Bondhon

Bondhon Best entertaining content At your sarvice.
(7)

১/ আগে ১০ দিন শুধু পোস্ট পড়ে কমেন্ট করুন, তাহলে অনেক কিছু নিজেই বুঝে যাবেন।
২/ পোস্ট বাংলা ভাষায় দিতে হবে।
৩/ সেল পোস্ট একদম নিষিদ্ধ।
৪/ পোস্টে কোথাও দাম লেখা যাবে না, ফোন নাম্বার দেওয়া যাবে না। ছবিতে দাম বা কোন নাম্বার দেওয়া যাবে না। কমেন্টেও দাম বা কোন নাম্বার দেয়া যাবে না।
৫/ লিঙ্ক শেয়ার করলে ব্যান করা হয়।
৬/ পণ্যের পরিচিত নিয়ে পোস্ট দেন।
৭/ যে কোন ভাইরাল টপিক,ধর্ম এবং রাজনৈতিক উদ্দেশ্য

ে পোস্ট এপোভ করা হয় না।
৮/ লাইভ এলাউ করা হয় না, লাইভ শেয়ার করলে ব্যান করা হয়।
৯/ ৫ টার বেশি ছবি পোস্টের সাথে দেয়া যাবে না।
১০/ রেশারেশি মূলক বা আক্রমনাত্মক কোন পোস্ট দেয়া যাবে না।
১১/ কমেন্টে ছবি দিতে পারবেন না।
১২/ বন্ধনের পোস্ট গুলো নিজের বলে শেয়ার করা যাবে না।
১৩/ বন্ধন গ্রুপ থেকে নেয়া কোন কন্টেন্ট অন্য কোথাও নিজের বলে পোস্ট করলে অভিযোগর সাপেক্ষে তাকে ব্যান করা হয়।
১৪/ গ্রুপের মেম্বারদের অহেতুক মেসেজ দেয়া,নিজের পেজ লিংক শেয়ার করা অথবা অহেতুক কল করা যাবে না।করলে প্রনান সাপেক্ষে ব্যান করা হয়।
১৫/ কাউকে ছোট করার উদ্দেশ্য নেগেটিভ কমেন্ট করলে সরাসরি ব্যান করা হবে।
১৬/ কোন কারণ ছাড়া ক্রেতা বা বিক্রেতার উদ্দেশ্য হয়রানিমূলক পোস্ট দেয়া হলে ব্যান করা হবে।
১৭/ কোন কোর্স এর মারকেটিং করতে পারবেন না।
১৮/ মেয়ে দের সানান্যতম অনক্রম করতে পারবেন না। কুরলে ব্যান করে দেয়া হবে।
১৯/ এক বাক্যের পোস্ট এপ্রুভ করা হয় না।

14/12/2023

গরীবের জায়েদ খান । অসাধারণ অভিনয় । অসাধারণ প্রতিভা ।
**e See Less

13/12/2023

প্রিন্স মামুন লায়লাকে মা'তাল হয়ে এভাবে অনেকবার মে'রেছে -
কাঁদতে কাঁদতে মামুনের সাথে ব্রেকআপ করলো লায়লা ।
**e


লায়লা লাইভে এসে যা বললো

13/12/2023

মামুন লায়লা’কে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে 🙂
লায়লা খুব কান্না করতাছে 🙂
**e


মদ খেয়ে লায়লাকে মেরেছে মামুন | মধ্য রাতে লাইভে এসে কেঁদে কেঁদে যা বলল লায়লা |

11/12/2023
11/12/2023

সুন্দরী ওয়েটারের চড় খেতেই যে রেস্তোরাঁয় যায় মানুষ |

10/12/2023

নতুন শিক্ষা কারিকুলামে মাঠকর্মে ৭ম শ্রেণিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ। নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ের স্কিল কোর্স-০১ এর হাতে কলমে শিখন কার্যক্রম।
#

আলহামদুলিল্লাহ ৯২৫ দিন পর মুক্তি পেলেন মুফতি আমির হামজা।
07/12/2023

আলহামদুলিল্লাহ ৯২৫ দিন পর মুক্তি পেলেন মুফতি আমির হামজা।

07/12/2023

আলহামদুলিল্লাহ জামিনে মুক্তি পেলেন মুফতি আমির হামজা ! ৯২৫ দিন পর মুক্তি পেলেন মুফতি আমির হামজা সরাসরি লাইভে যা বললেন Mustafiz Rahmani See Less

06/12/2023

ফুড আপ্পির সাবেক স্বামী কি বলছেন শুনুন? FoodAppi
ফুড আপ্পির সাবেক স্বামী রুহুল আমিনের একক ইন্টারভিউ, (পার্ট: 4)

