Triple Shop's BD

Triple Shop's BD "আপনাদের সুরক্ষা এবং বিশ্বস্ততা"✅

'আমাদের একান্ত কর্তব্য'

-তাই এগিয়ে চলুন Triple Shop's এর সাথে-বিশ্বস্ততা এবং আস্থা অর্জন করে-

🔥ঠান্ডা জনিত সকল রোগ নিরাময়েমেডিসিনের পরিবর্তে ব্যবহার করুন খাঁটি মধু যা আপনার পরিবারকে মেডিসিনের  পার্শ্ব প্রতিক্রিয়া ...
20/10/2024

🔥ঠান্ডা জনিত সকল রোগ নিরাময়ে
মেডিসিনের পরিবর্তে ব্যবহার করুন খাঁটি মধু
যা আপনার পরিবারকে মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে দূরে রাখবে।
এবং সকলকে রাখবে সুস্থ এবং সতেজ।
🔥 সুন্দরবনের চাকের মধু 🔥
মধুকে বলা হয় রিয়েল এন্টিবায়োটিক
✅প্রতিদিন সকালে খালি পেটে মধু খেলে সারা বছর দেহের জন্য অনেক উপকারে আসে । মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি রয়েছে। এছাড়া এনজাইম, বিভিন্ন খনিজ যেমন পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ ও প্রোটিন আছে। এ জন্য সবাই নিশ্চিন্তে মধু খেতে পারেন। মধু ব্যাকটেরিয়া ধ্বংস করে,।
✅আর বিশেষ করে সুন্দরবনের মধু যেহেতু প্রাকৃতিক ভাবেই উৎপাদিত হয়। এর ভিতর এন্টিঅক্সিডেন্ট এর মাত্রা প্রচুর পরিমাণে হয়ে থাকে
যা আমাদের পরিবারের সকল সদস্যকে আবহাওয়া জনিত সকল রোগ যেমন জ্বর ঠান্ডা সর্দি কাশি হাঁপানি শ্বাসকষ্ট
থেকে দূরে রাখেন এবং সকলকে রাখে সুস্থ এবং সতেজ।
✅তাই আপনি এই ধরনের বিপদজনক রোগ থেকে আপনার পরিবারের সকল সদস্যকে বাঁচানোর জন্য নিয়মিত প্রাকৃতিক সুন্দরবনের মধু খাওয়াতে পারেন।
🔥আপনি যে কোন নির্ভরযোগ্য সোর্স থেকে মধু কালোজিরা সংগ্রহ করে নিতে পারেন।
👉তবে আমরা আপনাদের বিশ্বাসের জায়গাটা অর্জন করে দীর্ঘদিন ধরে
এবং এই সুন্দরবনের গহীন জঙ্গলের প্রাকৃতিক চাকের খাঁটি মধু সরবরাহ করে আমাদের সকল কাস্টমারের আস্থা ও নির্ভরতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ।
👉তাই আপনি চাইলেও আমাদের থেকে এই সুন্দরবনের গহীন জঙ্গলের মধু নিতে পারেন
🚚 বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনি পাচ্ছেন হোম ডেলিভারি।
✅ ১ টাকা অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারবেন।
☎ অর্ডার করতে 01974-718798 📲 এই নাম্বারে whatsapp করুন অথবা সরাসরি কল করুন .
✅ ভালো খান, সুস্থ থাকুন, Triple Shop's BD এর সাথেই থাকুন

সরিষার তেল ও নারকেল তেলের কম্বো প্যাকেজ :- স্বাস্থ্যের জন্য এক অনন্য উপহার ..!!আমাদের এই কম্বো প্যাকেজে রয়েছে ৫ কেজি খা...
27/08/2024

সরিষার তেল ও নারকেল তেলের কম্বো প্যাকেজ :- স্বাস্থ্যের জন্য এক অনন্য উপহার ..!!
আমাদের এই কম্বো প্যাকেজে রয়েছে ৫ কেজি খাঁটি সরিষার তেল এবং ১ কেজি বিশুদ্ধ নারকেল তেল, যা আপনার রান্নাঘরকে আরও স্বাস্থ্যসম্মত করে তুলবে। এই দুই ধরনের তেলই প্রাকৃতিকভাবে উৎপাদিত এবং কোনো ধরনের রাসায়নিক মিশ্রণ ছাড়া তৈরি।

সরিষার তেল: প্রচুর পরিমাণে মোনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও, এতে ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে মুক্ত র‌্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে।
নারকেল তেল: মধ্যম চেইন ট্রাইগ্লিসারাইড (MCT) সমৃদ্ধ, যা শরীরে দ্রুত শোষিত হয় এবং শক্তি উৎপাদনে সাহায্য করে। এছাড়াও, এটি ত্বক ও চুলের জন্য উপকারী।

উপকারিতা:

হৃদরোগের ঝুঁকি কমায়: সরিষার তেলে উপস্থিত মোনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
পাকস্থলীর সমস্যা দূর করে: নারকেল তেল পাকস্থলীর সমস্যা যেমন অম্বল, গ্যাস ইত্যাদি দূর করতে সাহায্য করে।
ত্বক ও চুলের যত্ন: নারকেল তেল ত্বক ও চুলকে ময়েশ্চারাইজ করে এবং তাদেরকে স্বাস্থ্যকর রাখে।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: সরিষার তেলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ওজন কমানোতে সাহায্য করে: নারকেল তেল মেটাবলিজম বাড়িয়ে ওজন কমানোতে সাহায্য করে।
কেন আমাদের থেকে নিবেন ??

