Smrity kona 360

Smrity kona 360 মোটিভেশনাল টেক্সট ভিডিও। সকলেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।

20/12/2024
20/12/2024
19/12/2024

👉প্রতিশোধ👈

প্রতিশোধ হলো সেই আগুন...যে আগুন
মানুষের বিবেক, আবেগ, মানবিকতা,
মানুষত্ব, ভালোবাসা ও মনকে পুড়িয়ে নষ্ট করে দেয়।
পরিচিত হোক বা অপরিচিত কোনো মানুষকে কোনো তিব্র আঘাত করে তার মাঝে
প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেওয়া মানে...নিজের জীবনে একটি ভয়ংকর অজানা
বিপদের আশংকা করা।
যারা জ্ঞানী মানুষ তারা প্রতিশোধ নেয়
শক্তি দিয়ে নয় জ্ঞান দিয়ে।
প্রতিশোধ নেওয়া মানুষ দুই ধরনের হয়
১/ শান্ত ও নিরব স্বভাবের ২/ তেজী, রাগী এবং
বিরক্তিকর স্বভাবের, তবে শান্ত ও নিরব
স্বভাবের মানুষের প্রতিশোধ খুব ভয়ংকর
এবং মারাত্মক হয়।

দাকোপে মাঠ ভর্তি সোনালী ধান
18/12/2024

দাকোপে মাঠ ভর্তি সোনালী ধান

18/12/2024

রাতে পাশের মানুষটি না থাকলে রাত কতটা ভয়াবহ

পাকা ধানের মাঠ
18/12/2024

পাকা ধানের মাঠ

17/12/2024

💖প্রথম ভালোবাসা❤️‍🔥
ভেবেছিলাম কোনো একদিন কাউকে প্রচন্ড ভালোবাসবো,
মজার ব্যপার হলো_আমার কোনো স্বপ্ন পূরণ না হলেও,
এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেলো !
সত্যি সত্যি কোনো একজনকে খুব প্রচন্ড ভালোবেসে ফেললাম,
সে আমার প্রথম ভালোবাসা ছিলো_
প্রথম আবেগ ছিলো_প্রথম পাগলামি ছিলো
কিন্তু সে যে আমার শেষ ভালোবাসা হবে, এটা কখনো ভাবতে
পারিনি, আমি যে তার মায়াতে এভাবে আটকে যাবো বুঝতেই
পারিনি !
এতোটা ভালোবাসার পরেও যখন সে চলে গেলো_
আমি যেনো এই সুন্দর ভালোবাসার ভয়ংকর একটা
রূপ দেখলাম!
তিব্র ভালোবাসা তিব্র কষ্টের কারণ হয়ে দাড়ালো,
এই ভালোবাসা আমায় যা দিয়েছিলো
তার অধিক কেড়ে নিয়েছিলো !
যদি জানতাম তার বিচ্ছেদের কষ্ট আমায় দিনের পর দিন
যন্ত্রণা দিবে, এতোটা অপবাদ দিবে, এতোটা লজ্জায় ফেলবে,
এতোটা অপমানের কারণ হবে, আমার জীবন থেকে এতোটা
সময় কেড়ে নিবে, ওই আল্লাহতালার কসম_ভালোবাসা নাম
কখনো মুখেও আনতাম না!

