Mominul Islam

Mominul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mominul Islam, Digital creator, E-7/F, JFCL Housing Colony, Sarishabari.

28/05/2024

©Masud Rana
ইংরেজি প্রিপজিশন 'ফর' প্রসঙ্গে
এক অনুজের অনুরোধে ইংরেজি প্রিপোজশন 'ফর' (for) সম্বন্ধে লিখছি। তারপর লিখবো 'অফ' (of) সম্বন্ধে।
প্রিপজিশন 'ফর' (for) সম্বন্ধে বলার আগে কি প্রিপোজিশন কী তা বলে নেওয়া উচিত নয়? প্রিপোজিশন হচ্ছে একটি ফাংশন ওয়ার্ড।
ফাংশন ওয়ার্ড আবার কী? এটি কি ধান ভানতে শিবের গীত গাওয়া হচ্ছে? না, তা হচ্ছে না। প্রিপজিশন কাকে বলা হয়, তা বুঝতে হলে ফাংশন ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকা চাই।
আবার, ফাংশন ওয়ার্ড কী, তা বুঝা-ই যাবে না, যদি না আমরা কণ্টেণ্ট ওয়ার্ড বুঝি। অর্থাৎ, খালি কী, তা বুঝতে হলে ভরা কী তা বুঝতে হবে। বস্তুতঃ একটিকে অন্যটির তুলনায় বুঝতে হবে।
ফাংশন ওয়ার্ড ও কণ্টেণ্ট ওয়ার্ডকে বুঝতে হবে পরস্পরের বিপরীতে। কণ্টেণ্ট ওয়ার্ডের যেখানে অন্তর্গত অর্থ আছে যেমন mother, ফাংশন ওয়ার্ডের কোনো অন্তর্গত অর্থ নেই যেমন she.
অন্তর্গত অর্থ নেই মানে এই নয় যে, এদের কোনো অর্থই নেই। আছে। এদের অর্থ হচ্ছে নানা শব্দের বৈকারণিক অবস্থান গ্রহণে সাহায্য করে শব্দসমূহের ব্যক্তিক অর্থকে একটি সামষ্টিক অর্থে উন্নীত করা। লক্ষ করুনঃ
Put pen table
উপরের তিনটি শব্দের প্রথমটি ভার্ব এবং শেষের দু'টি নাউন, এবং এদের প্রত্যেকেরই অন্তর্গত অর্থ আছে। কিন্তু এই তিন শব্দের ব্যক্তিক অর্থ মিলে একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না।
এ-পরিস্থিতিতে আমাদের দরকার অন্তর্গত কোনো অর্থ নেই, এমন শব্দের সাহায্য। এবার লক্ষ করুনঃ
Put the pen on the table.
এবার, উপরের ৬টি শব্দ মিলে পূর্ণ অর্থের একটি ইম্পার‍্যাটিভ বা নির্দেশাত্মক বাক্য রচিত হয়েছে। কারণ, আমরা পূর্বের put pen table শব্দ তিনটির সাথে যথাস্থানে দু'টি the এবং একটি on যোজনা করেছি।
এই যে the ও on শব্দ দু'টি ব্যবহার করা হলো, তাদের কার্যকারিতা বা ফাংশন্যাল অর্থ থাকলেও অন্তর্গত অর্থ নেই। তাই, এ-প্রকারের শব্দকে বলা হয় ফাংশন ওয়ার্ড।
আপনারা যারা ৮ প্রকারের পার্টস অফ স্পীচ শিখেছিলেন, তাদের জন্য সুখবর হচ্ছে, এই প্রকারগুলোকে এখন word classes বলা হয়, এবং এদের সংখ্যা এখন ৯টিঃ
(১) noun, (২) pronoun, (৩) verb, (৪) adjective, (৫) adverb, (৬) preposition, (৭) conjunction, (৮) interjection, and (৯) determiner
উপরের ৯টির মধ্যে মাত্র ৪টি - নাউন, ভার্ব, এ্যাডজেক্টিভ ও এ্যাডভার্ব - হচ্ছে কণ্টেণ্ট ওয়ার্ডস, আর বাকীগুলো - প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন, ইণ্টারজেকশন ও ডিটারমিনার - হচ্ছে ফাংশন ওয়ার্ড।
তো, প্রিপোজিশন হচ্ছে একটি ফাংশন ওয়ার্ড, তাই এর অর্থ বুঝতে হবে বাক্যের ভেতর এর কর্ম দিয়ে। প্রিপোজিশনের কাজটি তা তার নামের মধ্যে নিহিত।
প্রিপজিশনের কাজ হচ্ছে প্রি-তে পজিশন নেওয়া - মানে আগে অবস্থান নেওয়া। কার আগে? উত্তর হচ্ছে নাউন বা নাউনের মতো কাজ করে এমন শব্দ বা শব্দজোটের আগে।
উপরে উদাহরণে লক্ষ করুন, on প্রিপজিশনটি table নাউনের আগে বসেছে। বসে, 'Put the pen'এর সাথে table-এর সম্পর্ক নির্দিষ্ট করে দিয়ে বাক্যটিকে অর্থপূর্ণ করে তুলেছে।
