Times of Sandwipy - TOS

Times of Sandwipy - TOS The Times of Sandwipy is Online News Page of Sandwip

"টাইমস্ অফ সন্দ্বীপী" সন্দ্বীপের অনেক গুলো নিউজ আইডির মধ্য অন্যতম একটি অনলাইন নিউজপেপার,আমরা আমাদের নিউজ পরিবারের যাত্রা শুরু করেছি ১৬ই মে ২০১৫ইং থেকে,আমাদের এই অনলাইন নিউজপেপার এর মাধ্যমে সন্দ্বীপের সকল প্রকার সংবাদ আপনাদের কাছে উপস্থাপন করতে চেষ্টা করবো।আপনারা আমাদের সহযোগীতা করবেন।

"টাইমস্ অফ সন্দ্বীপী",সন্দ্বীপিদের অহংকার - সন্দ্বীপিদের কথা বলি...

শিক্ষা প্রতিষ্ঠানে আসছে নতুন কারিকুলাম: শিক্ষামন্ত্রীশিক্ষক-শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি পাবেন এমন নিয়মসহ আসছে নতুন...
18/02/2022

শিক্ষা প্রতিষ্ঠানে আসছে নতুন কারিকুলাম: শিক্ষামন্ত্রী

শিক্ষক-শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি পাবেন এমন নিয়মসহ আসছে নতুন কারিকুলাম। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে এই নতুন কারিকুলাম।

গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, আপাতত মাধ্যমিক স্তরে এটি চালু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শুরু হবে মার্চ মাস থেকে। নতুন এই কারিকুলাম অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি কাটাতে পারবেন।

করোনা মহামারির আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটির পাশাপাশি সাপ্তাহিক দুই দিন ছুটির বিষয়ে তিনি বলেন, প্রাথমিকে শনিবার ছুটি রাখেন না। এখন থেকে রাখবেন, সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটো দিন। একটু যদি ব্রেক না হয়।

তিনি বলেন, এখন তো কম সময় ক্লাস করছিল, তারপরও একটু ব্রেক দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম, সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে। এছাড়া এই শিক্ষাক্রম ২০২২ সালে শুরু হলেও ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন হবে।

15/12/2021
নেতার কাণ্ড, খুলশীতে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬নিজস্ব প্রতিবেদক ১২ ডিসেম্বর ২০২১ইং। চট্টগ্রামের খুলশী থানার...
12/12/2021

নেতার কাণ্ড, খুলশীতে জুয়ার আসর থেকে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক ১২ ডিসেম্বর ২০২১ইং।

চট্টগ্রামের খুলশী থানার আপন নিবাস আবাসিক এলাকা থেকে জুয়ার আসর থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতাসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

গ্রেফতারকৃত ৬ জন হলেন— মিজানুর রহমান, আখতার হোসেন, শহীদুল ইসলাম, মনির, নজরুল ইসলাম মজুমদার ও জামাল হোসেন।

এদের মধ্যে মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান।

পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আপন নিবাস আবাসিক এলাকার ওসমান কলোনিতে জুয়ার আসর বসেছে। পরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।’

তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘তাদের আদালতে পাঠানো হবে।’

সূত্রঃ চট্টগ্রাম প্রতিদিন।

শিবের হাটের জামসেদ সওদাগর পুত্রের ছুরির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন আছেন।সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের পশ্চিম রুপের গো বাড়ির...
25/11/2021

শিবের হাটের জামসেদ সওদাগর পুত্রের ছুরির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের পশ্চিম রুপের গো বাড়ির শিবের হাটের ব্যবসায়ী জামশেদ সওদাগরকে আজ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় তার বড় ছেলে দোকানের নানা সমস্যায় পিতা-পুত্রের ঝগড়া থেকে এক পর্যায়ে পুত্র রাশেদ রিগান পিতাকে ছুরি দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। বর্তমানে জামশেদ সওদাগর ডা. আশিকুর রহমান নিপুর চিকিৎসাধী আছেন।

