GIM Islamic TV

GIM Islamic TV সুস্থ সাংস্কৃতি ছড়িয়ে যাক প্রাণে প্রাণে।
(1)

28/07/2023

মাশা আল্লাহ❤

দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরম শ্রদ্ধেয় Shaheed Ali Ahsan Mohammad Mujahid ভাইয়েরা মহান আল্লাহ পাকের মেহমান হিসেবে শহীদি মর্যা...
21/11/2022

দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরম শ্রদ্ধেয় Shaheed Ali Ahsan Mohammad Mujahid ভাইয়েরা মহান আল্লাহ পাকের মেহমান হিসেবে শহীদি মর্যাদায় পবিত্র জান্নাতের সুখ উপভোগ করছেন

জনাব আলী আহসান মোঃ মুজাহিদ ভাই এবং তাঁর সম্মানিত সঙ্গী-সাথীগণ ইতিমধ্যেই দুনিয়ার সফর শেষ করেছেন। তাঁরা মহান মাওলার স্বার্থক গোলামী করে মাওলার কাছেই ফিরে গিয়েছেন। বিশ্বাস করি, আল্লাহ তা’য়ালার সুসংবাদপ্রাপ্ত আবরার গোলামদের মধ্যে শামিল হয়েছেন। তাঁদের এ রক্তাক্ত ত্যাগ, তাঁদেরকে মর্যাদাবান শহীদের কাতারে শামিল করেছে। শাহাদাতের মউত হচ্ছে মু’মিনের জীবনে সর্বোচ্চ প্রাপ্তী। এ মউত বড় লোভনীয়। সকলের কপালে এ মউত জুটে না।

আল্লাহ রাব্বুল ইজ্জতের হিদায়াকে ক্বালবে ধারণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনসহ জীবনের সকল পর্যায়ে দ্বীন কায়েমের যে কাজ প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ) সূচনা করেছিলেন, ঐ কাজ আঞ্জাম দেওয়ার মিছিলে জনাব মুজাহিদ ভাইয়েরা ছিলেন প্রাণচঞ্চল। সত্য এবং হিদায়াতের পথ থেকে কোন কায়া-মায়াই তাঁদেরকে টলাতে পারেনি। দ্বীন কায়েমের যে সংগ্রাম তাঁরা করে গেছেন, আজ তাঁদের রেখে যাওয়া দায়িত্বটি সহকর্মীদের কাছে এ এক বিশাল আমানত।

জনাব আলী আহসান মোঃ মুজাহিদ শহীদ রাহিমাহুল্লাহসহ জুলুমের শিকার হয়ে যে সমস্ত দায়িত্বশীল ও সহকর্মীবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান আল্লাহ তাঁদের সকলকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন এবং আমাদেরকে তাঁদের রেখে যাওয়া এ আমানতের ভার সঠিকভাবে বহন করার তাওফিক দান করুন। আমীন।।©️

21/11/2022

“আমি মহান আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে আমার জীবন কুরবান করার জন্য সব সময় প্রস্তুত আছি।” -আলী আহসান মোঃ মুজাহিদ রাহিমাহুল্লাহ

[১৪ আগস্ট ১৯৪৭ - ২২ নভেম্বর ২০১৫]
©️

21/11/2022

শহীদ মাওলানা মতিউর রহমান রহঃ, তাহাজ্জতের নামাজ পড়ে ঘুমিয়েছেন, হঠাৎ স্বপ্ন দেখলেন !

ওনার নিজ এলাকা পাবনায় একটা নদীতে হাঁটু পরিমাণ পানিতে দাঁড়িয়ে আছেন, হঠাৎ পানির ঢেউ আর ঢেউ ওনার গায়ের সাথে ধাক্কা ঘুম ভেঙ্গে গেল, আবার তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো ,

আবার স্বপ্ন দেখলেন ওনি একটা সংগঠনিক প্রোগ্রাম শেষ করে একটু একাকী বসলেন হঠাৎ একটা কোবরা সাপ ওনার পায়ে কামড় বসালেন ঐ সাপটা অনেক্ক্ষণ ফানা তুলে দাড়িয়ে আছেন, ঐ সাপের কামড়ে একটু ও
ব্যাথা অনুভব করলেন না, কিছুক্ষণ পর সাপটা গড়াগড়ি খেতে খেতে মৃত্যু বরণ করলো !!