তো, প্রিপজিশন বুঝার পর আমাদের আলোচ্য হচ্ছে for-এর ফাংশন বুঝা। ফাংশন থেকেই অর্থ বুঝতে হবে। নীচে কয়েকটি ব্যবহার উদাহরণ-সহ দিচ্ছি।
(১) উদ্দেশ্য নির্দেশঃ Take this money for buying clothes.
(২) লক্ষ্য নির্দেশঃ He left for London.
(৩) প্রত্যক্ষণ, আকাঙ্ক্ষা ও কর্ম নির্দেশঃ He is looking for her, she is looking for a job, and they both are working for happiness.
(৪) হওয়া কিংবা গঠন বা নির্মাণ নির্দেশঃ Don't take this for granted; the cloth is for a suit.
(৫) ক্রম নির্দেশঃ Let him in for the last time.
(৬) কারণ নির্দেশঃ They couldn't focus on their work for the noise.
(৭) উপযুক্ততা নির্দেশঃ This film is not for children.
(৮) প্রতিস্থাপন নির্দেশঃ Can you do it for me?
(৯) প্রতিনিধিত্ব নির্দেশঃ I will speak for your.
(১০) সমর্থন নির্দেশঃ We all are for you.
(১১) কাল-ব্যাপ্তি নির্দেশঃ I stayed there for two days.
(১২) সম্মানার্থ নির্দেশঃ The road is named for a fallen soldier.
(১৩) সংখ্যা/মূল্য নির্দেশঃ Two for £10.
(১৪) অনুপাত কিংবা সহ-সম্পর্ক নির্দেশঃ There was only one buyer for every ten callers.
উপরের তালিকাটি নিঃশেষক নয়, কিন্তু যথেষ্ট। তবে উল্লেখ্য, for প্রধানতঃ একটি প্রিপজিশন, কিন্তু এটি কনজাংশন হিসেবেও ভূমিকা রাখতে সক্ষম। যেমনঃ We were all late, for the car carrying us broke down
উপরের বাক্যটিতে for কোনো প্রিপজিশন নয়। এটি একটি কৌর্ডিনেইটিং কনজাংশন হিসেবে দু'টি ক্লজ - 'We were all late' ও 'the car carrying us broke down' - যুক্ত করে এক বাক্য গঠন করেছে।
পরিশেষে, শুরুতে উল্লেখিত অনুজটির অনুরোধ ছিলো for-এর সাথে on-এর আলোচনাও করা। কিন্তু যেহেতু আমাকে ধান ভানতে শিবের গীত না গাইলেও অনেক অত্যাবশ্যিক প্রাসঙ্গিক আলোচনা করতে হলো, তাই of নিয়ে একটি পৃথক আলোচনা করবো প্রতিশ্রুতি দিয়ে এখানেই শেষ করছি।
২৭/০৫/২০২৪
লণ্ডন, ইংল্যাণ্ড

জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ২০২৪খ্রি.কার্যকরী কমিটি প্রতিনিধিদের ফোন নম্বর
23/05/2024

জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ২০২৪খ্রি.
কার্যকরী কমিটি প্রতিনিধিদের ফোন নম্বর

21/05/2024
গত ১৬ মে ২০২৪ খ্রি. যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যকরী পরিষদ- ২০২৪খ্রি. নির্বাচনে রবিউল...
19/05/2024

গত ১৬ মে ২০২৪ খ্রি. যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যকরী পরিষদ- ২০২৪খ্রি. নির্বাচনে রবিউল-শাহজাহান পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। বিজয় উপলক্ষ্যে ১৯ মে ২০২৪ খ্রি. সকালে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়। একই দিন সন্ধ্যায় নবনির্বাচিত কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণ করে। আনন্দ মিছিল এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।

স্থিরচিত্র গ্রহণ করেছেন মো. আনিছুর রহমান (জোনাকী ডিজিটাল স্টুডিও)

Address

E-7/F, JFCL Housing Colony
Sarishabari
2055

Telephone

+8801917369936

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mominul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mominul Islam:

Videos

Share