RS Rasel youtuber

RS Rasel youtuber please support me

17/11/2020

জীবনসঙ্গী দ্বীনদার হলে প্রতিটা রাতই ১৪ই ফেব্রুয়ারি
আর
দ্বীনদার না হলে

17/11/2020

পলিথিনের গিট্টু খোলার
ধৈর্য নাই বলে ছিড়ে ফেলি ।
-আমি আবার করমু রিলেশন ।

17/11/2020

প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত,
যেন আজ জীবনের শেষ দিন।
-সেনেকা

15/11/2020
11/11/2020
11/11/2020

রাসুল (ﷺ) বলেনঃ,
,,,যে ব্যক্তি লা-ইলাহ ইল্লাল্লাহর"
উপর দৃঢ় বিশ্বাস নিয়ে,
মৃত্যুবরণ করবে সে জান্নাতে
প্রবেশ করবে।

08/11/2020

এসএসসি পরীক্ষা বাতিলে সড়কে শিক্ষার্থীরা

এবার ২০২১ সালের এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে সড়কে নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ‘করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা নয়’ ব্যানারে দেশের একাধিক জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।আন্দোলরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের জন্যেও অটোপাসের সিদ্ধান্ত দেয়া হোক। কারণ আমরা শুধুমাত্র ক্লাস ৯-এ ক্লাস করার সুযোগ পেয়েছি। তারপর ক্লাস ১০-এর প্রথম দিকেই করোনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর মাধ্যমে আমাদের পড়ালেখায় খারাপ প্রভাব পড়েছে।



শিক্ষার্থীরা আরো বলেন, এই পরিস্থিতিতে আমাদের পড়ালেখা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়াও অনলাইন ক্লাস থেকে অর্ধেকের বেশি শিক্ষার্থীই বঞ্চিত ছিল। এর জন্য আমাদের পাঠদান অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া সামনে শীতে করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিতে পারিনি।



এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ নগরীর টাউন হল রোড এলাকায় এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে রাসেল খান নামে এক শিক্ষার্থী বলেন, আমরাও এইচএসসি শিক্ষার্থীদের মতো অটো প্রমোশন চাই। কারণ আমাদেরও দীর্ঘ ৭-৮ মাস পড়ালেখা হয়নি। তারপরও বলা হচ্ছে এসএসসি পরীক্ষা হবে। এটা কি করে সম্বব?



৩ মাসের পড়া দিয়ে কীভাবে পরীক্ষা দেবো? এমন প্রশ্ন রেখে রাসেল বলেন, আমাদের তেমন প্রস্তুতিও নেই। এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ছিলো; তাদেরও পরীক্ষা হয়নি। তাদের অটো প্রমোশন দেয়া হয়েছে। তাহলে আমাদের কেন অটো প্রমোশন দেয়া হবে না? আমাদের দাবি একটাই, সকল এসএসসি পরীক্ষার্থীদের অটো প্রমোশন চাই।



একই দাবিতে কিশোরগঞ্জেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মো. মাহমুদুল হাসান রুমন নামে এক শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ। সীমিত পরিসরে কিশোরগঞ্জ জেলায় আমরা মানববন্ধন করেছি। এতে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছি।মাহমুদ বলেন, বিগত মার্চ মাস থেকে আমাদের স্কুল বন্ধ থাকায় আমারা তেমনভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারিনি। আর অনলাইন ক্লাস সে তো অনেকের কাছে সোনার হরিণ। আমরা বিগত ৭ মাস থেকে ঠিকমতো সিলেবাসটাও কমপ্লিট করতে পারিনি। তার অন্যতম কারণ স্কুলের পাশাপাশি সকল প্রাইভেট ক্লাস বন্ধ রয়েছে। আমরা অটো প্রমোশন চাই।



এদিকে এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। মো. মাহাদী হাসান নামে এক শিক্ষার্থী কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে। এটি দেশব্যাপী একযোগে পালিত হবে।

এইরকম প্রতিটি জেলায় হওয়া উচিত
06/11/2020

এইরকম প্রতিটি জেলায় হওয়া উচিত

05/11/2020

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৬ হাজার ৬ জন করোনা রোগী।

02/11/2020
https://youtu.be/JJYpoAE6YiA
31/10/2020

https://youtu.be/JJYpoAE6YiA

মুসলিম জাতি যদি একবার সোজা হয়ে দাঁড়ায় কেউ তাদেরকে ধমিয়ে রাখতে পারবে না। নারায়ে তাকবীর - আল....

