At-taleem TV

At-taleem TV কুরআন ও সহী হাদিস জানতে At-Taleem Foundation এর সাথেই থাকুন
(2)

রাত গভীরতা সবার জন্য ঘুমের হয়না, কেউ এমন থাকে যারা তার রবের জন্য রাতটাকেই বেছে নিয়েছে। তাদের কাছে ঘুমের জন্য তো কবর পড়ে ...
20/11/2023

রাত গভীরতা সবার জন্য ঘুমের হয়না, কেউ এমন থাকে যারা তার রবের জন্য রাতটাকেই বেছে নিয়েছে।
তাদের কাছে ঘুমের জন্য তো কবর পড়ে রয়েছে । মরে গিয়ে সেখানে আরামে ঘুম দিবে ।

এরকম আবছা আলোয় একটা লম্বা সিজদাহ্ দেয়ার সৌভাগ্য কার হয় বলেন!!!

19/11/2023

🔴 রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলা বন্ধ করুন, মাসজিদে মক্তব চালু করুন........

🎙️ নাজমুছ সাআদাত

কাউকে পরামর্শ দেয়ার সময় সর্বোচ্চ ভালো/উপকারী পরামর্শ দেয়ার চেষ্টা করুন ।কারণ রাসুলﷺ বলেছেনঃ-"যার কাছ থেকে পরামর্শ নেওয়া ...
18/11/2023

কাউকে পরামর্শ দেয়ার সময় সর্বোচ্চ ভালো/উপকারী পরামর্শ দেয়ার চেষ্টা করুন ।
কারণ রাসুলﷺ বলেছেনঃ-
"যার কাছ থেকে পরামর্শ নেওয়া হয় সে একজন আমানতদারের মত ।" [আবু দাউদ-৫০৪০]

18/11/2023

পৃথিবীর সবচেয়ে দামী হচ্ছে সময় ।
আপনাকে আমি সময় দিচ্ছি মানে, আমার জীবনের একটা অংশ আপনাকে দিয়ে দিচ্ছি ।

যা এই পৃথিবী লণ্ডভণ্ড করেও আমি আর ফেরত পাবো না ।

কষ্টের সাথেই স্বস্তি আছে, নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। (সুরা আশ-শার্‌হ ৯৪:৫-৬)অনুবাদ: তাফসীর তাইসীরুল কুরআন, Taw...
17/11/2023

কষ্টের সাথেই স্বস্তি আছে, নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে। (সুরা আশ-শার্‌হ ৯৪:৫-৬)

অনুবাদ: তাফসীর তাইসীরুল কুরআন, Tawheed Publications

17/11/2023

কবরের বাহিরটা শুধুই পৃথিবী।
কিন্তু ভিতরটা আফসোস আর আযাব।

17/11/2023
🔴 যাদের স্ত্রী নাই তারা আফসোস না করে দ্রুত বিবাহের ব্যবস্থা করে ফেলুন ।বিবাহের বয়স হওয়ার পরেও যদি বিবাহ করা সম্ভবপর না হ...
16/11/2023

🔴 যাদের স্ত্রী নাই তারা আফসোস না করে দ্রুত বিবাহের ব্যবস্থা করে ফেলুন ।

বিবাহের বয়স হওয়ার পরেও যদি বিবাহ করা সম্ভবপর না হয় তা হলে সিয়াম পালন করুন ।

১. স্ত্রীর কোলে হেলান দিয়ে কোরআন তিলাওয়াত করা সুন্নাহ । [সহীহ বুখারী:২৯৭]

২. স্ত্রীর মাজা মেসওয়াক দিয়ে দাঁত মাজা সুন্নাহ ।[বুখারী:৪৪৩৮]

৩. স্ত্রীর রানের উপর মাথা রেখে ঘুমানো সুন্নাহ ।
[বুখারী:৪৬০৭]

৪. স্ত্রীর অভিমান বোঝার চেষ্টা করা সুন্নাহ ।
[বুখারী:৫২২৮]

৫. স্ত্রীর সাথে গোসল করা সুন্নাহ ।
[বুখারী:২৫০]

৬. স্ত্রীর প্রশংসা করা সুন্নাহ!
[বুখারী ৩৪১১]

৭. স্ত্রীর কাছ থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাহ!
[বুখারী:২৯৫]

৮. স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা সুন্নাহ।
[আবু দাউদ:২৫৭৮]

৯. স্ত্রীর কাজে সহায়তা করা সুন্নাহ!
[বুখারী:৬৭৬]

১০. ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু দেওয়া সুন্নাহ । [ইবনে মাজাহ: ৫০২]

১১. স্ত্রীকে কৌতুক বা গল্প শুনানো সুন্নাহ ।
[বুখারী:৫০৭৭]

১২. স্ত্রীর যে স্থানে ঠোঁট লাগিয়ে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাহ।
[মুসলিম:৫৭৯]

🌸 আল্লাহ প্রতিটা স্বামী স্ত্রীর মাঝে মহব্বত ও গভীর ভালোবাসা সৃষ্টি করে দান করুন আমিন ।

🔰 আহলেহাদীছ ও চরমপন্থীদের মধ্যে মৌলিক পার্থক্য.....
13/11/2023

🔰 আহলেহাদীছ ও চরমপন্থীদের মধ্যে মৌলিক পার্থক্য.....

