![শপথে তুমি বলেছিলে, বারবার বলেছিলে -"দেশের তরে বিলিয়ে দিতে প্রাণথাকবেনা আমার কোন পিছুটান "মাত্র বছর দুয়েক আগে নিজ হাতে বু...](https://img5.medioq.com/118/548/911409651185485.jpg)
26/12/2024
শপথে তুমি বলেছিলে, বারবার বলেছিলে -
"দেশের তরে বিলিয়ে দিতে প্রাণ
থাকবেনা আমার কোন পিছুটান "
মাত্র বছর দুয়েক আগে নিজ হাতে বুনিয়াদ প্রশিক্ষণ দিয়েছিলাম ফায়ারফাইটার নয়নকে। বাংলাদেশ সচিবালয়ে ফায়ারফাইটিং করতে গিয়ে এমন তাজা প্রাণের অকালে বিদায় মেনে নেয়া কঠিন।
দেশের তরে জীবন দেয়া নয়নকে আল্লাহ পাক শহীদী মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।