তথ্যসূত্রঃ ইলিয়াছ সুমন।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়ার মাহফিলে...
21/11/2021

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করলো সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়ন ছাত্রদল।

উপস্থিত ছিলেন গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

সন্দ্বীপে সাবেক ছাত্রদল নেতা আব্দুল  বাকের রোমানের পক্ষ হতে ঈদ উপহার প্রদানসন্দ্বীপের বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা ...
09/05/2021

সন্দ্বীপে সাবেক ছাত্রদল নেতা আব্দুল বাকের রোমানের পক্ষ হতে ঈদ উপহার প্রদান

সন্দ্বীপের বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল বাতেন সওদাগরের নাতি ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশার ভাতিজা ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা আব্দুল বাকের রোমানের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

আজ ৯ মে আব্দুল বাকের রোমানের নিজ বাড়ি রোমান ম্যানসনে ঈদ উপহার হিসেবে এ পাঞ্জাবী ও সেলাই মেশিন বিতরন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদিন বাকের,সাবেক সন্দ্বীপ উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক তসলিম উদ্দিন,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি নিঝুম খাঁন,বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক হাসানুজ্জামান মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা গাজী হানিফ, সাবেক কমিশনার নাছির উদ্দিন,এডিএম সেলিম, হেলাল মেম্বার, কাসেম মেম্বার, মোঃ কাজল, মাঈন উদ্দিন,দিদারুল আলম সোহেল, টিটু হায়দার, কামরুল হাসান, আব্দুল ওয়াজেদ অনিক, খায়রুল আলম সাইফুল সাবেক উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম এছাড়াও সন্দ্বীপ উপজেলা যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন আওয়ামী শাসন আমল শুরু হওয়ার পর থেকে বিএনপি,যুবদল ও ছাত্রদলের অনেক নেতা কর্মীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর জীবন করছে। কিন্তু যে সমস্ত নেতা কর্মীরা নির্বাচন এলে দল থেকে নমিনেশন চাই,কোটি টাকা খরচ করে নেতা সেজে যায়, তারা নেতা কর্মীদের কোন খোঁজ খবর রাখেনা। আমরা যে সব নেতা কর্মী বান্ধব নয় কিন্তু সুযোগের অপেক্ষায় বসে থাকে সে সব নেতাদের বয়কট করবো। আব্দুল বাকের রোমান সে হিসেবে ব্যাতিক্রম সে করোনাকালীন সময়ে ত্রান সহযোগিতা ছাড়াও সকল সংকটময় মুহুর্তে এবং প্রতিবছর ঈদে, কোরবানে কর্মীদের পাশে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই আমরা বলবো যারা সত্যিকারে নেতৃত্ব দিতে চান তারা রোমানের মতো কর্মীদের খোজ খবর নেন, পাশে দাঁড়ান নয়তো সু-সময়ে মাঠে আসলে কেউ আপনাদের মুল্যায়ন করবেনা। আমরা আব্দুল বাকের রোমানের নেতা কর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্জতা জানাই এবং ওনার পাশে থেকে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি।

(প্রেরিত বার্তা)

রোহিঙ্গা বেধেছে জোট, মাদক ব্যবসায়ীরা বলে সন্দ্বীপে ঢুক—গত ২৮শে মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জীবিকার তাগিদে সংযুক্ত আর...
08/05/2021

রোহিঙ্গা বেধেছে জোট, মাদক ব্যবসায়ীরা বলে সন্দ্বীপে ঢুক—

গত ২৮শে মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে আসলাম। প্রবাসের মাটিতে সেটা ছিলো আমার দ্বিতীয় সফর এর আগে আমি ১৪ই মার্চ ২০১৯ইং কাতারে গেছিলাম।

ডুবাই আসার পরে এখানকার রাস্তাঘাট গুলো আমার কাছে কেমন জানি আউলা ঝাউলা লাগছিলো অবশ্যই লাগার কথা যেহেতু আমি এই শহরে সম্পূর্ণ নতুন। তবে রোহিঙ্গারা জীবনেও সন্দ্বীপে না এসেও হয়তো তাদের কাছে আমাদের প্রিয় সন্দ্বীপটা পরিচিত পরিচিত মনে হচ্ছে।

