Shango Media

Shango Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shango Media, Digital creator, Satkania.

মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক সভার কার্যক্রম, জুমার বয়ান, ইসলামী সম্মেলন, বিদায় সংবর্ধনা সহ যেকোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে যোগাযোগ 01612127598 Whatsapp ✅

29/06/2024

দ্বীপচরতী কেন্দ্রীয় জামে মসজিদ।। খুতবা পূর্বক আজান।।

28/06/2024

Live 🔴 দ্বীপচরতী কেন্দ্রীয় জামে মসজিদ

28/06/2024

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ্
শুভ সকাল সবাইকে।

27/06/2024

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
শুভ সকাল সবাইকে ❤️
দিনটা হোক সবার সাফল্যময়।

26/06/2024

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ ।
শুভ সন্ধ্যা ❤️

23/06/2024

মাওলানা ইসমাইল শহীদ সাহেব||দ্বীপচরতী কেন্দ্রীয় জামে মসজিদ||সাতকানিয়া চট্টগ্রাম||

21/06/2024

Live 🔴 দ্বীপচরতী কেন্দ্রীয় জামে মসজিদ চট্টগ্রাম।

আল্লাহ পাক রহম করুন সিলেটবাসীদের উপর।
19/06/2024

আল্লাহ পাক রহম করুন সিলেটবাসীদের উপর।

15/06/2024

জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অভিভাবক সমাবেশের কিছু অংশ|| চন্দনাইশ, চট্টগ্রাম||

12/06/2024

জাফরাবাদ ফাজিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ২০২৪ইং

11/06/2024

Live 🔴 জাফরাবাদ ফাজিল মাদ্রাসা থেকে অভিভাবক সমাবেশ সরাসরি

07/06/2024

দেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে।
ইনশাআল্লাহ!
আগামী ১৭ই জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

05/06/2024

জাফরাবাদ ফাজিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত ২০২৪ সালে দাখিল পরীক্ষার্থী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ সকল মেধাবী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সম্মাননা প্রদান করা হয়।।

04/06/2024

জাফরাবাদ ফাজিল মাদ্রাসার ২০২৪সালের দাখিল পরীক্ষার্থী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

02/06/2024

প্রিয় জাফরাবাদ মাদ্রাসা তুমি চিরজীবি হাও
ছড়াও পৃথিবীতে সত্য বানী।

পরিবেশনায়: জাতীয় সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার শিল্পী গোষ্ঠী, কিরণ শিল্পী গোষ্ঠী ও আল ইখওয়ান শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম।

19/05/2024

হাসির মজার কৌতুক|| কিরণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনা||চট্টগ্রাম||ভালো লাগলে শেয়ার করুন||

16/05/2024

জাফরাবাদ ৭ও ৮নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে মেজবানের আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক হযরত মাওলানা শাহ্ আব্দুল রব সাহেব, হযরত মাওলান...
15/05/2024

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক হযরত মাওলানা শাহ্ আব্দুল রব সাহেব, হযরত মাওলানা মুফতি শফিউর রহমান (রাহ:) হযরত মাওলানা অধ্যক্ষ শামসুল ইসলাম হেলালী (রাহ:), মাওলানা বদি আহমদ (রাহ:) ও অত্র এলাকার মরহুম সকল মুরব্বিগণের স্মরণে ইছালে সাওয়াব ও মেজবানের আয়োজন সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য গত ১১ই মে রোজ শনিবার বৈলতলী জাফরাবাদ ৮নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার জনাব এয়াকুব মিয়া বাড়ি সংলগ্ন মেজবানের আয়োজন করা হয় উক্ত মেজবানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জাফরাবাদের ৭ ও ৮নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ।

সাবেক মেম্বার জনাব এয়াকুব মিয়া বলেন, আমরা আগামীতে আরো বড় পরিসরে মেজবানসহ বড় কিছুর আয়োজন করবো সাথে আমাদের প্রাণের স্পন্দন (হুজুরগণ) এদের জন্য যা যা করা দরকার সবি করবো অত্র এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে। ইনশাআল্লাহ। কারণ তারা (হুজুরগণ) আমাদের বৈলতলী জাফরাবাদ সহ পুরা দেশকে আলোকিত করেছে সাথে ইসলামের সুমহান বানী বুকে ধারণ করে ইসলামের খেদমত করে গেছে তাই তারা আমাদের কাছে মাথা মুকুট এবং তাদেরকে জাফরাবাদবাসী কখনো ভুলে যাবে ইনশাআল্লাহ। তাদের অবদান অনস্বীকার্য।।
মহান আল্লাহ পাক প্রিয় হুজুরগণকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুক আমীন।

উক্ত ইছালে সাওয়াব মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, দরবারে গারেঙ্গিয়ার উজ্জ্বল নক্ষত্র জাফরাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা ইউসুফ বিন নূরী সাহেব।

11/05/2024

মেজবান আয়োজনের লক্ষ্যে উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখছেন চন্দনাইশ বৈলতলীর ৮নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার জনাব এয়াকুব মিয়া।।

উল্লেখ্য ৭ ও ৮নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে মেজবান ও ইছালে সাওয়াব।

11/05/2024

হযরত মাওলানা ইউসুফ বিন নূরী সাহেব||সহকারী অধ্যাপক (আরবি) জাফরাবাদ ফাজিল মাদ্রাসা ||

10/05/2024

জাফরাবাদ ৭ ও ৮নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী মেজবানে সবাইকে দাওয়াত।
বক্তব্যে রাখছেন জনাব মোহাম্মদ নুরুল আলম আজাদ, সাবেক মেম্বার ৭নং ওয়ার্ড বৈলতলী ইউনিয়ন পরিষদ চন্দনাইশ চট্টগ্রাম।।

