উষ্ণতার পরশ
মাটির ফ্লোরে কষ্টে ছিল কুরআনের পাখিরা। সম্মানিত একজন দাতার আর্থিক সহযোগিতায় সেখানে কার্পেটের ব্যবস্থা করা হয়েছে। ফলোআপে গিয়েছিলাম গতকাল।
চিকিৎসা উদ্যোগ
লোকটার নাম ইমদাদুল।বাসা:খুলনার কয়রা উপজেলার লোকা গ্রাম। ইমদাদুল জন্মগত প্রতিবন্ধী। বাবা নেই। ৩ ছেলে-মেয়ের বাবা সে। সন্তানদের মধ্যে দুজন জমজ। অপুষ্টির জন্য জমজ সন্তানদের জন্য যে দুধ দরকার তাও বাচ্চার মায়ের বুকে নাই।
ইমদাদুল পেশায় সুইপার। এক চোখে দেখতে পায়না। বাড়ি বাড়ি চাউল কালেকশন করে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার জানাল যে, চোখের সানির কারণে চোখে আর দেখছেনা। অপারেশন করে লেন্স বসাতে হবে। এজন্য অপারেশন সহ মোট ২৫ হাজার টাকার প্রয়োজন।
সাদামনের মানুষেরা এগিয়ে আসলে ইমদাদুল চোখের অপারেশন করিয়ে আবার কাজে ফিরতে পারত।
#coastalliving #জেলিফিশ #দুবলার_চর
উষ্ণতার পরশ
দুবলার চরে জেলেদের মধ্যে কোম্বল বিতরণ। সহযোগিতায়: Dost Aid Bangladesh
পাগমার্ক, মান্দারবাড়িয়া সি বিচ, সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জ
#viralreelschallenge #sealife #coastalliving #নীলকোমল
পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্র। গভীর সুন্দরবনে বনরক্ষীদের বসবাস যেখানে। আমরা সুন্দরবন ট্যুরে এখানে গোসল করেছিলাম দুপুরে।
সুন্দরবন ট্যুরে কুমিরের দেখা। এতবড় কুমির খুবই কম দেখা যায়।
অপারেশন মান্দারবাড়িয়া সি বিচ