উপসংহার-Conclusion

উপসংহার-Conclusion উপসংহারে যদি বিচ্ছেদ'ই থাকে তাহলে সূচনা কেন এতো রঙিন? 🌸💔

তার চেয়ে বরং পেতাম যদি পাখির জীবন 🖤
01/02/2025

তার চেয়ে বরং পেতাম যদি পাখির জীবন 🖤

31/01/2025

পুরুষ কখনও নিজের জন্য বাঁচে না। 💔🙂

© নৈমিত্তিক

31/01/2025

long distance relationship 🥲

27/01/2025

🙂

বো*মা পিঠা🙂
27/01/2025

বো*মা পিঠা🙂

হেতি'র বিছানা গুছানোর নতুন হ্যাংগার
25/01/2025

হেতি'র বিছানা গুছানোর নতুন হ্যাংগার

care.
23/01/2025

care.

23/01/2025

একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়

23/01/2025

😌

কে সেই মেয়ে যে এখন অব্দি এই ঝিলমিল বেলুন উপহার পায়নি..!
22/01/2025

কে সেই মেয়ে যে এখন অব্দি এই ঝিলমিল বেলুন উপহার পায়নি..!

বীরপুরুষ~~~~~~~~~ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়...
20/01/2025

বীরপুরুষ
~~~~~~~~~
ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থাকে একাউন্টে। গত দুই বছর এভাবেই চলেছে তাদের সংসার। এরই মধ‍্যে ছেলের পাঠানো টাকা জমা হতে হতে দশ লাখে পরিণত হয়েছে।

এবার ছেলে সেটা টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায়। বাবাও তাতে খুশি।

আজ বাবা-মা জনতা ব্যাংক, দাউদকান্দি শাখায় আসেন। তারা যখন আমার সামনে বসা, এ সময় ছেলে আমাকে ফোন দিয়ে অনুরোধ করে- আমি যেনো পুরো দশ লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দেই। সে ছেলের কামাইয়ের টাকা নিজ হাতে ছুঁয়ে দেখবে।

তার কথা শোনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম!

মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে।

সে কেবল তার কামাইয়ের টাকা পরিমান বা সংখ‍্যা দিয়ে মাকে বুজাতে চায় না, মায়ের চোখে দৃশ‍্যমান করতে চায়।

দেখো মা- এই টাকা তোমার খোকা তোমার জন‍্য জোগার করেছে!

ছেলের কথাগুলো শোনছিলাম, আর মনে মনে ভাবছিলাম ছোট্ট বেলার “বীরপুরুষ” কবিতাটির কথা-

মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে, মা, চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার ‘পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।

আজকাল তো অনেক মায়েরা জানতেই পারে না তার ছেলের রোজগারের খবর !

প্রতিটি মায়ের এমন একটি করে “বীরপুরুষ”থাকুক……

মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যাবস্থাপক
জনতা ব‍্যাংক পিএলসি
দাউদকান্দি শাখা

20/01/2025

তুমি এসো,তবু এসো ভালোবেসে—🖤

চলো ফুলের সমুদ্রে হারিয়ে যা-ই ❤️🥀
18/01/2025

চলো ফুলের সমুদ্রে হারিয়ে যা-ই ❤️🥀

18/01/2025

না`রী তুমি ধন্য ১৭ বছর অপেক্ষা'র পর মিলন হলো,সব না`রী এক হয় না এটা'ই তার বাস্তব প্রমাণ,-তাদের মতো কিছু না`রী`দে'র জন্য এখনো না'রী জাতিকে বিশ্বাস করা যায়!🌼💗

আামার সঙ্গে বেঁধো ঘরবাবুইপাখির ছোট্ট নীড়ে। 🖤
15/01/2025

আামার সঙ্গে বেঁধো ঘর
বাবুইপাখির ছোট্ট নীড়ে। 🖤

15/01/2025

_ছোট্ট বেলায় জীবন আমারে অনেক লোভ দেখাইছে,বলেছিল তুই বড় হও দেখবি জীবন অনেক সুন্দর!💔😅

মেয়েটার চেষ্টা কম ছিলো না, নিজের সর্বোচ্চ টা দিয়েছে আসলে ওনার জন্য কষ্ট হচ্ছে।💔আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক ❤️
15/01/2025

মেয়েটার চেষ্টা কম ছিলো না, নিজের সর্বোচ্চ টা দিয়েছে আসলে ওনার জন্য কষ্ট হচ্ছে।💔

আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক ❤️

15/01/2025

কেনো সে দুরে তা মানি না! 🖤🌸

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when উপসংহার-Conclusion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share