এই ২ স্বপ্নের ব্যাখ্যা ডিপুটি জেলার কে বললেন ফাঁসি কার্যকরের দিন নিজ পরিবার পরিজনদের কে বললেন

স্বপ্নের ব্যাখ্যা নিজেই করলেন আলহামদুলিল্লাহ

১ম স্বপ্নের ব্যাখ্যা করলেন,ওনার জানাযায় বাধভাঙ্গা জোয়ারের মত মানুষের ঢল নামবে, হাজারো চেষ্টা করেও দমিয়ে রাখতে পারবে না,

২য় স্বপ্নের ব্যাখ্যাঃ
জামায়াত শিবির কে ধ্বংস করার জন্যে বিষাক্ত সাপের
মত ছোবল মারবে, যত রকমের ষড়যন্ত্র আছে সব গুলি দিয়ে চেষ্টা করবে, কিন্তু সংগঠনের কিঞ্চিৎ পরিমান ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ " শেষমেশ ঐ কাল নাগিনী সাপটা নির্লজ্জ ও লাঞ্ছিত হয়ে ঘৃণা ভরা ইতিহাস নিয়ে দুনিয়ায় থাকে বিদায় নিবে !!

কিয়ামতের পূর্বে বেহা*য়াপনা চরম আকার ধারণ করবে। তা থেকে আরব বিশ্বও বাদ পড়বে না। তাওহীদের দেশ সৌদি আরবের জেদ্দায় মমতাজের ক...
29/10/2022

কিয়ামতের পূর্বে বেহা*য়াপনা চরম আকার ধারণ করবে। তা থেকে আরব বিশ্বও বাদ পড়বে না। তাওহীদের দেশ সৌদি আরবের জেদ্দায় মমতাজের কনসার্ট। ইন্নালিল্লাহ! কতিপয় বাঙ্গালী রাসূল সা, এর দেশে গিয়েও মানুষ হয় না- এটাই তার প্রমাণ।
মানুষ সৌদি যায় গুনাহ কমাতে, আর হত*ভাগারা যায় গুনাহ বাড়াতে।

***সফলতা তুমি কি???মানুষ সাধারনত তিনটি জিনিসের মধ্যে সফলতা খোঁজে।এগুলো হলঃঅর্থ,ক্ষমতা এবং পান্ডিত্য।কিন্তু আল্লাহ রাব্বু...
18/10/2022

***সফলতা তুমি কি???

মানুষ সাধারনত তিনটি জিনিসের মধ্যে সফলতা খোঁজে।এগুলো হলঃঅর্থ,ক্ষমতা এবং পান্ডিত্য।কিন্তু আল্লাহ রাব্বুল আলামীন এই তিনটির একটির মধ্যেও সফলতা রাখেন নাই।যে স্থানে যে জিনিস নাই,সে স্থানে কি করে ঐ জিনিস খুজে পাওয়া সম্ভব?কেউ যদি সাগরে মুক্তা না খুজে পাহাড়ের চূড়ায় মুক্তা খোঁজে কষ্মিনকালেও মুক্তা পাওয়া যাবে না।
যদি অর্থের মাঝে সফলতা থাকত তবে 'কারূণ' সফল হত।যদি ক্ষমতার মাঝে সফলতা থাকত তবে 'ফেরাউন' সফল হত।আর যদি পান্ডিত্যের মাঝে সফলতা থাকত তবে 'আবু জাহেল' সফল হত।ভালো করে বুঝে শুনে দেখলাম ঐ তিনটার মাঝে একটিতেও সফলতা রাখেন নাই আল্লাহ তায়ালা।
সফলতার সংজ্ঞা কি? মানুষ সাধারনত নিজ নিজ বৈধ-অবৈধ উদ্দেশ্যের পূর্ণতাপ্রাপ্তিকেই সফলতা বলে।অর্থাৎ,বৈধ বা অবৈধ যে কোন লক্ষ্য অর্জন করাই যেন সফলতা।চোর মনে করে চুরি করে ধরা না পড়াতেই সফলতা।কেউ 'মেরে' নিজেকে সফল মনে করে,কেউ সফল হয় 'মরে'।জিহাদের ময়দানে মৃত্যুমুখে পতিত এক সাহাবী চিৎকার করে বলছেন, 'আমিতো কামিয়াব হয়ে গেলাম'।
এবার সফলতার সংজ্ঞা খুজতে আমরা আল-কুরআনের দারস্ত হব।আল্লাহ সুবহানুওয়া তায়ালা কুরআনে সফলতার যে অর্থ করেছেন আমরা সেটিকেই গ্রহন করব,ইনশাআল্লাহ্।
"প্রত্যেক প্রানীই মৃত্যুর স্বাধ গ্রহন করবে; অতঃপর ক্বিয়ামতের দিন তোমাদের (জীবনভর) কামাইয়ের প্রতিফল দেয়া হবে,যাক (জাহান্নামের) আগুন থেকে বাঁচিয়ে দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে; সেই হবে সফল ব্যক্তি।জেনে রেখ পার্থিব জীবন ধোঁকা ব্যতীত কিছুই নয়"

