Amirhamza mom vlog

Amirhamza mom vlog জীবনে ভালো থাকতে হলে চুপ থাকতে হবে। আর ভালো কিছু পাওয়া জন্য ধৈর্য ধরতে হবে। ইনশাআল্লাহ একদিন সব হবে ❤
(2)

02/12/2024

হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেসে 😁😁😁😁😁

মা শা আল্লাহমা শা আল্লাহমা শা আল্লাহআলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ  ৫মাস হয়ে গেলো আমার সোনা বাচ্চাটার সারফ...
29/11/2024

মা শা আল্লাহ
মা শা আল্লাহ
মা শা আল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ৫মাস হয়ে গেলো আমার সোনা বাচ্চাটার সারফারাজ ❤️❤️❤️

25/11/2024

মাশরুম চিকন পাস্তা নুডলস রেসিপি

Right now 🫠আর কে কে আছো আমার মত😚☺️
24/11/2024

Right now 🫠
আর কে কে আছো আমার মত😚☺️

23/11/2024

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়?এই কেনোর উত্তর নেই।কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী।তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের? কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান।টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে।বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়।কি কঠিন সত্য তাই না!
.........✍️ সংগৃহিত

My Dream corner. 🥺🤍
17/11/2024

My Dream corner. 🥺🤍

একটা সময় আমার ফ্রিজ ভর্তি চকলেট থাকবে 😍😍
01/11/2024

একটা সময় আমার ফ্রিজ ভর্তি চকলেট থাকবে 😍😍

Bangladeshi Relatives❤️😍
25/10/2024

Bangladeshi Relatives❤️😍

25/10/2024

অনেক দিন পর মনের ভিতরের কিছু কথা আজকে সেয়ার করলাম
゚viralfbreelsfypシ゚viral ゚viralシ ゚ ゚ ゚ #シ゚

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!১. ঘরের খাবার খান, যা–ই খেতে ইচ্ছে করুক, ঘরে বানিয়ে খান।২. অফিসে লাঞ্চবক্স নি...
25/10/2024

দ্রব্যমূল্যের এই বাজারে খরচ কমানোর ২৭ উপায়!

১. ঘরের খাবার খান, যা–ই খেতে ইচ্ছে করুক, ঘরে বানিয়ে খান।

২. অফিসে লাঞ্চবক্স নিয়ে আসুন।

৩. গণপরিবহন ব্যবহার করুন।

৪. হাঁটুন, হেঁটে অফিসে যান, বাজারে যান।

৫. যখন যে সবজির দাম কম, তখন সেটা খান।

৬. যখন ছাড় চলে, তখন কেনাকাটা করুন। অফ সিজনে কেনাকাটা করুন। যেখানে যে জিনিসের দাম কম, সেটা সেখান থেকেই কিনুন।

৭. ব্র্যান্ড পরিহার করুন। একই রকম দেখতে, একই মানের সেবা দেয়, এমন কিছু আপনি স্থানীয় বাজারেই খুঁজে পাবেন।

৮. রিসাইকেল, আপসাইকেল করুন।

৯. সেকেন্ডহ্যান্ড শপ থেকে কেনাকাটা করুন।

১০. কেনার বদলে ধার করুন। যেমন ধরুন, কোথাও বেড়াতে যাবেন এক দিনের জন্য আর নতুন পোশাক কেনার দরকার কী! দাওয়াত খেতে যাবেন, গয়না না কিনে ধার করে পরুন।

১১. কার্ডে নয়, ক্যাশে পে করুন। খরচ অনেকটাই কমে আসবে।

১২. ঘরে কাপড় ইস্তিরি করুন।

১৩. ফ্রি ওয়াই–ফাই ব্যবহার করুন।

১৪. পানি কিনে খাওয়ার বদলে ফিল্টার ব্যবহার করুন।

১৫. কিছু শাকসবজি চাষ করুন। যেমন ছাদে বা বারান্দায় কাঁচা মরিচ, টমেটো, ধনেপাতা বা অন্যান্য শাকসবজি চাষ করুন।

১৬. ব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে ঠিক করে আবার ব্যবহার করুন।

