Mufty Ziaul Haque Al-Azizi

Mufty Ziaul Haque Al-Azizi B.A & M.A in University of Chittagong. Darul Hadith in Patiya. Ifta in Lakhan. Imam & Khatib BATB My personal page for friendship communication.

15/01/2023
14/01/2023

ইন্নালিল্লাহ...
জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস, বহুগ্রন্থ প্রণেততা,উস্তাদে মুহতারাম আল্লামা রফিক আহমদ সাহেব রহ. কিছুক্ষণ পূর্বে মহান রবের সান্নিধ্যে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

প্রিয় উস্তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাক্বাম কামনা করছি।

31/12/2022

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ৮৭ দেশ, আর বিপক্ষে ভোট দিয়েছে ২৬ দেশ। এছাড়া ভোট দানে বি.....

28/12/2022

কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শুরু হওয়া তিন দিনে....

22/12/2022
22/12/2022

কয়েক বছর যাবৎ, বিভিন্ন পরিস্থিতির কারণে, প্রাণের জামিয়ার মাহফিলে শরিক হতে পারছি না। কেবল আফসোস ও আক্ষেপ থেকে যাচ্ছে!! মহান আল্লাহ তায়ালা যেন প্রিয় জামিয়ার সভাকে কবুল করেন।

https://youtu.be/fxFfwOupJic
20/12/2022

https://youtu.be/fxFfwOupJic

#মুক্তিযুদ্ধের সময় ইমাম ও আলেমদের ভূমিকা। #৭১ এর সময় আলেমদের ভূমিকা

30/11/2022

একজন ইসলামি বক্তা কিভাবে আর্জেন্টিনার পার্টি হয়?

29/11/2022

বেতন নেবেন না মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী।

মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী হিসেবে কোনো বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

18/11/2022

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চতুর্থ শ্রেণির এক কর্মচারী কফির...

28/10/2022

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার ব্যতীত নামাযে আর কোথাও রফউল ইয়াদাইন করেননি

عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ أَلاَ أُصَلِّي بِكُمْ صَلاَةَ رَسُولِعَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ أَلاَ أُصَلِّي بِكُمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلاَّ فِي أَوَّلِ مَرَّةٍ ‏.‏

২৫৭। আলকামা (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, 'আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (নিয়মে) নামায আদায় করে দেখাব না? তিনি (আবদুল্লাহ) নামায আদায় করলেন, কিন্তু প্রথম বার (তাকবীরে তাহরীমার সময়) ছাড়া আর কোথাও রাফউল ইয়াদাইন করেননি। —সহীহ। সিফাতুস সালাত, মূল- মিশকাত— (৮০৯)।

Alqamah narrated that : Abdullah bin Mas'ud said: "Shall I not demonstrate the Salat of Allah's Messenger to you?" Then he offered Salat and he did not raise his hands except while saying the first Takbir."

26/10/2022
 ুফান_চলা_কালে_আল্লাহর_রসূল_সাঃ_এই_দুআ_করতেন,عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : كَانَ النَّبِيُّ صلى الله علي...
24/10/2022

ুফান_চলা_কালে_আল্লাহর_রসূল_সাঃ_এই_দুআ_করতেন,

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا عَصَفَتِ الرِّيحُ قَالَ: «اَللهم إِنِّي أَسْألُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ» . رواه مسلم

আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, ঝড়-তুফান চলা কালে আল্লাহর রসূল এই দুআ করতেন,
‘আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা অখাইরা মা ফীহা অখাইরা মা উরসিলাত বিহ, অআঊযু বিকা মিন শার্রিহা অশার্রি মা ফীহা অশার্রি মা উরসিলাত বিহ।’
অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয় আমি এর কল্যাণ, এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি। আর এর অনিষ্ট, এর মধ্যে যা আছে তার অনিষ্ট এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার অনিষ্ট হতে পানাহ চাচ্ছি।

https://youtu.be/3RK4ABED05s

মুসলিম ৮৯৯

21/10/2022
21/10/2022
21/10/2022

সালাম না দেয়ায় উপজেলা পরিষদ মসজিদের খতিবকে কটূক্তির অভিযোগ উঠেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

20/10/2022

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি বাতিল করলো অস্ট্রেলিয়া। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে...

20/10/2022

সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামীকাল শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৮.৩০মি হতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগ....

20/10/2022
20/10/2022
20/10/2022
20/10/2022

Address

Savar
3140

Alerts

Be the first to know and let us send you an email when Mufty Ziaul Haque Al-Azizi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufty Ziaul Haque Al-Azizi:

Videos

Share