AH Ahsan Habib

AH Ahsan Habib ইসলামিক কথন

12/01/2023
04/01/2023

এক্কেরে নাক হাডি দিউম

সমকালীন প্রকাশনীর সকল বইতে ৫ বছর উপলক্ষে ৫০% ডিসকাউন্ট চলছে অন্যসময় সর্বোচ্চ ৩৭% ছাড় দেখেছি।তাই এই সুযোগে আপনার প্রিয় বই...
24/12/2022

সমকালীন প্রকাশনীর সকল বইতে ৫ বছর উপলক্ষে ৫০% ডিসকাউন্ট চলছে অন্যসময় সর্বোচ্চ ৩৭% ছাড় দেখেছি।তাই এই সুযোগে আপনার প্রিয় বইগুলো সংগ্রহে নিতে পারেন।

কোথা থেকে নিবেন বুঝতে না পারলে বই সরোবর থেকে নিতে পারেন মার্জিত ব্যবহার এবং সততা পাবেন ইন শা আল্লাহ। আমি এখান থেকেই নিছিলাম।

শপথটা আজকে থেকেই হোক।আর নয় বন্দি খাঁচায় বিনোদনের নামে বন্ধি থাকা। ধোকাবাজদের ধোকার অবসান এখনই করুন নিজেকে মুক্ত করুন।বইট...
02/11/2022

শপথটা আজকে থেকেই হোক।আর নয় বন্দি খাঁচায় বিনোদনের নামে বন্ধি থাকা। ধোকাবাজদের ধোকার অবসান এখনই করুন নিজেকে মুক্ত করুন।বইটির কিছু কিছু অংশ পড়লাম অনেক মূল্যবান মূল্যবান কথা। খুব শিঘ্রই এটা কিনে পড়বো।আপনারাও পড়ে ফেলুন আর তা থেকে শিক্ষা গ্রহণ করুন।

[বি.দ্রা. উপরের কিছু কথা বুঝতে অসুবিধা হতে পারে এজন্য ইজ মিউজিক হালাল বইটি পড়বেন]

picture credit : Aliza Binte Abdul Kader

19/10/2022

Winter is back.....

২২ সেপ্টেম্বর ২০২২আজকে বিকেলের ঘটনা, ছোট ভাইকে নাস্তা খাইয়ে সাইকেল দিয়ে মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলাম। সামনে একটি মেয়ে, দ...
28/09/2022

২২ সেপ্টেম্বর ২০২২

আজকে বিকেলের ঘটনা, ছোট ভাইকে নাস্তা খাইয়ে সাইকেল দিয়ে মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলাম। সামনে একটি মেয়ে, দুটি ছেলে একসাথে হেটে যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে কোচিং থেকে ফিরছে, ক্লাস সিক্স- সেভেন এর ওপরে হবে না। যখন ওদের ক্রস করছিলাম বীপরিত দিক থেকে আরেকটি ছেলে ওদের লক্ষ্য করে যা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।

- " কিরে, সহবাস করতে যাস ? "

কথাটা শোনার পর প্রায় ৫০ ফিট রাস্তা পেছনের দিকে তাকিয়েই সাইকেল চালালাম।
মেয়েটি মাথায় ত্যানা পেচানো (যেটাকে বাবা-মা হিজাব মনে করে)। হয়তো কিঞ্চিৎ লজ্জা বোধ থেকে মেয়েটা হাটার মধ্যেই সামান্য একটু সাইডে চেপে গেলো, কিন্তু মুহুর্তেই আবার ওদের সাথে একসাথে হাটতে লাগলো!

