Amader TV

Amader TV জাগ্রত বিবেকের প্রতিধ্বনি

আসসালামু আলাইকুম,  ইনশা-আল্লাহ,,, আগামী ১ লা ফেব্রুয়ারি (রোজঃ বুধবার)  বাজালিয়া, কাটাখালীকুল তরুণ-যুব সংঘের উদ্যোগে  ৪র্...
22/11/2022

আসসালামু আলাইকুম,
ইনশা-আল্লাহ,,, আগামী ১ লা ফেব্রুয়ারি (রোজঃ বুধবার) বাজালিয়া, কাটাখালীকুল তরুণ-যুব সংঘের উদ্যোগে ৪র্থ তম তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান মুফাচ্ছির হিসেবে থাকছেন,
আল্লামা ড. লুৎফর রহমান, ঢাকা।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল,
বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।

বায়তুশ শরফের সম্মানিত  পীর সাহেব হুজুরের হাতে এই মাত্র একজন ভাই ইসলাম ধর্ম কবুল করেছেন,(চুনতি সীরাত মাহফিলে)
26/10/2022

বায়তুশ শরফের সম্মানিত পীর সাহেব হুজুরের হাতে এই মাত্র একজন ভাই ইসলাম ধর্ম কবুল করেছেন,(চুনতি সীরাত মাহফিলে)

আগামীকাল চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিকসিরাত মাহফিলে আলোচনা পেশ করবেন মাওলানা লুৎফর রহমান সাহেব।
21/10/2022

আগামীকাল চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক
সিরাত মাহফিলে আলোচনা পেশ করবেন মাওলানা লুৎফর রহমান সাহেব।

19/10/2022

বিশ্বজয়ী খুদে হাফেজ আবু রাহাত কুয়েতের মঞ্চে পুরস্কার গ্রহণের পর কুয়েতের টিভিতে তিলাওয়াত করে উপস্থিত সকল দর্শকদের মুগ্ধ করলেন।

১৯ দিন ব্যাপী ৫২ তম ঐতিহাসিক সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৮ তম দিবসে বাদ-এ-এশা আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ...
18/10/2022

১৯ দিন ব্যাপী ৫২ তম ঐতিহাসিক সীরতুন্নবী (সঃ) মাহফিলের ১৮ তম দিবসে বাদ-এ-এশা আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সুবিখ্যাত ওয়ায়েজ শায়েখ আহমাদুল্লাহ সাহেব।

12/10/2022

মানুষের প্রতি মানুষের মানবিক আচরণের এক অসাধারণ ঘটনার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জনাব শামীম আহমেদ।

মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘ পাঁচ বছর নিখোঁজ থাকা শিউলী রানী সরকার নামে এক গৃহবধুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন তিনি। ইত্যাদির গত ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ধারণকৃত পর্বে তার উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। যে প্রতিবেদনটি দর্শক হৃদয়ে অনিমেষ মুগ্ধতা ছড়িয়েছে।

অনাবৃষ্টিতে মানুষ যখন হাহাকার করছে তখন চট্টগ্রামের লোহাগাড়ায় মুসল্লিরা একত্র হয়ে খোলা মাঠে গিয়ে বৃষ্টির জন্য ইস্তিসক্ব...
01/09/2022

অনাবৃষ্টিতে মানুষ যখন হাহাকার করছে তখন চট্টগ্রামের লোহাগাড়ায় মুসল্লিরা একত্র হয়ে খোলা মাঠে গিয়ে বৃষ্টির জন্য ইস্তিসক্বার নামাজ আদায় করছিল। অসহায় মানুষ আল্লাহ্‌র দরবারে হাত তুলেছিল বৃষ্টির আশায়, আল্লাহ্‌ তাদের ফিরিয়ে দেন নি। নামাজ আদায়ের মধ্যেই নেমে আসে রহমতের বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজে একে অপরের সাথে কোলাকুলি করে মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসক্বার নামাজের আয়োজন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন। এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ ও মোনাজাতে অংশ নেন। আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনির ইমামতিতে দুই রাকাত ইস্তেখার নামাজ আদায় শেষে মহান রাব্বুল আল আমিনের দরবারে বৃষ্টির জন্য মোনাজত করেন।