এখন কথা হলো—রোহিঙ্গারা বাংলাদেশের মাটিতে আসার পর থেকে সবচেয়ে বেশি সময় থেকেছে কক্সবাজার। সেখানকার অলিগলি ওদের কমবেশি চেনাজানা আছে বলা চলে। সেখানে তারা বছরখানেক বা তার বেশি থাকার পরে সরকারি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রোহিঙ্গাদের সন্দ্বীপের সাবেক ইউনিয়ন নয়ামস্তিতে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আমরা সবাই যেটাকে অন্যনামে ছিনি।

সন্দ্বীপের সাবেক এই ইউনিয়ন নদী ভাঙ্গনের কবলে পরে বিলিয়ন হয়ে গেলেও মহান আল্লাহতালা'র রহমতে আবার নতুন করে চর জাগার পরে মোটামুটি মানুষ বসবাসের যোগ্য হয়ে উঠেছে।

সরকার রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেয়ার পর থেকে সন্দ্বীপের মানুষের মনে একটা খটকা লেগেই ছিলো। কখন জানি সন্দ্বীপে রোহিঙ্গা ঢুকে যায়। রোহিঙ্গারা ঢুকতে পারলেই সন্দ্বীপের মাটিতে বর্তমানের পাশাপাশি আরো বেশি চুরি ডাকাতি বেড়ে যাবে। অবশ্যই মানুষের সেই খটকার বাস্তবায়ন হচ্ছে।

বিগত কয়েকদিন আগে একটা মধ্য বয়সী রোহিঙ্গা সন্দ্বীপে ঢুকে যায় এরপরে আজকে অনলাইনের কল্যাণে দেখতে পেলাম ৩জন রোহিঙ্গা যুবক সন্দ্বীপে প্রবেশ করেছে।

আমার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে—এই রোহিঙ্গাদের সন্দ্বীপে প্রবেশ করতে সাহায্য করছে কারা? সন্দ্বীপের আনাচে-কানাচেতে ঢুকার মত এই কঠিন চ্যালেঞ্জ নিয়েছে কারা? নিশ্চয়ই মাদক ব্যবসায়ীরা তাদের মাদকের ব্যবসা জমজমাট করার লক্ষে এমন উদ্যোগ নিয়েছে। অন্যথায় সন্দ্বীপের মত অচেনা অজানা দ্বীপে প্রবেশ করার মত সাহস তারা পায় কোথায় থেকে?

তাই আমি ব্যক্তিগত ভাবে প্রশাসন ও জনসাধারণকে অনুরোধ করবো৷ সন্দ্বীপের আনাচে-কানাচেতে যদি কোন ব্যক্তির কথাবার্তা অস্বাভাবিক হয় এবং অচেনা মনে হয়। তার ব্যক্তিগত পরিচয় খতিয়ে দেখে যদি সত্যিকারের কোন পরিচয় না পাওয়া যায়। তাহলে তাকে গ্রেফতার করে সন্দ্বীপ থানায় নিয়ে আসার এবং জনসাধারণ যাতে পুলিশের হাতে তুলে দেয়।

যদি এইভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো না যায়। তাহলে সন্দ্বীপের মাটিতে খুন ও চুরি ডাকাতি সহ মাদকের ভয়াবহ চিত্র দেখতে হবে। সন্দ্বীপের জনজীবনে নেমে আসবে হরেক রকমের দুর্ভোগ।

তাই এখনি সবাইকে সচেতন হয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে হবে। পাশাপাশি স্বরাস্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। আমাদের এই সুন্দর দ্বীপকে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং রোহিঙ্গাদের অত্যাচার থেকে রক্ষা করুন।

