Voice Of Mahedi

Voice Of Mahedi আমরা আপনাদের জন্য আপনারা আমাদের অনুপ?
(1)

01/12/2023

আমার দাদা একটা চোর ,বেহায়া চোর, ভাত চোর l
MD Mahedi Hasan

তুমি কাউকে ভালবাসো? খুব ভালবাসো?তবে  তাকে বুঝতে দিও না তুমি তাকে কতটা ভালবাসো। তুমি যাকে  প্রচন্ড ভালবাসো তাকে ছাড়া নিজে...
09/11/2023

তুমি কাউকে ভালবাসো? খুব ভালবাসো?
তবে তাকে বুঝতে দিও না তুমি তাকে কতটা ভালবাসো। তুমি যাকে প্রচন্ড ভালবাসো তাকে ছাড়া নিজেকে
অর্থহীন ভাবো এটা কখনো কথায়, যত্নে জানান দিও না। জানান দিতে যেও না,তার একটু আড়ালে তুমি ভেঙে পড়ো,দূরে যাওয়ার আঁচ তোমাকে খুব পোড়ায় ভেতর ভেতর। কিংবা তাকে ছাড়া বাঁচবো না অনুভব হয় শূন্য হৃদয়,নেমে আসে এক আচমকা দমকা হাওয়া, ঝড়ের পূর্বাভাস। প্রচন্ড ভালবাসো জানান দেওয়ার আগে তুমি যে গুরুত্ব পাবে, জানান দিলে সেই গুরুত্ব হারিয়ে যাবে। তোমার অনুভূতির মুল্য তার কাছে মরে যাবে।

তোমাকে হারানোর ভয় সেই মানুষটা ভেতরে জন্মাবে না, যাকে তুমি জানিয়েই দিয়েছো যে, যে কোন কিছুর মুল্য তুমি তাকে চাও। আর এই সুযোগে যে তোমাকে পুতুল মনে করে ইচ্ছে মতো খেলবে। ফুটবল ভেবে প্লান্টির ফ্রি কিক মারবে।

কিছু ভালবাসা নিজের কাছে গুচ্ছিত রাখতে হয়। তুমি তার জন্য বেহায়া হতেও পারো এটা প্রকাশ করার দরকার নেই। এই যে তুমি তার জন্য বেহায়া হতে পারো এটা প্রকাশ করলেই, সে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে, তোমাকে বেহায়া মনে করে বুকে রাখার জায়গায় পায়ের নিচে জায়গা করে দিবে।

তোমার ভালবাসাই তোমার দূর্বলতা এটা বুঝতে দিও না। বিশ্বাস তোমার এক মাত্র সম্বল এটা বিপরীত পাশের মানুষ বুঝে গেলে আঘাত করে তোমাকে ভেঙে দিবে।
জানো তো ভাঙতে কেবল সেই জানে যে তোমাকের কাছের কেউ, যে তোমার আপন কেউ, শত্রুর আঘাত রুখে দেওয়ার কৌশল তোমার জানা কিন্তু বন্ধুর আঘাতের কৌশল তোমার জানা নেই। শত্রুর তীব্র আঘাত তোমাকে যতটা না ভেঙে দিতে পারে সেই জায়গায় বন্ধুর সামান্য আঘাত তোমাকে ভেঙে চুরমার করে দিবে।

তুমি যাকে যত বেশি প্রায়োরিটি দিবে,গুরুত্ব দিয়ে নিজের কাছে রেখে দিবে, সময়ের সাথে সাথে তুমি ফেরত পাবে কেবল অবহেলা। সে মনে মনে তোমাকে বাতিলের তালিকায় ফেলে দিবে।

লেখা - মোঃ মেহেদী হাসান

বিশ্বাস করুন আমি আমার প্রাক্তন কে এখনও ভালবাসি, যেমনটি ভালবাসতাম আগে হয়তো তার চেয়ে বেশিই ভালবাসি। আমি ছাড়িনি সে ছেড়ে গেছ...
08/11/2023

বিশ্বাস করুন আমি আমার প্রাক্তন কে এখনও ভালবাসি, যেমনটি ভালবাসতাম আগে হয়তো তার চেয়ে বেশিই ভালবাসি। আমি ছাড়িনি সে ছেড়ে গেছে! কেন ছাড়লো জানতে চাইনি তবে আমার ভালবাসায় বিন্দু মাত্র খুদ ছিল না। সে হয়তো আমার সাথে মানিয়ে নিতে পারেনি কিংবা ভবিষ্যতে মানিয়ে নিতে পারবে না বলেই ছেড়ে গেছে। আফসোস নেই!আমার কাছে সুখ খুঁজে এসে পায়নি তাই ছেড়ে গেছে। সুখী হবার স্বাধীনতা সবার আছে, আমি তাকে স্বাধীনতা দিয়েছি।