আমাদের পণ্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোনো ধরনের রাসায়নিক মিশ্রণ ছাড়া তৈরি।
আমরা সর্বোত্তম মানের সরিষার বীজ এবং নারকেল ব্যবহার করে এই তেল তৈরি করি।
আমাদের পণ্য আধুনিক এবং নিরাপদ প্যাকেজে বোতলজাত করা হয়।
আমরা বছরের পর বছর ধরে গ্রাহকদের বিশ্বাস অর্জন করেছি।
সুতরাং আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান এবং আপনার পরিবারের সদস্যদের জন্য সেরাটি চান, তাহলে আমাদের এই কম্বো প্যাকেজ আপনার জন্যই। আমাদের পণ্য ব্যবহার করে আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন।

🔥Student বাজেটে নিয়ে এলাম 💓Full package e thakche japani silk saree Necklace Ear ringGajraTikli Full package নিতে চাইলে...
25/08/2024

🔥Student বাজেটে নিয়ে এলাম 💓
Full package e thakche japani silk saree
Necklace
Ear ring
Gajra
Tikli
Full package
নিতে চাইলে Inbox করুন ❤️

আখরোট । Walnut. ১ কেজি -১৪০০ টাকা ।আখরোট এমন এক প্রকার বাদাম যার মধ্যে পুষ্টিগুণ রয়েছে ভরপুর। শরীরের হাজারও সমস্যা দূরে ...
25/08/2024

আখরোট । Walnut. ১ কেজি -১৪০০ টাকা ।

আখরোট এমন এক প্রকার বাদাম যার মধ্যে পুষ্টিগুণ রয়েছে ভরপুর। শরীরের হাজারও সমস্যা দূরে রাখতে চিকিৎসকরা তাই আখরোট (walnut) খাওয়ার পরামর্শ দেন।

আখরোটের উপকারিতা:
হৃদরোগের ঝুঁকি কমায়।
মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।
ক্যান্সার প্রতিরোধ করে।
হাড় মজবুত করে।
ত্বকের জন্য উপকারী।

আখরোট অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বাদাম। প্রতি ১০০ গ্রাম আখরোটে ১৫.২ গ্রাম প্রোটিন, ৬৫.২ গ্রাম স্নেহ পদার্থ এবং ৬.৭ গ্রাম ফাইবার থাকে। এছাড়া ভিটামিন থাকে ২০ IU, ক্যালসিয়াম ৯৮ মি.গ্রাম, ম্যাগনেসিয়াম ১৫৮ মিগ্রা, পটাসিয়াম ৪৪১ মিগ্রা, জিংক ৩.০৯ মিগ্রা। এর প্রোটিনের মধ্যে অনেকগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে।

আখরোট বাদাম আপনি কেন খাবেন ?
আখরোট এমন এক প্রকার বাদাম যার মধ্যে পুষ্টিগুণ রয়েছে ভরপুর। শরীরের হাজারও সমস্যা দূরে রাখতে চিকিৎসকরা তাই আখরোট (walnut) খাওয়ার পরামর্শ দেন।

১. স্মৃতিশক্তি বাড়িতে তুলতে সাহায্য করে আখরোট। এতে থাকা ওমেগা থ্রি অবসাদ কাটাতেও সাহায্য করে। মস্তিষ্কের কোষের সজীবতা বজায় রাখতে সহযোগী হয়।

২. আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কার্ডিওভাসকুলার সিস্টেমের জন্য উপকারী। প্রতিদিন কয়েকটি করে আখরোট খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এটি শরীরের খারাপ কোলেস্টেরল হ্রাস করে এবং ভালো কোলেস্টেরলের বাড়াতে সাহায্য করে।

৩. আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্টে, যা সুস্থ ত্বকের জন্য বিশেষ উপযোগী। ত্বকের বলিরেখা কমাতে এবং বয়সের ছাপ দূর করতে প্রতিদিন আখরোট খাওয়া প্রয়োজন।

৪. আখরোট মাতৃগর্ভে থাকা শিশুর জন্য অনেক উপকারি। গর্ভবতী মায়েরা আখরোট খেলে এতে থাকা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড গর্ভের শিশুর এলার্জির সমস্যা দূর করতে সাহায্য করে।

