ইচ্ছেমতী

ইচ্ছেমতী To be big you must be small. That is man cannot be great or great without being humble big....

22/08/2024

ড. ইউনূস এবার টের পাচ্ছেন, কত বড়ো অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।

একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত,
মানুষের হাহাকার,

১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,

সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,

একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,

হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ,

এখনো মানুষ মরছে, আজকেও একজন মরলো,

রক্তের দাগ এখনো শুকায় নাই ।

এরমধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, ছি! তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।

বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো? সদ্যো জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?

১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়? একটু সময় দেয়া যায় না?

আপনাদের এখন উচিৎ ছিলো, হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।

লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?

05/08/2024

কারো পারিবারিক শোক রাষ্ট্রীয় শোক হতে পারে না। আজ থেকে শোকের মাস জুলাই আর বিজয়ের মাস আগস্ট

যে শব্দগুলো আমায় রাতে ঘুমাতে দেয় নাMahdi Hand Writing
05/08/2024

যে শব্দগুলো আমায় রাতে ঘুমাতে দেয় না
Mahdi Hand Writing




24/07/2024

আর কখনো বলবি? ইশ!যদি নব্বই দশকে ফিরে যেতে পারতাম 😑

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু ...
08/07/2024

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে। নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই! নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে।

নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয়। সবকিছু নির্ভর করে আপনার উপর। আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন!

আপনি হয়ত বলতেই পারেন এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন! রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রায়। বুদ্ধিমানরা তাই করে। কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই!

লেখক- মেহেদী হাসান শুভ্র

- পথ চলার সঙ্গী সুন্দর নয়, বিশ্বাসী হতে হয়।🩵🌸🖇️
03/07/2024

- পথ চলার সঙ্গী সুন্দর নয়, বিশ্বাসী হতে হয়।🩵🌸🖇️

🍂 -আমার যোগ্যতা থাক ,বা- না থাক,কারো সাথে compare আমার পছন্দ না..😎😎
01/07/2024

🍂 -আমার যোগ্যতা থাক ,বা- না থাক,
কারো সাথে compare আমার পছন্দ না..😎😎

 #একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করা হল। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শ...
29/06/2024

#একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে জল গরম করা শুরু করা হল। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার থাকে না। জল আরও গরম হতে থাকে যার ফলে সে গরম জলে ফুটে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ?
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম জলের কারনে মারা গেছে। কিন্তু না সে গরম জলের জন্য মারা যায়নি. সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
#ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন সরে যাওয়া উচিত অর্থাৎ সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময় নেওয়া উচিত। আবেগ ভালবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া উচিত না।

 #সম্পর্ক শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে ...
20/06/2024

#সম্পর্ক
শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....
সংগৃহিত

যাকে ভালোবাসি ,এত মানুষের ভিড়ে যে মানুষটা  আমার সবথেকে প্রিয়। তার কাছে আমার expectation থাকাটাই তো স্বাভাবিক।আমার মনে ...
18/06/2024

যাকে ভালোবাসি ,এত মানুষের ভিড়ে যে মানুষটা আমার সবথেকে প্রিয়। তার কাছে আমার expectation থাকাটাই তো স্বাভাবিক।
আমার মনে হয় expectation ছাড়া সম্পর্ক হয় না' 🙃❤️

যে তোমাকে পছন্দ করবে,সে তোমায় সর্বাস্থায় পছন্দ করবে!'তোমার সেজে-গুজে পারফেক্ট হওয়া চেহারা আর কর্মব্যস্ত ঘর্মাক্ত চেহারা ...
28/05/2024

