MYS world

MYS world Thank you for following us.
(27)

18/12/2024

আমি এটা জানতাম না তো!!!! ইয়ার হামার রহিমিন বিশ্বাসের উপর ঈমানের মজবুতী বারিয়ে দিন। আমিন আমিন আমিন

আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'

উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :

১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।

২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।

৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।

৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।

[সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০]....

03/12/2024

দিন শেষে আমাদের একটাই ভরসা.....

"হাসবুনাল্লাহ ওয়ানি'মাল ওয়াকিল"

আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।৷

🖤😇MYS world

আলহামদুলিল্লাহ!আল্লাহ উত্তম পরিকল্পনাকারি। 😇🖤
02/12/2024

আলহামদুলিল্লাহ!আল্লাহ উত্তম পরিকল্পনাকারি। 😇🖤

আমিন আমিন!!!
01/12/2024

আমিন আমিন!!!

🍁 যাদের আরবি মনে থাকে কিন্তু হাদিসের ভাষায়, রাসূলে পাক ﷺ এর ভাষায় দু'আ করতে চান তাদের জন্য আমাদের এই ব্যবস্থা। হাদিসের ন...
01/12/2024

🍁 যাদের আরবি মনে থাকে কিন্তু হাদিসের ভাষায়, রাসূলে পাক ﷺ এর ভাষায় দু'আ করতে চান তাদের জন্য আমাদের এই ব্যবস্থা।

হাদিসের নির্বাচিত দোয়া সমূহ

(২৬) হে আল্লাহ! তোমারই রহমতের আকাঙ্ক্ষী আমি, সুতরাং তুমি এক পলক পরিমাণ সময়ের জন্যও আমাকে আমার নিজের উপর ছেড়ে দিয়ো না। তুমি আমার সমস্ত বিষয় সুন্দর করে দাও। তুমি ভিন্ন প্রকৃত কোন মা’বুদ নেই।
[আবু দাউদ : ৪৪২৬]
___
:
:
(২৭) হে আল্লাহ! আমি তোমার বান্দা, তোমারই এক বান্দার পুত্র আর তোমার এক বান্দির পুত্র। আমার ভাগ্য তোমারই হাতে। আমার উপর তোমার নির্দেশ কার্যকর। আমার প্রতি তোমার ফয়সালা ইনসাফপূর্ণ। আমি সেই সমস্ত নামের প্রত্যেকটির বদৌলতে, যে নাম তুমি নিজের জন্য নিজে রেখেছ,অথবা তোমার যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ, অথবা তোমার সৃষ্ট জীবের মধ্যে কাউকে যে নাম শিখিয়েছ, অথবা স্বীয় ইলমের ভাণ্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছ, তোমার নিকট এই কাতর প্রার্থনা জানাই-তুমি কুরআন মাজিদকে আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি,আমার চিন্তা-ভাবনার অপসারণকারী এবং উদ্বেগ-উৎকণ্ঠার বিদূরণকারীতে পরিণত কর। [আহমদ : ৩৫২৮]
___
:
:
(২৮) হে অন্তর সমূহের পরিবর্তনকারী! তোমার দ্বীনের উপর আমার অন্তরকে অবিচল রাখ। [তিরমিযি : ৩৪৪৪]
___
:
:
(২৯) হে আল্লাহ! আমি তোমার কাছে কল্যাণময় সকল বিষয় কামনা করি, কল্যাণের আগত ও অনাগত বিষয়গুলো; যা আমি জানতে পেরেছি এবং যা আমি
জানতে পারিনি। আর আমি তোমার আশ্রয় কামনা করছি সকল প্রকার অনিষ্ট হতে, অনিষ্টের আগত ও অনাগত সকল বিষয় হতে, যা আমি জানতে পেরেছি এবং যা আমি জানতে পারিনি।
[ইবনে মাজা : ৩৮৩৬]
___
:
:
(৩০) হে আল্লাহ! আমি তোমার আশ্রয় কামনা করছি অসার জ্ঞান হতে, অশ্রুত দো’আ হতে, এবং এমন প্রবৃত্তি হতে যা পরিতৃপ্ত হয় না, এমন অন্তর হতে যা বিগলিত হয় না। [মুসলিম : ৪৮৯৯]
___
5
https://t.me/WorkforDawah/1338

শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন ইন শা আল্লাহ

>>গুরুত্বপূর্ণ পোস্ট সোর্স

🍁 যাদের আরবি মনে থাকে কিন্তু হাদিসের ভাষায়, রাসূলে পাক ﷺ এর ভাষায় দু'আ করতে চান তাদের জন্য আমাদের এই ব্যবস্থা। ...

