Dawah Tunes

Dawah Tunes ইসলাম প্রচার আমাদের মূল উদ্দেশ্য,এবং ভিডিও ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করা- রেফারেন্স উল্লেখ করা হবে।

27/10/2024

ফে-রাউনের অনুসারীদের কাছে ফে-রাউন'ই শ্রেষ্ঠ ছিল। এর মানে এই না যে- ফে-রাউন সঠিক ছিল!
আসলে তার অনুসারীরা অন্ধ ছিল।

জনে জনে খবর দেসেক্যুলারিজম এর কবর দে।
20/10/2024

জনে জনে খবর দে
সেক্যুলারিজম এর কবর দে।

20/10/2024

মেধাবী হলে গর্ব করার কিছুই নেই!
শয়*তানও কিন্তু মেধাবী ছিলো!
মনুষত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃ-ণিত!

10/10/2024

নিজেকে একবার প্রশ্ন করুন তো!
আলেমদেরকে আল্লাহ কেন ক্ষমতায় বসান না?

আশা করি ঈদুল আজহা পর্যন্ত তিনি থাকবেন এবং তখন বলবেন, “কুরবানি শুধু মুসলিমদের নয়, এটি সার্বজনীন উৎসব।”
10/10/2024

আশা করি ঈদুল আজহা পর্যন্ত তিনি থাকবেন এবং তখন বলবেন, “কুরবানি শুধু মুসলিমদের নয়, এটি সার্বজনীন উৎসব।”

🔻১ম বর্ষপূর্তিআপাতদৃষ্টিতে মনে হতে পারে ফিলিস্তিনিরা হেরে গেছে, গাযা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, দ্বিতীয় নাকবা প্রায় সফল হ...
07/10/2024

🔻১ম বর্ষপূর্তি

আপাতদৃষ্টিতে মনে হতে পারে ফিলিস্তিনিরা হেরে গেছে, গাযা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, দ্বিতীয় নাকবা প্রায় সফল হয়ে গেছে; কিন্তু বাস্তবে এখনও যুদ্ধ শেষ হয়নি, বরং বিস্তৃত হয়েছে।

ওদের আল্ট্রা-রাইট যেদিকে যাচ্ছিল, বিশ্বরাজনীতি যেদিকে যাচ্ছিল, ৭ অক্টোবর না হলে ধীরে ধীরে ফিলিস্তিন ইস্যুটাই নন-ইস্যু হয়ে যেত। পশ্চিম তীরের অর্ধেককে অ্যানেক্স করে নেওয়া হতো, বাকি অর্ধেককে একাধিক গাযায় রূপান্তরিত করা হতো, এবং একপর্যায়ে আকসা ভেঙে ফেলা হতো।

এখনও সেই প্রক্রিয়া থামানো যায়নি; কিন্তু এই সঙ্কটের একটা সল্যুশন যে জরুরী, সেই আলোচনাটা আবার ফিরে এসেছে। আমাদের এক জেনারেশনের জন্য এক বছর খুবই কম সময়, তাই আমাদেরকে সহজেই হতাশা ঘিরে ধরে। কিন্তু ফিলিস্তিন যুদ্ধ চলছে ১০৭ বছর ধরে। দীর্ঘমেয়াদী ফলাফল বোঝার জন্য তাই এক বছর যথেষ্ট সময় না।

এই দিনের এই বিদ্রোহের ফলে, উন্মুক্ত কারাগার ভেঙে বন্দীদের বেরিয়ে আসার প্রচেষ্টার ফলে যে অকল্পনীয় ত্যাগ তারা স্বীকার করেছে, তার দীর্ঘমেয়াদী প্রভাবেই হয়তো একদিন বিজয় আসবে। এটুকু স্বপ্ন আমাদেরকে দেখতেই হবে।

ছবি © ইয়েমেনি কার্টুনিস্ট কামাল শারাফ

লিখেছেন:- মোজাম্মেল হোসেন ত্বোহা

07/10/2024

মানুষ বলে যার বাড়ি গাড়ি আছে সেই সফল,,
আর কুরআন বলে যে নিজেকে শুধরে নিয়েছে সে সফল।

23/09/2024

হাজারো কল্পনার শেষ স্থান হচ্ছে,
অন্ধকার এক কবর।

শাতিমে রাসূলের বিধান: কোন মুসলিম যদি বিধান কার্যকর করে তবে তাকে তিরস্কার করা যাবে না।শাতিমে রাসূলের বিধান হচ্ছে মৃত্যুদন...
20/09/2024

শাতিমে রাসূলের বিধান: কোন মুসলিম যদি বিধান কার্যকর করে তবে তাকে তিরস্কার করা যাবে না।

শাতিমে রাসূলের বিধান হচ্ছে মৃত্যুদন্ড। সাধারনভাবে এটি বাস্তবায়ন করেন মুসলিম রাষ্ট্র। যিনি ইমাম আছেন তার নির্দেশে বাস্তবায়িত হবে। তবে কোন মুসলিম যদি বিধান কার্যকর করে তবে তাকে তিরস্কার করা যাবে না।