বাসায় আসার পথে পুরো রাস্তায় ঐ কথাটাই কানে বাঁজতে লাগলো৷

#কিয়ামত_সন্নিকটে, সকলে নিজের ইমানের বিষয়ে জোড় দিন

[নিচের পোস্টে এক ভায়ের কমেন্ট ছিল এটা।]

©️ Lost Modesty

27/09/2022

কলেজ না হয়ে ইডেন মহিলা মাদ্রাসা হলে দেখতেন এতক্ষণে দেশের সকল মহিলা মাদ্রাসা বন্ধের দাবিতে ফেসবুক কেঁপে উঠতো। শাহবাগে ব্যানার হাতে দাঁড়িয়ে যেত অন্তত ১২ জন প্রগতিশীল ও নারীবাদী।

(সংগৃহীত)

সকলকে অনেক ধন্যবাদ আমাকে 1k উপহার দেওয়ার জন্য। এভাবে পাশে থাকবেন লাইক,কমেন্ট এবং শেয়ার করে। জাজাকুমুল্লাহ খাইরন।
25/09/2022

সকলকে অনেক ধন্যবাদ আমাকে 1k উপহার দেওয়ার জন্য। এভাবে পাশে থাকবেন লাইক,কমেন্ট এবং শেয়ার করে। জাজাকুমুল্লাহ খাইরন।

মারজুক রাসেল। খুব প্রতিভাবান মানুষ। যারা চেনেন, তাদের অধিকাংশই তাকে চিনেন অভিনেতা হিসেবে। এর বাইরেও তার অনেক ধ্বংসশীল পদ...
20/09/2022

মারজুক রাসেল। খুব প্রতিভাবান মানুষ। যারা চেনেন, তাদের অধিকাংশই তাকে চিনেন অভিনেতা হিসেবে। এর বাইরেও তার অনেক ধ্বংসশীল পদচারণা আছে। তাকে নিয়ে লেখার ইচ্ছে ছিলো না। ইদানিং তার নাটকে পরিধান করা কিছু টি-শার্টের পিকচার নজরে আসায়, কয়েক লাইন তার পেছনে খরচ করার সিদ্ধান্ত নিলাম।

মারজুক দারুণ ধ্বংসশীল মানুষ(সৃজনশীল বলবো না)। একাধারে সে কবি , গীতিকার, অভিনেতা, পরিচালক, বাম রাজনীতির সাথেও টুকটাক যোগাযোগ ছিলো বা আছে। ধর্মে সে আগে মুসলিম ছিলো(জন্মসূত্রে) পরবর্তীতে ইসলামধর্ম ত্যাগ করে এখন নিজেকে ধর্মনাই পরিচয় দেয়। তাকে অভিনয় জগতে আনে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী।( ফারুকী'র পরিচয় সম্পর্কে আমি ইতোপূর্বে পোস্ট করেছি)। ফারুকী আবার তার ঘনিষ্ঠ বন্ধু। 'লেটনের ফ্ল্যাটের' ছবি খ্যাত ব্যাচেলর মুভির মাধ্যমে তার চলচ্চিত্র জগতে আসা। এরপর ফারুকী'র সাথে বিভিন্ন ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেন। আর ফারুকী'র সাথে চেষ্টা চালিয়ে যান সমাজের নৈতিকতা ও মূল্যবোধ ধ্বংসে।

কবি হিসেবে সে 'চটি'(অশ্লীল) কবি হিসেবে সমাধিক পরিচিত। এবারের বইমেলায় প্রকাশিত হয় তার সংকলিত কবিতার বই 'দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর'। বইটি প্রকাশের পর কবিতা ও তার বইকে ঘিরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত হয় মারজুক। এমনকি সে তার ফেসবুক বায়োতে নিজেকে পরিচয় দিয়েছে 'চটিয়াল' হিসেবে! তার অশ্লীল কবিতা উল্লেখ করে তার সুকুমারবৃত্তি দেখানোর প্রয়োজন বোধ করলাম না।