যে তোমাকে পছন্দ করবে,সে তোমায় সর্বাস্থায় পছন্দ করবে!'
তোমার সেজে-গুজে পারফেক্ট হওয়া চেহারা আর কর্মব্যস্ত ঘর্মাক্ত চেহারা দুটোই তার কাছে সমান মায়াবী এবং আকর্ষণীয়!'
তুমি দেখতে চিকন, মোটা কিংবা খাটো!'সেটা তার কাছে কোনো পরিচয়ই বহন করবে না!'তার কাছে তুমিই সম্পূর্ণ!'তোমার বিকল্প কেউ নাই,তোমার বিকল্প তুমিই!'❣️🌸

- প্রিয় দেখা হলে ফুলের মালা দিয়েন!🤍🫶🥺
24/05/2024

- প্রিয় দেখা হলে ফুলের মালা দিয়েন!🤍🫶🥺

এই সেই বোতল... যার এক বোতল পানির মূল্য,          => সাধারণ দোকানে ১৫/- টাকা।            => বাসে বিক্রি করে ২০/- টাকায়।  ...
28/03/2024

এই সেই বোতল...
যার এক বোতল পানির মূল্য,
=> সাধারণ দোকানে ১৫/- টাকা।
=> বাসে বিক্রি করে ২০/- টাকায়।
=> ফাইভ ষ্টার হোটেলে ২০০/- টাকা
এবং
=> এয়ারপোর্টের ভিতরে ৩০০/- টাকা।
বোতল কিন্তু একই এবং ব্রান্ড সেটাও একই পরিবর্তন শুধু স্থানের।
ভিন্ন ভিন্ন জায়গায় সেই একই জিনিসের দাম ভিন্ন ভিন্ন।
নিজেকে যদি কখনো মূল্যহীন মনে হয়...
তবে একই স্থানে না থেকে, জায়গা পরিবর্তন করে দেখুন...
সাহস যোগাড় করে, নিজের গন্ডি পরিবর্তন করুন। এমন স্থানে যান যেখানে মানুষ আপনাকে, গুরুত্ব প্রদান করে...
নিজেকে এমন কিছু মানুষের মাঝে নিয়ে যান, যারা আপনার মূল্য বুঝে আপনার কাজে উৎসাহ প্রদান করে...।
নিজেকে এমন প্লাটফর্মে নিয়ে যান যেখানে আপনার মূল্যটা হয়ে যাবে আপনার স্বপ্নের সমান।
🪴🪴🪴🥇🥇

-এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন?-প্রয়োজন বোধ করি না তাই।-সিগারেট খান?- হুম অনেক।- প্রেম করেন?- আগে করতাম এখন করি না।- তো ...
29/01/2024

-এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন?
-প্রয়োজন বোধ করি না তাই।
-সিগারেট খান?
- হুম অনেক।
- প্রেম করেন?
- আগে করতাম এখন করি না।
- তো কেনো প্রেম ছেড়েছেন?
- আমি ছাড়িনি তো। তার আমার কাছে থাকার প্রয়োজন শেষ হয়েছে তাই সে ছেড়ে গেছে।
- হুম বুঝলাম। তো এই ছেড়া শার্ট টা পড়ে প্রতদিন ক্যাম্পাসে আসেন কেনো?
- ভাল শার্ট পরার প্রয়োজন হয় না।
- আপনাকে যে অনেকে পাগল বলে সেটা জানেন?
-অন্যেরা কি বলল সেটা কখনও ভাবি না। আমি কেমন এটাই আমার কাছে সবকিছু।
-এরকম শুকিয়ে গেছেন কেনো? খাওয়া দাওয়া করেন তো ঠিক মতো?
-রান্না পারি না। যতটুকু হোটেলে সম্ভব ততটুকুই খাওয়া হয়।
-কেনো বাবা -মা কোথায় থাকেন?
-আল্লাহের কাছে।
-ওহ সরি। যাবেন আমার সাথে?
-কোথায়?
- যেখানে আপনাকে মানুষে পরিণত করা যাবে।
-কেনো আমি কি মানুষ না?
- না। আপনি একটা ছাগল।
- তো ছাগল কে আপনি মানুষ করবেন কেনো?
- সারাজীবন সেই মানুষটার কোলে মাথা রাখার জন্য।
- যদি বলি যাবো না আপনার সাথে।
- মেরে ঠ্যাং ভেঙে দিব।
- তখন তো সেই খোড়া ছেলেকে আর চাইবেন না।
- আরে বুদ্ধু ঠ্যাং ভাংব এজন্য যাতে কখনও আপনি ছেড়ে যেতে চাইলে না পারেন।
- ভালবাসতে চান?
-সেটা বলিনি তো। আপনি তো ছাগল আর ছাগলের সাথে তো থাকা যায় না।
-তাহলে সারাজীবন থাকবেন বললেন যে?
-ছাগলটাকে আগে মানুষ করব তারপর ভালবেসে সারাজীবন কোলে মাথা রাখব।
- হুম বুঝলাম?
-কী বুঝলেন?
-কেউ একজন আমার জীবনটাকে হাতিয়ে নেবার প্লান করছে।
- সেটা বলতে পারেন। ছাগলকে মানুষ করতে গেলে তো তার জীবন ছিনিয়ে নিতে হবেই।
-হাতটা দিবেন?
-কেনো?
- একটু দেখব এই হাতটা কতদিন আমাকে ধরে রাখতে পারবে।
- কেনো নয়। তবে শুধু হাত ধরে থাকলে হবে না। অজানা কোনো পরে সারাদিন হাটতেও হবে।
-তাহলে শুরু করা যাক।
-হুম অবশ্যই♥️♥️