কুরআন হাদীসের কোথাও নেই যে- শাতিমে রাসূলকে কেও হত্যা করলে তার কোন গুনাহ, অপরাধ হবে বা সে হত্যা করতে পারবে না। বরং আমরা এর বিপরীতটাই দেখতে পাই।

দলীলঃ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, জনৈক অন্ধ লোকের একটি ‘উম্মু ওয়ালাদ’ ক্রীতদাসী ছিল। সে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। …… গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেলো (অর্থাৎ দাসীকে হত্যা করার জন্য হত্যাকারীর কোন বিচার নেই)।

আবু দাউদ ৪৩৬১/সহিহ। আর হাদীসটি শুধু হদ নয় বরং তা হারবি হত্যারও দলীল। হাদীসটি সম্পর্কে দেখুন- ইবনে তাইমিয়্যা (রহিঃ) এর- আস সারিমুল মাসলুল/২৮৬।

যারা বলেন এই হুকুম কেবল মাত্র মুসলিমদের ইমামই বাস্তবায়ন করবেন তারা একটি বড় ভূল করেন। শাতিমে রাসূলকে মুরতাদ বলা হলেও সে কোন সাধারন মুরতাদ নয় বরং এটা একটি এক্সট্রিম কেস ও হারবি কাফের। এই কেসে কাবার গিলাফ ধরে থাকা অবস্থায়ও হত্যা করা হয়েছে যেখানে সাধারনভাবে রক্তপাত অবৈধ।

আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত,

‘এক ব্যক্তি এসে সংবাদ দিল যে, ইবনে খাতাল কাবা ঘরের গিলাফ ধরে ঝুলছে। রাসূলুল্লাহ (সঃ) বললেন, তোমরা তাকে হত্যা করো।’ (মুয়াত্তা মালেক, হা/৯৪৬; সহীহ বুখারী, হা/৪২৪৬; মুসনাদে আহমাদ, হা/১০৯৫৫, শামায়েলে তিরমিজি ৮৪,৮৫/সহিহ)।

ইবনে তাইমিয়্যা (রহিঃ) শাতিমদেরকে ‘হারবি’ উল্লেখ করে বলেন- ‘দাসী হত্যার হাদীসটি হদ ও হারবি হত্যা উভয় শিরোনামেই আলোচনা করা হয়। আর হারবিদেরকে যেকেউ হত্যা করে ফেলবার অনুমতি রয়েছে।’ (আস সারিমুল মাসলুল/২৮৬, নোটঃ হারবি শব্দের অর্থ যুদ্ধরত কাফির। যেমনটা শাতিমদের হাদীসগুলো ইমামগন কিতাবুল জিহাদ, মাগাযী ইত্যাদি অধ্যায়ে সংরক্ষন করেছেন।)

আর একান্তই যদি আপনাদের দাবী এক মিনিটের জন্য সত্য বলে ধরেও নেই, তবুও আপনারা তাদের বিরোধীতা করতে পারেন না। কারণ এখন তাদের বৈধ ইমাম রয়েছে। ইমাম তার অনুগত সকলের জন্য এই বিধান কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন। তারা কাটাতারের বেড়া বিশ্বাস করে না যে প্রতিটি দেশে দেশে ইমাম লাগবে। শ্রদ্ধেয় ইমাম আমভাবে নির্দেশনা দিয়েছেন, মুফতিগণ ফাতাওয়া দিয়েছেন আর উম্মতের জন্য সেগুলোই যথেষ্ট। তারা তাদের ইমামের নির্দেশেই শাতিমদের পাওনা বুঝিয়ে দিচ্ছেন। আর আল্লাহর রাসূল (সাঃ) এমন ব্যক্তি সম্পর্কে বলেছেন তার রক্তের কোন মূল্য নেই।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ইমামের নির্দেশ শর্ত করছেন তাদেরকে বলতে চাই- আপনারা যাদেরকে মুসলিমদের ইমামের স্থলে শর্ত করছেন তারা তো তাগুত ও মুরতাদ জালিম শাসক। তাই তাদেরকে শর্ত করার প্রশ্নই আসে না।

অনেকে সত্যকে গোপন রেখে কুফফর কে প্রশ্রয় দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাই এবং সঠিক কোনটা ভুল কোনটা জানতে পেরেও ইসলমের ই...
20/09/2024

অনেকে সত্যকে গোপন রেখে কুফফর কে প্রশ্রয় দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে চাই এবং সঠিক কোনটা ভুল কোনটা জানতে পেরেও ইসলমের ইতিহাসকে বিকৃত করতে চাই।