আমি কোন স্বীকৃতি, কোন প্রতিদান কিংবা কোন সম্মাননার জন্য আমাদের বাজালিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাধ্যের সবটুকুন উজাড় ক...
03/08/2022

আমি কোন স্বীকৃতি, কোন প্রতিদান কিংবা কোন সম্মাননার জন্য আমাদের বাজালিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাধ্যের সবটুকুন উজাড় করে দেইনা।আমার করা সৃষ্টির উপকারের কথা শুধুমাত্র সৃষ্টিকর্তাই যেন জানেন সেই প্রচেষ্টাই করি সদা। তারপরেও কোন ব্যক্তি বা সংগঠন যদি আমার কৃতকর্মের মূল্যায়ন করে আমাকে বিশেষভাবে সম্মানিত করেন তবে তা আমার জীবনের সেরা অর্জন বলেই মনে করি। আমাদের বাজালিয়া পরিবারের পক্ষ থেকে ঠিক তেমনই একটি সম্মাননায় ভূষিত হয়েছি আমি আজ। যেকোনো পুরস্কার মাত্রই মানুষের মনে আনন্দের উদ্রেক করে, যা আমাকেও করেছে আজ। আলহামদুলিল্লাহ।

আমার এই অর্জন Amader Tv , আমাদের বাজালিয়া এবং আমাদের বাজালিয়া ব্লাড ব্যাংক পরিবারের সকল গর্বিত সদস্য/সদস্যা বৃন্দের প্রতি উৎসর্গ করলাম।

06/07/2022

আলহামদুলিল্লাহ
আমাদের বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০২১ এর মেধাবী ছাত্রী শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন

প্রিয় নওমুসলিম কে তার পরিবারের নির্যাতন থেকে রক্ষা করুন
আমিন.!🤲🤲🤲

ঈমান আমলের সাথে নিজের পেশাকে কতটা ভালবাসলে বয়সের ভারত্বকে অভিজ্ঞতার কাছে হার মানায় ❣️ তার একটি চমৎকার উদাহরণ -  🙂
22/05/2022

ঈমান আমলের সাথে নিজের পেশাকে কতটা ভালবাসলে বয়সের ভারত্বকে অভিজ্ঞতার কাছে হার মানায় ❣️ তার একটি চমৎকার উদাহরণ - 🙂

সর্বকালের সর্বশ্রেষ্ঠ পবিত্রতম স্হান মক্কা মোয়াজ্জমার সেরা ছবি ❤️ 🕋 ❤️
08/05/2022

সর্বকালের সর্বশ্রেষ্ঠ পবিত্রতম স্হান মক্কা মোয়াজ্জমার সেরা ছবি ❤️ 🕋 ❤️

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌺ঈদ মুবারক ❤ 🌙 আমাদের বাজালিয়া আমাদের বাজালিয়া ব্লাড ব্যাংক ও Amader TV 'র পক্ষ থেক...
02/05/2022

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌺
ঈদ মুবারক ❤ 🌙

আমাদের বাজালিয়া আমাদের বাজালিয়া ব্লাড ব্যাংক ও Amader TV 'র পক্ষ থেকে
কাছে ও দূরের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা!!

যারা নিজেদের শ্রম-মেহনতে আলোকিত করছে আমাদের সমাজ, আজ মে দিবসে আমাদের বাজালিয়া আমাদের বাজালিয়া ব্লাড ব্যাংক ও Amader TV এ...
30/04/2022

যারা নিজেদের শ্রম-মেহনতে আলোকিত করছে আমাদের সমাজ, আজ মে দিবসে আমাদের বাজালিয়া আমাদের বাজালিয়া ব্লাড ব্যাংক ও Amader TV এর পক্ষ থেকে সেই সকল সভ্যতার কারিগরদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। ❤

প্রায় তিন মিলিয়ন মুসল্লির পদচারণায় মুখর মসজিদ আল হারাম মক্কা মোয়াজ্জমা।❤️
29/04/2022

