BOGI COGI

BOGI COGI Hey. This is our page. Here you get all kinds of products.with glad�

22/12/2023

মানুষ ভালোবাসা দেখায়,মায়ায় জড়ায়, মস্তিষ্কে গোটা সংসার সাজায়, তারপর একটু একটু করে হারাতে হারাতে একদিন অদৃশ্য হয়ে যায়!
মানুষ ম/রে যায় মানুষের অভাবে,অতে মানুষ টেরই পায়না!

22/12/2023

আমি একটু শান্তি চাই, পাখির মতো মুক্ত হতে চাই। পাহাড়ে গিয়া সবুজে চোখ ভরাইতে চাই, সমুদ্রের তীরে ভেজা বালিতে বইসা থাকতে চাই। একটু ভেজা বাতাসে নাক ডুবাইতে চাই। বৃষ্টিতে ভিজতে চাই, এই দিনদুনিয়ার ঝা'মেলা আর ভাল্লাগে না।

একটুখানি শান্তি🖤😣

13/07/2022

পরের জন্মে বিড়াল হবো ৷ দুধ মাছ খাবো, ঘুরবো, চ্যা'গান দিয়ে ঘুমিয়ে থাকবো ৷ অবসরে বিভিন্ন জিনিস চা'টাচা'টি করবো ৷🙂

সারাদিন হ্যান্ডসাম ছেলেদের কোলে শুয়ে থাকবো আর হাই তুলবো ৷ মাঝেমাঝে আদরের মাত্রা বেশি হয়ে গেলে খা'ম'চি দিয়ে দিব ৷

এরপর ওরা আবার আদর করার জন্য ডাকাডকি করবে,ফিরেও তাকাবো না 🌚
জীবনে শুধু দুধ আর আদর, উফফ!!

12/07/2022

🖤🌸✨

12/07/2022

বিয়ের ১ বছরের মাথায় স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করলাম। বেবী হওয়ার পর থেকে শুরু হলো শারীরিক ও মানসিক নির্যাতন। আমার সামনে রুমের দরজা লক করে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো।

কারনে অকারনে আঘাত করতো। কিছু খুঁজে না পেলেই আঘাত করতো। ফ্রিজে ঠান্ডা পানি না থাকলে আঘাত করতো। এই আঘাত নরমাল আঘাত না। চেয়ার দিয়ে খাটের স্ট্যান্ড দিয়ে সোটা যা পাইতো তা দিয়ে। রিমান্ডের আসামিকে কিভাবে আঘাত করে আমার ধারণা নেই? তবে তার আঘাতের ধরন ছিল আমি যেন ডাকাত।

একবার কপালে চারটা সেলাই করতে হয়েছিলো। তখনও নিজেকে একবারে শেষ করার কখনো মাথায় আসেনি। শুধু ভাবতাম সন্তানকে মানুষ করবো কিভাবে?

এরপর নানান চরায় উৎরাই পার হয়ে সে বেকার হয়ে যায় আমি সংসারের হাল ধরি। ভাইবাতে টিকে আমার জব হয়ে যায়। ২ বছর পর হাজবেন্ডের জন্য জবের ব্যবস্থা করি। ১ বছর পর দেখতেছি ওর এই জবে অনেক কষ্ট হচ্ছে তাই জব ছেড়ে দিতে বলি। সে বাসায় থাকতো আমি জব করতাম।

এরই মধ্যে জানতে পারি আমার সৎ বোনের সাথে তার পরকিয়া। সংসার ছেড়ে সন্তান নিয়ে চলে আসলাম এক কাপড়ে। শুরু হলো নতুন সংগ্রাম। সৎ মায়ের সংসারে বোঝা হওয়ার ইচ্ছা নাই। তাই এক বান্ধবীর বাসায় উঠলাম। দুই দিন থাকার পর চিন্তা করলাম কিছু একটা ব্যবস্থা করতে হবে। পরিচিত এক মেয়ের বাসায় একরুম সাবলেট নিলাম। সন্তানকে নিয়ে মেঝেতে ঘুমাইছি। ঠান্ডা লেগে দুজনেই অসুস্থ হয়ে যায়।

একটা মুরগী দিয়ে ১৫ দিন পার করতাম। ছেলেকে ছোট এক পিচ মাংস দিতাম। আমি আলু দিয়ে খাইতাম। ১টা ডিম ভাজি করে চার পিচ করতাম। দুপুরে আর রাতে লেবুর কাজি করে ছোট এক পিচ ডিম দিয়ে খাইছি।
এর মধ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে আমার জব হয়ে যায়।

আজ আলহামদুলিল্লাহ আমার ছেলেকে নিয়ে পরিপূর্ণ সংসার। ৩ বেডের একটা ফ্ল্যাট নিয়ে থাকি। কাজ করার জন্য লোক আছে।

ভাই, মানুষ শুধু নিজের চাওয়া পাওয়া নিয়ে চিন্তা করার জন্য জন্ম নেয় না। মা বাবা, সন্তান, সংসার সবাই সবার পরিপূরক। মানুষ শুধু নিজের জন্য বাঁচে না।

লাখ টাকা ইনকাম করলেও আপনার অভাব থাকবে। আমাদের অফিসের নির্বাহী পরিচালকের বেতন ২ লাখ ৮০ হাজার। ২০ তারিখের পর তার হাতে টাকা থাকে না। অফিস থেকে এডভান্স নেয়। সব পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাড়ানোই হলো জীবন।
Collected 🖤🌸😢

12/07/2022

এক আকাশের নিচেই থাকবো, তবুও আমাদের আর দেখা হবেনা। :')💔

12/07/2022

একসাথে ১৫-২০টা নতুন ড্রেস পেলে এসব ডিপ্রেশন টিপ্রেশন সব দূর হয়ে যেতো!🙂

11/07/2022

Long distance ভালোবাসা গুলো দেখতে ভালোই লাগে❤️
তারা প্রতিদিন সকাল বেলা ভিডিও কল দিয়ে এক জন আরেক জনকে ঘুম ভাঙিয়ে দেয়। সারারাত দুজনে ফিস ফিস করে কথা বলা, একদিন কল অথবা ভিডিও কল না দিলে তাকে মিস করে মন খারাপ হয়ে যাওয়া। আরও ছোটো খাটো অনেক বিষয় আছে সেইগুলো আসলেই অনেক সুন্দর লাগে। সবার কেমন লাগে সেটা আমি জানি না বাট আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। তাদের রাগ অভিমান হয় প্রতিদিনি আবার প্রতিদিনি ঠিক হয়ে যায়। তবে সব কিছুর থেকে এটাই বেশি ভালো লাগে সকাল বেলা ভিডিও কল দিয়ে দুজন দুজনকে ঘুম ভাঙানোর ব্যাপারটা।❤️
🌸

11/07/2022

শুদ্ধতম ভালবাসার প্রমান হলো বিচ্ছেদের পর ফিরে আসা!
🖤

11/07/2022

কাউয়া🤣

06/07/2022

Lyrics 🖤🌸✨

04/06/2022

New collection asche wait

25/01/2022

Hlw.....

11/01/2022

আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হতে যায়

11/01/2022

আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়💔

05/01/2022
Loading........Coming Soon👀
04/01/2022

Loading........Coming Soon👀

04/01/2022
04/01/2022
04/01/2022
04/01/2022

Address

Genda
Savar

Telephone

+8801409122441

Website

Alerts

Be the first to know and let us send you an email when BOGI COGI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BOGI COGI:

Videos

Share

Nearby media companies