১৭. পানি, বিদ্যুৎ, গ্যাস প্রয়োজনের বাইরে ব্যবহার করবেন না।

১৮. প্রয়োজনীয় কিছু জিনিস বানিয়ে নিন। যেমন কাপড় কিনে পর্দা বানিয়ে নিলে খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে। ঘরের ল্যাম্পশেড বানিয়ে নিতে পারেন।

১৯. ঘরের অতিরিক্ত জিনিসপত্র বিক্রি করে দিন।

২০. এমন সব অ্যাপ ব্যবহার করুন, যাতে আপনার খরচ কমে। দামের তুলনা করা যায়, এমন অ্যাপ, খাদ্য–পুষ্টিবিষয়ক অ্যাপ, সবচেয়ে কম খরচে বিমানভাড়া বা হোটেল খোঁজার অ্যাপ ইত্যাদি।

২১. খরচ ভাগাভাগি করুন।

২২. সপ্তাহে এক দিন ‘নো স্পেন্ড ডে’ পালন করুন। সেদিন সারা দিন বাসায় থাকুন, বাইরে থেকে হেঁটে আসুন। মূল লক্ষ্য হলো একটি টাকাও খরচ না করে দিনটা পার করা। এভাবে খরচের অভ্যাসে লাগাম টানুন।

২৩. নিজের সঙ্গে সব সময় পানির বোতল বহন করুন।

২৪. ঘরের অতিরিক্ত জায়গা ভাড়া দিন।

২৫. অনলাইনে (হোয়াটসঅ্যাপে) কল করুন।

২৬. মাসের শুরুতেই একবারে মাসের বাজার করে ফেলুন।

২৭. ঘরেই করুন জিম।

***এই লিস্ট থেকে যার যেভাবে সেভ করা সম্ভব চেষ্টা করলে খরচ অবশ্যই কমবে!

©️প্রথম আলো জীবনযাপন

হামযার না এখন সারা দিন আমারি খেলতে মন চায়
20/10/2024

হামযার না এখন সারা দিন আমারি খেলতে মন চায়

14/10/2024

দিন শেষে বেইমান খারাপ মানুষ গুলোই ভালো থাকে 💔🥀

9 Anniversary gift from my dear husband  Hossain ♥️♥️♥️29-8-2024
14/10/2024

9 Anniversary gift from my dear husband Hossain ♥️♥️♥️29-8-2024

ঘরে প্রতি দিন বিরিয়ানি খেতে ভালো লাগে না সেই জন্য বাহিরে গেছে লেটকা খিচুড়ি খাইতে 😒বেডা মানুষ
13/10/2024

ঘরে প্রতি দিন বিরিয়ানি খেতে ভালো লাগে না সেই জন্য বাহিরে গেছে লেটকা খিচুড়ি খাইতে 😒
বেডা মানুষ

মা শা আল্লাহ মা শা আল্লাহ মা শা আল্লাহ১০০ দিনের ফটোগ্রাফি ♥️♥️♥️30-9-24
12/10/2024

মা শা আল্লাহ মা শা আল্লাহ মা শা আল্লাহ
১০০ দিনের ফটোগ্রাফি ♥️♥️♥️30-9-24

❤️কিছু মসলা তৈরির পদ্ধতি ❤️⚫ ১.চাট মসলা👇উপকরণঃসরিষা দানা হাফ চামচমেথি ১/৪ চা চামচশুকনো মরিচ ১০-১২ টিজিরা ৩ টেবিল চামচধনি...
10/10/2024

❤️কিছু মসলা তৈরির পদ্ধতি ❤️
⚫ ১.চাট মসলা👇
উপকরণঃ
সরিষা দানা হাফ চামচ
মেথি ১/৪ চা চামচ
শুকনো মরিচ ১০-১২ টি
জিরা ৩ টেবিল চামচ
ধনিয়া ২ টেবিল চামচ
গোটা গোলমরিচ ১ টেবিল চামচ
আমচূর পাউডার ২চামুচ
আদা পাউডার ১চা চামুচ
মৌরি ১ টেবিল চামচ
লবঙ্গ ১০টি
পাঁচফোড়ন দেড় টেবিল চামচ
লবণ ১ টেবিল চামচ
বিট লবণ ৩ টেবিল চামচ

