Special Halua Shop

Special Halua Shop Special Halua Shop পুরুষদের প্রাকৃতিকভাবে মানসিক ও শারীরিক শক্তিবর্ধক খাবার ও ভেষজ ঔষধ নিয়ে কাজ করে।
(1)

08/03/2024
পবিত্র সিয়ামের বিশাল সওয়াব বা ফজিলত রয়েছে, মুসলিমদের অনেকেই তা ভালোই জানে। আজকে সিয়ামের সওয়াব নিয়ে আলোচনা না করে চিকিৎসক...
07/03/2024

পবিত্র সিয়ামের বিশাল সওয়াব বা ফজিলত রয়েছে, মুসলিমদের অনেকেই তা ভালোই জানে। আজকে সিয়ামের সওয়াব নিয়ে আলোচনা না করে চিকিৎসকদের দৃষ্টিতে সিয়াম বা রোজাটা কেমন তা নিয়ে আলোচনা করা যাক, কেমন?!!!
পৃথিবীতে প্রায় প্রতিটি জিনসেরই ক্ষয় আছে। আমাদের মানব দেহেরও ক্ষয় আছে। কিন্তু আমরা আমাদের দেহের ক্ষয় পুরণ করছি না।ন্যাচারালি যদি আমরা আমাদের দেহের ক্ষয় পূরণ করতে চাই তবে বিশেষজ্ঞ ডাক্তার মতে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার চর্চা করা এবং সব সময় কম খাওয়ার অভ্যাস করতে হবে।
দীর্ঘক্ষণ (প্রায় ১৫-১৮ ঘন্টা) না খেয়ে থাকলে শরীরে সারা বছর যে ক্ষয় হয় সেই ক্ষয় ধীরে ধীরে পূরণ হতে থাকে।
ডাক্তারদের ভাষায় যাকে আমরা অটোফেজি হিসেবে চিনি।
এই অটোফেজির মাধ্যমে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এন্টি এজিং (Anti aging) হিসেবে কাজ করে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে এবং Inflammation কমিয়ে মেটাবলিজমকে উন্নত করতে পারে।
কিন্তু আমরা ইফতারিতে নানা রকমের ভাজা-পোড়া খেয়ে এই সম্পূর্ণ সিস্টেমকেই ক্ষতিগ্রস্থ করছি অর্থাৎ রোজা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যতটুকু বাড়ানোর কথা ছিল তা আর হচ্ছে না।
এই সকলকে বলবো আসুন রমযানে সহজলভ্য স্বাস্থ্যকর খাবার খাই এবং ভাজা-পোড়া খাওয়া বর্জন করি।
সিয়াম সম্পর্কে আরো কিছু তথ্য:
বিভিন্ন গবেষকদের মন্তব্য
১। ডা. জুয়েলস এমডি বলেছেন, ‘‘যখনই একবেলা খাওয়া বন্ধ থাকে, তখনই দেহ সেই মুহূর্তটিকে রোগমুক্তির সাধনায় নিয়োজিত করে।“
২। ডক্টর ডিউই বলেছেন, ‘‘রোগজীর্ণ এবং রোগক্লিষ্ট মানুষটির পাকস্থলী হতে খাদ্যদ্রব্য সরিয়ে ফেল, দেখবে রুগ্ণ মানুষটি উপবাস থাকছে না, সত্যিকাররূপে উপবাস থাকছে রোগটি।“