৫. চিকিৎসকরা বলেন যে, যে-কেনও ধরণের বাদামই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষত যাঁরা নিয়মিত আখরোট খান তাঁদের টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেকটাই কম হয়।

৬. আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, পলিফেনলস এবং ইউরোলিথিন অ্যান্টি-ক্যান্সার বৈশিষ্ট্য সমৃদ্ধ। তাই স্তন, কোলন এবং প্রোস্টেট রোধে বড় ভূমিকা রাখে আখরোট। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ জানিয়েছে আখরোট খেলে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৭. আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে, যা চামড়াকে বুড়িয়ে যেতে বাধা দেয়। বলা হয় ভিটামিন বি হল স্ট্রেস রিলিভার ও মুড ম্যানেজার। স্ট্রেস কম থাকলে ত্বকের চামড়া উজ্জ্বল হয়। ভিটামিন বি-এর সঙ্গে ভিটামিন ই মিশে তা শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে।

৮. শিশুর মস্তিস্কের বিকাশ ঘটাতে সাহায্য করে- একটি গবেষণায় দেখা গিয়েছে আখরোটে থাকা ভিটামিন ই, মোলাটোন, ওমেগা ৩, এবং অ্যান্টিঅক্সিডেন্ট সিশুর মস্তিষ্কের বিকাশে বিশেষভাবে সাহায্য করে। তাই ছোটবেলা থেকেই আপনার শিশুকে আখরোট খাওয়ানো অভ্যাস করুন।

৯. আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম। এটি শরীরের হাড় মজবুত করতে খুবই উপকারি। ওজন বেড়ে যাওয়ার সমস্যা না থাকলে ৩০ এর বেশি বয়সী মহিলাদের জন্য হাড় মজবুত রাখতে এটি অনেক উপকারি।

১০. এ ছাড়াও পটাশিয়াম, জিঙ্ক, ক্যালশিয়াম, আয়রনে ঠাসা আখরোট হজনশক্তিকে বাড়িয়ে দিতে সুবিধা করে দেয়। আর উন্নত হজমশক্তি ভালো ঘুমে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আখরোট খেলে ভালো ঘুম হয়।

আখরোট একটি শক্ত খোসার মধ্যে থাকা বাদাম। আখরোটের গাছ বড় হয় এবং এটি উত্তর গোলার্ধের ঠান্ডা অঞ্চলে জন্মায়।

কাজু বাদাম | Cashew Nuts- ১ কেজি ১৬০০ টাকা।বাদামমাত্রই তা শরীরের জন্য উপকারী। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বাদামে থাকা...
25/08/2024

কাজু বাদাম | Cashew Nuts- ১ কেজি ১৬০০ টাকা।

বাদামমাত্রই তা শরীরের জন্য উপকারী। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বাদামে থাকা স্বাস্থ্যগুণ সহজেই শরীরের অনেক সমস্যা দূর করে। আর তা যদি হয় কাজুবাদাম, তাহলে তো কথাই নেই।
কাজু বাদামের উপকারিতাঃ-
কাজুবাদামের ম্যাগনেসিয়াম মস্তিষ্কের টিস্যুর শক্তি বাড়িয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। কাজুবাদাম কে আমরা ব্রেনের পাওয়ার বুস্টারও বলে থাকি।

কাজু বাদামের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে।
ম্যাগনেসিয়াম ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম। এ কারনে ব্লাড প্রেসার আক্রান্ত রোগীরা কাজু বাদাম খেতে পারেন।
সুস্থ হার্টের জন্য কাজুর বিকল্প নেই।
ওলিসিক নামের মোনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে । এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।
কাজু বাদামে প্রচুর পরিমাণে কপার রয়েছে। কপার চুলের গোড়াকে শক্ত করার পাশাপাশি চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে।
কাজু বাদাম ভাইরাস প্রতিরোধে খুবই গুরত্বপূর্ণ।
শিক্ষার্থীদের মেধাশক্তি বৃদ্ধিতে এবং বয়স্কদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য চিকিৎসকরা কাজুবাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

বাদাম মানেই তা শরীরের জন্য ভালো। খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও, বাদামের স্বাস্থ্য উপকারিতা শরীরের অনেক সমস্যা সহজেই দূর করতে পারে। আর এটি যদি হয় কাজু বাদাম, তাহলে তো কোন প্রশ্নই নেই।পুষ্টিবিদরা বলছেন, কাজুতে রয়েছে ফাইবার এবং উপকারী অনেক উপাদান যেমন ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক এবং কপার। এছাড়াও, কাজুবাদামে ভিটামিন কে, ভিটামিন বি৬ ইত্যাদির মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ তাই, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে এবং ওজন কমানোর জন্য ডায়েটে রয়েছে, তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় কাজুবাদাম সুফল বয়ে আনবে।
কাজু বাদামের উপকারিতা –

