TMLR FUN BOX

TMLR FUN BOX প্রাণ খুলে হাসুন আর আমাদের সাপোর্ট করুন 😘❤
(1)

কাচ্চির সাথে এক গ্লাস বোরহানি না হলে চলে??
17/01/2025

কাচ্চির সাথে এক গ্লাস বোরহানি না হলে চলে??

Good afternoon ❤
16/01/2025

Good afternoon ❤

ভাববেন না গাড়িটিতে ঝং ধরেছে। গাড়িটি লস অ্যাল্জেলেসে আগুনের তোপের মুখে পড়ে। আপ্রাণ চেষ্টায় কোন ভাবে লুকিয়ে ঢাকায় এসে পৌঁ...
16/01/2025

ভাববেন না গাড়িটিতে ঝং ধরেছে। গাড়িটি লস অ্যাল্জেলেসে আগুনের তোপের মুখে পড়ে। আপ্রাণ চেষ্টায় কোন ভাবে লুকিয়ে ঢাকায় এসে পৌঁছায় 😃😃

পড়লে ঠকবেন না!!চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা ক...
15/01/2025

পড়লে ঠকবেন না!!
চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে, লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে, নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।

শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়, তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে, আপনি সিম্পলি সেই সুযোগ টাই দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার সামনে কেউ যদি বলে আপনি মুখ্যু তাই মেনে হেসে বেরিয়ে আসুন, ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন, যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে, বোঝে..

আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, আরো দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরোনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন, পুজো করুন। মোটকথা তাদের কথায় রিয়েক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করেনা ঠিক এইটাই।

একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন, কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না।
বাদবাকি দুনিয়াকে ' মালা ঘুরা ' করে ঝেড়ে ফেলে দিন।

একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর, আপনি যে জীবন টা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছা গুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ না দিতে পারলে, লস টা আপনারই।

কাচ্চি ডাইন, সন্দ্বীপ।
15/01/2025

কাচ্চি ডাইন, সন্দ্বীপ।

Good afternoon 🌹🌹
15/01/2025

Good afternoon 🌹🌹

15/01/2025

কিছু বাস্তব সত্য :

🖌 মানুষের দুটি পা আছে।✅
🖌 পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে✅
🖌 হাতি আকাশে উড়তে পারেনা✅
🖌 মানুষ মরনশীল ✅

Good morning 💚
15/01/2025

Good morning 💚

শুভরাত্রি বন্ধুরা 🖤
14/01/2025

শুভরাত্রি বন্ধুরা 🖤

কেমন হয়েছে সাজটা?
14/01/2025

কেমন হয়েছে সাজটা?

আমাদের দুই ভাইবোনকে কেমন লাগছে?
13/01/2025

আমাদের দুই ভাইবোনকে কেমন লাগছে?

কখনো সারপ্রাইজ গেম নিয়ে, কখনো আবার লটারির টিকেট হাতে হাজির হন ক্যামেরার সামনে!খেটে-খাওয়া নিম্ন-আয়ের মানুষ থেকে শুরু করে ...
13/01/2025

কখনো সারপ্রাইজ গেম নিয়ে, কখনো আবার লটারির টিকেট হাতে হাজির হন ক্যামেরার সামনে!

খেটে-খাওয়া নিম্ন-আয়ের মানুষ থেকে শুরু করে ফ্যান-ফলোয়ার, কেউ-ই বাদ পড়ে না তার পুরস্কার থেকে। মানুষের মুখে হাসি ফুটানোই যেন তার নেশা। যে নেশায় পড়ে সাধারণ ঘরের ছেলে থেকে হয়ে উঠছেন মানুষের ভালোবাসার প্রিয় মোজাহের ভাই। একজনের মুখের হাসির কারণ হতে পারা যে কতটা তৃপ্তিদায়ক, তা মোজাহের ভাইয়ের কন্টেন্টগুলো না দেখলে বোঝা যায় না।

