protest sakib

protest sakib বাংলাদেশ আমার অহংকার

13/03/2024

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে লিখবো, পারলে শেয়ার করবেন।

১.
প্রোডাক্টিভ রমাদান নিয়ে আমাদের আইন বিভাগের ৪৮ ব্যাচের ১০-১২ জন মিলে একটি সেমিনার আয়োজন করেন, যেখানে কুরআন-হাদিস পাঠ করা এবং রমজান মাসের আমল নিয়ে আলোচনা করা হবে। মসজিদ কতৃপক্ষ অনুমোদন দেয়নি এবং তাদের মসজিদ থেকে একপ্রকার বের করে দেয়।

২.
তারা যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তায়,তখন তাদের উপর অতর্কিতে প্রায় ১০০ জনের উপর টোকাই গ্রুপ (পড়ুন বহিরাগত পলিটিশিয়ান) হামলা চালায়, প্রচন্ড জখম করে। তাদের পিটিয়ে মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়।

৩.
আমাদের ব্যাচের সবচেয়ে ভদ্র, চুপচাপ, শান্ত ছেলেগুলো আজকে রক্তাক্ত হলো, তাদের এই জখম কোনোদিন পূরণ হবে না। আমার ভাই শাহীনের মুখমণ্ডল থেতলে দেয়া হয়েছে, তাকে ডেন্টালে নিয়ে যাওয়া হয়েছে। একজন কথা বলতে পারছে না মাথায় আঘাত লাগার কারণে, অন্যরাও ভীষণ ভাবে আহত।

৪.
এতো কিছুর পিছনে কারণ কী?
কিছুই না! রমাদান বিষয়ক একটা সেমিনার। আমি সেই পলিটিক্যাল হেডাদেরকেও দোষ দিচ্ছি না, কারণ বড় পদ পাওয়ার জন্য তারা নিজেদের জাহির করতে এমন কাজ করতেই পারে, এটাই তো নরমাল, তাই না?

প্রশাসনকেও দোষ দিচ্ছি না, তাদের এতোকিছুর দিকে খেয়াল রাখতে হয়, এরমধ্যে প্রতিদিন দুই একটা অঘটন তো ঘটতেই পারে। নরমাল ব্যপার।
তাই না?

ডিপার্টমেন্টেরও তো দোষ নাই, কোনো সংশ্লিষ্টতা নাই। ছাত্ররা উদ্যোগ নিছে, সেখানে কী হইছে এটা ডিপার্টমেন্ট কী জানে!?

সবশেষে, দোষটা কার তাহলে?
আমার, আপনার। কারণ আমাদের মতো মেরুদণ্ডহীন নপুংসক সুওরের বাচ্চা এতো পরিমাণে কোনোদেশেই নাই। গজব সন্নিকটে। আমরা যে না খেয়ে মরি, ধুকে ধুকে মরি, চিকিৎসাহীনতায় মরি, এটাই সঠিক, এটাই পারফেক্ট।@আজিজুল হাকিম

2x Champion 🏆2x Runners-Up 🎖️4x Player Of the Tournament 🏅Highest Wicket Taker (149) 🔝4th Highest Run Scorer (2397) 🏏Gre...
29/02/2024

2x Champion 🏆
2x Runners-Up 🎖️
4x Player Of the Tournament 🏅
Highest Wicket Taker (149) 🔝
4th Highest Run Scorer (2397) 🏏

Greatest Player in the History of Bangladesh Premier League. The Owner Of BPL! 👑

"সাকিবের ফেরাটা সবসময় রাজার মতই হয়"২০২৪ বিপিএলের দ্রুততম ফিফটি হাকালেন, ৬ চার ও ৬ ছয়ে বিধ্বংসী ইংনিস 💥Once a king,  alwa...
14/02/2024

"সাকিবের ফেরাটা সবসময় রাজার মতই
হয়"

২০২৪ বিপিএলের দ্রুততম ফিফটি হাকালেন, ৬ চার ও ৬ ছয়ে বিধ্বংসী ইংনিস 💥
Once a king, always a king👑

দুনিয়ার একমাত্র ক্রিকেটার যে একসাথে তিন ফরম্যাটে অলরাউন্ডার র‍্যাংকিং এ নাম্বার ওয়ান ছিলো!
13/02/2024

দুনিয়ার একমাত্র ক্রিকেটার যে একসাথে তিন ফরম্যাটে অলরাউন্ডার র‍্যাংকিং এ নাম্বার ওয়ান ছিলো!

আগামী ২৪শে ফেব্রুয়ারি, ১১ই ফাল্গুন, রোজ: শনিবার ঐতিহাসিক নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ...
07/02/2024

আগামী ২৪শে ফেব্রুয়ারি, ১১ই ফাল্গুন, রোজ: শনিবার ঐতিহাসিক নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত।
আল মুমিন স্পোর্টস ও আল মুমিন ফাউন্ডেশন।

07/02/2024

Allhamdullia

📌সাকিব আল হাসান কে নিয়ে ক্রিকেট এবং এর বাহিরে থাকা বিশেষ কিছু ব্যাক্তিদের বিশেষ কিছু বক্তব্য-▶️সৌরভ গাংগুলি - সাকিব অসাধ...
04/02/2024

📌সাকিব আল হাসান কে নিয়ে ক্রিকেট এবং এর বাহিরে থাকা বিশেষ কিছু ব্যাক্তিদের বিশেষ কিছু বক্তব্য-
▶️সৌরভ গাংগুলি - সাকিব অসাধারণ একজন ক্রিকেটার, আধুনিক যুগে সাকিবের মতো অলরাউন্ডার পাওয়া আসলেও রেয়ার।