ভালোবাসা সত্যি সুন্দর, যদি মানুষ টা সঠিক হয়
পড়া শেষ হলে, ছোট্ট একটি কমেন্ট করবেন,,🙂🤔

Status সব সময় মনের কথা হয় না,,,      আবার সব মনের কথা stutas হয় নাহ,,,, 😏😏
26/01/2024

Status সব সময় মনের কথা হয় না,,,
আবার সব মনের কথা stutas হয় নাহ,,,, 😏😏

আমারও তো ইচ্ছে করে তোমার সাথে ছোটোছোটো ইচ্ছে পূরণ করতে🙂💔আমারও তো ইচ্ছে করে তোমার হাতে খোঁপায় ফুল গুজিয়ে পরতে🙂💔আমারও তো ই...
03/01/2024

আমারও তো ইচ্ছে করে তোমার সাথে ছোটোছোটো ইচ্ছে পূরণ করতে🙂💔

আমারও তো ইচ্ছে করে তোমার হাতে খোঁপায় ফুল গুজিয়ে পরতে🙂💔

আমারও তো ইচ্ছে করে ফুচকার দোকানে একসাথে ফুচকা খেতে।🙂💔

আমার তো ইচ্ছে করে তোমার হাতে নুপুর পড়তে🙂💔

আমারও তো ইচ্ছে করে তীব্র কষ্টে তোমাকে জড়িয়ে ধরতে🙂💔

আমারও ইচ্ছে করে তোমার যত্ন পেতে🙂💔

আমারও ইচ্ছে করে কোনো পড়ন্ত বিকেল বেলায় তোমার কাঁধে মাথা রেখে সমুদ্রের পাড়ে বসে থাকতে🙂💔

আমার তো ইচ্ছে করে আমার পৃথিবী তোমাকে নিয়ে সাজাতে🙂💔

আমার মতো সব মেয়েদেরই ইচ্ছে করে। যারা পায় তারা সৌভাগ্যবতী 🥰।আর যারা এই আত্মতৃপ্তি গুলোয় ভুগছেন তারা নিজেদের সামলিয়ে নিন🙂 💔
゚viralシ #ইচ্ছে #ইচ্ছেমতী #মায়াবতী

02/01/2024

এমন একজন কেয়ারিং মানুষ পেলে আর কি লাগে জীবনে..!!💝🥀
লাইফে এমন একটা মানুষ থাকলে'ই যথে'ষ্ট!💝🌸

Address

Debhata, Parulia
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছেমতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category