তাই একাদশ শতাব্দীর বিখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনা তার রোগীদের তিন সপ্তাহের জন্য উপবাস পালনের বিধান দিতেন।
৩। ১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজে ডাঃ গোলাম মুয়াযযম কর্তৃক ‘‘মানব শরীরের উপর রোজার প্রভাব” সম্পর্কে যে গবেষণা চালানো হয়, তাতে প্রমাণিত হয় যে, রোজার দ্বারা মানব শরীরের কোনো ক্ষতি হয় না। কেবল ওজন সামান্য কমে। তাও উল্লেখযোগ্য কিছুই নয়; বরং শরীরের অতিরিক্ত মেদ কমাতে এরূপ রোজা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের খাদ্য নিয়ন্ত্রণ অপেক্ষা বহুদিক দিয়েই শ্রেষ্ঠ।
১৯৬০ সালে তার গবেষণায় প্রমাণিত হয় যে, যারা মনে করে রোজা দ্বারা পেটের শূলবেদনা বেড়ে যায়, তাদের এ ধারণা নিতান্ত অবৈজ্ঞানিক।
৪। ডাঃ আর, ক্যাম ফোর্ডের মতে, ‘‘রোজা হচ্ছে পরিপাক শক্তির শ্রেষ্ঠ সাহায্যকারী।“
৫। ডাঃ বেন কিম বেশ কিছু রোগের ক্ষেত্রে উপবাসকে চিকিৎসা হিসেবে গ্রহণ করেছেন। এরমধ্যে উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্রের প্রদাহ (হাঁপানি), দীর্ঘদিনের মাথাব্যথা, অন্ত্রনালীর প্রদাহ, ক্ষতিকর নয় এমন টিউমার ইত্যাদি। এসব ক্ষেত্রে তিনি বলেন, উপবাসকালে শরীরের যেসব অংশে প্রদাহ জনিত ঘা হয়েছে তা পূরণ এবং সুগঠিত হতে পর্যাপ্ত সময় পেয়ে থাকে। বিশেষত খাদ্যনালী পর্যাপ্ত বিশ্রাম পাওয়াতে তার গায়ে ক্ষয়ে যাওয়া টিস্যু পুনরায় তৈরি হতে পারে
তথ্য সুত্র: [ডট এর পরে স্পেস বাদ দিতে হবে]
chandpurprotidin. com/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA/ #:~:text=%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%BE%20%E0%A6%8F%E0%A6%95%E0%A6%87%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A5%E0%A7%87%20%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%20%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97,%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%20%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF%20%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%20%E0%A6%A8%E0%A6%BE%E0%A5%A4