#ফুড_আপ্পি #কামরুন_নাহার_রাখি

See less
See less

06/12/2023

ফুড আপ্পির সাবেক স্বামী কি বলছেন শুনুন? FoodAppi
ফুড আপ্পির সাবেক স্বামী রুহুল আমিনের একক ইন্টারভিউ, (পার্ট: 3)

#ফুড_আপ্পি #কামরুন_নাহার_রাখি

See less

06/12/2023

ফুড আপ্পির সাবেক স্বামী কি বলছেন শুনুন? FoodAppi ।
ফুড আপ্পির সাবেক স্বামী রুহুল আমিনের একক ইন্টারভিউ, (পার্ট: 2)

#ফুড_আপ্পি #কামরুন_নাহার_রাখি

See less

06/12/2023

ফুড আপ্পির সাবেক স্বামী কি বলছেন শুনুন? FoodAppi
ফুড আপ্পির সাবেক স্বামী রুহুল আমিনের একক ইন্টারভিউ, (পার্ট: ১)
#ফুড_আপ্পি #কামরুন_নাহার_রাখি

See less

05/12/2023

ঘটনাগুলি ক্যামেরায় রেকর্ড না হলে আপনিও বিশ্বাস করতেন না ।

29/11/2023

আমি_তো এমপি হব, আমি তো এমপি হব মন্ত্রী হব। অসাধারণ একটি গান।

24/11/2023

আজব কাহিনী একটা বোয়াল মাছের দাম ৬১২০ টাকা । স্থান ইসলামপুর,ধামরাই,ঢাকা।
#

20/11/2023

সুপার শপ থেকে কিছু কেনা কাটা করলাম বাসার জন্য।
#

15/11/2023

কবিতায় বর্তমান পরিস্থিতিতে যারা চট করে কারোর বিপদে ঝাপিয়ে পড়েন না, বরং বারান্দার গ্রিলের ফাকা দিয়েই পুরো পরিস্থিতিটা পর্যবেক্ষণ করেন, সেই বহুরূপী মানুষদের আসল রূপটাই এবার তুলে ধরেছেন রুদ্রনীল। শুনে নিন তার কবিতাটি।
See Lee

13/11/2023

আল-কাসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবাইদার বিশ্ববাসীর প্রতি সর্বশেষ বার্তা।(বাংলা সাবটাইটেল)

29/10/2023
20/10/2023

হিটলার আক্ষেপ করে বলেছিলেন আমি কিছু অসম্পূর্ণ কাজ রেখে যাচ্ছি সেই অসম্পূর্ণ কাজের জন্যে এই পৃথিবী আমাকে সন্মানের সাথে স্বরণ করবেন আর আমি যে ইহুদিদের হত্যা করে ভুল করিনি সেটার স্বীকৃতি আমি অবশ্যই পাবো আমার অসমাপ্ত কাজেই আমাকে সেই স্বীকৃতি এনে দিবে আর সেই অসাধারণ উক্তি বাস্তব রূপ নিয়েছে আজ আমরা দেখছি যেইসব ইহুদি হিটলারের হাত থেকে বেঁচে গেছে তারাই বর্তমান বিশ্বের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যার পরিণতি আমাদের সামনে সেই ইহুদিরা আমেরিকার সহযোগীতায় ফিলিস্থানে মুসলমানদের হত্যা করছে, বিশ্বের মাথা হিসাবে যাদেরকে আমরা জানি তাঁরা এখন কিছুই দেখছে না সবাই চুপচাপ তামাশা দেখছেন ।

11/10/2023

মন খারাপ! এই তিলাওয়াত শুনুন।যেই তিলাওয়াতটি কাঁপিয়েছিল সারা বিশ্ব!

07/10/2023

এত মধুর তেলোয়াত -বার বার সুনলে ও মন ভরে না। সময় থাকলে এক বার হোলেও শুনে নিবেন। সুরা আল বালাদ-আরবি ও বাংলা লিখিত আকারে দেয়া আছে।
Salman Khan

12/09/2023

✅Follow to Follow ✅
Follow দেন
নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে
100% Follow back পাবেন
ইনশাআল্লাহ।

03/09/2023

Active আছি, আজকের টার্গেট ২৫০ দ্রুত Follow দিয়ে সাথে সাথে ব্যাক বুজে নিন
Follow To Follow Back

