈ এর নাম লিখুন,যারা মিলাদুন্নবী উৎযাপন করতে না পারলে ঘুমাতে পারতেন না।
০৭। হানাফী মাযহাবের ইমাম আবু হানিফা (রহ) সহ অন্য ৩ মাযহাবের ইমামগণ মোট কতবার ঈদে-মিলাদুন্নাবী উৎযাপন করেছেন?
০৮। ১৪০০ বছর আগে রসুল (ﷺ) এর জন্মদিবসের অনুষ্ঠানগুলোতে যে ধরনের খেজুর ও মিষ্টান্ন পরিবেশন করা হতো সেগুলোর নাম কি?
০৯। রসুল (ﷺ) এর জন্মদিবস উপলক্ষে তিনি আমাদের কি কি না'ত শিক্ষা দিয়েছেন?
১০। দরুদে ইব্রাহীম পড়লে ১০ বার আল্লাহর রহমত বর্ষিত হয়। ‘ইয়া নবী সালামু আলাইকা...’,‘সালাতুনিয়া রাসুল্লাহ...’, ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম...’ প্রভৃতি মানুষের বানানো দরুদ পড়লে কতটুকু রহমত বর্ষিত হবে?
১১। রসুল (ﷺ) এর জন্মস্থান মক্কা, ইন্তিকালের স্থান মদিনা। মক্কা মদিনায় কোন আওলাদে রসুল পাওয়া না গেলেও বাংলাদেশ, ভারত, পাকিস্থানে এত আওলাদে রসুল আসলো কোথা হতে?
১২। ‘ঈদে মিলাদুন্নাবী’ -সকল ঈদের সেরা ঈদ এর সালাত কয় রাক’আত ও কয় তাক্ববীরের সহীত আদায় করতে হয়?
১৩। কয়েকটি বিদ’আত- হাসানা এর নাম লিখুন। বিদ‘আত হলেও এগুলো করে সাওয়াব পাওয়া যাবে, এই বক্তব্য এর পক্ষে কোরআন হাদীছের দলিল পেশ করুন।
১৪। সর্বপ্রথম কোন সাহাবী মিলাদুন্নবী উপলক্ষে জসনে ঝুলুছের আয়োজন করেছেন?
বিশেষ দ্রষ্টব্য:
👉 কোরআন ও সহীহ হাদিসের রেফারেন্স ছাড়া উত্তর গ্রহণযোগ্য হবে না❌
⚠️জাল-জঈফ হাদীছ দিয়ে উত্তর দিলে তা গ্রহনযোগ্য হবে না❌

06/10/2024

রাসুলুল্লাহ (সাঃ) আলী (রাঃ) বাঙ্গাতক মুর্তি বানিয়ে আগুনে পোড়ানোর হুমকি indiইয়ান পুরীহিত।

✅এই অফার কিন্তু মিস করলেই লস। স্টক সিমিত। বিস্তারিত জানতে Iconic Aroma পেজে নক করুন।
26/09/2024

✅এই অফার কিন্তু মিস করলেই লস। স্টক সিমিত। বিস্তারিত জানতে Iconic Aroma পেজে নক করুন।

19/09/2024

পাগল হলেও আল্লাহকে ভুলে নাই এই তোফাজ্জল। খাবার খাওয়ার সময় জিজ্ঞেস করলেও বলল আল্লাহর রহমতে খাবার ভালো হয়েছে। এইভাবে হত্যা😭😭

17/09/2024

আপনাদের জন্য আবার আতর+ঘড়ি বিশাল অফার নিয়ে আসছি। আমার নতুন পেজ আপনাদের সহযোগিতা দরকার ইনশাআল্লাহ।

13/09/2024

উস্তায্ব Abubakar Muhammad Zakaria হাফিয্বহুল্লাহ ICU তে ভর্তি আছেন🥹
সবাই শাইখের জন্য দু'আ করুন🥲

12/09/2024

হায়রে অবুঝ ভাইয়েরা আমার যাকে পাহাড়া দিতে এত লোকজন লাগে। যার নিজের নিরাপত্তা নাই।কেচিগেটের ভিতর দরজায় তালা দিয়ে রাখতে হয়।সে কিভাবে আপনার বিপদ আপদে আপনার নিরাপত্তা দিবে।যাকে আপনি পাহাড়া দেন উনি কিভাবে আপনার সাহায্য কারি হবে।উনারিত আপনার সাহায্য দরকার।

আর আমার রব আল্লাহ সুবাহানাতালা বলেন,
আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে, সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর কুরসি (সিংহাসন) সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।২/২৫৫

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Ibrahim Omar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Ibrahim Omar:

Videos

Share

Category