সূরা আল-ইমরানঃ১৮৫।

------সংগৃহীত।।।

15/09/2022

চারটি গুণ যার মাঝে আছে সে খাঁটি মুনা*ফিক। আর যার মাঝে চারটির যে কোনো একটি রয়েছে, তার মাঝে নি*ফাকের একটি চিহ্ন রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে তা না ছাড়ে।
১. যখন আমানত রাখা হয় তার খিয়া*নত করে।
২. যখন কথা বলে মি*থ্যা বলে।
৩. যখন চুক্তি করে তা লঙ্ঘন করে।
৪. এবং যখন ঝগড়া করে গালা*গালি করে।
(বুখারি : ৩৩, মুসলিম : ৮৮)

15/09/2022

যদি আপনার ভিতরে কোন খারাপ চিন্তা জাগ্রত হয়, যদি পাপের মধ্যে ডুব দেওয়ার জন্যে আপনার মন আঁকুপাঁকু করে কিন্তু শেষ পর্যন্ত ওই পাপে আপনি না জড়ান, তাহলে কিন্তু আপনার আমলনামায় কোন গুনাহ যুক্ত হবে না।

আবার,

যদি আপনার মধ্যে কোন ভালো কাজের চিন্তা জাগ্রত হয়, যদি কোন সওয়াবের কাজে জড়িয়ে পড়ার জন্যে আপনার ভিতরে তোলপাড় চলে কিন্তু শেষ অবধি আপনি ওই ভালো কাজ করতে না-ও পারেন, তবু আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা ওই কাজের সওয়াব যুক্ত করে দেবেন।

কী সুন্দর আপনার দ্বীন, তাই না?
©️আরিফ আজাদ।

15/09/2022

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ঝরে পড়লো একটি প্রস্ফুটিত গোলাপ!

আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার ভাংগা খাঁ ইউনিয়ন সভাপতি মুহাম্মাদ জাবের হোসাইন আজ দুপুরে হোন্ডা এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন।

তরুণ ছাত্র সমাজকে ইসলামের পথে আহ্বান কারী নিবেদিত প্রাণ আল্লাহর এই গোলাম আমাদের মাঝ থেকে বিদায়ে আমরা সত্যিই শোকাহত।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ফায়সালা কে অশ্রুসিদ্ধ নয়নে আমাদেরকে বরণ করতে হবে। আল্লাহ তাআলা তার সঙ্গী-সাথীদেরকে সবর ও তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার যোগ্যতা দান করুন।

মা-বাবার কলিজার টুকরা সন্তানকে হারিয়ে
শোকাহত পরিবার পরিজনকে সবরে জামিল দান করুন।

রাব্বে কারিম আমাদের প্রিয় জাবেরকে ভাই কে শাহাদাতের মাকামে আ'লা নসীব করুন। আমীন।

15/09/2022

আজ দিনাজপুর-১ তথা বীরগঞ্জ-কাহারোল আসনের সাবেক এমপি মরহুম অধ্যাপক আব্দুল্লাহ আল কাফী সাহেবের মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

আব্দুল্লাহ আল কাফী সাহেবের কথা উঠলেই আমার ২০০১ সালের নির্বাচনী জনসভার কথা মনে পড়ে। আব্বার সাথে আমি গিয়েছিলাম। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যাওয়ার কথা ছিল তার আসনে। অধ্যাপক কাফী সাহেব জনসভার আয়োজন করেছিলেন মেইনরোড থেকে একটু ভেতরে। ধারনা ছিল, বেগম জিয়া সেখানে চলে যাবেন। কিন্তু মেইনরোডে নেত্রীর গাড়ির বহরকে থামানোর মতো সেরকম কোনো আয়োজনও ছিল না।

