13/03/2024
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে লিখবো, পারলে শেয়ার করবেন।
১.
প্রোডাক্টিভ রমাদান নিয়ে আমাদের আইন বিভাগের ৪৮ ব্যাচের ১০-১২ জন মিলে একটি সেমিনার আয়োজন করেন, যেখানে কুরআন-হাদিস পাঠ করা এবং রমজান মাসের আমল নিয়ে আলোচনা করা হবে। মসজিদ কতৃপক্ষ অনুমোদন দেয়নি এবং তাদের মসজিদ থেকে একপ্রকার বের করে দেয়।
২.
তারা যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তায়,তখন তাদের উপর অতর্কিতে প্রায় ১০০ জনের উপর টোকাই গ্রুপ (পড়ুন বহিরাগত পলিটিশিয়ান) হামলা চালায়, প্রচন্ড জখম করে। তাদের পিটিয়ে মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়।
৩.
আমাদের ব্যাচের সবচেয়ে ভদ্র, চুপচাপ, শান্ত ছেলেগুলো আজকে রক্তাক্ত হলো, তাদের এই জখম কোনোদিন পূরণ হবে না। আমার ভাই শাহীনের মুখমণ্ডল থেতলে দেয়া হয়েছে, তাকে ডেন্টালে নিয়ে যাওয়া হয়েছে। একজন কথা বলতে পারছে না মাথায় আঘাত লাগার কারণে, অন্যরাও ভীষণ ভাবে আহত।
৪.
এতো কিছুর পিছনে কারণ কী?
কিছুই না! রমাদান বিষয়ক একটা সেমিনার। আমি সেই পলিটিক্যাল হেডাদেরকেও দোষ দিচ্ছি না, কারণ বড় পদ পাওয়ার জন্য তারা নিজেদের জাহির করতে এমন কাজ করতেই পারে, এটাই তো নরমাল, তাই না?
প্রশাসনকেও দোষ দিচ্ছি না, তাদের এতোকিছুর দিকে খেয়াল রাখতে হয়, এরমধ্যে প্রতিদিন দুই একটা অঘটন তো ঘটতেই পারে। নরমাল ব্যপার।
তাই না?
ডিপার্টমেন্টেরও তো দোষ নাই, কোনো সংশ্লিষ্টতা নাই। ছাত্ররা উদ্যোগ নিছে, সেখানে কী হইছে এটা ডিপার্টমেন্ট কী জানে!?
সবশেষে, দোষটা কার তাহলে?
আমার, আপনার। কারণ আমাদের মতো মেরুদণ্ডহীন নপুংসক সুওরের বাচ্চা এতো পরিমাণে কোনোদেশেই নাই। গজব সন্নিকটে। আমরা যে না খেয়ে মরি, ধুকে ধুকে মরি, চিকিৎসাহীনতায় মরি, এটাই সঠিক, এটাই পারফেক্ট।@আজিজুল হাকিম