প্রণালিঃ

১। প্রতিটি উপকরণ শুকনা তাওয়া বা ফ্রাই প্যানে ভালোভাবে টেলে নিতে হবে।

২। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।

৩। এরপর সব একসঙ্গে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চাট মসলা।

⚫ ২.ম্যাগী ম্যাজিক মসলা / নুডুলসের মসলা তৈরি👇

উপকরনঃ

মরিচগুড়া ১ চা চামচ
হলুদগুড়া ১/২ চা চামচ
ধনিয়াগুড়া ১ চা চামচ
জিরাগুড়া ১ চা চামচ
পেয়াজ গুড়া ১ টে. চামচ
আদা গুড়া ১ চা চামচ
রসুন গুড়া ১ টে. চামচ
গরম মসলা গুড়া ১ চা চামচ
গোল মরিচ গুড়া ১ চা চামচ
মেথি গুড়া ১/২ চা চামচ
আমচুর পাউডার ১/২ চা চামচ
টেস্টিং সল্ট ২ চা চামচ
বিট লবন ১/২ চা চামচ
চিলি ফ্লেক্স ২ চা চামচ
কর্ণফ্লোয়ার ১ টে. চামচ
চিনি ২ টে. চামচ
লবন ১ চা চামচ

প্রণালীঃ

১। সব উপকরন একসাথে ব্লেন্ডারে মিহি গুড়া করে নিন।

২। এরপর শুকনো কাঁচের বয়ামে বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।

⚫ ৩.চটপটির মশলা তৈরি👇

উপকরনঃ

মৌরী ১ চা চামচ
শুকনা মরিচ ১০/১২টা
জিরা ১ চা চামচ
মেথি ১ চা চামচ
ধনিয়া ১ চা চামচ
গোলমরিচ ১/২ চা চামচ
কালোজিরা ১/২ চা চামচ
লবঙ্গ ১/২ চা চামচ
রাঁধুনি ১ চা চামচ
পাচঁফোড়ন ১ চা চামচ
বিট লবন ২ টে. চামচ

প্রণালীঃ

১। সব মসলা হালকা টেলে ঠান্ডা করে নিন।

২। চটপটির মসলা বেশী টালা ঠিক না, বেশী টালা হলে মসলা কালো হয়ে চটপটির রং নষ্ট হয়ে যায়।

৩। এবার ব্লেন্ডারে দিয়ে গুড়া করুন।

৪। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে তৈরি মশলা কাঁচের বয়াম অথবা এয়ারটাইট বক্সে করে রেফ্রিজারেটরের নরমাল অংশে রাখতে পারেন।

⚫ ৪.শাহী গরম মসলা তৈরি👇

উপকরণঃ

এলাচ ১২-১৪ টি
দারুচিনি ৪ টুকরো (মাঝারি)
তেজপাতা ৪ টি
কালো গোল মরিচ ২ টে. চামচ
লবঙ্গ ১ টে. চামচ
জিরা ২ টে. চামচ
ধনিয়া ২ টে. চামচ
মৌরি/মিষ্টি জিরা ১ টে. চামচ
জয়ফল অর্ধেক টা
জয়ত্রী ছোট ১ টুকরো

প্রণালীঃ

১। সব উপকরণ শুকনো তাওয়ায় অল্প আঁচে টেলে নিন ঘ্রান ছড়ানো পর্যন্ত।

২। টালা মসলা ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে পছন্দসই মিহি গুঁড়ো করে নিন।

৩। শুকনো এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন এক-দুই মাস পর্যন্ত।

৪। এরপর আবার তৈরি করে নিবেন।

৫। নিরামিষ রান্না, সবজির আইটেম কিংবা যেকোন মাংস রান্নাতে এই গরম মশলা ব্যবহারে খাবারের স্বাদ এবং সুগন্ধ দুটোই বহুগুণ বেড়ে যাবে☺️❤️
Copy