02/03/2024

আসসলামু আলাইকুম।
✅প্রাচীন এক ঔষধি খাবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন নিচে খাবারের নাম ও গুণাগুণ নিয়ে কিছু জানি,
✅খাবারে নাম: ❤️স্পেশাল হালুয়া❤️
যা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পরিবেশন করছে Special Halua Shop.
✅স্পেশাল হালুয়ার উপকারিতা:
১। সকল প্রকার শারীরিক দূর্বলতা দূর করে।
২। শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি করে।
৩। অলসতা দূর করে।
৪। স্ট্রেস কমাতে সাহায্য করে।
৫। পুরুষের স্টেমিনা বাড়ায়।
৬। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে সাহায্য করে।
৭। Erectile Dysfunction দূর করতে বিশেষ সহায়তা করে।
৮। Premature Ej*******on ধীরে ধীরে দূর করে।
৯। রক্ত স্বল্পতা দূর করে।
১০। মন প্রফুল্ল থাকে।
✅উপাদান:
সম্পূর্ণ প্রাচীন পদ্ধতিতে তৈরি করা হয় এবং প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়। আমাদের হালুয়াতে ব্যবহার করা হয় গরুর খাঁটি দুধ, উন্নতমানের কিছমিছ,তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো কোল্ড প্রেসড সরিষাতেল (যা আমরা নিজস্ব তত্তাবধানে তৈরি করি), বিশ্বস্ত সোর্স ধেকে নিয়ে আসা লাল চিনি এবং কিছু ভেষজ উদ্ভিদের নির্যাস।
✅যারা খেতে পারবেন এবং পারবেন না:
সকলেই খেতে পারবেন। সুস্থ্য ব্যক্তির সুস্থ্যতা ধরে রাখবে এবং অসুস্থ ব্যক্তির প্রাকৃতিকভাবে সুস্থ্যতা ফিরে আসবে ইনশাআল্লাহ।
শুধুমাত্র ডায়াবেটিক ও হাই প্রেসারের রোগীরা খেতে পারবেন না।
✅স্পেশাল হালুয়ার অর্ডার প্রক্রিয়া:
যেহেতু ইহা একটি Food product তাই আমরা অন্যদের মত কখনই অগ্রীম বানিয়ে স্টক করে রাখিনা। কারণ খাবারের মান সর্বোচ্চ ধরে রাখি এবং খাবারের মান ধরে রাখতে যা করণীয় তা গ্রাহককে বলে দেই।
✳️তাই আপনার অর্ডারেই তৈরি হবে আপনার স্পেশাল হালুয়া। (আপনি চাইলে সরাসরি 🎦ভিডিও কলের মাধ্যমে আপনার প্রডাক্ট বানানো দেখতে পারবেন।) ❇️
❤️“অবিশ্বাসের দুনিয়ায় বিশ্বাসের অভাব তাই আমাদের এই ব্যবস্থা” 💔
✅আমাদের প্যাকেজ:
১। স্পেশাল হালুয়া ১ কেজি। (ডেলিভারি চার্জ ফ্রি)
২। স্পেশাল হালুয়া ৫০০ গ্রাম। (ডেলিভারি চার্জ ফ্রি)
৩। স্পেশাল হালুয়া কম্বো ৫ কেজি (৩ মাস বিশ দিন পর পর ১ কেজি করে)
🔵অর্ডারের জন্য যোগাযোগ:(আপনার সময়ের গুরুত্বের কারণে আমরা দ্রুত রেসপন্স করে থাকি)
🟢Whats app + mobile : 01789 32 21 76, 01789 32 15 66
🔵Facebook: https://www.facebook.com/specialhaluashop
🟡Website: onlinedukanbd.com
[বিঃদ্রঃ আমরা স্পেশাল হালুয়াতে কোন প্রকার কৃত্র্রিম যৌন উত্তেজক ঔষধ, ক্যামিকেল, হালুয়ার কালারের সৌন্দর্য বাড়াতে কোন কালার বা food color ব্যবহার করি না। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
তাই খাওয়ার সাথে সাথে এক দুই দিনের মধ্যেই আপনার এই-সেই হয়ে যাবে তা আমরা বলি না]
✴️A symbol of Loyalty _ Special Halua Shop.✴

Special Halua Shop পুরুষদের প্রাকৃতিকভাবে মানসিক ও শারীরিক শক্তিবর্ধক খাবার ও ভেষজ ঔষধ নিয়ে কাজ করে।

31/01/2024

সুস্বাস্থ্য আপনাকে টাকা দিবে না এটা ঠিক,
তবে তার চেয়েও বেশি কিছু দিবে এটা নিশ্চিত।
– আন্ড্রিউ সেইল

27/01/2024

Special Halua Shop
আমরা আপনার কাছে শুধু ”স্পেশাল হালুয়া” দেইনা,
দিয়ে থাকি আমাদের বিশ্বাস।

দুধের বিভিন্ন পুষ্টিগুলো হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। গবেষণায...
21/01/2024

দুধের বিভিন্ন পুষ্টিগুলো হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। গবেষণায় দেখা গেছে, দুধ ও দুগ্ধজাতীয় খাবার অস্টিওপরোসিস প্রতিরোধ করতে পারে এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমায়। দুধে থাকা ভিটামিন-ডি ও ক্যালসিয়াম শরীরের হাড় মজবুত রাখতে সাহায্য করে।

Address

Sarishabari, Pouroshova
Sarishabari
2050

Opening Hours

Monday 06:00 - 23:59
Tuesday 06:00 - 23:59
Wednesday 06:00 - 23:59
Thursday 06:00 - 23:59
Friday 06:00 - 23:59
Saturday 06:00 - 23:59
Sunday 06:00 - 23:59

Telephone

+8801789322176

Alerts

Be the first to know and let us send you an email when Special Halua Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like