Time Pass

Time Pass Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Time Pass, Video Creator, Satkhira.

অফিস থেকে ফিরেই বাসা ভাড়া দিতে গিয়েছি। গলায় তখনো আইডি কার্ড ঝুলছে। আঙ্কেল জিজ্ঞেস করলো ডিনার করছিনা কিনা। বললাম করিনি। আ...
20/01/2025

অফিস থেকে ফিরেই বাসা ভাড়া দিতে গিয়েছি। গলায় তখনো আইডি কার্ড ঝুলছে। আঙ্কেল জিজ্ঞেস করলো ডিনার করছিনা কিনা। বললাম করিনি। আঙ্কেল বললো রান্না আছে, আমি বললাম এখন রান্না করবো। এটা শোনার সাথে সাথেই আঙ্কেল তার বুয়াকে ডেকে এনে জোর করে ভাত খেতে দিলো।

এতো গুলো ভাত আমি খাইনা, শুধুমাত্র তার স্নেহ দেখে আমি কষ্ট করে পুরোটা শেষ করছি।

উনার বয়স ৮৪ বছর। স্ত্রী মারা গেছেন ২২ বছর আগে। ছেলে মেয়ে সবাই দেশের বাহিরে সেটেল্ড। উনার নাতনী আমার বয়সী। দেশে এখানে একা থাকেন উনি। পার্মানেন্ট বুয়া আছে গত ১০ বছর ধরে। বাসার যাবতীয় কাজ সহ আঙ্কেলের দেখা শুনা করেন বুয়া।

উনি নিজেও নরওয়ে ছিলেন ১০ বছর। উনার সন্তানরা উনাকে তাদের কাছে যেতে চান কিন্তু উনি যান না। সম্ভবত শেষ জীবন স্ত্রীর স্মৃতিসহ এই বাড়িতে কাটাতে চান। মাঝে মাঝে উনার নাতনী এসে থাকে ৪-৫ মাস করে।

আমি আমার পুরা জীবনে এতো ভালো বাড়িওয়ালা কখনো পাইনি, ভবিষ্যতে ও পাবোনা গ্যারান্টি দিয়ে বলতে পারি।
বাসায় কখন ফিরতেছি, কেমন জামা কাপড় পড়তেছি এসব নিয়ে উনার কোনো সমস্যা নেই।

ফেনীর বন্যার সময় আমার বাসায় অনেক ত্রাণ ছিলো। ছোট ভাইরা এসে ৫ তলায় উঠে ত্রাণ নিয়ে গেছে। আঙ্কেল কিছু বলেনি। তিনি আরো খুশি হয়েছেন আমার সোশ্যাল এক্টিভিটিজ দেখে। এপ্রেশিয়েট করছেন।

এতো জেন্টেলম্যান ভাই! আজকে আমি ভাত খাচ্ছি আর ভাবতেছি উনার স্ত্রী, সন্তান, নাতনীরা কত লাকি উনার মতো যত্নবান একজন পুরুষ তাদের জীবনে আছেন।

উনি আরো অনেক বছর বাচুঁক, সৃষ্টিকর্তা উনার হায়াত বাড়িয়ে দিক। এরকম পুরুষ মানুষ পৃথিবীতে অনেক বেশি দরকার ❤️
( নাম প্রকাশে অনিচ্ছুক )

কানাইঘাটের নিখোঁজ শিশু মুনতাহা'র লাশ উদ্ধার।কানাইঘাটের বীরদলের নিখোঁজ শিশু মুনতাহা আর বেঁচে নেই। পাশের ঘরের চাচি মরজিনা ...
10/11/2024

কানাইঘাটের নিখোঁজ শিশু মুনতাহা'র লাশ উদ্ধার।
কানাইঘাটের বীরদলের নিখোঁজ শিশু মুনতাহা আর বেঁচে নেই। পাশের ঘরের চাচি মরজিনা বেগম তাকে হত্যা করে বাড়ির পাশের খালে পুতে রাখে। আজ রাত ৪টার দিকে খাল থেকে লাশ পুকুরে ফেলার সময় মুনতাহার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়।

19/10/2024

অনেকদিন ব্যক্তিগত বিভিন্ন সমস্যার জন্য পেজ থেকে দূরে ছিলাম। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আপনাদের পাশে থাকবো।

Address

Satkhira
9400

Telephone

+8801874075437

Website

Alerts

Be the first to know and let us send you an email when Time Pass posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Time Pass:

Videos

Share