সোশ্যাল মিডিয়ায় তিনি মোজাহের ভাই নামে পরিচিত হলেও তার পুরো নাম মোজাহের ইসলাম। তার জন্ম ও বেড়ে ওঠা সবকিছুই বন্দরনগরী চট্টগ্রাম জেলায়। বর্তমানে তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ব্যাচেলর অব আর্টসে বিভাগের ডিগ্রি শেষ বর্ষে পড়াশোনা করছেন।

ইদানিংকালে জনপ্রিয়তা পেলেও ২০১৮ সাল থেকেই কন্টেন্ট ক্রিয়েশনে নাম লেখান মোজাহের ইসলাম। দীর্ঘদিনের চেষ্টায় দুই মিলিয়ন ফলোয়ারের একটি পেইজ দাঁড় করিয়েছেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর।

কন্টেন্ট ক্রিয়েশন থেকে যা আয় আসে তার বেশিরভাগই সাধারণ কর্মজীবি মানুষের মাঝে বিলিয়ে দেন মোজাহের ভাই। এক সময় ১২০০ টাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করলেও আজ তিনি অন্যের কষ্ট লাঘব করে কুড়াচ্ছেন মানুষের ভালোবাসা।

ভাইবোনের ভালোবাসা ❤💚আমাদের কেমন লাগছে?
13/01/2025

ভাইবোনের ভালোবাসা ❤💚
আমাদের কেমন লাগছে?

আমি কি দেখতেছি? বলতে পারবেন? আমাকে কেমন লাগছে?
12/01/2025

আমি কি দেখতেছি? বলতে পারবেন? আমাকে কেমন লাগছে?

একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল রোজার। শুধু তা-ই নয়, জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল তার...
11/01/2025

একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল রোজার। শুধু তা-ই নয়, জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল তার।

বেজায় শীত পড়ছে। অথচ এদের শীত থাকতে ও নেই 😹😹😹
09/01/2025

বেজায় শীত পড়ছে। অথচ এদের শীত থাকতে ও নেই 😹😹😹

বিয়ে তাহসান করছে আর বিয়ে মিথিলাও করেছিল।  তাহসানের বিয়েতে মেয়ে আয়রাকে কোথাও দেখা যায়নি, কিন্তু মিথিলা কিন্তু ঠিকই মেয়েকে...
09/01/2025

বিয়ে তাহসান করছে আর বিয়ে মিথিলাও করেছিল।
তাহসানের বিয়েতে মেয়ে আয়রাকে কোথাও দেখা যায়নি, কিন্তু মিথিলা কিন্তু ঠিকই মেয়েকে সাথে নিয়েই নতুন জার্নি শুরু করেছিল, সৃজিতের সাথে আয়রার খুব ভালো একটা বন্ডিং রয়েছে, সৃজিত আর মিথিলার বিয়েতে কিন্তু মেয়ে আয়রাও সুন্দর করে সেজেগুজে মায়ের সাথে ছিলেন। কিন্ত তাহসানের বেলায় দেখা গেলো ভিন্নতা, তাহসানের বিয়ের প্রতিটা ছবি খুবই সুন্দর হয়েছে, রোজা - তাহসানের ছবি দেখে মনে হচ্ছে তাহসান আবার নতুন করে প্রেমে পড়েছেন, কিন্তু মেয়েকে কি একেবারেই ভুলে গেলেন তাহসান??? নতুন জীবনে শুধু রোজা আর তাহসান, মেয়েকে কোথাও দেখা গেলো না বরং বাবার বিয়ের দিন মেয়ে আয়রা মা মিথিলার সাথেই ছিল।
এইজন্যই বলে মায়েরা কখনই সন্তানদের ছে*ড়ে যায় না।

আমি শাক কুটতেছি।
05/01/2025

আমি শাক কুটতেছি।

Address

Delaware Khan Road
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when TMLR FUN BOX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TMLR FUN BOX:

Videos

Share

Category