আপনি আমন্ত্রিত ইন শা আল্লাহ........
13/11/2023

আপনি আমন্ত্রিত ইন শা আল্লাহ........

13/11/2023

মনে রাখবেন,
আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেননা!

সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে ।তিনি বাংলাদেশি না হয়েও সৌদি আরবে এসির ভিতরে বসে বসে যে পরিমাণে ইলমি খেদমত করেছেন টেকনাফ থে...
11/11/2023

সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে ।
তিনি বাংলাদেশি না হয়েও সৌদি আরবে এসির ভিতরে বসে বসে যে পরিমাণে ইলমি খেদমত করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শায়েখের দাওয়াত পৌছে গেছে আলহামদুলিল্লাহ ।

মানুষ যত গালি দায়িছে কিছু জ্ঞানপিপাসু মানুষ শায়েখের নিয়ে তত বেশি গবেষণা করেছেন ।
এই গবেষণা জ্ঞানপিপাসু দের চোখ খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ ।

আপনার গালি জ্ঞানপিপাসু দের হেদায়ের পথ খুলে দিবে ইন শা আল্লাহ ।

11/11/2023

🔴 বোনদের জন্য খুবি গুরুত্বপূর্ণ বক্তব্য.......
🎙️ নাজমুছ সাআদাত

11/11/2023

🔴 আমরা এখনো আমাদের অন্তর থেকে হিংসা কুরবানী করতে পারিনি....
🎙️ নাজমুছ সাআদাত

11/11/2023

🔴 খতিবদের উচিত হক্ব কথা বলা যাওয়া...
🎙️ নাজমুছ সাআদাত

মুয়াল্লিম সাহেব এই স্থানকে জান্নাতুল বাকি নয় বাকীউল গারকাদ বলুন........নিজেদের জাহেরি করতে গিয়ে সাথে থাকা হাজিদের ভুলভাল...
11/11/2023

মুয়াল্লিম সাহেব এই স্থানকে জান্নাতুল বাকি নয় বাকীউল গারকাদ বলুন........

নিজেদের জাহেরি করতে গিয়ে সাথে থাকা হাজিদের ভুলভাল বুঝিয়ে ছেড়ে দেয় ।

বিশেষ করে বিদআতিরা এই স্থানকে জান্নাতুল বাকি বলে ।

৩৪তম বার্ষিকী তাবলীগী ইজতেমা ২০২৪ এর আয়োজন নতুন ক্রয়কৃত মাঠে অনুষ্ঠিত হবে,ইন শা আল্লাহ ।🔢 আগামী ২২,২৩ ফেব্রুয়ারি ।
10/11/2023

৩৪তম বার্ষিকী তাবলীগী ইজতেমা ২০২৪ এর আয়োজন নতুন ক্রয়কৃত মাঠে অনুষ্ঠিত হবে,
ইন শা আল্লাহ ।
🔢 আগামী ২২,২৩ ফেব্রুয়ারি ।

🎙️ ইমাম ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন,নিশ্চয়ই জ্ঞানই (দ্বীনের) মূল স্তম্ভ এবং সবচেয়ে বড় আলোক বর্তিকা।কখনো কখনো (দ্বীন...
10/11/2023

🎙️ ইমাম ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন,

নিশ্চয়ই জ্ঞানই (দ্বীনের) মূল স্তম্ভ এবং সবচেয়ে বড় আলোক বর্তিকা।
কখনো কখনো (দ্বীনী জ্ঞানার্জনের নিমিত্তে) বইয়ের পাতাগুলো উল্টানো নফল সিয়াম,সালাত,হজ্জ এবং জিহাদ অপেক্ষা উত্তম হয়ে থাকে।
এমন অনেক মানুষ আছে, যে ইলম থেকে বিমুখ থাকার কারণে নিজের ইবাদতে প্রবৃত্তির অনুসরণে ডুবে থাকে।
সে নফল ইবাদত করতে গিয়ে অনেক অকাট্য ফরয ইবাদতকে নষ্ট করে দেয়।
স্পষ্ট ওয়াজিবকে তরক করে তার ধারণাপ্রসূত উত্তম (?) কাজ করে (অথচ শরী‘আতে সেটা উত্তম কাজ নয়)।
হায়! যদি তার নিকটে সঠিক জ্ঞানের আলোকবর্তিকা থাকত,তাহলে অবশ্যই সে সঠিক পথের দিশা লাভ করত।

(ইবনুল জাওযী,সায়দুল খাত্বের পৃষ্ঠা: ১১৩)

09/11/2023

“সৎ মানুষকে দুটি জিনিসের সাথে লড়তে হয়,
একটি হচ্ছে দরিদ্রতা,
আর অন্যটি দুষ্ট লোকের চক্রান্ত!”