গীতিকার হিসেবে তো তার জুরি মেলা ভার। বাদ্যের কদর্যতা, শব্দদূষণ, শিক্ষাহীন উদ্ভট মাতলামিতে মাতিয়ে রাখা মিরাভাই খ্যাত জেমসের মিরা ভাই( ঝাকানাকা দেহ দোলা না! ) গানের রচয়িতা এই মারজুক। এছাড়া অবৈধ প্রেমে মাতিয়ে রেখে যে গানগুলো এদেশের তরুণদের বিপথগামী করতে ভূমিকা রেখেছে তার অনেক গুলোর স্রষ্টাই এই মারজুক রাসেল।
আসিফের গাওয়া 'তুমি হারিয়ে যাওয়ার সময় সঙ্গে নিও' ; আইয়ুব বাচ্চু'র 'ললনা'; সহ জেমস, আসিফ, আইয়ুব বাচ্চু, হাসান মাসুদ প্রমুখের প্রচুর নৈতিকতা বিরোধী গানের রচয়িতা সে। এছাড়া ফারুকী'র সমাজবিধ্বংসী চলচ্চিত্রগুলোর প্রধান গানগুলোও এই মারজুকের লেখা , যেমন: পরিকিয়া প্রোমোট করা চলচ্চিত্র 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' মুভির পরকিয়ার পক্ষে সবচেয়ে আবেগ জাগানো গান
'ভেতর বলে বাইরে থেকো,
বাহির বলে আসুক না'
বাহির বলে বাইরে থেকো
ভেতর বলে আসুক না ;
টেলিভিশন ছবির 'কানামাছি' গানও তার লেখা।

তার গালিগালাজ, নোংরা কথাবার্তা, কবিতা নিয়ে অতীতে বহুবার বিতর্কিত হলেও ইদানিং তার নতুন একটি কাজ মানুষকে নতুন করে বিব্রত করছে। বাংলাদেশে পর্নোগ্রাফি নিষিদ্ধ হলেও সে ধারাবাহিক নাটকে পরিধান করা টি-শার্টে খোল্লামখোলা পর্নোগ্রাফি প্রমোট করছে, সেক্স পজিশনের বিজ্ঞাপন দিচ্ছে ( এর জন্য তাকে কেই স্পনসর্ড করে নাকি ফ্রী অশ্লীলতা ছাড়ায় জানা নেই) এরকম নির্লজ্জ অশ্লীলবাক্যগুলোকে সে সমাজের মেইনস্ট্রিম বানাতে চাচ্ছে। যে নূন্যতম 'লজ্জা'টুকু তরুণ প্রজন্মের অবশিষ্ট আছে সেটাও তুলে দিতে চাচ্ছে, সমাজকে পরিণত করেছে একটি কামুক সমাজে। আর অশ্লীলতা যতই বাড়বে ধর্ষণ, ব্যাভিচার, পরকিয়া, সংসার ভাঙন, দাম্পত্য কলহ, যৌন হয়রানি, মাদকাসক্ততা প্রভৃতি হু হু করে বাড়তে থাকবে খুব স্বাভাবিক। আরো অবাক কড়া বিষয় হলো সে একটি পেজ খুলেছে, 'মারজুক রাসেলের টি-শার্ট- গোল্লা' নামে। প্রায় তার প্রতি পোস্টেই সে এই পেজের লিংক শেয়ার দিচ্ছে। (এ নিয়ে তার ভিশন কী তাও খতিয়ে দেখা দরকার)। টি শার্টের তিনটি ছবি পোস্টের ক্যাপশন ফটোতে দিয়েছি , যারা এর অর্থ বোঝেন না তারা , মন থেকে আলহামদুলিল্লাহ বলুন, আর অর্থ জানার চেষ্টা না করলেও খুশি হবো।

ব্যক্তি মারজুক রাসেল নিয়ে আমাদের তেমন কোন মাথাব্যথা নেই। সে ব্যক্তিগত লাইফে ঘরে বসে পরিত্যক্ত গাঁজা খেলো না নীল ছবির জগতে বুঁদ হয়ে রইলো তা জেনেও আমাদের লাভক্ষতি নেই। তাই যৌবনের শুরুতে মারজুকের নারীজনিত কারণে তার বাবার তৃতীয়শ্রেণীর চাকরি চলে যাওয়া বা ঢাকার আসার পর কিভাবে লাইভলিড করেছে সেগুলোও আমরা আলোচনায় আনার প্রয়োজন বোধ করিনি। কিন্তু তার রুচিভ্রষ্টতা ও অনৈতিকা যখন সে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা প্রসার ঘটাতে প্রয়াস চালাচ্ছে তখন নীতিবান মানুষেরা আগামী প্রজন্মকে রক্ষার জন্য অশ্লীলতার প্লাবনকে রুখে দিতে চেষ্টা করবে খুব স্বাভাবিক। মারজুক ও তার কিছু সহচর পচে যেতে পারে দেশের প্রতিটি মানুষ পচে যায়নি এটা মারজুক ভক্তদের মনে রাখা উচিত। কিছু নোংরা মিডিয়া তাকে প্রোমোট দিয়েছে আর তুমিও চোখবুঁজে তার ভক্ত হয়ে গেছো! ঠান্ডা মাথায় একবার নিজেকে প্রশ্ন করতো, মারজুক থেকে বিনোদনের আড়ালে জাতি নোংরামি ছাড়া আর কী পেয়েছে ?