উল্লেখ্যঃ সন্দ্বীপের আনাচে-কানাচেতে প্রতিনিয়ত মাদকের জমজমাট ব্যবসা চলছে বা চলমান রয়েছে। তাদের মাঝে অধিকাংশ নিজের স্বার্থে এলাকার ছোটখাটো যুবকদের নীরবে ব্যবহার করছে। তাই তাদেকেও দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসুন। কোন রাজনৈতিক প্রভাবে যাতে তারা আইনকে বুড়ো আঙুল দেখাতে না পারে।

মনে রাখবেন—একজন মাদকাসক্ত ব্যক্তি দেশ, সমাজ এবং পরিবারের জন্য বিষাক্ত সাপের চেয়ে বিপদজনক।

—নুর হাসান সন্দ্বীপী
এডমিনঃ Times of Sandwipy - TOS & Dwiper TV

করোনায় মানবিক ড্রাইভার সন্দ্বীপের সাইফুল  ================================করোনায় কিছু কিছু মানুষের কর্মকাণ্ড সত্যিই অনুক...
22/04/2021

করোনায় মানবিক ড্রাইভার সন্দ্বীপের সাইফুল
================================

করোনায় কিছু কিছু মানুষের কর্মকাণ্ড সত্যিই অনুকরণীয়। যা সমাজের মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে উদ্বুদ্ধ করে।
তেমনি একজন সন্দ্বীপের মোঃ সাইফুল ড্রাইভার, থাকেন চট্টগ্রামের হালিশহরে৷
করোনার প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউয়েও বিনা পয়সায় চট্টগ্রামে গরীব রোগীদের মেডিকেলে নিয়ে যায় সন্দ্বীপ গাছুয়ার এই ড্রাইভার।

নিজেই গরীব মানুষ বলে, গরীব মানুষদের কষ্ট কিংবা দুঃখ জানেন তাই গরীব মানুষদের বিনে পয়সায় মেডিকেল নিয়ে তৃপ্তি পান বলেন জানান, মানবিক ড্রাইভার সাইফুল।

ইতিমধ্যে স্যোসাল মিডিয়া নিজের ফেইসবুক আইডিতেও ঘোষণা দিলেন রাতদিন ২৪ ঘন্টা নিজের ব্যক্তিগত এই নাম্বারে (০১৮১২-৬০৩৮১১) কল দিলে গরীব ও দুঃস্থ রোগীদের বিনা পয়াসায় নিজের গাড়িতে পৌঁছে দিবেন হাসপাতালে।

© দ্বীপের কথা

সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ড, উপজেলা পরিষদের উত্তর পাশে এক পরিবারের ৪ জন হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার খবর পাওয়...
08/02/2021

সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ড, উপজেলা পরিষদের উত্তর পাশে এক পরিবারের ৪ জন হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার খবর পাওয়া গেছে।

ঐ নওমুসলিমরা পরিবারের পরিচিতি তুলে ধরা হলো। এক পরিবার, স্বামী স্ত্রী ও দুইজন পুত্র সন্তান।

বর্তমান পরিচয়ঃ-
১। মোহাম্মদ ইউসুফ।
২। বিবি ফাতেমা।
৩। মোহাম্মদ আব্দুর রহমান
৪। মোহাম্মদ আব্দুর রহিম।....................................................

উনাদের সাবেক পরিচয়,
১। হারাধন সেন সূত্রধর।
২। ঝর্ণা রানী, প্রকাশ বালিকা।
৩। হৃদয়।
৪। অন্তর।
গ্রাম, পৌরসভা ৮ নং ওয়ার্ড।
উপজেলা সন্দ্বীপ, জেলা চট্টগ্রাম।.....................................................

