Smrity kona 360

Smrity kona 360 মোটিভেশনাল টেক্সট ভিডিও। সকলেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।

14/01/2025

মা হওয়ার পর শিখেছি

মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টার
স্নান পাঁচ মিনিটে করতে হয়!
মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর
রাত না ঘুমিয়ে কাটাতে হয়!
মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট
দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়!
মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর
ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়!
মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের
খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়!
মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয়
আমিও কারো আদরের মেয়ে ছিলাম!
মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু
ইচ্ছে আকাঙ্খাগুলোই ফুলস্টপ লাগাতে হয়!
মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক
বদনামি নিয়ে নিরুপায় হয়ে বেঁচে থাকতে হয়!
মা হওয়ার পর শিখেছি কিভাবে ধৈর্য্য ধরে
সংসার করতে হয়!

শ্যামনগর রাজবাড়ী
12/01/2025

শ্যামনগর রাজবাড়ী

08/01/2025

💖love at first sight💖

আজ দোকান থেকে কিছু কিনতে গিয়ে...
হঠাৎ করে একটি মেয়ের
সাথে দেখা...
কি আর বলবো_এমনটা হবে
আমি স্বপ্নেও ভাবতে পারিনি....
অচেনা সেই মেয়েটা দেখতে শ্যমলা ফর্সা,
তার ঠোঁট দুটোর চারদিকে
হালকা কালো রাউন্ড আর
মাঝখানে হালকা লাল গোলাপি,
তার চোখ দুটো যেনো
খুব ভদ্র প্রকৃতির,
তার কথা বলার ধরন,
তার মাথায় কাপড়
দেবার ধরন,
সবকিছু মিলিয়ে
দেখে মনে হলো
মেয়েটা মধ্যবিত্ত পরিবারের_
তবে মেয়েটা যে কী পরিমাণ মায়াবী
বলে বোঝাতে পারবো না!
হঠাৎ করে মনে হলো...
আমি যেনো আমার অতীতকে
ভুলে থাকার জন্য একটা বর্তমান পেলাম,
মজার বিষয় হলো আমি তার নামটা পর্যন্ত জানিনা

শক্তি থাকলে ক্ষমতা দেখাতে নেই
07/01/2025

শক্তি থাকলে ক্ষমতা দেখাতে নেই

02/01/2025
Dragon fruit tree
28/12/2024

Dragon fruit tree

27/12/2024

💘অসহায় ভালোবাসা💔

একটা মানুষ চাইলে সবকিছু করতে পারে কিন্তু
সে মানুষ যদি তার মনটা একবার কাউকে দিয়ে
দেয়...সেই মনটা সে চাইলেও আর ফিরিয়ে আনতে
পারে না।
★ ভালোবাসার মানুষ যতোই আঘাত করুক না
কেনো...সে আঘাতের বিপরীতে তাকে আঘাত করা
যায় না,...কেনো যায় না? এই প্রশ্নের উত্তরটা কেউ
চাইলেও ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না।
★ যাকে মন দিয়ে ভালোবাসা যায় তার সকল
দোষ ক্ষমা করা যায়, তার সকল আদেশ মান্য করা
যায়, তার সকল চাওয়া পূরণ করতে নিজের জীবন
বিলিয়ে দেয়া যায়...কিন্তু সে যে অন্য কারো হবে
এটা মেনে নেয়া যায় না, কারণ...ভালোবাসার
মানুষের জন্য যা কিছু করা হয় শুধু তাকে পাওয়ার
জন্যই করা হয়।
★ যে ব্যক্তি ভালোবাসার প্রদীপ নিজের ঘরে
জ্বালানোর জন্য যত্ন সহকারে তৈরি করে...সময়ের
খেলাতে যখন সেই প্রদীপ অন্যের ঘরে জ্বলে
ওঠে। আহ! অসহায় সেই ব্যক্তি তখন দূর থেকে
ওই প্রদীপের আলো কল্পনাতে দেখতে থাকে আর
নিজেকে অন্ধকারে ডুবিয়ে রাখে৷

27/12/2024

চটচটিয়া ব্রিজ এর অপরুপ চিত্র

শুভ সকাল
27/12/2024

শুভ সকাল

26/12/2024

👐আমি জানি না!👐

আমি জানি না,...কেনো আমার দু-চোখ সেই স্বপ্ন
দেখে...যে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না!
আমি জানি না,...কেনো আমার এই মন তাকে
ভালোবাসে...যে আমার ভালোবাসার মূল্য বোঝেনা!
আমি জানি না,...কেনো আমার বিবেক ওই
ব্যক্তিকে দয়া দেখায়...যে ব্যক্তি বিপদে আমার পাশে
থাকেনা!
আমি জানি না,...কেনো আমি তাদের অপমানে
অপমানিত বোধ করি...যারা কাউকে সম্মান করতে
জানে না!
আমি জানি না,...কেনো আমি সেই ভুল কাজের
জন্য কষ্ট ভোগ করি...যে ভুল কাজটা আমি
কখনোই করিনি!
আমি জানি না,...কেনো আমি সেই মানুষগুলোকে
আপন করে নেই...যে মানুষগুলো নিজেদের
প্রয়োজনে আমাকে ব্যবহার করে !

চুটকি গাধা
26/12/2024

চুটকি গাধা

অপরাজিতা ফুল
22/12/2024

অপরাজিতা ফুল

21/12/2024

😡রাগী ব্যক্তি😡

★ রাগী ব্যক্তিরা কারো প্রতি ভালোবাসা প্রকাশ
করতে পারেনা....তবে প্রকাশ করতে অক্ষম নয়,
এরা রাগের মাঝে ভালোবাসা প্রকাশ করে।
★ রাগী ব্যক্তিরা সুখ শান্তি আর অহংকারের
কথা সবার সাথে শেয়ার করতে পারে, তবে কষ্ট
লজ্জা আর অপমানের কথা কারো সাথে শেয়ার
করতে পারেনা...এমনকি নিজের সাথেও না !
★ ঝিনুকের মাঝে মুক্ত খুঁজে পাওয়া যেমন
কঠিন...ঠিক তেমনি কঠিন রাগী ব্যক্তির চোঁখে
জলের ধারা দেখা।
★ প্রত্যেক সাধারন ব্যক্তির মনে আঘাত
করলে তারা দুর্বল হয়ে যায়,...আর রাগী
ব্যক্তিরা দুর্বল হয়ে যায় তাদের আত্মসম্মানে
আঘাত করলে।

20/12/2024
20/12/2024
19/12/2024

👉প্রতিশোধ👈

প্রতিশোধ হলো সেই আগুন...যে আগুন
মানুষের বিবেক, আবেগ, মানবিকতা,
মানুষত্ব, ভালোবাসা ও মনকে পুড়িয়ে নষ্ট করে দেয়।
পরিচিত হোক বা অপরিচিত কোনো মানুষকে কোনো তিব্র আঘাত করে তার মাঝে
প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেওয়া মানে...নিজের জীবনে একটি ভয়ংকর অজানা
বিপদের আশংকা করা।
যারা জ্ঞানী মানুষ তারা প্রতিশোধ নেয়
শক্তি দিয়ে নয় জ্ঞান দিয়ে।
প্রতিশোধ নেওয়া মানুষ দুই ধরনের হয়
১/ শান্ত ও নিরব স্বভাবের ২/ তেজী, রাগী এবং
বিরক্তিকর স্বভাবের, তবে শান্ত ও নিরব
স্বভাবের মানুষের প্রতিশোধ খুব ভয়ংকর
এবং মারাত্মক হয়।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smrity kona 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smrity kona 360:

Videos

Share