আমার সুখের জন্য তার সুখের পথে কাঁটা হয়ে দাঁড়ানো নিজের কাছে অপরাধী মনে হয়েছে। কারো কাছে অপরাধী হয়ে বেচে থাকার চেয়ে পরিচিত হয়ে বেঁচে থাকা ভালো। দেখা হলে হয়তো লুকিয়ে ফেলতে হবে না নিজেকে।

আটকাতে হয়তো আমি পারতাম কিন্তু সেটার ফলাফল সেই শেষমেশ শূন্যই। বনের পাখি খাচায় বন্দি করে পাখি পোষ মানানো যায়,কিন্তু বনের মায়া ঠিক থেকে যায় ভেতর ভেতর। যে মায়ায় সুযোগ পেলে পাখি ঠিক বনের ডালেই ছুটবে। পাখির সুখ যে বনেই। তেমনই মনের বাইরে মানুষের আটকে রাখা যায় না। মনের ভেতর মানুষ তালা বন্দি,মনের কথায় মানুষ ঠিক খুঁজতে নামে একদিন।

এখনও ভালবাসি মানে এই না,সে ফিরে আসুক। আমি চাই সে আর না ফিরুক। বিশ্বাস খেয়ে যে চলে গেছে একবার তাকে বিশ্বাস তুলে দিতে পারবো না। তবে মনে প্রাণে দোয়া করি সে সুখী হোক। ফিরে না এসে সুখী হোক। তার সুখের পথে বসে এক জীবন কেটে যাক আমার।

লেখা- মোঃ মেহেদী হাসান

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
07/10/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

27/06/2023

জীবনে সুখের চেয়ে শান্তি বেশি জরুরি। টাকা দিয়ে সুখের অনেক উপকরণ আপনি কিনতে পারবেন। অনেক উপকরণ কিনলে আপনি নিজেকে সুখী ভাবতে পারেন!

কিন্তু শান্তি টাকা দিয়ে কেনা যায় না। শান্তি কেবল আপনি তখনই অনুভব করবেন, যা করলে আপনার ভালো লাগে। যার সাথে থাকতে ভালো লাগে তার সাথে থাকতে পারলে, তৃপ্তি মতো ঘুমাতে পারলে, নিজের স্বাধীনতা মতো সব কিছু করতে পারলে।

আর এসব টাকা দিয়ে কেনা যায় না। তাই আপনি সুখে আছেন এরচেয়ে বেশি জরুরী আপনি মানসিক শান্তিতে আছেন।

- Md Mahedi Hasan

01/06/2023

রূপ আর মোহ এর ভিতরে আটকে থাকা গোটা জেনারেশনের প্রেম

03/05/2023

মনের কিছু কথা

অন্যকে ভালবাসতে গিয়ে কখনো নিজেকে ভালবাসতে ভুলে যেও না।
01/05/2023

অন্যকে ভালবাসতে গিয়ে কখনো
নিজেকে ভালবাসতে ভুলে যেও না।

রং থেকে নয় বরং রং বদলানো মানুষ গুলো থেকে দূরে থাকুন MD Mahedi Hasan
27/04/2023

রং থেকে নয় বরং
রং বদলানো মানুষ গুলো থেকে দূরে থাকুন

MD Mahedi Hasan

26/04/2023
Eid Mubarak
21/04/2023

Eid Mubarak

17/04/2023

হাসি মুখেই না বলতে শিখুন
দিতে গিয়ে নিজেকে ফুরিয়ে
ফেলবেন না

17/04/2023

মাঝে মাঝে মনে হয় নিজের জন্য কি করলাম
এই বিষাক্ত সময়ে

এত মানুষিক চাপ নিয়ে কী লাভ.!বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান, বয়স যখন ৫০ পার হয় তখন কাল...
10/04/2023

এত মানুষিক চাপ নিয়ে কী লাভ.!

বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর
নিম্ন শিক্ষিত সবাই সমান,

বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান,

কার চেহারা সুন্দর,দেখতে কে স্মার্ট
এটা নিয়ে আর কেউ ভাবেনা...

বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর
নিম্ন পজিশনে চাকুরী
এটা আর কোন ব্যাপার নয়।

এমনকি একজন পিয়নও অবসরে
যাওয়া বসের দিকে তাকায়না...

বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট,
বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে
সেটা মেন্টেন করাই কঠিন হয়ে পড়ে,
ছোট একটি রুম হলেই আপনার চলে...

বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা।
আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে
সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা...

বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই,
আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা....

বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর
বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না।
পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা......

জীবনের মানে টা এতটুকুই...
এর বেশি কিছুই না... এত চাপ নিয়ে,
লোভ করে, হিংসা দেমাগ করে

টাকা-পয়সার গৌরব অহংকার এবং
অযথা মানুষের ক্ষতি করে লাভ কী???

