01/03/2018
এই যাত্রা পথে আমরা যে বিশয় জানবো
“স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” -আহছা?
Nalta Mobarak Nagar
Satkhira
9441
Be the first to know and let us send you an email when তরীকত শিক্ষা-Tarikat Shikha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to তরীকত শিক্ষা-Tarikat Shikha:
তরীকত শিক্ষা আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এম. এ, এম. আর, এস. এ, আই. ই. এস (অবসারপ্রাপ্ত) (আবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের ভূতপূর্ব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ) এর লেখা একটি উল্লেখযোগ্য বই। আমরা এই বইটিকে এই ফেসবুক পেজ এর মাধ্যমে ধারাবাহিক ভাবে সকলের কাছে পৌঁচ্ছে দিতে চাই। বর্তমান সময় মানুষ স্মার্ট ফোন ও ল্যাপটপ এ বেশি সময় দিচ্ছে এবং তথ্য সংগ্রহ করছে, আর আধুনিক ইন্টারনেট সংযোগ এই যন্ত্রগুলো কে করে তুলেছে আরো বেশি তথ্যপূর্ণ ও আকর্ষণীয়। যে কারনে মানুষ বই থেকে নিজেদের কে সরিয়ে নিয়েছে অনেক দূরে। আধুনিক এই যুগে তাল মিলিয়ে চলতে চলতে সকল কে একটু বই এর কাছা কাছি নিয়ে আসাটাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। এই যাত্রায় আপনার সহযোগিতা কামনা করছি। আমাদের সাথেই থাকবেন।
তরীকত সম্বন্ধে বাংলা ভাষায় বিশেষ কোনও কেতাব নাই। দুই একখানি যাহা আছে, তাহা তরীকা বিশেষের জন্য মনোনীত। বর্ত্তমানে যে সকল ওয়াজ নছিহতের মজলিস হয়, তাহাতে মছলার কটু-তর্ক প্রধাণতঃ আলোচিত হইয়া থাকে। মা’রেফত সম্বন্ধে কোন নছিহত দেওয়া হয় না। সাধারণত মোছলেমের বিশ্বাস শরীয়তেই ইছলামের একমাত্র লক্ষ্য। সংসরে থাকিয়া যে মারেফত হাছেল করা যায়, আখেরাতের প্রকৃততত্তের পরিচয় পাওয়া যায় পবিত্র শান্তির অধিকারী হওয়া যায় তাহা জনসাধারণের অজ্ঞাত।
শরীয়তের সহিত তরীকতের আতি নিকট সম্বন্ধ। প্রকৃতপক্ষে তরীকত শরীয়তের নির্জাস। শরীয়তের কঠোরতা দেখিয়া অনেকেই পশ্চাদপদ হন, কিন্তু এই কঠোরতা অতিক্রম করিলেই যে স্নিগ্ধ আত্মিক শান্তি লাভ করা যায় তাহা অনেকেরি আবিদিত।