19/10/2024

"আমার নেই "
এটা নিয়ে যেমন হতাশ হওয়ার কিছু নেই, আবার
"আমার আছে "
এটা নিয়ে অহংকার করারও কিছু নেই।

আল্লাহ চাইলে নিতেও সময় লাগে না, আবার আল্লাহ চাইলে দিতেও সময় লাগে না!!!
MYS world ❤️

19/10/2024

দিন শেষে একটাই ভরসা,,,,
"হাসবুনাল্লাহু ওয়া'নিমাল ওয়া'কিল"
অথ- আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট। ---
আলহামদুলিল্লাহ -❤️ MYS world

17/10/2024

---- সত্যিকার অর্থে, আল্লাহ ছাড়া এই মায়াময় দুনিয়ায় কেউ আপন নয়!

16/10/2024

" সুন্দর একটি দোয়া"
হে আল্লাহ, আপনি আমাদের যা রিজিক দিয়েছেন তাতেই আমাদের কে সন্তুষ্ট বানিয়ে দিন,বরকত দান করুন, এবং আমি যা কিছু হারিয়ে ফেলেছি তার তুলনায় অধিক উত্তম কিছু আমাকে নসিব করুন।।

---- আমিন

Happy day filled with grace and peace!!❤️❇️
08/10/2024

Happy day filled with grace and peace!!❤️❇️

07/10/2024

যতো চুপ,ততো সুখ!! যতো কথা,ততো ব্যথা!!
🫥❇️

ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন।
06/10/2024

ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন।

04/10/2024

ইয়া আল্লাহ!!
আমি হয়তো চাইতে জানিনা...কিন্তু আপনি তো আমার মনের ভাষাগুলো বুঝেন।মেহেরবানি করে আমার না বলতে পারা দোয়াগুলো কবুল করে নিন।
আমিন

04/10/2024

#একদিন হযরত মুহাম্মদ (সাঃ) হযরত আলী (রাঃ) কে বলেছিলেন হে আলী ঘুমাতে যাওয়ার আগে ৫টি কাজ প্রতিরাতে করবে!....

১. ৪ হাজার দিনার সদকা করবে।
২. একটি কুরআন খতম করবে।
৩. জান্নাতের মূল্য পরিশোধ করবে।
৪. দুজন ব্যক্তি যদি দুজনের উপর রাগ করে থাকে তাইলে সেই রাগ ভাঙ্গিয়ে তাদেরকে খুশি করে তুলবে।
৫. একবার হজ্জ করবে, তারপর ঘুমাতে যাবে।

#হযরত আলী (রাঃ) তখন বললেন হে রাসূলুল্লাহ (সাঃ) এটা তো মনে হচ্ছে অসম্ভব, আমি এই পাঁচটি কাজ কিভাবে করতে পারবো?

#হযরত মুহাম্মদ (সাঃ) তখন বললেন:

১. সূরা ফাতিহা ৪ বার পড়লেই চার হাজার দিনার সদকা করার সমপরিমাণ সাওয়াব পাবে।

২. সূরা ইখলাস ৩ বার পড়লে একটি কুরআন খতমের সাওয়াব পাবে।

৩. তিনবার যেকোনো একটি দরুদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মুল্য পরিশোধ করার সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে। যেমন সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে "সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম"।

৪. যেকোনো ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ ১০ বার পাঠ করলে দুজন অখুশি মানুষকে খুশি করার সমপরিমাণ সাওয়াব পাবে"।

৫. সর্বশেষ কালেমা শাহাদত চারবার পাঠ করলে একটি হজ্জ সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে।

আলহামদুলিল্লাহ, সুবহানআল্লাহ।

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when MYS world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MYS world:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share