প্রায় তিন মিলিয়ন মুসল্লির পদচারণায় মুখর মসজিদ আল হারাম মক্কা মোয়াজ্জমা।❤️

আমাদের বাজালিয়া পরিবার তা'লিবেল ইলমদেরকে সম্মান করে সদা । ❤ ছোটছোট কোরআনের পাখীদের জন্য যাদের অন্তরাত্মা কাঁদে মহান রব্ব...
29/04/2022

আমাদের বাজালিয়া পরিবার তা'লিবেল ইলমদেরকে সম্মান করে সদা । ❤ ছোটছোট কোরআনের পাখীদের জন্য যাদের অন্তরাত্মা কাঁদে মহান রব্বও তাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেবেন ইন শা আল্লাহ ।

আসুন আমল করার চেষ্টা করি । ❤
22/04/2022

আসুন আমল করার চেষ্টা করি । ❤

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদিয়াল্লাহু আ'নহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যার অভাব...
17/04/2022

আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদিয়াল্লাহু আ'নহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যার অভাব আসে, সে যদি তা মানুষের কাছে (পূরণের কথা) জানায়, তাহলে তার অভাব দূর হয় না। কিন্তু যার অভাব আসে, সে যদি তা আল্লাহর কাছে (পূরণের কথা) জানায়, তাহলে তিনি বিলম্বে অথবা অবিলম্বে তার অভাব দূর করে দেন।"
--[তিরমিযী ২৩২৬]

ব্রেকিং নিউজ🇦🇪দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৮ লক্ষ টাকা পুরুষ্কার ও আন্তর্জাতিক সনদ পেলেন 🇧🇩একাধিকবার আন্তর্...
17/04/2022

ব্রেকিং নিউজ

🇦🇪দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৮ লক্ষ টাকা পুরুষ্কার ও আন্তর্জাতিক সনদ পেলেন 🇧🇩
একাধিকবার আন্তর্জাতিক পুরুস্কারপ্রাপ্ত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম।

দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় ৭০ টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করেছেন।

সে বর্তমানে দাওরা এবং ইফতা শেষ করেছেন, আল্লাহ তায়ালা যেন তাকে বিশ্বসেরা একজন আল্লাহ ওয়ালা আলেম হিসেবে কবুল করেন। 🤲

হাল না ছাড়া দীর্ঘ এক সংগ্রামের অবসান....৬ পারা পবিত্র কোরআন হিফজ অবস্থায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হিজবুল্লাহ এখন পুরোপু...
15/04/2022

হাল না ছাড়া দীর্ঘ এক সংগ্রামের অবসান....

৬ পারা পবিত্র কোরআন হিফজ অবস্থায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হিজবুল্লাহ এখন পুরোপুরি সুস্থ।
দীর্ঘ দিন ভারতে চিকিৎসা শেষে শীঘ্রই ফিরছেন চট্রগ্রামের হিজবুল্লাহ।

মহান আল্লাহ চাইলে হিজবুল্লাহ পুর্ন হাফেজ হবেন ইন শা আল্লাহ।

মাশা'আল্লাহ! ❤ ❤ আ*ফ গা‌*নিস্তান প‌শ্চিম হেরাত প্রদে‌শের বড় মস‌জি‌দে তারা‌বি।
14/04/2022

মাশা'আল্লাহ! ❤ ❤
আ*ফ গা‌*নিস্তান প‌শ্চিম হেরাত প্রদে‌শের বড় মস‌জি‌দে তারা‌বি।

One million iftar meals were distributed to visitors at the Grand Mosque in Makkah during the first third of Ramadan htt...
12/04/2022

One million iftar meals were distributed to visitors at the Grand Mosque in Makkah during the first third of Ramadan https://arab.news/jy7g2

Kiswa maintenance staff at the Grand Mosque in Makkah work hard to ensure Kaaba cover looks its best during   https://ar...
10/04/2022

Kiswa maintenance staff at the Grand Mosque in Makkah work hard to ensure Kaaba cover looks its best during https://arab.news/btj29

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃরসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন শয়ত...
04/04/2022

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃংখলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, এর একটি দরজাও বন্ধ হয় না এবং একজন ঘোষক ডেকে বলেন, হে সৎকর্মপরায়ণ ব্যক্তি! অগ্রসর হও, হে অসৎকর্মপরায়ণ! থেমে যাও। আল্লাহ্‌ (রমযানের) প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দেন। [১৬৪২]