28/08/2023

Active আছি দ্রুত ফলো দিন ব্যাগ বুঝে নিন
Back to back
In.sha.allah

13/05/2023

আজানের সূচনা যেভাবে।

আজান ইসলামের অন্যতম নিদর্শন ও গুরুত্বপূর্ণ বিধান। নামাজের জন্য মানুষকে ডাকার মাধ্যম আজান। আজান শুনে মানুষ সব ব্যস্ততা ছেড়ে নামাজে আসে। আজানের শব্দে আছে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা, আল্লাহর একাত্ববাদের ঘোষণা, রাসুল (সা.)-এর রিসালতের সাক্ষ্যদান ও তাঁর প্রশংসা। আজানে আরো আছে কল্যাণ ও সফলতার প্রতি আহ্বান। এই আজান শুনে বহু অমুসলিম ইসলামকে ভালোবেসেছে এবং ইসলাম গ্রহণ করেছে।

আজানের সূচনা কখন হয় : সর্বপ্রথম কখন কোথায় আজানের সূচনা হয়—এ নিয়ে কিছু মতভেদ দেখা যায়। তা হলো—ক. সর্বপ্রথম মেরাজের রাতে আজানের সূচনা হয়। মসজিদুল আকসায় জিবরাইল (আ.) আজান ও ইকামত দেন। এবং সেখানে রাসুল (সা.) সব নবীকে নিয়ে নামাজ আদায় করেন। (মাজমাউজ জাওয়ায়েদ : ১/৩২৮)

খ. হিজরতের আগে মক্কায় আজানের সূচনা হয়। (হাশিয়াতু ইবনে আবিদিন : ১/৪১৩)

গ. রাসুল (সা.) মসজিদে নববী নির্মাণের পর প্রথম হিজরিতে মদিনায় আজানের সূচনা হয়। এই মত বেশি প্রসিদ্ধ। (সহিহ ইবনে খুজায়মা : ১/১৯০)

ঘ. দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তনের পর আজানের সূচনা হয়। (ফতহুল বারি : ২/৬২)

যেভাবে আজানের শব্দমালার প্রচলন হয় : আবু উমাইর ইবনে আনাস (রা.) তাঁর এক আনসারি চাচা থেকে বর্ণনা করেন, রাসুল (সা.) নামাজের জন্য লোকদের কিভাবে একত্র করা যায়, সে বিষয় নিয়ে চিন্তিত ছিলেন। তা দেখে সাহাবিদের কেউ কেউ পরামর্শ দিলেন, নামাজের সময় হলে একটা পতাকা উড়ানো হোক। তা দেখে একে অন্যকে নামাজের সংবাদ জানিয়ে দেবে। কিন্তু এটা রাসুল (সা.)-এর নিকট পছন্দ হলো না। কেউ কেউ প্রস্তাব করল, শিঙ্গা-ধ্বনি দেওয়া হোক। রাসুল (সা.) এটাও পছন্দ করলেন না। কেননা তা ছিল ইহুদিদের রীতি। কেউ কেউ ঘণ্টা ধ্বনি ব্যবহারের প্রস্তাব করলে রাসুল (সা.) বলেন, ওটা নাসারাদের রীতি। উপস্থিত সাহাবিদের মধ্যে আবদুল্লাহ ইবনে জায়েদ (রা.) নামে একজন সাহাবি ছিলেন। তিনি রাসুল (সা.)-এর চিন্তার কথা মাথায় নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন।

অতঃপর (আল্লাহর পক্ষ হতে) স্বপ্নে তাকে আজান শিখিয়ে দেওয়া হলো। বর্ণনাকারী বলেন, পরদিন ভোরে তিনি রাসুল (সা.)-এর কাছে এসে বিষয়টি অবহিত করে বললেন, হে আল্লাহর রাসুল, আমি কিছুটা তন্দ্রাছন্ন অবস্থায় ছিলাম। এমন সময় এক আগন্তুক এসে আমাকে আজান ও (ইকামত) শিখিয়ে দিলেন। বর্ণনাকারী বলেন, একইভাবে ওমর (রা.)ও ২০ দিন আগেই স্বপ্নেযোগে আজান শিখেছিলেন। কিন্তু তিনি কারো কাছে তা ব্যক্ত না করে গোপন রেখেছিলেন। অতঃপর আবদুল্লাহ ইবনে জায়েদ স্বপ্নের বৃত্তান্ত বলার পর তিনিও তাঁর স্বপ্নের কথা রাসুল (সা.)-কে জানালেন। রাসুল (সা.) বললেন, তুমি আগে বললে না কেন? তিনি বলেন, আবদুল্লাহ ইবনে জায়েদ (রা.) এ বিষয়ে আমার আগেই বলে দিয়েছেন। এ জন্য আমি লজ্জিত। রাসুল (সা.) বললেন, বেলাল! ওঠো, এবং আবদুল্লাহ ইবনে জায়েদ তোমাকে যেরূপ নির্দেশ দেয় তুমি তাই করো। অতঃপর বেলাল (রা.) আজান দিলেন। (আবু দাউদ, হাদিস : ৪৯৮)