ফলে, খালেদা জিয়া গাড়ি না থামিয়েই চলে গিয়েছিলেন। তার কয়েক গাড়ি পেছনে ছিল আব্বার গাড়ি। আব্বা তো ভীষণ পেরেশানিতে পড়ে গেলেন। দলের এমপিদের আসনে বেগম জিয়াকে নিয়ে যাওয়ার জন্যই তিনি এই সফরে ছিলেন। অথচ মিস হয়ে গেলো। আব্বা চলে গেলেন কাফী সাহেবের সমর্থনে আয়োজিত জনসভাস্থলে। সেখানে একটু বক্তব্য দিলেন। জনগনকে শান্ত করলেন।

তারপর কাফী সাহেবকে গাড়িতে তুলে নিয়ে রওয়ানা দিলেন খালেদা জিয়ার বহরের উদ্দেশ্যে। একবারে দিনাজপুর শহরে গিয়ে আমরা নেত্রীকে পেলাম। সেখানকার জনসভায় বেগম জিয়া দাঁড়িপাল্লা প্রতীকে কাফী সাহেবকে পরিচয় করিয়ে দিলেন। আমার ভীষণ মন খারাপ হলো। কারণ খালেদা জিয়া যেখানে কাফী সাহেবকে পরিচয় করিয়ে দিলেন, সেটা অন্য আসন। তার নিজ আসনে কত সময় ধরে লোকজন বসে থাকলো, অথচ নেত্রী সেখানে যেতে পারলেন না। আমি ধরেই নিয়েছিলাম, পাবলিক সেন্টিমেন্ট নেগেটিভ দিকে চলে যাবে।

হলো পুরো উল্টো। কাফী সাহেব ভালো ব্যবধানেই জয়লাভ করলেন। পার্লামেন্টে তার ভূমিকা ছিল খুবেই গঠনমূলক। তিনি ছিলেন জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য। দিনাজপুর সংগঠন মজবুত করণে তার অনবদ্য ভূমিকা আছে। তিনি গোটা জেলা ঘুরে ঘুরে টিসি, শববেদারি করে মানুষকে আন্দোলনমুখী করেছেন। কুরআন হাদিসের ওপরও তার বেশ দক্ষতা ছিল। তার রসিকতা করারও স্বভাব ছিল। তবে নিজেকে মাত্রার মধ্যে সংযত রাখতে পারতেন।

মরহুম দায়িত্বশীলের জন্য দোয়া করি। আল্লাহ তার সকল খেদমত ও নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাত নসীব করুন। আমিন।

Ali Ahmad Mabrur ভাইয়ের ওয়াল থেকে নেওয়া হয়েছে।

15/09/2022

ঐতিহাসিক ছবি..

মদিনায় ইসলামী বিশ্ববিদ্যালয় চালু হয় ১৯৬১-৬২ সালে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই একটি এডভাইজরি কমিটি বা পরামর্শক কমিটিও গঠন করা হয়। সৌদি আরবের একাডেমিক কাউন্সিল উক্ত পরামর্শক কমিটিতে কাজ করার জন্য মাওলানা সাইয়্যেদ আবুল আ’লা মওদূদীকে রহ. দাওয়াত দিয়েছিলেন। মাওলানা মওদূদী ১৯৫৯-৬০ সালে সৌদি আরব সফরকালে এই কমিটির একাধিক বৈঠকে অংশ নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে মদিনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজও তিনি পরিদর্শন করেছিলেন।
©️Ali Ahmad Mabrur