১। হাড় মজবুত করে,হাড়ের ক্ষয় রোধ করে এবং পেশীর ব্যথা উপশম করে।

২। কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে সহায়তা করে।

৩। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৪। রক্তের সমস্যা দূর করে। রক্তে তামার অভাবও আয়রনের ঘাটতি হতে পারে, যা রক্তাল্পতা সৃষ্টি করে।নিয়মিত কাজু বাদাম খেলে এই সমস্যা কমে যায়।

৫। বাদামে ভিটামিন আমাদের ত্বক মসৃণ রাখে এবং বয়সের ছাপ দূর করে। চোখের নীচের কালো দাগ দূর করতেও এর ভূমিকা রয়েছে

কাজু বাদাম খাওয়ার প্রক্রিয়া-

কাজু সারারাত দুধে ভিজিয়ে রাখুন। রাতে দুধে ভিজিয়ে কাজু খেলে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ক্ষয় নিয়ে চিন্তা করতে হবে না। কাজু এবং দুধ উভয়েই ভিটামিন কে, খনিজ এবং ভিটামিন বি 6 রয়েছে, যা হাড়ের গঠনে সহায়তা করে।

দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগলে দুধে ভিজিয়ে রাখা কাজুবাদাম হতে পারে চমৎকার প্রতিকার। কাজুবাদামে রয়েছে ফাইবার উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের সমস্যাও সমাধানে সহায়তা করে।

ফাস্ট ফুড, খারাপ খাবার এবং খারাপ আবহাওয়া সহ বিভিন্ন কারণে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। রোগের বিরুদ্ধে লড়াই করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এর জন্য দুধে ভেজানো কাজুবাদাম ব্যবহার করতে পারেন।

কাজু বাদাম ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত কাজুবাদাম দুধে ভিজিয়ে খেতে পারেন।

কাজুবাদামে রয়েছে তামা, যা রক্তের সমস্যা নিরাময় করে। রক্তে তামার অভাবও আয়রনের ঘাটতি হতে পারে, যা রক্তাল্পতা সৃষ্টি করে। দুধে ভিজিয়ে কাজু খেলে এই সমস্যা দূর হবে।

ঘিয়ে-ভাজা চিনা বাদাম | Ghee-fried Chinese Nur ১কেজি ৬৫০ টাকা।ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করা এবং কোলেস্টেরলের ম...
25/08/2024

ঘিয়ে-ভাজা চিনা বাদাম | Ghee-fried Chinese Nur ১কেজি ৬৫০ টাকা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পদ্মা ও যমুনা নদীর চরে চাষ করা অর্গানিক ( রাসায়নিক সার ও কীটনাশক ) মুক্ত চিনা বাদাম সংগ্রহ করে manually হাতে বেছে বাছাই করা বড় দানা ।
১ কেজি
১০০% ঘিয়ে ভাজা
১০০% অর্গানিক
বাদামে থাকে পর্যাপ্ত চর্বি ও প্রোটিন এবং এর চর্বির প্রায় পুরোটাই অসম্পৃক্ত ধাচের অর্থাৎ স্বাস্থ্যকর। এতে ভিটামিন বেশি না পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে। তাছাড়াও ম্যাগনেসিয়াম সহ প্রয়োজনীয় আরো কিছু খনিজ এতে রয়েছে। খাদ্য নিয়ন্ত্রণ যারা করেন, তারা ক্যালরি বেড়ে যাওয়ার ভয়ে বাদামের চর্বি এড়িয়ে চলার চেষ্টা করেন। বাদামে শর্করা সামান্যই আছে। ফলে বাদাম খেলে ওজন বাড়বে না। সেই সাথে এটি গ্লুকোজের মাত্রা ঠিক রেখে শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। জেনে রাখা ভালো যেসব নারী নিয়মিত বাদাম খান, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অর্ধেক কমে যায়। যারা সপ্তাহে কয়েক দিন বাদাম খান, তাদের হৃদরোগের সম্ভাবনা ৭৪ শতাংশ কমে যায়। বাদাম এত স্বাস্থ্যকর হওয়ার কারন হচ্ছে, এতে রয়েছে প্রচুর ভিটামিন,খনিজ,আঁশ ,মনস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড চর্বি আর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রভৃতি।



ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পদ্মা ও যমুনা নদীর চরে চাষ করা অর্গানিক ( রাসায়নিক সার ও কীটনাশক ) মুক্ত চিনা বাদাম সংগ্রহ করে manually হাতে বেছে বাছাই করা বড় দানা ।
১ কেজি
১০০% ঘিয়ে ভাজা
১০০% অর্গানিক
সববয়সের মানুষের জন্য চিনা বাদাম স্বাস্থ্যসম্মত খাবার। শখ করে কখনো কখনো হয়তো খাওয়া হয় তবে এর উপকারিতা সম্পর্কে জানলে প্রতিদিনের খাদ্যতালিকায় এই বাদাম রাখতে চাইবেন। গবেষকরা দেখেছেন, যাঁরা নিয়মিত কাঁচা বাদাম খেয়ে থাকেন, তাঁদের শরীরে নানা রকম পুষ্টিকর উপাদান প্রবেশ করে। তার প্রভাবে বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বাড়ায়। পাশাপাশি, মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, ক্যানসারের আশঙ্কাও দূরে রাখে। ভাজা বাদামে থাকে ভাল কোলেস্টেরল। সঙ্গে থাকে প্রোটিন এবং ফাইবার। তাই ভাজা বাদাম খেলে বদহজমের সমস্যা দূর হয়। রক্তের শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে কারন বাদামে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ।