Birthday cake
16/12/2024

Birthday cake

16/12/2024

👉অতীত👈

আজ তোমার মুখের ওই হাসিটা বলে দেয়...তোমার
পেছনে অতীত বলে কিছু নেই...যদি থেকেও থাকে
তুমি তার পরোয়া করোনা...আর এই কারণেই তুমি অনেক সুখী আছো...!
যে ব্যক্তি অতীতকে সহজেই ভুলে যেতে পারে...সে
ব্যক্তি কখনোই কষ্টের কাছে আত্মসমর্পণ করেনা...!
কিন্তু সবাই কি আর অতীতকে ভুলে থাকতে পারে...?
যারা অতীতের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে...শুধু
তারাই জানে অতীতের স্মৃতি আনন্দের হোক বা
কষ্টের...তা একসময় তিব্র যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস ফেলতে
বাধ্য করে...!
তোমার দেওয়া সেই সৃতি গুলোকে নিয়ে বেঁচে থাকা
এই আমি জানি...শব্দহীন যন্ত্রণা কাকে বলে...
আমি জানি...প্রতিটা রাতে তোমার সৃতি গুলো কিভাবে
অগ্নিবৃষ্টি হয়ে আমার মন জমিনকে ক্ষতবিক্ষত করে...!
হাই আপসোস!...যদি তোমার মতো আমিও অতীতের
সৃতি গুলোকে ভুলে থাকতে পরতাম...তাহলে হয়তো
তোমার মতোই অন্যের হাত ধরে মুখে মিষ্টি হাসি নিয়ে
বেঁচে থাকতে পারতাম...!

15/12/2024

👉বিশ্বাস👈
বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে...সেটা হয় বিশ্বাস।
আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে...সেটা হয় অন্ধবিশ্বাস৷
বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়...কিন্তু... অন্ধবিশ্বাস
ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা
হারিয়ে যায়, মানুষ যেনো মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়,
কষ্ট যেনো সীমাহীন হয়ে যায়।
গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক
কাঁটার ব্যপারেও যেমন ভাবা উচিৎ...ঠিক তেমনি কাউকে
বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কী হবে
সে ব্যপারেও ভাবা উচিৎ,...(পরে যেনো পস্তাতে না হয়)।
এক হাঁড়ি দুধ নষ্ট করাতে যেমন এক ফোঁটা লেবুর রস
যথেষ্ট... ঠিক তেমনি বিশ্বস্ততা নষ্ট করাতে হালকা সন্দেহ
করানোটাই যথেষ্ট।
বিশ্বাস অদ্ভুত একটা জিনিস, কাউকে বিশ্বাস না করে
মানুষ যেমন পথ চলতে পারেনা...আবার বিশ্বাস ভেঙ্গে
যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারেনা ।

15/12/2024

👇 সমস্যা👇

"যদি সমস্যার পরিমান পরিমাপ করার প্রতিযোগীতা
করা হতো,,তাহলে হয়তো আমাকেই জয়ী করা
হতো!"...এমন ভাবনা গুলো অনেকের কাছেই খুব
পরিচিত...মাঝেমধ্যে এমন ভাবনা আমিও ভেবে
থাকি।
সমস্যা সবার জীবনেই আছে...হয়তো একটু কম
বেশি...তবে পরিমাপ করা যাবে না...যদি পরিমাপ করা
হয়...তবে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে
কিন্তু কেউ বিজয়ী হতে পারবেনা...কারণ প্রত্যেকের
সমস্যা প্রত্যেকের কাছেই পৃথিবীর সবথেকে বড়
সমস্যা...যেমন আমরা প্রায়ই বলে থাকি
"যার সমস্যা সেই বোঝে...বাকিদের কাছে দুই লাইন গল্প মাত্র"
সমস্যার ফাঁদে কেউ কখনোই পড়তে চাইনা...সমস্যার
হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটিও যখন সমস্যার
ফাঁদে পড়ে যায়...তখন সে দাবি করে বসে...সেই
সবথেকে বেশি সমস্যায় ভুক্তভোগী মানুষ!
দৈনন্দিন জীবনের সমস্যা গুলো আসলেই
এক আজব সমস্যা !

