04/10/2023
হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে। 📌হিজামার পদ্ধতি: এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীণ। আগে বাঁশ কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হত। কিন্তু বর্তমানে শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিক কাপ ব্যবহার করা হয়। হিজামাতে ছোট ছোট স্ক্র্যাচ দেয়া হয় যা রক্তনালীকে ইনজুরি করে ফলে ইনফ্ল্যামেটরি রেসপন্স এর কারনে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড হচ্ছে এক ধরনের গ্যাস যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন মিরাকল মলিকিউল। নাইট্রিক অক্সাইড শরীরের সব কোষের ওপর ফাংশান করে। এটা রক্তনালীকে প্রসারিত করে, ব্রেইনে ও হার্টে পুষ্টি বেশি পৌছায়, রক্তচাপ কমায়, যার ফলে মানুষ প্রশান্তি অনুভব করে। এর রয়েছে হাজারো উপকারীতা। 📌কেন হিজামা করাবেন? রোগীদের পাশাপাশি সুস্থ লোকেরাও হিজামা করাতে পারেন। এতে সুস্থতা নিশ্চিত হওয়ার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। 📌হিজামাতে যে সকল সমস্যায় উপকার হয়: (১) উচ্চরক্তচাপ, (২) ঘুমের ব্যাঘাত, স্মৃতিভ্রষ্টতা, মানসিক সমস্যা, (৩) মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা, অস্থি সন্ধির ব্যাথা, পিঠে ব্যাথা, হাঁটু ব্যাথা, দীর্ঘমেয়াদী সাধারণ মাথা ব্যাথা, ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, পায়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা, দীর্ঘমেয়াদী পেট ব্যথা, হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা। (৪) সাইনুসাইটিস (৫) ব্রণ (৬) কোলেস্টেরল (৭) হাঁপানি (৮) গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার (৯) বিষক্রিয়া (১০) দীর্ঘমেয়াদী চর্মরোগ (১১) ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন (১২) ফোঁড়া-পাঁচড়া (১৩) চুল পড়া (১৪) স্পোর্টস ইঞ্জুরি (১৫) হরমোনাল সমস্যা (১৬) ইরে/কটাইল ডিসফাংশন [ই.ডি], (১৭) মাদকাসক্ত এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ। হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদিস নম্বর: ৭৪৭০ হিজামা নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। 👉 দীর্ঘ মেয়াদী এবং স্বল্প মেয়াদী ব্যথা থেকে মুক্তি পেতে এক মাএ সমাধান হতে পারে হি-জা-মা, হি-জা-মা নিন সুস্থ থাকুন। 👉 ঔষধের রয়েছে পার্শ্ব-প্রতিক্রিয়া, কিন্তু কাপিং এ কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মাথা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের ব্যথা, কোমর ব্যথা পায়ের ব্যথা, জয়েন্ট পেইন (আর্থ্রাইটিস) সহ সকল ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে এখনি কাপিং করুন। 👉 পুরুষের জন্য অভিজ্ঞ পুরুষ থেরাপিষ্ট এবং মহিলাদের জন্য অভিজ্ঞ মহিলা থেরাপিষ্ট ! হি-জা-মা / কাপিং করতে যোগাযোগ করুনঃ📞☎️ 01881681817..///>01949676926..