দানাদার গাওয়া ঘি | Granular Gawa Ghee – 1 KG (1550Tk)Triple Shop's এর গাওয়া ঘি এর বৈশিষ্ট্যনিজস্ব তত্বাবধানে দক্ষ কারিগ...
25/08/2024

দানাদার গাওয়া ঘি | Granular Gawa Ghee – 1 KG (1550Tk)

Triple Shop's এর গাওয়া ঘি এর বৈশিষ্ট্য
নিজস্ব তত্বাবধানে দক্ষ কারিগর দ্বারা কারখানায় এই ঘি প্রস্তুত করা হয়।
শত ভাগ খাঁটি প্রমাণিত না হলে মানি ব্যাক গ্যারান্টি
সম্পূর্ন ভেজালমুক্ত, কেমিক্যাল, আর্টিফিশিয়াল পারফিউম, কৃত্রিম রং, প্রিজারভেটিভ মুক্ত গাওয়া ঘি।
সঠিক ঘনত্ব এবং স্বাদের দানাদার গাওয়া ঘি।
১০০% প্রাকৃতিক ও র (Raw)
ঢাকা সহ সমগ্র বাংলাদেশ অগ্রিম ১ টাকাও পেমেন্ট ছাড়া হোম ডেলিভারি দেয়া হয় ।
অর্ডার করতে / পণ্য সম্পর্কে জানতে / যেকোনো প্রয়োজনে কল করুন।
Contact Number:- 01974-718798

নারিকেল তেল | coconut oil -1kg /1400tkনারকেল তেল হল একটি সাদা কঠিন চর্বি যা প্রায় 25 °C (77 °F) এর নিচে এবং উষ্ণ আবহাওয...
25/08/2024

নারিকেল তেল | coconut oil -1kg /1400tk
নারকেল তেল হল একটি সাদা কঠিন চর্বি যা প্রায় 25 °C (77 °F) এর নিচে এবং উষ্ণ আবহাওয়ায় একটি পরিষ্কার পাতলা তরল তেল। অপরিশোধিত জাতগুলির একটি স্বতন্ত্র নারকেলের সুগন্ধ রয়েছে। নারকেল তেল একটি খাদ্য তেল হিসাবে এবং প্রসাধনী এবং ডিটারজেন্ট উৎপাদনের জন্য শিল্প প্রয়োগে ব্যবহৃত হয়। তেল মাঝারি চেইন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ।
নারিকেল তেল আমাদের অতি পরিচিত একটি বিশেষ কার্যকরী প্রাকৃতিক উপাদান। নারিকেল থেকে প্রাকৃতিক ভাবে এই তেল সংগ্রহ করে বিভিন্ন কার্যকরী উপাদানের সংমিশ্রণে নারিকেল তেল তৈরি করা হয়। রান্নায় ব্যবহারের পাশাপাশি নারিকেল তেল আমাদের ত্বক ও চুলের যত্নেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