নারায়ে তাকবীর - আল্লাহু আকবার!  সারা বিশ্বের মুসলিম আজ জেগে উঠেছে তাদের অস্তিত্বের লড়াইয়ে❤️ ২০০ কোটি মুসলমানের প্রাণের স...
30/10/2020

নারায়ে তাকবীর - আল্লাহু আকবার! সারা বিশ্বের মুসলিম আজ জেগে উঠেছে তাদের অস্তিত্বের লড়াইয়ে❤️ ২০০ কোটি মুসলমানের প্রাণের স্পন্দন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অপমানের বিরুদ্ধে প্রতিবাদের রব উঠেছে, কখনোই মুসলিম উম্মাহ এই অপমান সইবে না✊ ফ্রান্স কেন যে কেউ আমাদের রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে এই প্রতিবাদের মোকাবেলা করতে হবে ইনশাঅাল্লাহ✊

পবিত্র জুম্মা মোবারক
30/10/2020

পবিত্র জুম্মা মোবারক

29/10/2020

(আল বাকারা - ৪৩)
আর নামায কায়েম কর, যাকাত দান কর এবং নামাযে অবনত হও তাদের সাথে, যারা অবনত হয়।

28/10/2020

কোটিপতি হোক,
আর গরীব হোক,
দুনিয়ায় মানুষের,
অভাবের কোনো
শেষ নেই,,,

28/10/2020

#মোহাম্মদ (সাঃ) বলেন,
যে ব্যক্তি কোরআন পাঠ করেন,এবং তার জন্য কষ্ট হওয়া সত্ত্বেও বারবার পড়ে,
সে ব্যক্তির জন্য দুটি পুরস্কার নির্দিষ্ট আছে,,

#সহীহ_মুসলিম_১৭৪৭

28/10/2020

- আমি কে এটা সেদিনই বুঝবি💔

- যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে!🙂
- খুঁজে পাবিনা!🙂

22/10/2020

গল্পটা মিথ্যা ছিল না.!💔
-মিথ্যা ছিল প্রিয়জনের ভালোবাসা.! 😷

21/10/2020

না আছে প্রাক্তন,

না আছে বর্তমান,

না আছে ভবিষ্যৎ 😬🤨

আমি সিঙ্গেল ম্যাক্স প্রো😃😃

21/10/2020

👉👉Love marriage👈👈

জামাই : একটু চুপ থাকো

বউ : তুই চুপ থাক বেডা🙄

21/10/2020

প্রয়োজন ছিলাম তাই সম্পর্ক শেষ হয়ে গেল!🙂

যদি ভালোবাসা হতাম তাহলে আজীবন থাকতাম!💔

21/10/2020

পরী- মায়া এক অদ্ভুত জিনিস!😥

না দেয় ভালো থাকতে,😟
না দেয় ভুলে থাকতে!😓💔

20/10/2020

জীবনে সুখী হবা 😊

- অনেক সুখী হবা 🥰

- যদি আমাকে বিয়ে করো😁🙈

20/10/2020

নিজের জায়গায় দাঁড়িয়ে!😊

অন্যের অনুভূতি কখনই বোঝা যায় না!😔

20/10/2020

নামাজ বাদ দিও না☺
কারণ নামাজ তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে.!🥰🌸

- ইনশাআল্লাহ❤

20/10/2020

বউ বউ ডাক পারি

বউ তুমি কেনো বাপের বাড়ি

আইরে বউ ঘরে আই

তোমার জামাই রে মশায় খায়।😍

19/10/2020

মানুষ সবসময় এক থাকে নাহ😓

-মানুষ শিখে,মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়!💕

15/10/2020

তুই ম্যাসেজ করলে❤
-ফোনের সাথে সাথে মনটাও নেচে ওঠে প্রিয়.!!

15/10/2020

যারা সবসময় চ্যাট অফ করে রাখে🙄
এরা আসলে একসাথে অনেকগুলো প্রেম করে!😤🐸

Single life is the best
15/10/2020

Single life is the best

15/10/2020

- হ্যাঁ, আমিও বদলে গেছি!😌
- এখন যে আমাকে মনে রাখে! আমিও তাকেই মনে রাখি!

Address

Sarishabari

Alerts

Be the first to know and let us send you an email when RS Rasel youtuber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RS Rasel youtuber:

Videos

Share

Category


Other Video Creators in Sarishabari

Show All

You may also like