゚viralfbreelsfypシ゚viral ゚ ゚

🌺 ৪ টি মেয়োনিজের রেসিপি🌺সিদ্ধ ডিমের মেয়োনিজ।প্রয়োজনীয় উপকরনঃ ১. সিদ্ধ ডিম ২ টি খোসা ছাড়িয়ে নিবো২. ২ চা চামচ (Tea spoon) ...
09/10/2024

🌺 ৪ টি মেয়োনিজের রেসিপি

🌺সিদ্ধ ডিমের মেয়োনিজ।
প্রয়োজনীয় উপকরনঃ
১. সিদ্ধ ডিম ২ টি খোসা ছাড়িয়ে নিবো
২. ২ চা চামচ (Tea spoon) গুঁড়ো দুধ
৩. ১ চা চামচ লেবুর রস
৪. ১ চা চামচ ভিনেগার
৫. ১.৫ চা চামচ চিনি
৬. ১/২ চা চামচ লবন
৭. ১/২ চা চামচ গোল মরিচের গুঁড়ো
৮. দুই চা চামচ সয়াবিন তেল।

প্রণালি:
প্রথম ৬ টি উপকরণ ভালো করে ১ মিনিট ব্লেন্ড করে নিবো, তারপর বাকি ২ টি উপকরণ দিয়ে আবার ব্লেন্ড করে নিবো ৩০ সেকেন্ড। ব্যাস হয়ে গেলো সুস্বাদু মেয়োনিজ।

🌺কাচা ডিমে মেয়োনিজ।
প্রয়োজনীয় উপকরনঃ
১. ডিম ১টি
২. গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ
৩. লেবুর রস ১ টেবিল চামচ
৪. সাদা ভিনেগার ১ চামচ
৫. চিনি ২ চা চামচ
৬. লবণ ১/৪ চা চামচ
৭. সয়াবিন তেল ১ কাপ

বানানোর পদ্ধতিঃ
★প্রথমে আমাদের একটি ব্যালেন্ডার নিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্যালেন্ডার ছাড়া হ্যান্ড ব্যালেন্ডার, ইগ বিটার দিও করতে পারেন। তবে তাতে সময়টা বেশি লাগবে।

★এরপর তাতে তেল বাদে বাকি সবকিছু উপকরণ দিয়ে দেব। এরপর এক কাপ তেল ৪ বা ৫ বার দিয়ে ব্যালেন্ড করে নিব ২৫ থেকে ৩০ সেকেন্ড করে।
★ পারফেক্ট মেয়োনিজ পেয়ে গেলেন।

🌺ডিম ছাড়া গার্লিক মেয়োনিজ।
প্রয়োজনীয় উপকরণঃ
১. দুধ – ১/৪ কাপ
২. গুড়া দুধ – ১টেবিল চামচ
৩. ভিনেগার – ১ টেবিল চামচ
৪. লেবুর রস – ১ চা চামচ
৫. তেল – ১/৩ কাপ
৬.লবন – সামান্য
,৭. চিনি – স্বাদ অনুযায়ী (আমি ১.৫ চা চামচ দিয়েছিলাম )
৮. গোল মরিচ গুড়া – ১ -২ চিমটি
৯. বড় রসুনের একটা কোয়া।
-->>>রসুনের ফ্লেভার পছন্দ না হলে স্কিপ করতে পারেন।

বানাবেন যেভাবেঃ
-দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করে ফ্রিজে রেখে দিন
– তেল প্যানে দিয়ে হালকা করে গরম করে নিন।
– ঠাণ্ডা করে ব্যাবহার করুন ।
– ঠাণ্ডা দুধ এর সাথে সব উপকরন এক সাথে দিয়ে ব্লেন্ড করুন ।
– তেল দুইবারে দিলে ভাল হয় । একবারে দিলেও সমস্যা নেই ।
– ১-২ মিনিটের মধ্যেই ক্রিম টাইপের হয়ে যাবে ।
– বেশি ব্লেন্ড করলে আবার লিকুইড ভাব চলে আসসতে পারে তাই ঘন হলেই ব্লেন্ড করা বন্ধ করে দিন ।
– মেয়োনিজ ঘন না হলে আরো সামান্য তেল এড করতে পারেন । তবে আমার এতটুকুতেই হয়ে গিয়েছিল ।