ফুটনোটঃ
[১৬৪২] সহীহুল বুখারী ১৮৯৮, ১৮৯৯, ৩২৭৭, মুসলিম ১০৭৯, তিরমিযী ৬৮২, নাসায়ী ২০৯৭, ২০৯৮, ২০৯৯, ২১০০, ২১০১, ২১০২, ২১০৪, ২১০৫, ২১০৬, আহমাদ ৭১০৮, ৭৭২৩, ৭৮৫৭, ৮৪৬৯, ৮৬৯৭, ৮৭৬৫, ৮৯৫১, ৯২১৩, দারেমী ১৭৭৫ তা’লীকুর রগীব ২/৬৮।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৬৪২

📸 :  Mohammed Aldehasi [  ] The only line where status doesn’t matter is the line in front of Allah🤲🏻
04/04/2022

📸 : Mohammed Aldehasi [ ]

The only line where status doesn’t matter is the line in front of Allah🤲🏻

02/04/2022

কি অসাধারণ তিলাওয়াত ! মাশা'আল্লাহ ❤
শুনলে মনে হবে আসমান থেকে যেন নাযিল হচ্ছে সরাসরি !!

আহলান সাহলানশাহারু রমাদান ❤ ❤
01/04/2022

আহলান সাহলান
শাহারু রমাদান ❤ ❤

বিবেক কে সুস্থ রাখুন: ★৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি, কিন্তু এসি ছাড়া তারাবীহ নামাজ পড়তে পারি না!★রেস্টুরেন...
22/03/2022

বিবেক কে সুস্থ রাখুন:

★৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি,
কিন্তু এসি ছাড়া তারাবীহ নামাজ পড়তে পারি না!

★রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে ১০০ টাকা
বকশিস দিতে পারি,
কিন্তু রেস্টুরেন্টের সামনে রৌদ্রে দাড়িয়ে থাকা
ভিক্ষুকটিকে ১০ টাকা দিতে পারি না!

★ বাড়ির দারোয়ান কে ৭ হাজার টাকা বেতন দিতে পারি,
কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারিনা!

★ঈদের শপিং এ নিজের বাচ্চার জন্য
১০ হাজার টাকা বাজেট রাখতে পারি,
কিন্তু বাড়িতে কাজের লোকটির জন্য
১ হাজার টাকা বাজেট রাখতে পারি না!

★শপিং মলে মানসম্মানের ভয়ে দরাদরি না করে ১ হাজার টাকার জিনিস দেড় হাজার টাকায় কিনতে পারি,
কিন্তু তরকারি বাজারে ৩০ টাকার টমেটো ৩২ টাকা
চাইলেই বিক্রেতাকে মেরে বসি!

★২০০ টাকার বাস ভাড়া ২০০০ টাকা দিয়ে
কার নিয়ে যেতে পারি,
কিন্তু রিক্সাওয়ালা ১০ টাকার ভাড়া
১৫ টাকা চাইলেই থাপ্পর দিতে দেরি করি না!

★শরীর পরিস্কার রাখার জন্য হাজার টাকার সাবান/ ফেইসওয়াস ব্যবহার করতে পারি,
কিন্তু সম্পদ পরিস্কার/পবিত্র করার জন্য দরিদ্রকে
যাকাত দিতে পারি না!

কোথায় মানবতা, কোথায় মনুষত্ব?
😭😭😭 (সংগৃহীত)

সেই ফাহমিদা আর নেই......মেডিকেল সেন্টারে মৃত্যুপথ যাত্রী এই মেয়েকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে ১ টাকা কাবিনে বিয়ে করেন মাহম...
21/03/2022

সেই ফাহমিদা আর নেই......