নামাজ ছাড়া অন্য সময় আজান দেওয়ার বিধান : মূলত আজানের বিধান চালু করা হয়েছে নামাজের সময় ঘোষণা দেওয়ার জন্য। সাধারণত নামাজ ছাড়া আজান দেওয়ার বিধান নেই। তবে হাদিসে নামাজ ছাড়া দুটি সময়ে আজান দেওয়ার বিধান পাওয়া যায়।

ক. নবজাতকের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। আবু রাফে (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন হাসান ইবনে আলী (রা.)-এর জন্ম হয় তখন আমি রাসুল (সা.)-কে তাঁর কানে আজান দিতে দেখেছি। (তিরমিজি, হাদিস : ১৫১৪)

খ. কারো ওপর যদি জিনের বদ-আছর পড়ে তখন আজান দেওয়া যাবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, যদি তোমাদের ওপর জিনের প্রভাব পড়ে বা বদ-আছর পড়ে, তাহলে তোমরা আজান দাও। কেননা, শয়তান আজান শুনলে দৌড়ে পালিয়ে যায়। (তাবরানি, হাদিস : ৭৪৩৬)

10/05/2023

সূরা বাইয়্যিনাহ (Surah Al-Baiyina) পবিত্র কুরআন শরীফের ৯৮ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৮ টি। সূরাটি মদিনায় (Medina) অবতীর্ণ হয়।

সূরা বাইয়্যিনাহ অর্থসহ বাংলা উচ্চারণ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(১
لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ
উচ্চারণঃ লাম ইয়াকুনিল্লাযীনা কাফারূমিন আহলিল কিতা-বি ওয়াল মুশরিকীনা মুনফাক্কীনা হাত্তাতা’তিয়াহুমুল বাইয়িনাহ।

অর্থঃ আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।
(২
رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً
উচ্চারণঃ রাছূলুম মিনাল্লা-হি ইয়াতলূসুহুফাম মুতাহহারাহ।

অর্থঃ অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,
(৩
فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ
উচ্চারণঃ ফীহা-কুতুবুন কাইয়িমাহ।

অর্থঃ যাতে আছে, সঠিক বিষয়বস্তু।

(৪
وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءتْهُمُ الْبَيِّنَةُ
উচ্চারণঃ ওয়ামা- তাফাররাকাল্লাযীনা ঊতুলকিতা-বা ইল্লা- মিম বা‘দি মা- জাআতহুমুল বাইয়িনাহ।

অর্থঃ অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।
(৫
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاء وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
উচ্চারণঃ ওয়ামাউমিরূইল্লা-লিয়া‘বুদুল্লা-হা মুখলিসীনা লাহুদ্দীনা হুনাফাআ ওয়া ইউকীমুসসালা-তা ওয়া ইউ’তুঝঝাকা-তা ওয়া যা-লিকা দীনুল কাইয়িমাহ।

অর্থঃ তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।
(৬
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُوْلَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ
উচ্চারণঃ ইন্নাল্লাযীনা কাফারূমিন আহলিল কিতা-বি ওয়াল মুশরিকীনা ফী না-রি জাহান্নামা খা-লিদীনা ফীহা- উলাইকা হুম শাররুল বারিইইয়াহ।

অর্থঃ আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
(৭
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُوْلَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ
উচ্চারণঃ ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি উলাইকা হুম খাইরুল বারিইইয়াহ।

অর্থঃ যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।
(৮
جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ
উচ্চারণঃ জাঝাউহুম ‘ইনদা রাব্বিহিম জান্না-তু‘আদনিন তাজরী মিন তাহতিহাল আনহা-রু খা-লিদীনা ফীহাআবাদার রাদিয়াল্লা-হু ‘আনহুম ওয়া রাদূ ‘আনহু যা-লিকা লিমান খাশিয়া রাব্বাহ।

অর্থঃ তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের
প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।

05/05/2023

ইন্না-লিল্লাহ...!
মাত্র ভুমিকম্প হয়ে গেলো😭
আনুমানিক 4.9 মাত্রার।
আল্লাহ হেফাজত করো আমীন...!

25/04/2023

আমি এগিয়ে যাবো আপনার সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার সহযোগিতায়।
Follow & Review & Promote back to back

10/04/2023

Active আছি
দ্রুতো ফলো দিন ব্যাক বুঝে নিন
Back to Back

Address

Savar

Telephone

+8801710632719

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bondhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bondhon:

Videos

Share



You may also like