রায়হান গত শুক্রবার সকাল ৯টায় এসে পৌছায় সৌদি আরবের রিয়াদে 🇸🇦জানিনা এই মা বাবা কিভাবে নিজেদের মানিয়ে নিবে ।অন্যান্য প্রবাস...
07/11/2023

রায়হান গত শুক্রবার সকাল ৯টায় এসে পৌছায় সৌদি আরবের রিয়াদে 🇸🇦
জানিনা এই মা বাবা কিভাবে নিজেদের মানিয়ে নিবে ।
অন্যান্য প্রবাসিদের ন্যায় স্বপ্ন পূরণে মাত্র একদিন হল সৌদি এসেছে জীবন ও জীবিকার তাগিদে ।

রায়হান বয়স সবে মাত্র ২২ বছর, পিতা- মৌরশ আলী, বাড়ি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
তরুণ এই যুবক রায়হান রাজধানী রিয়াদের হারাতে প্রবাস জীবনের প্রথম রাতেই ঘুমের ঘোরেই তার মৃত্যু হয়।

"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মহান আল্লাহপাক রায়হানকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন এবং পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফীক দান করেন আমিন ।
আল্লাহপাক সকল প্রবাসীদেরকে হেফাজতে রাখুন
আমিন ।

05/11/2023

আলহামদুলিল্লাহ একজন বৃদ্ধ দাদিমাকে শিরক থেকে মুক্ত কোরলাম ।

আপনি যেখানেই থাকবেন যেভাবেই থাকবেন অবশ্যই হক্বের দাওয়াত দিয়ে যাবেন ।

04/11/2023

🔴 কথাটা তিতা লাগলেও এটাই সত্য.....
🎙️ নাজমুছ সাআদাত

02/11/2023

কিভাবে আমরা সবর করবো?
যেভাবে একজন সায়েম ইফতারির অপেক্ষায় অপেক্ষমাণ থেকে সবর করে।

02/11/2023

তুমি যাই হারাও না কেন, বিকল্প খুজে পাবে, কিন্তু আল্লাহকে হারালে কে হবে তার সমান???

🔰 রাব্বুলআলামিন যেনো সম্মেলনকে সফল করেন আমিন...
02/11/2023

🔰 রাব্বুলআলামিন যেনো সম্মেলনকে সফল করেন আমিন...

01/11/2023

আসুন কোরআন তেলাওয়াত শুনি......

30/10/2023

নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয়!
তবুও বাপ, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না!

28/10/2023

আপনি যতই ভালো করেন!
বিরোধিতা করার জন্য একশ্রেণী থাকবেই!
এটা তার দায়িত্ব!
তার বিরোধিতা আপনাকে সচেতন হওয়ার শক্তি যোগাবে! ইন শা আল্লাহ

24/10/2023

আপনি কি জানেন সবর মানে কি..?

সবর হলো- যখন আপনি ভেতরে এত ব্যথা ধরে রাখেন,কিন্তু মানুষের সামনে হাসেন ।

সবর হলো- যখন আপনার চোখ অশ্রুতে ভরে যায়,কিন্তু কেউ খেয়াল করে না কারণ আপনি দ্রুত তা মুছে ফেলেন ।

সবর হলো- যখন লোকেরা আপনার প্রতি কঠোর হয়, আপনি সহ্য করা এবং ক্ষমা করা শিখে যান ।

- সবর হলো- আপনি যখন যা চান তা পান না, তারপরেও আপনি আল্লাহর প্রশংসা করেন ।

আলহামদুলিল্লাহ্

23/10/2023

🔰 একজন আলেম/ইমামের মূল্য অনেক অনেক বেশি....