15/09/2022

পঞ্চম শ্রেণির একজন ছাত্র পড়াতে গেলাম। সচরাচর নাস্তা দেয়না বললেই চলে। আর আমিও খুব বেশি একটা নাস্তা পছন্দ করি না। আজকে পড়াতে যাওয়ার সাথে সাথে দেখি স্টুডেন্টের মা নাস্তা পাঠিয়ে দিলেন। আমি তো অবাক, তাও আবার তালের পিঠা! তো একটা হাতে নিয়ে মুখে দিলাম। ওরে বাবা অনেক শক্ত, ঠান্ডা আর অরুচিকর। আমি ছাত্রকে জিজ্ঞেস করলাম পিঠা কে বানিয়েছে? ছাত্র তখন বলল কেউ বানায়নি স্যার, পাশের বাসা থেকে দিয়েছিল, মজা না হওয়ায় কেউ খায়নি!
-সংগ্রহীত।
আপনার বাচ্চাটিকে যিনি শিক্ষা দিচ্ছেন, জ্ঞানের আলোয় আলোকিত করছেন, হয়তো আপনি পয়সা দিয়েই টিউটর রেখেছেন-এমন ভাবছেন! কিন্তু ভেবে দেখুন এই পঠন পাঠনের কারবারটা দুনিয়ার সব কিছু থেকে আলাদা। এই দেশে হাজারো ছাত্র-ছাত্রী শিক্ষক নিজের খরচ নিজে জোটাতে অথবা পরিবারের একটু চাপ কমাতে বা পরিবার চালাতে প্রাইভেট পড়ান। তাদের সাথে অনেক অবিভাবকের আচরণ মালিক গোলাম মার্কা হয়েযায়। নাস্তা দেয়ার চুক্তিতে কেউ যদি পড়ান ভিন্ন কথা (এরকম কথা আমার জানা নেই) কিন্তু আপনি যদি সেচ্ছায় আপ্যায়ণ করেন তাহলে ভালোটুকুই দিন। প্রতিদিন দিতেই হবে এমন ফরমালিটিজও বাদ দিন।
কাজের মানুষের কথা তো দূরে থাক। টাকার বিনিময়ে শ্রমদেয়া নিজের অধিনস্থের ব্যাপারে রাসূল কী বলেছেন শুনুন-
‎...جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ، فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَأَعِينُوهُمْ...আল্লাাহ তাদেরকে তোমাদের অধীন করেছেন। তোমাদের কারো অধীনে যদি কেউ থাকে তাহলে সে যেন নিজে যা খায় তাকেও তা থেকে খাওয়ায়। নিজে যা পরিধান করে তাকেও তা থেকে পরিধান করায়। এবং তোমরা তাদের উপর সাধ্যের বেশি কাজ চাপিয়ে দিও না। যদি দাও তাহলে নিজেও সে কাজে তাকে সাহযোগিতা কর।
(সহীহ বুখারী, হাদীস ২৫৪৫)
ফ্রিজের বাসি ঠান্ডা, অচল, কেউ খাচ্ছেনা এমন জিনিস লোক দেখানো আপ্যায়নেও দেবেন না। আজকে বাসায় কিছু না থাকলে থাকনা, কিছু না দিলেও আপনার টিউটর ঘরের মানুষের অনুভব পাবেন। নাই দেন নি, ব্যাস।
অনেক সময় আমাদের অসতর্কতায় আমাদের কাছ থেকেই বাড়ির শিশুরা মানুষের সাথে অন্যায় আচরণ করা শেখে। আমরা যদি নিজেরা না শুধরে নিই তাহলে আমাদের সন্তানেরা এখান থেকে যুলুম করা শিখবে, যার দায়ভার আমাদের ওপরই বর্তাবে।©️

15/09/2022
04/09/2022

এক ছিল রাজা 🥰🥰

আরেক ছিল রাণী😍😍...

দুজনই মারা গেছে 😢😢

শেষ কাহিনী 😒😕🥱









।🙂


।?
🥺
😔
😊
❤️
🥱
🥰





!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
🙃
নিচে কী লাশ খুজতে আইছো?🙄🙄
বললাম না কাহিনী শেষ 😕😕😕

01/07/2022

দাজ্জালের চেয়ে বড় ফেতনা যেটা।
Gazi Iqbal Mahmud

18/06/2022

দিগন্ত টেলিভিশনের তুলে ধরা সেই প্রতিবেদন!

বিশ্বনন্দিত জনপ্রিয় মুফাচ্ছির, বাংলাদেশের কিংবদন্তি আলোচক, সাবেক সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামির সিনিয়র নায়েবে আমীর
#আল্লামা_দেলোয়ার_হুসাইন_সাঈদী হাফেজাহুল্লা'র জীবনীর কিছুটা🥀🖤

আমার থেকে র'ক্ত নেন ভাইয়া আমি র'ক্ত দিয়ে সাহায্য করতে চাই আমার টাকা পয়সা নাই। ৪ টি গাড়ি পরিবর্তন করে ব্লাড দিতে ছুটে এসে...
06/06/2022

আমার থেকে র'ক্ত নেন ভাইয়া
আমি র'ক্ত দিয়ে সাহায্য করতে চাই আমার টাকা পয়সা নাই। ৪ টি গাড়ি পরিবর্তন করে ব্লাড দিতে ছুটে এসেছেন প্রতিবন্ধী মেহরাজ।

হ্যা! এটাই ভালবাসা ও মানবতা.....