10/05/2024

জাফরাবাদ ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব ইয়াকুব মিয়া বাড়ি সংলগ্ন আয়োজিত ঐতিহ্যবাহী মেজবানের দাওয়াত রইল ৭ ও ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ সবাইকে আগামীকাল।।

08/05/2024

দাওয়াহ ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামীক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠান সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুন্দর ও আকর্ষণীয়ভাবে সম্পন্ন হয়েছে।

গত ৩রা মে রোজ শুক্রবার বিকাল ৩ঘটিকায় বৈলতলী ফাইভ স্টার কমিউনিটি সেন্টার সংলগ্ন অনুষ্ঠিত হয় ইয়ুথ ফাউন্ডেশন বৈলতলী এর মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ট্যালেন্ডপুল, এ গ্রেড ও সাধারণ গ্রেডসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন বৃত্তিতে উত্তীর্ণ সকল মেধাবী শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব কলিমুল্লাহ চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং চন্দনাইশ সমিতির ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান জনাব আব্দুল কৈয়ুম চৌধুরী, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম সায়েম, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আবুল কাশেম ভূঁইয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রশিদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি তাজউদ্দীন আহমদ সহ উপস্থিত ছিলেন আগত সকল অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বক্তব্যে বলেন, নিজেকে আলোকিত, সৌন্দর্য ও মার্জিত করে তুলতে হলে লেখাপড়ার (বই) পাশাপাশি বেসিকের দিকে নজর দিতে হবে তাহলে জীবনটা হবে রঙিন আর স্বপ্নভরা দিগন্ত বলয়ের রূপ ধারণ এবং আগামীর ভবিষ্যৎ।। তিনি আরো বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমরাই আগামীর স্বপ্ন দ্রষ্টা, তোমরাই আগামীর উজ্জ্বল নক্ষত্র, তোমাদেরকে নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি, বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে হলে তোমাদেরই বড়ো প্রয়োজন। তাই এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যে, সমাজের সর্বস্তরের আমজনতা তোমাদেরকে (শিক্ষার্থী) নিয়ে গর্ববোধ করতে পারে। পরিশেষে অতিথি মহোদয় বলেন, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করছি।। এগিয়ে যাও আপন গতিতে, এগিয়ে যাও আপন আলোয়। উদ্ভাসিত হোক নবীন দীগন্ত, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বলেন, দাওয়াহ ইয়ুথ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, সমাজকে পরিবর্তন করা, নিরক্ষরতা দূরীকরণ এবং সুন্দর, মার্জিত সমাজ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, ভ্রাতৃত্বপূর্ণ মন-মানসিকতা উপহার ও সর্বোপরি ইসলামীক সমাজ বিনির্মাণ করা, এবং মহান আল্লাহ পাক ও রাসুল (সাঃ) এর সন্তুষ্টি অর্জন করার মধ্যে দিয়ে দৈনন্দিন জীবনের ধারায় আলোর দৃষ্টান্ত স্থাপন করা।
সে সাথে দেশ প্রেমিক দক্ষ্য নাগরিক হিসেবে গড়ে তুলা।

১ম ট্যালেন্ডপুল হিসেবে পুরস্কার গ্রহণ করেন, বিজি টাস্ট্র ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী মোছাম্মৎ ফাহিমা রহমান ফাহিয়া সহ একে একে সব ক্যাটাগরির উত্তীর্ণ প্রায় ১৩০জন শিক্ষার্থীরা অতিথি মহোদয়ের কাছ থেকে স্বপ্নের পুরুস্কার রিসিভ করেন এবং পুরুস্কার হিসেবে তুলে দেন , ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও নগত টাকা।
উক্ত দাওয়াহ্ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতো সুন্দর ও আলোকিত পরিবেশ সৃষ্টি দিয়ে শিক্ষার্থীদেরকে মেধা বিকাশের সুযোগ দেওয়ার জন্য। এই ধারা অব্যাহত থাকুক সাথে নতুনত্ব এনে মডেল হোক ❤️ শুভকামনা ও দোয়া রইল সংশ্লিষ্ট সকলের প্রতি।

✍️ মুহাম্মদ জাহেদুল ইসলাম জিহাদ
সাতকানিয়া, চট্টগ্রাম।

08/05/2024

মিলাদ কিয়াম সাতবাড়িয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসার প্রাঙ্গণে|| মিলাদ পরিবেশনা করেন হযরত মাওলানা অধ্যাপক আবু বকর সাহেব||

08/05/2024

সাতবাড়িয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসার বরণ অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক হযরত মাওলানা আবু বকর সাহেব।

08/05/2024

নব নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা অধ্যাপক হুসাইন রুমি সাহেব মহোদয়ের বরণ পর্ব|| সাতবাড়িয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে||

05/05/2024

Live🔴 সরাসরি সম্প্রচার হচ্ছে সাতবাড়িয়া বার আউলিয়া আলিম মাদ্রাসার অডিটোরিয়াম থেকে।

সরাসরি কিছুক্ষনের মধ্যে সম্প্রচার হচ্ছে সাতবাড়িয়া বার আউলিয়া আলিম মাদ্রাসার নব-নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের সংবর্ধন...
05/05/2024

সরাসরি কিছুক্ষনের মধ্যে সম্প্রচার হচ্ছে সাতবাড়িয়া বার আউলিয়া আলিম মাদ্রাসার নব-নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান।

Address

Satkania

Telephone

+8801612127598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shango Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shango Media:

Videos

Share



You may also like