🌺তন্দুরি মেয়োনিজ
প্রয়োজন উপকরনঃ
★ হাফ কাপ দুধ
★ ২ চামচ লাল লঙ্কার গুঁড়ো
★ হাফ টেবিল চামচ চিনি
★স্বাদমত নুন
★২চা চামচ আদা পাউডার
★২চা চামচ রসুন পাউডার
-->>আদা ও রসুনের গুড়া না থাকলে কাচা টাও দিতে পারেন তবে স্মেল সহ্য হলে।
★হাফ চা চামচ ভিনেগার
★হাফ চা চামচ এলাচ গুঁড়ো
★হাফ চা চামচ গরম মশলা
★তেল হাফ কাপ

বানানোর পদ্ধতিঃ
১. দুধ গরম করে সেটা ব্লেন্ড করে তাতে তেল বাদে সকল উপাদান দিয়ে ব্লেন্ড করে নিন।
২. এর পর দুই বা তিন ভাগে অল্প অল্প করে তেল দিয়ে একটা ক্রিমি ভাব নিয়ে আসুন।
Cp

বুড়ি মরে গেল।😭বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...'ল...
09/10/2024

বুড়ি মরে গেল।😭
বুড়োটা ভাঁজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখলো...
কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়লো...

'লোক দেখানো শোক'
চললো কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটলো...

তার ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চললো।
কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে,
কেউ কানের দুল নেবে, কেউ বালাজোড়া......

যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল...

বুড়ো একা বসে বসে দেখে তাদের কান্ডকারখানা...

মনের বাজারে স্মৃতির দর'কষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিকের কোন এক ফাঁক ফোকরে...

যে যার কাজে ব্যস্ত হয়ে যায়,
বুড়ো একা হয়ে পড়ে,
হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারী করে...

সেদিন ছোট নাতনী এসে বলে গেল
"দাদু দাদু, তুমি মরে গেলে কিন্ত এই লাঠিখানা আমার, আমি খেলবো.!"

এদিক থেকে বৌমা দৌড়ে আসে
"দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো।
এসব কথা বলতে নেই, বলেছি না.?

বুড়ো হাসে...
যে বৌমার এমন শাসন সেও গোপনে প্রতিবেশির কাছে গল্প করে বুড়োটার খালি কষ্ট, মরে গেলেই বাঁচে...

সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট ঘরে আড্ডা দিচ্ছে আর বলছে
"দাদুর অবস্থাও বেশি ভাল না।
কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যেতে পারে। তখন ওই ঘর আমার,
তখন জমিয়ে আড্ডা হবে.!"

বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে...

দুই ছেলের মাঝে তো প্রায়দিন ঝগড়া লেগেই থাকে,
বুড়ো কার কাছে ক'দিন খাবে এই নিয়ে...

বুড়োটা আজ কারো বাবা নয়,
আজ কারো শ্বশুর নয়,
কারো দাদুও নয়,
সে আজ শুধুই এক বোঝা...

আজ বুড়োর জন্মদিন।
গত বছর বুড়িটা বেঁচে ছিল,
তাও একটু পায়েশ রেঁধে খাইয়েছিলো...
আজ সারাটা দিন গেল,
কেউ কিছুই বললো না...

কিই বা বলবে.!
যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে,
কি বা দরকার তাকে সেই জন্মের কথা মনে করিয়ে দেওয়ার.!

অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতনীর জন্মদিন পালন করা হলো...

বুড়োর হিসেব টা জমা পড়ে আছে,
কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে...

সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে...

বুড়িটার বেলা তে তো তাই হয়েছিল...

বুড়ো ভাবে, কিসের এ জীবন.?
কাদের জন্য এতকিছু.!

বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে একটু মুছে নেয়।
কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে...

আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘশ্বাস ছাড়লো,
মনে মনে এটাই বললো
"পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়...!

(সংগৃহীত)

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Amirhamza mom vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amirhamza mom vlog:

Videos

Share