নারিকেল তেলের রয়েছে নানা ধরনের উপকারী গুনাগুন যা বলে শেষ করা যাবে না।

নারিকেল তেলের উপকারীতা :
নারিকেল তেল আমাদের ত্বকে একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে থাকে। এটি আমাদের ত্বকের জন্য একটি চমৎকার মশ্চারাইজার যা ত্বকের শুষ্কতা ও ফ্ল্যাকিনেস প্রতিরোধ করতে সাহায্য করে। নারকেল তেল ত্বককে ভেতর থেকে মশ্চারাইজ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং আমাদের ত্বককে প্রাণবন্ত করে তোলে।
আমাদের চুলে ব্যবহারের ক্ষেত্রে নারিকেল তেল একটি অন্যতম প্রাকৃতিক কন্ডিশনার যা চুলকে গভীরভাবে কন্ডিশনিং করে চুলে হাইড্রেশন প্রদান করে থাকে। চুলের কন্ডিশনার হিসেবে নারিকেল তেল ব্যবহারের ফলে চুল ভেতর থেকে মজবুত, প্রাণবন্ত এবং সতেজ থাকে। এটি চুলকে হাইড্রেশন প্রদানের মাধ্যমে সতেজ ও চকচকে করে তোলে।
প্রাকৃতিকভাবে তৈরিকৃত নারিকেল তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরিং বৈশিষ্ট্য যা ত্বকের যেকোনো ধরনের অস্বস্তি বা প্রদাহ প্রশমিত করতে সহায়তা করে থাকে। অনেক সময় আমাদের ত্বকে নানা ধরনের অসুবিধার কারণে প্রদাহ বা জ্বালাপোড়া করে এবং ত্বক লাল হয়ে যায়। এক্ষেত্রে ত্বকে নারিকেল তেল ব্যবহারের ফলে ত্বকের লাল লাল ভাব, যেকোনো ধরনের জ্বালাপোড়া বা প্রদাহ ইত্যাদি প্রশমিত হয়ে ত্বককে কোমল ও নমনীয় করে তোলে।
নারিকেল তেল আমাদের ত্বকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে থাকে। নারিকেল তেলে বিদ্যমান লরিক এসিডে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য যা ত্বককে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণের হাত থেকে রক্ষা করে ত্বকের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বকে যেকোনো ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে।
আমাদের ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে নারিকেল তেল খুবই কার্যকরী একটি উপাদান। রোদে পোড়া ত্বকে নারিকেল তেল ব্যবহার করার ফলে এটি ত্বকের লাল লাল ভাব, অস্বস্তি ইত্যাদি উপশম করে ত্বকে শীতলতা প্রদান করে। এটি ত্বকের রোদে পোড়া ভাব দূরীকরণের পাশাপাশি ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে এবং ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা ভেতর থেকে নিরাময় করতে সাহায্য করে।
নারিকেল তেল আমাদের ঠোঁটের জন্য ন্যাচারাল লিপ বাম হিসেবে কাজ করে থাকে। নিয়মিত ব্যবহারে ঠোঁট ফাটা, শুষ্কতা, ডিহহাইড্রেশন ইত্যাদি প্রতিরোধ করে ঠোঁটকে নরম ও আর্দ্র রাখতে সাহায্য করে। এটি নিয়মিত ব্যবহারের ঠোঁটের কালচে ভাব ও ডেড সেল বা মৃত কোষ দূর হয় এবং ঠোঁটের উজ্জ্বলতা ও নমনীয়তা বজায় রাখে।

খাটি সরিষার তেল | Mustard oil- 5k (1250tk)খাঁটি সরিষার তেল বাংলাদেশের রান্নার ঘরে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর স্বতন...
25/08/2024

খাটি সরিষার তেল | Mustard oil- 5k (1250tk)

খাঁটি সরিষার তেল বাংলাদেশের রান্নার ঘরে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর স্বতন্ত্র স্বাদ ও সুগন্ধের পাশাপাশি অসংখ্য স্বাস্থ্য উপকারিতার জন্য এটি দেশবাসীর কাছে বেশ জনপ্রিয়।সরিষার তেলে মনোস্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

প্রায় সব খাবারেই আজকাল ভেজাল থাকে। বাড়তি লাভের লোভে পড়ে মানুষ মানুষকে ক্ষতিগ্রস্ত করে। খাদ্যে ভেজাল মেশানোর মতো চরম খারাপ কাজ করতেও তাদের হাত কাঁপে না। দীর্ঘদিন সেই ভেজাল সরিষার তেল খেলে শরীরে বাসা বাঁধে নানা রোগ। সেক্ষেত্রে ভেজাল তেল চিনতে কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে পারেন। চাইলে সহজেই বাড়িতে সরিষার তেলের বিশুদ্ধতা এবং গুণমান পরীক্ষা করতে পারেন।
খাঁটি সরিষার তেল চেনার জন্য যা করবেন:
আমাদের থেকে তেল কিনে এনে ২-৩ ঘণ্টা রেফ্রিজেরেটরে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে দেখুন। যদি দেখেন তেলের খানিকটা জমে সাদা হয়ে গেছে, তাহলে বুঝবেন সেই তেলে ভেজাল রয়েছে। কারণ খাঁটি সরিষার তেল কখনও জমে না, সবসময় তরল অবস্থায় থাকে।
একটুখানি তেল হাতের তালুতে নিন, তারপর ঘষে নিন। যদি তেলের রঙ ছেড়ে যেতে শুরু করে, অন্যরকম গন্ধ পান, চিটচিটে ভাব অনুভব করেন তাহলে বুঝবেন সেই তেল খাঁটি না।
খাঁটি সরিষার তেলে তীব্র ঝাঁঝাল গন্ধ থাকে, যা চোখে পানি এনে দেয়। ভেজাল তেলের গন্ধ অতটা তীব্র হয় না।
আসল সরিষার তেলের রঙ খুব গাঢ় হয়। তেলে হালকা হলুদ রঙ দেখলে সেটা ভেজাল হতে পারে।
Contact Number:- 01974-718798

কালোজিরা তেল | Black Seed Oil-200গ্রাম (400Tk)কালিজিরা তেলে আছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। গবেষণা বলছে, রক্তচাপ ও রক্তে...
25/08/2024