ভয়ংকর আগ্নি লেলিহানের  উত্তপ্ত শিখায় ঝলসে যাওয়া শরীর আর কেমিক্যালের কন্টিনার  বিস্ফরনে ফেটে যাওয়া পেটের নাড়ি ভুড়ি নিজ হা...
06/06/2022

ভয়ংকর আগ্নি লেলিহানের উত্তপ্ত শিখায় ঝলসে যাওয়া শরীর আর কেমিক্যালের কন্টিনার বিস্ফরনে ফেটে যাওয়া পেটের নাড়ি ভুড়ি নিজ হাতে নিয়ে আগুন থেকে বের হযে আসছে বেঁচে থাকার জন্য।হে মহান রব আপনি ক্ষমা করেন, মুক্তি দেন এই ভয়ংকর বিপদ থেকে।

আলহামদুলিল্লাহচট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম সরকারি ...
06/06/2022

আলহামদুলিল্লাহ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবারহ করা হয়। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম হাসপাতালের ইনচার্জের কাছে ঔষধ বুঝিয়ে দেন।

30/05/2022

বাচ্চাদের মেধাশক্তি কি করে বাড়াবেন জানতে সকল বাবা-মায়ের উচিৎ ভিডিওটি দেখা ।
আমার পেইজে যারা নিয়মিত ভিডিও দেখেন সবাই ভিডিওটি শেয়ার করে আমাদের দেশের যারা ভবিষ্যত, তাদের মেধা বিকাশে সচেতন করতে সাহায্য করবেন।
আমার ভিডিওগুলো আপনাদের উপকারে লাগলে পেইজটিতে লাইক দিতে ভুলবেন না ।
YouTube LInk:
https://youtube.com/channel/UCULWZB1DS9Wphz_lvU4RxQw
https://youtu.be/8-VVLOgInWc

27/05/2022

“যারা আজ নিচ্ছেন এমন হতে পারে তারা আগামীকাল দিবেন। আর যারা আজ দেয়ার অবস্থানে আছেন, এমনও হতে পারে তারাই কাল নিবেন।”
-শহীদ আলী আহসান মু. মুজাহিদ
#আর্কাইভ: ১৯৮৮ সালে ভয়াবহ বণ্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের সময় দেয়া বক্তব্য।

নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর তা...
27/05/2022

নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর তারা মারে ও মরে। তাওরাত, ইনজীল ও কুরআনে এ সম্পর্কে মজবুত ওয়াদা রয়েছে। (সূরা তাওবা : ১১১)

যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে, তবে তারা তোমাদের দ্বীনি ভাই।(সূরা তাওবা ৯ : ১১)
27/05/2022

যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে, তবে তারা তোমাদের দ্বীনি ভাই।
(সূরা তাওবা ৯ : ১১)

26/05/2022

পুলিশের আচরণ তো এমনই হওয়া উচিত।

22/05/2022

চেষ্টা মাত্র।
একবারেই খালি গলায় গাওয়া,
ভুলত্রুটি মার্জনীয়।
সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।
সম্পূর্ণ গানের লিংক।
https://youtu.be/qNwtEb0T1Dg

24/04/2022

কোন দেশের স্কুল জানিনা!
কিন্তু দুর্ভাগ্য এত সুন্দর ইসলামিক শিক্ষা আমাদের দেশের কোন স্কুল গুলোতে নেই।🙂

24/04/2022

"কম কই মুড়ি খেলাম, পানি খেলাম"! (সুবহানআল্লাহ)
এভাবে খেয়েও যারা মহান রবের শুকরিয়া আদায় করে তারাই প্রকৃত ইমানদার।

আহ উনারাও রোজা রাখে,আমরাও রোজা রাখি,উনারাও ইফতার করে,আমরাও ইফতার করি😢

Address

Satkhira
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when GIM Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GIM Islamic TV:

Videos

Share

Category


Other TV Channels in Satkhira

Show All

You may also like