সময়টা ভালো কাজে লাগান,পৃথিবীটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে।
আল্লাহ আমাকে ক্ষমা করে দিন..
এই মিছে দুনিয়ার পাপাচার থেকে আমাকে হেফাজত করুন..
আমিন..

MD Mahedi Hasan

08/04/2023

জীবন সুন্দর ভয়ংকর সুন্দর,
আমাদের জীবন নিয়ে বেশ কিছু কথা.

25/12/2022

নিজেদের ব্যাক্তিগত মানুষ বলতে কারা আছে

আমাদের জীবনটার কথা একটু চিন্তা করেন। খুব ছোট বেলায় আমরা ভাবি কবে বড় হবো। তারপর একটু একটু করে আমরা বড় হই। নিজকে একটু একটু...
18/12/2022

আমাদের জীবনটার কথা একটু চিন্তা করেন। খুব ছোট বেলায় আমরা ভাবি কবে বড় হবো। তারপর একটু একটু করে আমরা বড় হই। নিজকে একটু একটু করে বড় হতে দেখার মাঝে অদ্ভুত রকম একটা অনন্দও হয়।

তারপর বড় হওয়ার সাথে সাথে সেই উপলব্ধিটা বদলে যায়। শৈশবের সেই আনন্দময় চোখে দেখা সুন্দর পৃথিবী আর চারপাশটা কেমন যেন অন্যরকম হয়ে যায়! ছেলে হলে ভাবতে হয় সমাজ, পরিবার, দায়িত্ব আরও নানা পারিপার্শ্বিক বিষয় নিয়ে। ভাবনার আকাশ ভেঙে পড়ে মাথায়; বড় হওয়াটা যেন একপ্রকার অপরাধই মনে হয়। মনে হয় বড় না হয়ে ছোট থাকলেই ভালো হতো!

আর মেয়ে হলে বড় হওয়ার সাথে সাথে সবসময় একটা ভাবনা ঝেঁকে বসে কখন যে বিদায়ের মুহূর্ত চলে আসে! একসময় এই চেনা ঘর, পরিচিত মানুষজন, বন্ধু- বান্ধব, আজন্ম বেড়ে উঠা শৈশবের হাজারো স্মৃতি এই সবকিছু ছেড়ে পাড়ি জমাতে হবে নতুন একটা পরিবেশে। নতুন মুখ, নতুন পরিবেশ, নতুন মানুষজন এসব ভাবতে ভাবতে মেয়েটা আবিষ্কার করে যেন হুট করেই বড় হয়ে গেলাম। এই তো সেদিনও ঝুঁটি বেঁধে স্কুলে গিয়েছি; বান্ধুবীদের সাথে ইচ্ছে মতো ঘুরে বেড়িয়েছি। এসব ভেবে অনেক গুলো রাত কেটে যায় নির্ঘুম। কখনো কখনো বোকার মতে কেঁদেও ফেলে। এই তো মেয়েদের জীবন।

আমার আপনার জীবনের নিত্যদিনকার ভাবনা এগুলো। বড় হওয়াটা যেমন আনন্দের তেমনি বড় হওয়ার ফাঁকে চুরি হয়ে যাওয়া শৈশবটা বড্ড বেশিই কষ্ট দেয়। বদলে যায় জীবনের রঙ। চেনা পৃথিবী অচেনা হয়। আমার আপনার গল্প বদলায়। শুধু একটা অভিমানী অধ্যায় থেকে যায় জীবনভর। অন্য কারও কাছে না নিজের কাছে, নিজের জীবনের কাছে। আহা জীবন!

লেখক- মেহেদী হাসান

29/08/2022

হারিয়ে ফেলার পরে কেঁদে কি লাভ।Bangla shayari and motivation speech

https://youtu.be/dB8lTS8JyuY

31/07/2022

অনুরাগে অভিমানের কথা

🤫🤫স্নিগ্ধতা হারিয়ে গেলে শুষ্কতা ও বিলুপ্ত  হয়👈👈
22/06/2022

🤫🤫স্নিগ্ধতা হারিয়ে গেলে
শুষ্কতা ও বিলুপ্ত হয়👈👈

16/04/2022

ব্রেকআপ নিয়ে কিছু কথা। Something about breakup..

New Video Upcoming       today   2.30pm
16/04/2022

New Video
Upcoming today 2.30pm

তোমার জীবনের বিষয় নিয়ে কিছু কথাঅভ্যাস নিয়ে কিছু কথা , ব্রেকআপ নিয়ে কিছু কথা ,,, Talk about habits and Something about breakup. #...

14/04/2022

অভ্যাস নিয়ে কিছু কথা ,,, Talk about habits

https://youtu.be/YvJaBYei17g
14/04/2022

https://youtu.be/YvJaBYei17g

তোমার জীবনের সাথে কয়জনকে রাখবে সেই বিষয় নিয়ে কিছু কথাঅভ্যাস নিয়ে কিছু কথা ,,, Talk about habits ালবাসা কি এ....

