22/08/2024
ড. ইউনূস এবার টের পাচ্ছেন, কত বড়ো অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।
একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত,
মানুষের হাহাকার,
১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,
সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,
একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,
হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ,
এখনো মানুষ মরছে, আজকেও একজন মরলো,
রক্তের দাগ এখনো শুকায় নাই ।
এরমধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, ছি! তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।
বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো? সদ্যো জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?
১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়? একটু সময় দেয়া যায় না?
আপনাদের এখন উচিৎ ছিলো, হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।
লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?