হায়! বন্ধু তোমাকেই বলছি😎😐
16/09/2024

হায়! বন্ধু তোমাকেই বলছি😎😐

12/09/2024

যেই ইমান নিয়ে নামাজ পড়া যায়,যেই পরিমান ইমান দিয়ে রোজা রাখা যায়,যেই পরিমান ইমান দিয়ে হজ্জ করা যায়, সেই পরিমান ইমান হলেই আল্লাহর রাস্তায় জিহাদ করা যায়। এজন্য মনে রাখতে হবে মুসলিমরা যুদ্ধ করেন একমাএ আল্লাহ সুবানাহু ওতাআলার জন্য, তাই শক্তি সাহায্যে আসবে আল্লাহর পক্ষ থেকে।

🎤শাইখুল হাদিস মুফতি জসিম উদ্দিন রহমানি (হাফিজাহুল্লাহ)

আজ একটা দৃশ্য দেখে বেশ ভাবনাই পড়লামঃ একজন মা তার বাচ্চাকে নিয়ে জাচ্ছে বাড়িতে সাথে একটা কেকের বক্স বুঝতে বাকি থাকলোনা মা ...
10/09/2024

আজ একটা দৃশ্য দেখে বেশ ভাবনাই পড়লামঃ একজন মা তার বাচ্চাকে নিয়ে জাচ্ছে বাড়িতে সাথে একটা কেকের বক্স বুঝতে বাকি থাকলোনা মা তার বাচ্চার জন্য জন্মদিন পালন করতে খুব ব্যস্ত আয়োজন করেছে। হাই আফসোস!!! একজন মুসলিম কিভাবে পারে এটা ? রোমান ক্যাথলিক ও প্রটেস্টান্ট চার্চের অনুসারীরা যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ উৎসব পালন করে সেটা থেকে এই উৎসবের উৎপত্তি। নাউজুবিল্লাহ আপনি মুসলিমা নারী/মুসলিমা মা হয়ে এরকম কিভাবে করতে পারেন?
কেউ মজা করে হলেও হারাম এই জন্মদিন পালন থেকে বিরত থাকুন।

বাংলাদেশে অনেকগুলো ইসলাম আছে। তার মধ্যে যেটার কোনো রাষ্ট্রব্যবস্থা নাই, যেটার কোনো শরীয়ত নাই, যেটার কোনো তাওহীদ নাই এবং ...
08/09/2024

বাংলাদেশে অনেকগুলো ইসলাম আছে। তার মধ্যে যেটার কোনো রাষ্ট্রব্যবস্থা নাই, যেটার কোনো শরীয়ত নাই, যেটার কোনো তাওহীদ নাই এবং যেটার সাথে কোনো ধর্মের বা ওয়ার্ল্ডভিউর সংঘাত নাই সেটাই শুধু গ্রহণযোগ্য।

- সেক্যুলারিজমের ধারকরা।

মুসলিম উম্মাহ ৭৩ টি দল-উপদলে বিভক্ত হবে। তার মধ্যে যেটা আল্লাহর রাসূল ﷺ ও তার সাহাবাদের আদর্শের ওপর থাকবে - সেটাই শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্য।

- নবী মুহাম্মাদ ﷺ
নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে একটি কঠিন সিদ্ধান্তে আসতেই হবে। আপনি এই দুটো সাংঘর্ষিক কথার মধ্যে কার কথা বিশ্বাস করবেন?

– খিজির হায়াত (হাফি.)

আর বল, ‘হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে। নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল’। সূরাঃ বনী ইসরাইল, আয়াতঃ ৮১
19/08/2024

আর বল, ‘হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে।
নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল’।
সূরাঃ বনী ইসরাইল, আয়াতঃ ৮১

08/08/2024

“ধর্মনি'রপেক্ষ'বাদীরা সব ধর্মকে সমর্থন করে, ইসলাম ছাড়া। তারা সব ভাষা কে ভালোবাসে, আরবি ছাড়া। তারা সব পোশাক কে পছন্দ করে, হিজাব ছাড়া। তারা সব উপাসনালয় কে পছন্দ করে, মসজিদ ছাড়া। তারা সব মতামতকে পছন্দ করে, ফতওয়া ছাড়া!”

— শাইখ সালিহ আল-ফাওযান (হাফি.)

চেনা যায় মানুষটাকে !!আমাদের প্রিয় মুফতি জসিম উদ্দিন রহমানী (হাফি:)তিনি ময়দানে আসবে আবার ও ইনশাহ আল্লাহ আমরা আল্লাহর ক...
06/08/2024

চেনা যায় মানুষটাকে !!
আমাদের প্রিয় মুফতি জসিম উদ্দিন রহমানী (হাফি:)
তিনি ময়দানে আসবে আবার ও ইনশাহ আল্লাহ আমরা আল্লাহর কাছে আশাবাদী। আমরা আপনার অপেক্ষায়।

পুরা গণভবন নিয়ে চলে আসছে এই  😀
05/08/2024

পুরা গণভবন নিয়ে চলে আসছে এই 😀

Address

Satkhira Alia Kamil Madrasha
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Tunes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share