Good afternoon
15/12/2024

Good afternoon

11/12/2024

ব্যস্ততম আন্তজেলা সড়কের দেহাল দুঃদশার মধ্যে বেপরোয়া গাড়ি চালানো।

11/12/2024

👇👇 প্রয়োজন 👇👇

প্রিয় মানুষের ভিড়ে ভরপুর
আমার পৃথিবী, প্রিয়জন তো
অনেক আছে....কিন্তু দিন শেষে প্রয়োজন ছাড়া ক'জন
আমায় স্বরণ করেছে!
মোবাইল ফোনটা যখনই বেজে ওঠে...এই মনটা যেনো
এমনিতেই ভেবে নেই, এই বুঝি কোনো প্ৰয়োজন আমায়
সুরে সুরে ডাকছে!
হয়তো একটু দেরিতে বুঝেছি...
কিন্তু ভালো ভাবেই বুঝে
গেছি, এই পৃথিবীতে প্রয়োজন
ছাড়া কেউ কথা বলে না!
দেরিতে হলেও বুঝে গেছি, প্রয়োজনের জগতে উজ্জ্বল এক নক্ষত্র আমি...যে নক্ষত্র প্রয়োজন শেষে কারো চোখে জ্বলে উঠে না !
সবার প্রয়োজনের মাঝে আমার প্রয়োজন গুলো যেনো
এক কল্পনার গল্প মাত্র!
আমি যেনো এক ইচ্ছে পাথর,
যে পাথর সবার ইচ্ছে পূরণ করে দেয় কিন্তু কেউ সেই পাথরকে একবারের জন্য বলেনা তার কী ইচ্ছে!
তোমাদের প্রয়োজন শেষ হলে একবার তাকিয়ে দেখো
আমার দিকে...এতো গভীর একাকীত্বের মাঝে কতো বড়
অভিনেতা সেজে আছি আমি!

10/12/2024

💵 টাকা 💸
টাকা কোনো সামান্য বস্তু নয়,
আজ যার টাকা
আছে তার সবকিছুই আছে।
"সম্মান কখনো টাকা
দিয়ে কেনা যায় না"...
এই কথাটা শুধুমাত্র বই-
পুস্তকের ভাষা,...
যদি জীবনের বাস্তবতা দেখি
তাহলে দেখবো মানুষ
সম্মান করে ওই ব্যক্তিকে
যে ব্যক্তির কাছে টাকা আছে।
"টাকা দিয়ে কখনো ভালোবাসা
কেনা যায় না"...
এই কথাটা শুধু আবেগের কথা,...যদি জীবনের
বাস্তবতা দেখি...তাহলে দেখবো টাকার কাছে
ভালোবাসা মুহূর্তের মধ্যে
বিক্রি হয়ে যায় অথবা
হার মেনে যায়।
টাকা মানুষকে সবকিছু দেয়...
শুধু দিতে পারেনা
শান্তি, দিতে পারেনা
টেনশন মুক্ত শান্তির ঘুম,
দিতে পারেনা দীর্ঘশ্বাস মুক্ত
চিন্তাহীন কিছুটা সময়
দিতে পারেনা সত্যিকারের
কিছু আপনজন, দিতে
পারেনা সেই চোখ...
যে চোখ দিয়ে দেখা যায়,
মানুষ ব্যক্তিকে নয় ব্যক্তির
💸 টাকাকে ভালোবাসো।💸

09/12/2024

প্রতিশোধ
প্রতিশোধ হলো সেই আগুন...যে আগুন
মানুষের বিবেক, আবেগ, মানবিকতা,
মানুষত্ব, ভালোবাসা ও মনকে পুড়িয়ে নষ্ট
করে দেয়।
পরিচিত হোক বা অপরিচিত কোনো
মানুষকে কোনো তিব্র আঘাত করে তার মাঝে
প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেওয়া
মানে...নিজের জীবনে একটি ভয়ংকর অজানা
বিপদের আশংকা করা।
যারা জ্ঞানী মানুষ তারা প্রতিশোধ নেয়
শক্তি দিয়ে নয় জ্ঞান দিয়ে।
প্রতিশোধ নেওয়া মানুষ দুই ধরনের হয়
১/ শান্ত ও নিরব স্বভাবের ২/ তেজী, রাগী এবং
বিরক্তিকর স্বভাবের, তবে শান্ত ও নিরব
স্বভাবের মানুষের প্রতিশোধ খুব ভয়ংক
এবং মারাত্মক হয়।

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smrity kona 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smrity kona 360:

Videos

Share