22/10/2023

কীভাবে একজন মুসলিম কুরআন তিলাওয়াত ছেড়ে দিতে পারে?
ইবনুল কাইয়্যিম (র.) বলেন, কুরআন তিলাওয়াত ছেড়ে দেয়া কুরআনকে পরিত্যাগ করা করারই নামান্তর।
এটা এতটাই মারাত্মক এবং ভয়ংকর বিষয় যে, হাশরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলার সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে ।

আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে আমাদের অন্তর গুলো কঠিন ।
সলাত আদায় করেও অন্তরে তৃপ্তি আসে না ।
কারণ আমরা কুরআনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দূরে আছি ।

আল্লাহ আমাদের সকলের অন্তর কে কুরআনের আলো দ্বারা বক্ষ প্রশস্ত করুক, আমীন ।

10/10/2023

আপনার বাচ্চাকে ভূতের, শিয়ালের, গোপালভাড়ের গল্প বলে ঘুম না পড়িয়ে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পড়িয়ে দিন ।

09/10/2023

আমরা নিজেকে আগে চিনি, নিজের হৃদয়ে আগে দ্বীন প্রতিষ্ঠা করি ।
অন্যকে দ্বীনের নসিহা করার পূর্বে নিজের অন্তরকে আগে দ্বীন দ্বারা পরিপূর্ণ করি ।

যা অন্যকে নসিহা করছি, তা কি নিজে মানতে পারছি?????
যদি না পারি তাহলে অন্যকে নসিহা করার পূর্বে নিজের নফসের চিকিৎসা আগে করি ।

কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে, জি অবশ্যই আপনাকে কাঠগড়াই তুলবেন তুলবেন রবের অবাধ্যতার কারণে ।

সে দিন আপনার রব আপনার কাছে শুনবেনা অন্যকে দ্বীনের দাওয়াত দিয়েছেন কিনা ।
অবশ্যই, অবশ্যই, আপনার রব আপনার কাছে জিজ্ঞাসা করবেন, আপনি নিজেকে দ্বীনের মাধ্যমে তৈরি করেছের কিনা ।

মনে রাখবেন, তাক্বওয়া মুখে নয়, তাক্বওয়া থাকে অন্তরের গভিরে ।

আল্লাহ ক্ষমা করুন আমাকে, আপনাকে সকলকে ।
আমিন, আমিন ।

08/10/2023

রব জানেন কোন কথা আপনার হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দেয় ।
তিনি জানেন আপনার কি চাই।
তিনি জানেন কি পেলে আপনি খুশি ।
সব থেকে বড় কথা কি জানেন!
তিনি জানেন যে কোন জিনিসটা কোন সময়ে আপনার জন্য কল্যাণকর, তাই ধৈর্য্য ধারণ করুন।
তিনি যাকে অধিক ভালোবাসেন তাকেই পরীক্ষার সম্মুখীন করেন ।
শীঘ্রই আপনি সুখের হাসি হাসবেন, ইন শা আল্লাহ ।

05/10/2023

যে রিজিক আপনার জন্য নির্ধারিত তা আপনার কাছে আসবেই আসবে ।
ইন শা আল্লাহ ।

05/10/2023

কবরগুলো পূর্ণ হচ্ছে ঐসব লোকদের লাশে,
যারা ভেবেছিলো
বৃদ্ধ বয়সে ইবাদত করবো,
অবসরে অনায়াসে!

04/10/2023

ইমাম ইবনুল কাইয়্যিম রহ. বলেন,

একজন মুমিন বান্দা ১০টি উপায়ে শয়তান থেকে নিরাপত্তা পেতে পারে-

• আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া বা আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজীম পড়া।
• সূরা ফালাক ও নাস পড়া।
• আয়াতুল কুরসী পড়া।
• সূরা আল বাকারা পড়া।
• সূরা আল বাকারার শেষ দুটি আয়াত পড়া।
• সূরা গাফির (বা মুমিন) এর শুরু থেকে পড়া।
• “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল-মুলকু ওয়া লাহুল-হামদু ওয়া-হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।” ১০০ বার পড়া।
• বেশি বেশি আল্লাহর যিকির করা।
• বাড়তি দৃষ্টি, বাড়তি কথা, বাড়তি খাওয়া এবং বাড়তি মেলামেশা থেকে বেঁচে থাকা।
• ওজু ও নামায পড়া।
[বাদায়েউল ফাওয়ায়েদ ২/২৬৭]

উল্লেখ্য, উপরের সবগুলো কুরআন ও হাদীসের ভাষ্য দ্বারা সাব্যস্ত।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
🖋️ লেখাঃ শায়খ আবূ বকর যাকারিয়া (হাফি.)

📖 কোরআনুল কারীমে বার্ণিত কয়েকটি উত্তম আখলাক........
04/10/2023

📖 কোরআনুল কারীমে বার্ণিত কয়েকটি উত্তম আখলাক........

01/10/2023

যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে, আল্লাহ তাকে সম্মানিত করেন।
من أذل نفسه لله أعزه الله.

29/09/2023

জুম'আর দিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো, রাসুল (ﷺ) এর উপর বেশি বেশি দুরূদ পাঠ করা!🌹

Address

Satkhaira
Satkhira
9421

Alerts

Be the first to know and let us send you an email when At-taleem TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to At-taleem TV:

Videos

Share