©️ Lost Modesty

🤔  একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।মাত...
11/09/2022

🤔 একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।
মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

©️

ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায়।©️
26/08/2022

ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায়।

©️

দেশীয় মূল্যবোধ বিরোধী পোশাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পক্ষ থেকে উচ্চ আদালতকে অভিবাদন...
25/08/2022

দেশীয় মূল্যবোধ বিরোধী পোশাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পক্ষ থেকে উচ্চ আদালতকে অভিবাদন

@ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়

সম্পদের স্বল্পতা নয়, অসম বন্টনই দারিদ্রের মূল কারণ©️মোহাইমিন পাটোয়ারি
24/08/2022

সম্পদের স্বল্পতা নয়, অসম বন্টনই দারিদ্রের মূল কারণ

©️মোহাইমিন পাটোয়ারি

21/08/2022

বর্তমানে যারা শো অফ করে তাদেরকেই আমরা সুখি ভাবি। দ্বীনি দম্পতিরা যদি শো অফ করতো তাহলে জানতে পারতেন সবচেয়ে প্রশান্তিতে তারাই আছে!

©️অর্ধেক দ্বীন ডট কম

অন্তর যদি শয়তানের দখলে পড়ে যায়! তাহলে গুনাহ থেকে বাঁচা কঠিন হয়ে যায়।
08/08/2022

অন্তর যদি শয়তানের দখলে পড়ে যায়! তাহলে গুনাহ থেকে বাঁচা কঠিন হয়ে যায়।

‘হাওয়া’ই ভাসছে মুসলমান!!!একটি সিনেমা যখন বাজিমাত হয় তখন ভাবার বিষয়, কে এই সিনেমাটিকে বাজিমাত করল? "দর্শক" -কিন্তু এই দর্...
05/08/2022

‘হাওয়া’ই ভাসছে মুসলমান!!!

একটি সিনেমা যখন বাজিমাত হয় তখন ভাবার বিষয়, কে এই সিনেমাটিকে বাজিমাত করল? "দর্শক"

-কিন্তু এই দর্শক গুলো যে মুসলমান!!!
-মুসলমান হয়ে কিভাবে সিনেমা দেখা যায়!!!

আজ ৯০ ভাগ মুসলমানের দেশে সিনেমা দেখতে উপচেপড়া ভিড় হয়!!!

এই মুসলমানদের নিয়ে কত মানুষের কত স্বপ্ন!!!

আল্লাহতায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন এবং পরিপূর্ণ মুসলমান হওয়ার তাওফিক দান করুন। আমিন

মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান

01/08/2022

মৌসুমি রায় একজন খণ্ডকালীন শিক্ষিকা। তার চাকরি গেলেই বা কি? খুব একটা যায় আসেনা

হাইকোর্টের রায় অনুযায়ী 'বোরকা বা হিজাব পড়া সাংবিধানিক অধিকার'। যে সাংবিধানিক অধিকারে বাধা দেয় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা যায়

তারপরে আবার এই শিক্ষিকা মুসলিম ছাত্রীকে তার পায়ের কাছে সিজদা দিয়ে নাক খত দিতে বাধ্য করে, বিষয়টা খুবই ন্যক্কারজনক

সুতরাং মৌসুমি রায়কে মুসলমানদের সাংবিধানিক অধিকারে বাধা দেয়ার অপরাধে গ্রেফতার করতে হবে

তবেই এর সঠিক বিচার হবে

মৌসুমি রায়কে অতি দ্রুত গ্রেফতার চাই
© সাদমান জহির

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when AH Ahsan Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category