মেডিকেল সেন্টারে মৃত্যুপথ যাত্রী এই মেয়েকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে ১ টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান। সেসময় মাহমুদুল বলেন, ‌‘আমি ফাহমিদাকে অনেক ভালোবাসি। দীর্ঘদিন ধরে ফাহমিদা ক্যানসার আক্রান্ত। সবকিছু জেনে বুঝে তাকে বিয়ে করেছি। এমনকি স্ত্রীর যাবতীয় সব চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন।’

মাত্র কয়েকদিন আগেই তাদের বিয়ে হয়েছিল। গত ৯ মার্চ রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালে ক্যানসার আক্রান্ত প্রেমিকা ফাহমিদা কামালকে বিয়ে করে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন প্রেমিক মাহমুদুল হাসান। বিয়ের ১২ দিনের মাথায় মৃুত্যুবরণ করলেন ফাহমিদা কামাল নামের ওই তরুণী। আজ সোমবার সকালে বাকলিয়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন ।

এই হাদিসটা পড়ে অনেকের মতো আমিও আশ্চর্য বোধ করেছি। আল্লাহর রাসুল সাঃ ফরমান -"শপথ ঐ সত্তার যাঁর হাতে আমার প্রাণ, কেয়ামত সং...
19/03/2022

এই হাদিসটা পড়ে অনেকের মতো আমিও আশ্চর্য বোধ করেছি। আল্লাহর রাসুল সাঃ ফরমান -"শপথ ঐ সত্তার যাঁর হাতে আমার প্রাণ, কেয়ামত সংঘটিত হবেনা যতক্ষণ না জুতা মানুষের সাথে কথা বলে" (সহীহ ইবনে হিব্বান)
নিজেকে নিজে অনেক প্রশ্ন করে ফিরেছি, কেমন করে এটা সম্ভব হবে !
সাড়ে চৌদ্দ শত বছর আগের কথার প্রমাণ আজ চাক্ষুষ দেখতে পাচ্ছি আমরা, যখন অন্ধদের জন্য বিশেষ এক প্রকার জুতা আবিস্কার করা হলো !
এই জুতা ব্যবহারকারী অন্ধ ব্যাক্তিটির স্মার্টফোনের সাথে কানেক্টেড থাকে আর রাস্তার বিপদআপদ সম্পর্কে তাকে লাউডলি সতর্ক করে প্রতিনিয়ত তার সাথে কথা বলে !
( সালাত ও সালাম আল্লাহর রাসুলের উপর যিনি নিজ থেকে কিছু বলতেন না)

সালাতুত তাসবিহ পড়ার নিয়মসালাতুত তাসবীহ চার রাকাত। প্রতি রাকাতে ‘সুবাহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্ল...
18/03/2022

সালাতুত তাসবিহ পড়ার নিয়ম

সালাতুত তাসবীহ চার রাকাত। প্রতি রাকাতে ‘সুবাহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার’ তাসবীহগুলো ৭৫ বার পড়তে হয়। চার রাকাতে মোট ৩০০ বার পড়তে হয়। [১] প্রথম রাকাতে সানা পড়ার পর ১৫ বার পড়তে হবে-

(سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ )
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
তারপর সূরা ফাতিহা তারপর কোরআন থেকে কেরাত পাঠ (সুরা মিলানো) সম্পন্ন হবার পর দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার পুর্বে ১০ বার।

রুকু করবে এবং রুকু অবস্থায় দোয়ার পর (এ তাসবিহ) ১০ বার পাঠ করতে হবে।
রুকু থেকে মাথা ওঠানোর পর সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় (রাব্বানা লাকাল হামদ পড়ার পর)এ তাসবিহ ১০ বার পাঠ করতে হবে।।
তারপর সিজদায় যাবে এবং সিজদা অবস্থায় এ তাসবীহ ১০ বার পাঠ করবে।
সিজদা থেকে মাথা ওঠানোর পর ১০ বার।
পুনরায় সিজদা গিয়ে ১০ বার
সিজদা থেকে মাথা ওঠিয়ে আবার দ্বিতীয় রাকাতে একি ভাবে তাসবিহ পাঠ করতে হবে।
এ তাসবিহ প্রত্যেক রাকাআতে ৭৫ বার করে ৪ রাকাআত নামাজের প্রতি রাকাআতেই এক নিয়ম অনুসারে আদায় করতে হবে।[৪]

Address

Bajalia
Satkania
4388

Alerts

Be the first to know and let us send you an email when Amader TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader TV:

Videos

Share

Category



You may also like