আপনার স্ত্রীর বিভিন্ন অঙ্গ দেখে প্রতিরাতে হাজারো পুরুষের গোপনাঙ্গ উত্থিত হয়। প্রতিদিন সকালে অগনিত ছেলে আপনার স্ত্রীকে কল...
07/03/2022

আপনার স্ত্রীর বিভিন্ন অঙ্গ দেখে প্রতিরাতে হাজারো পুরুষের গোপনাঙ্গ উত্থিত হয়। প্রতিদিন সকালে অগনিত ছেলে আপনার স্ত্রীকে কল্পনা করে ফরজ গোসল করে। আপনি নিজেকে পুরুষ মনে করেন কোন হিসাবে? আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ। আপনার বাবা আপনার মত কাপুরুষ জন্ম দিয়েছে তাই আপনার বাবাও কাপুরুষ।
শুনুন.... এই যে ঘরে থাকা মেয়েটা টিকটক লাইকি, ইউটিউবে নাচানাচি করার জন্য রিং লাইট কিনলো।
টাকাটাতো আপনার কাছ থেকেই নিয়েছে। ঠোটে লিপস্টিক মেরে ঠোট কামড়িয়ে নাভি উদম করে নিতম্ব দেখিয়ে হাজারো ছেলের স্বপ্ন দোষ করায় এই লিপিস্টিকের টাকাতো আপনিই দেন.. তাইনা?
অসম্ভব- জ্ঞান দিতে আসবেননা।
আপনার শরিরে রক্ত বলতে কিছুই নেই। আপনি সিরাজগন্জের ভাষায় অমানুষ, বেন্নার বাচ্চা বেন্না।
তানাহলে আপনার ঘরে খেয়ে মেয়েটা হাজারো ছেলের উত্থিত হবার কারন হয় কিভাবে। আপনি কাপুরুষ। আপনার শরিরে রক্ত নেই। সবি পূজ, সবি পূজে ভরা। একথায় চুড়ান্ত।
কি? আমাকে খারাপ লাগে?
হা আমি এভাবেই কথা বলি।
ভাল না লাগলে এখনি আমাকে ব্লক করে চলে যান
পথ খুলা আছে অতএব: জ্ঞান দিতে আসবেননা।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন...
ঐ পুরুষ পুরুষ নয় যে পুরুষ তার অধিনস্হ নারীকে বেপর্দায় চলতে দেয়। সে দায়ূস। দায়ূসের জন্য জান্নাত হারাম। একথা আল্লাহ নবী বলেছেন!
এবার " দেখি আপনার বউকে, বোনকে, মেয়েকে।
বোরকা পড়িয়ে টকটক করিয়ে কিভাবে জান্নাতে যান। জনাব: ধর্মকে পাগল মনে করেন তাইনা?
পাগল মনে হয় ইসলামকে আপনার? যে মনে যা চায় তাই করে জান্নাতে চলে যাবেন?
অতএবঃ আপনার পরিবারের যে মেয়ে টিকটক,লাইকিতে নাচানাচি করে। হাজারো ছেলেরকে আনন্দ দেয় তাকে নসিহত করার পরেও যদি কথা না শুনে ওর খাবার বন্ধ করে দিতে হবে। দেখি না খেয়ে সে কতদিন এই রংঢং করতে পারে। দেখি না খেয়ে কতদিন সে নাচে।
বেত দিয়ে নিতম্বের চামড়া তুলে ফেলতে হবে তবেই আপনি পুরুষ। এতটুকই মনে রাখুন......

©

MD Mahedi Hasan

28/02/2022

Everything is the last way!!!!!!!

21/02/2022

Behind Story of 1952 . ১৯৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস,History of 21st February 1952 in BanglaFriends forever. Bangla shortflim 2022https://youtu.be/n6RZn9UO...

We are not inspire  over all people.
09/11/2021

We are not inspire over all people.

23/10/2021

আপনার অতিতকে কখনো বতমান ও ভবিষ্যত কে শাসন করতে দিবেন না

17/10/2021

জীবন কখন কোন বাকে চলে তা কেউ জানে না।

16/10/2021

খুব বকবকিয়ে মানুষটার কথা

14/10/2021

আমার এ ছোট্ট জীবনে আমাকে বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ গুলোকে বেশি পেয়েছি

11/10/2021

নিজের জীবনের পথে কিভাবে চলবেন??

Click by Md Mahedi Hasan
11/10/2021

Click by Md Mahedi Hasan

10/10/2021

একদিন অনেক বড় হয়ে যাব..............?

Address

SATKHIRA
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Mahedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Mahedi:

Videos

Share

Category