▶️শচীন টেন্ডুলকার - সর্বকালের সেরা একাদশে সাকিব জায়গা করে নিয়েছে অনেক আগেই।

▶️মাশরাফি মুর্তজা- সাকিব অতুলনীয় নিও একজন ক্রিকেটার,, সাকিবের তুলনা হয় না।

▶️বিরাট কোহলি - সাকিব অনেক প্রতিভাবান খেলোয়াড়,,সে জানে কখন কি করে ম্যাচ জিততে হয়।

▶️বাবর আজম - সাকিব লিজেন্ড,, সাকিবের মতো খেলোয়াড় দলে থাকলে, দলটা আরো শক্তিশালী হবে।

▶️মোহাম্মদ নবী - সাকিব লিজেন্ড,, সাকিব অকল্পনীয় একজন ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের নাম্বার ১ অল রাউন্ডার।

▶️মুশফিকুর রহিম - সাকিবের রিপ্লেসমেন্ট, শুধু বাংলাদেশ কেনো বিশ্ব ক্রিকেট এ রেয়ার

▶️মাহমুদউল্লাহ রিয়াদ- সাকিব বাংলাদেশ ক্রিকেট ইতেহাসের সেরা খেলোয়াড়।

▶️হুমায়ূন আহমেদ - কলমের কালি শেষ হয়ে যাবে কিন্ত সাকিবের ক্রিকেট অর্জন শেষ হবে না।

▶️মাইকেল হাসি- সাকিব আমার দেখা বাংলাদেশ ক্রিকেটের সেরা একজন খেলোয়াড়।তিনি তার পারফরম্যান্স অনুযায়ী আন্ডাররেটেড।আমার মতে,সে তার ক্রিকেট লাইফের শেষে কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিবেন।

▶️আকাশ চোপড়া- সাকিব আল হাসান দি ডেডি অফ রাউন্ডারস।

21/12/2023

- বিচ্ছেদের পর যোগাযোগ রাখার নাম
হচ্ছে - মায়া!🥀😔

যেদিন থেকে প্রকৃতির মুখোমুখি হতে শুরু করলাম, সেদিন থেকেই নিজেকে চিনতে শুরু করলাম।
23/10/2023

যেদিন থেকে প্রকৃতির মুখোমুখি হতে শুরু করলাম, সেদিন থেকেই নিজেকে চিনতে শুরু করলাম।

18/08/2023

Friend 💛

24/07/2023

Habbi come to Cox bazaar. chill to thrill 👍 .Ms international business and management company Ltd.

পড়ন্ত বিকেল বেলায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে,তখন সবচেয়ে তোমার কথা পড়ছে মনে,চলে গেল বৈশাখ ,জৈষ্ঠ, আষাঢ় মাসের বৃষ্টি এক...
24/06/2023

পড়ন্ত বিকেল বেলায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে,তখন সবচেয়ে তোমার কথা পড়ছে মনে,চলে গেল বৈশাখ ,জৈষ্ঠ, আষাঢ় মাসের বৃষ্টি একটু বেশি ভারী। প্রকৃতি তোমার জলে ভিজবো বলে বসে আমি থাকি। ‌(রনি)

রাতে যখন চা খাইতে মন চাইলে কী করেন। দোকানে যান না বাসায় নিজে তৈরি করে খায়তে হয়। কমেন্ট করে জানাবেন 👍
23/06/2023

রাতে যখন চা খাইতে মন চাইলে কী করেন। দোকানে যান না বাসায় নিজে তৈরি করে খায়তে হয়। কমেন্ট করে জানাবেন 👍

কেক আমি আর খায়তে চাই,কিন্তু জোর করে খাওয়ানোর চেষ্টা চলছে, সবাই একটু সাপোর্ট করি, আপনাদের ছোট ভাই
23/06/2023

কেক আমি আর খায়তে চাই,কিন্তু জোর করে খাওয়ানোর চেষ্টা চলছে, সবাই একটু সাপোর্ট করি, আপনাদের ছোট ভাই

Assalamualaikum everyone, Ramadan Mubarak! I'm sure by now all of you have heard about the tragic event at Bangabazar ma...
04/04/2023

Assalamualaikum everyone, Ramadan Mubarak!

I'm sure by now all of you have heard about the tragic event at Bangabazar market where everyone there has lost their businesses and immediate income. It comes at a very difficult time for them especially now in the holy month of Ramadan.

I, therefore, through SAH Foundation, will donate 20,000 Taka to take care of tomorrow's iftar for the victims. This iftar will be coordinated by MASTUL Foundation .

I would like to nominate Taskin Ahmed to do the same and provide 20,000 taka for the next iftar.

We might not be able to do everything to help our brothers and sisters in this dire situation, but we can be grateful and do something to alleviate their suffering. Let's stand beside each other now and help them in any way possible and ensure everyone has a blessed Ramadan.

আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক!

আমি নিশ্চিত এখন পর্যন্ত আপনারা সবাই বঙ্গবাজার মার্কেটের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন, এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে।

তাই আমি, আমার SAH FOUNDATION-এর মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্থদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।

পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই।

এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্থ সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তাঁর রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।

। protest sakib 😭help the people 🙏

আজ ১৫ মার্চ সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির একমাত্র ছেলে আইজাহ আল হাসানের ২য় জন্ম বার্ষিকী। শুভ জম্মদিন আইজাহ...
15/03/2023

আজ ১৫ মার্চ সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির একমাত্র ছেলে আইজাহ আল হাসানের ২য় জন্ম বার্ষিকী। শুভ জম্মদিন আইজাহ আল হাসান। বড় হয়ে বাবার মতোই লাল সবুজের পতাকার প্রতিনিধি হও। অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা ।❤️

Address

Satkhira
9400

Telephone

+8801323916703

Website

Alerts

Be the first to know and let us send you an email when protest sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to protest sakib:

Videos

Share