কালোজিরা তেল | Black Seed Oil-200গ্রাম (400Tk)

কালিজিরা তেলে আছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। গবেষণা বলছে, রক্তচাপ ও রক্তের চর্বি নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে এই তেল; অ্যাজমা ও ডায়াবেটিস রোগীরাও উপকার পেতে পারেন; ওজন কমাতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক রাখতেও এই তেল সহায়তা করে। অন্যদিকে সৌন্দর্যচর্চায় দারুণ উপকারী এই তেল।
“কালোজিরার গুণাগুণ স্বাস্থ্য উপকারিতা অপরিসীম অসাধারণ কালজয়ী। এর প্রধান উপাদানের মধ্যে আমিষ ২১, শতাংশ, শর্করা ৩৮ শতাংশ, স্নেহ বা ভেষজ তেল ও চর্বি ৩৫ শতাংশ। এছাড়াও ভিটামিন ও খনিজ পদার্থ আছে। প্রতি গ্রাম কালিজিরা পুষ্টি উপাদান হলো-প্রোটিন ২০৮ মাইক্রোগ্রাম; ভিটামিন বি১ ১৫ মাইক্রোগ্রাম; নিয়াসিন ৫৭ মাইক্রোগ্রাম; ক্যালসিয়াম ১.৮৫ মাইক্রোগ্রাম; আয়রন ১০৫ মাইক্রোগ্রাম; ফসফরাস ৫.২৬ মিলিগ্রাম; কপার ১৮ মাইক্রোগ্রাম; জিংক ৬০ মাইক্রোগ্রাম; ফোলাসিন ৬১০ আইউ। কালিজিরার অন্যতম উপাদানের মধ্যে আরও আছে নাইজেলোন, থাইমোকিনোন ও স্থায়ী তেল। পাশাপাশি কালিজিরার তেলে আছে লিনোলিক এসিড, অলিক এসিড, ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিংক, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-বি২, নিয়াসিন ও ভিটামিন-সি ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান যা হাজারও উপকার করে। আমাদের কালিজিরা তেলের কিছু বৈশিষ্ট্য-
স্পেলার মুক্ত তেল।
দেশি কালিজিরা থেকে ভাঙ্গানো।
কালোজিরা তেলের উপকারিতা:

চুল পড়ারোধে কালোজিরার তেল নিয়মিতভাবে খেলে চুল পর্যাপ্ত পুষ্টিপায়। চুল পড়া বন্ধ হবে। আর ভালো ফল পেতে চুলের গোড়ায় এই তেল মালিশকরতে থাকুন।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরার তেল ব্যবহার করুন। শ্বাসকষ্ট বা হাঁপানি দূর করে। হৃদরোগ নিয়ন্ত্রন করে।
প্যারালাইসীস ও কম্পন রোগে কালোজিরার তৈল মালিশ করলে আশ্চর্যজনক ফল পাওয়া যায়।
কপালের দুই পাশ এবং কানে পাশে দিনে তিন-চারবার কালিজিরার তেল মালিশ করলে মাথাব্যাথা ভালো হয়ে যাবে।
কালোজিরা তেল লিভার ক্যান্সারের জন্য দায়ী আফলাটক্সিন নামক বিষ ধ্বংসকরে।
কালোজিরার তেল যৌন ব্যাধি ও স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য অতি উতকৃষ্ট ঔষধ।”

Amrapali Mango | আম্রপালি আম ১০ কেজি ১৬৫০ টাকা ।ভারতের গবেষকরা পৃথিবীর বিস্ময়কর এক আম সৃষ্টি করেছেন। আমটির নাম আম্রপালি।...
04/04/2024

Amrapali Mango | আম্রপালি আম ১০ কেজি ১৬৫০ টাকা ।
ভারতের গবেষকরা পৃথিবীর বিস্ময়কর এক আম সৃষ্টি করেছেন। আমটির নাম আম্রপালি। ভারতের শেষ্ঠ নর্তকীর নাম ছিল আম্রপালি। আম্রপালি আম উদ্ভাবনের মাধ্যমে রাজা বাদশাহ্ত্র সেই নাচনেওয়ালী আম্রপালি এখন অমর। ১৯৭৮ সালে ভারতের আম গবেষকরা দশহোরী ও নিলাম এই দুটি আমের মধ্যে সঙ্করায়নের মাধ্যমে আম্রপালি আমের জাত উদ্ভাবন করেন। এই জাতের বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, আমাদের দেশের আবহাওয়ার কারণে উন্নতজাতের আম এক বছর ফলে। পরের বছর আম ফলে না। কিন্তু আম্রপালি প্রতিবছর ফলে। এর মিষ্টতার পরিমাণ ল্যাংড়া হিমসাগরের চেয়ে বেশি। গাছ বামন আকৃতির। ফলনও বেশি। পাঁচ হাত দূরত্বে ১ হেক্টর জমিতে ১৫শ’ আম্রপালির চারা রোপণ করা যায়। ১৯৯০ সালের দিকে ভারত থেকে চোরাইপথে আম্রপালির চারা প্রথম দেশে পাচার হয়ে আসে। পরবর্তীতে ব্র্যাক ভারত থেকে বৈধভাবে এর চারা আমদানি করেছে। বর্তমানে দেশে ৩০ থেকে ৫০ টাকায় আম্রপালির চারা কিনতে পাওয়া যায়। গুণ ও মানের কারণে দেশের বিভিন্ন স্থানে আম্রপালির বাগান গড়ে উঠেছে। বর্তমানে দেশ থেকে উন্নতজাতের আম্রপালি বিদেশে রপ্তানি হচ্ছে।

আম্রপালি আমের বৈশিষ্ট্য
আমের আকার লম্বাটে
আষাঢ় মাসে পাকে
গড় মিষ্টতার পরিমাণ ২৩ ভাগের বেশি
আঠি সরু, সুস্বাদু আঁশবিহীন

Gopalbhog Mango | গোপালভোগ আম ১০ কেজি ১৮০০ টাকা।গোপালভোগ জাতটি এদেশে জন্মানো উৎকৃষ্ট আমের জাতসমুহের মধ্যে অন্যতম। এটি এক...
01/03/2021

Gopalbhog Mango | গোপালভোগ আম ১০ কেজি ১৮০০ টাকা।
গোপালভোগ জাতটি এদেশে জন্মানো উৎকৃষ্ট আমের জাতসমুহের মধ্যে অন্যতম। এটি একটি আগাম আমের জাত এবং খুবই জনপ্রিয় বাণিজ্যিক জাত। ফল আকারে মাঝারি, গোলাকার, গড় ওজন ২৩০ গ্রাম, টিএসএস ২৩ %, খাদ্যোপযোগী অংশ ৬৫ % এবং ফলন ৮-১০ টন/হেক্টর। ফলন তুলনামুলকভাবে কম হওয়ায় বাণিজ্যিকভাবে চাষাবাদ তেমনটি বাড়ছে না। ৬৭ % এবং ফলন ১৫-২০ টন/হেক্টর। এ জাতটির চাষাবাদ সারাদেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে।

Out of stock

10 কেজির প্যাক

১০০% খাঁটি ও কেমিক্যাল মুক্ত
১০০% মানি ব্যাক গ্যারান্টি
১০০% নিরাপদ পেমেন্ট
ডেলিভারি চার্জ পণ্যের মূল্যের সাথে সংযুক্ত

Langra Mango | ল্যাংড়া আম -১০ কেজি ১৫০০ টাকা ল্যাংড়া আম উৎকৃষ্ট জাতসমূহের মধ্যে অন্যতম এবং একটি পছন্দনীয় জাত। একটি মধ্যম...
28/02/2021

Langra Mango | ল্যাংড়া আম -১০ কেজি ১৫০০ টাকা

ল্যাংড়া আম উৎকৃষ্ট জাতসমূহের মধ্যে অন্যতম এবং একটি পছন্দনীয় জাত। একটি মধ্যম মৌসুমী বাণ্যিজিক জাত। ফল আকারে মাঝারি, ডিম্বাকার, গড় ওজন ৩১৫ গ্রাম, টিএসএস ২০%, খাদ্যোপযোগী অংশ ৭৩% এবং ফলন ১৫-১৭ টন/হেক্টর।

10 কেজির প্যাক

১০০% খাঁটি ও কেমিক্যাল মুক্ত
১০০% মানি ব্যাক গ্যারান্টি
১০০% নিরাপদ পেমেন্ট
ডেলিভারি চার্জ পণ্যের মূল্যের সাথে সংযুক্ত

Khirsapat Mango | খিরসাপাত আম ১০ কেজি ১৬৫০ টাকা। খিরসাপাত আমের জাতটি এদেশে জন্মানো উৎকৃষ্ট আমের জাতসমুহের মধ্যে অন্যতম। ...
21/02/2021

Khirsapat Mango | খিরসাপাত আম ১০ কেজি ১৬৫০ টাকা।

খিরসাপাত আমের জাতটি এদেশে জন্মানো উৎকৃষ্ট আমের জাতসমুহের মধ্যে অন্যতম। এটি একটি মধ্যম মৌসুমী এবং খুবই জনপ্রিয় বাণিজ্যিক জাত। দেশের বেশির ভাগ মানুষের পছন্দনীয় জাত। এই জাতটি ইতিমধ্যেই ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

10 কেজির প্যাক

১০০% খাঁটি ও কেমিক্যাল মুক্ত
১০০% মানি ব্যাক গ্যারান্টি
১০০% নিরাপদ পেমেন্ট
ডেলিভারি চার্জ পণ্যের মূল্যের সাথে সংযুক্ত

Address

Satkhira

Telephone

+8801732718798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Triple Shop's BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Triple Shop's BD:

Share