উল্লেখ্য সকল আইনি প্রক্রিয়া শেষ সম্পন্ন করেই তারা নওমুসলিম হয়েছেন।

05/02/2021

ট্রাক ড্রাইভার মিশু হত্যার প্রতিবাদে চলছে অবরোধ, হরতাল সহ মিছিল।

গতকাল কাছিয়াপাড় ঘাট এলাকায় দুর্বিত্তদের হাতে ট্রাক ড্রাইভার নিহতের প্রতিবাদে সন্দ্বীপে চলছে অবরোধ ও হরতাল।এই মুহুর্তে এনাম নাহার মোড়ে ধর্মঘট ও মিছিল চলছে।

সূত্রঃ Sandwip24

হেফজতের নূতন আমীর বাবুনগরী ও মহসাচিব নূর হোসাইন কাসেমীনিজস্ব প্রতিবেদকঃআল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমীর এবং...
15/11/2020

হেফজতের নূতন আমীর বাবুনগরী ও মহসাচিব নূর হোসাইন কাসেমী

নিজস্ব প্রতিবেদকঃ

আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমীর এবং মাওলানা নূর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত হয়েছেন। রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিলুপ্ত ঘোষণা করা হয় পুরাতন কমিটি।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আল্লামা জুনায়েদ বাবুনগরী সংগঠনটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে, মাওলানা নূর হোসাইন কাসেমী এতোদিন হেফাজতের ঢাকা মহানগর শাখার আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আল্লামা আহমদ শফির ইন্তেকালের পর হেফাজতের আমির কে হচ্ছেন, এনিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। এর মাঝেই সংগঠনটির নূতন কমিটি নির্বাচনের জন্য ডাকা হয় কাউন্সিল। সারা দেশ থেকে হেফাজতের প্রতিনিধিদের উপস্থিতিতে রোববার (১৫ নভেম্বর) হাটহাজারি মাদ্রাসায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তে আমির ও মহাসচিবের নাম ঘোষনা করা হয়।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে জামশেদ উদ্দিন (৩২) নামে এক যুবদল নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ...
14/11/2020

চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে জামশেদ উদ্দিন (৩২) নামে এক যুবদল নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসতনগর সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে সকালে যুবদল নেতা জামশেদ উদ্দিনের স্ত্রী অপহৃত স্বামীকে উদ্ধারে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ম...
14/11/2020

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রিফাত শরীফ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্...
29/10/2020

রিফাত শরীফ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।https://www.jagonews24.com/country/news/620340

চট্টগ্রাম জেলার আওতাধীন সন্দ্বীপ উপজেলাতে টেলিটক বাংলাদেশ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ...
28/10/2020

চট্টগ্রাম জেলার আওতাধীন সন্দ্বীপ উপজেলাতে টেলিটক বাংলাদেশ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ফেসবুক বার্তায় নিশ্চিত করে জানিয়েছেন।

হাটি হাটি পা পা করে আমরা সামনে যাচ্ছি। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে গতকাল টেলিটকের নতুন টাওয়ার চালু হলো সন্দ্বীপঃ
১) সেনেরহাট সন্দ্বীপ
২) মুসাপুর সন্দ্বীপ
৩) গুপ্তছড়া সন্দ্বীপ
৪) পালিশর বাজার সন্দ্বীপ
৫) রহমতপুর সন্দ্বীপ
৬) সন্তোষপুর সন্দ্বীপ

এখন থেকে সন্দ্বীপের মানুষ টেলিটক সিম ব্যবহার করতে আর কোনপ্রকার সমস্যায় পড়তে হবে না। আগামীতে আরো বিভিন্ন স্থানে টাওয়ার প্রতিস্থাপন করা হবে বলে ধারণা করা যায়।

26/10/2020

হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিমের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তাকে এ সাজা দেন।

20/10/2020

নৌকা: প্রাপ্ত ভোট ৭ হাজার ৫৫৭, ধানের শীষ: প্রাপ্ত ভোট ২শ ৪৮

হারামিয়া ইউপি উপনির্বাচন

সন্দ্বীপের রহমতপুরে আবারো সন্ত্রাসী হামলা-----------------------------------------------------ইলিয়াস কামাল বাবু, সন্দ্বী...
18/10/2020

সন্দ্বীপের রহমতপুরে আবারো সন্ত্রাসী হামলা
-----------------------------------------------------

ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রতিনিধি:

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের একটি বাড়ীতে আবারো সন্ত্রাসী হামলা হয়েছে বলে দাবী করেছেন শিল্পী বেগম ও রাহেনা বেগম নামে দুই গৃহিনী। এ সময় তাদের ঘরে গৃহকর্তা ছিলেন না। ঘটনাটি মঙ্গলবার মধ্য রাতে রহমতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ খুরশীদ সুকানীর বাড়ীর জামাল ও কামরুলের ঘরে ঘটেছে।

ঐ দুই মহিলা এ প্রতিবেদকের কাছে দাবী করে বলেন-রাত আড়াইটার দিকে স্থানীয় আকবর খোকন, রিয়াদ ও রুবেল এই ৪ জন প্রথমে জামালের ঘরের টিনের বেড়ায় ও চালায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় এবং দরজা ভেঙ্গে ঘরে ঢুকে জামালকে খুঁজাখুঁজি করে না পেয়ে জামালের ছোট ছেলে ২য় শ্রেণির ছাত্র আল ইসলাম (৯) কে গলা টিপে ধরে এবং চর-থাপ্পাড় মারে। জামালের স্ত্রী শিল্পী বেগম (৩৫) আরো বলেন- তার ঘরে টেবিলের ভেতর একটি ব্যাগে রক্ষিত নগদ ৩০ হাজার টাকা ও তার গলা থেকে ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

ঘটনা চলাকালীন তারা বিকট শব্দের আওয়াজ পান এগুলো গুলি কিংবা বোমার আওয়াজ হতে পারে বলে তিনি ধারণা করে বলেন। সন্ত্রাসীরা যাওয়ার সময় ঘরের খোলা বারান্দায় স্তুপকৃত শুকনো পাতায় আগুন ধরানোর চেষ্টা করে বলেও দাবী করেন।

একই ভাবে পাশের বাড়ীর কামরুলের স্ত্রী রাহেনা বেগম বলেন-তার ঘরের দরজায়ও ঐ সন্ত্রাসীরা এলোপাথারী কোপায় এবং ঘরে ঢুকে ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কামরুলের বাবা আবুল কাশেম পাশের ঘর থেকে এ সময় ঘটনাস্থলে আসতে চাইলে সন্ত্রাসীরা তাকে বাঁধা দেয় বলে জানান।

এ ঘটনার সংবাদ পেয়ে সকাল ৯ টার দিকে সন্দ্বীপ থানার এসআই মনোয়ার সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন এবং ক্ষতিগ্রস্থদের বয়ান নেন। তিনি ক্ষতিগ্রস্থদের মামলার প্রয়োজনে সন্দ্বীপ থানায় যোগাযোগ করার জন্য বলে যান। সকালে পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থলে ছিলেন রহমতপুর ইউপি চেয়ারম্যান মাস্টার ইলিয়াছ খান, স্থানীয় ৭ নং ওয়ার্ড মেম্বার মৌলভী রফিক ও পার্শ্ববর্তী ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ কামাল উদ্দীন সহ রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান খান।

এ দিকে এ ঘটনার সাথে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকবর মাহমুদ তার কিংবা তার অনুসারী যুবলীগ কর্মীদের দূরতম কোন সম্পর্ক নেই কিংবা সম্পৃক্ত থাকার কথা জোর দিয়ে অস্বীকার করেন। তিনি বলেন-আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি সুবিধাবাদী মহল ঘোলাপানিতে মাছ শিকারে নেমে পড়েছে। এ মহলটি ইতিপূর্বেও তাকে নানাভাবে হয়রানি ও তার ইমেজ ক্ষুন্ন করার চেষ্টা করেছে এবং তাকে সহ যুবলীগ কর্মীদের এখনও ফাঁসানোর পায়তারা করছে। যুবলীগ নেতা আকবর, তার বিরুদ্ধে আনা অভিযোগটি যে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সে বিষয়ে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের উর্দ্বতন নেতৃবৃন্দকেও অবহিত করেছেন বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

সন্দ্বীপে মগধরা ইউনিয়ন থেকে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতারবাদল রায় স্বাধীন =========================সন্দ্বীপ মগধরা ইউনিয়ন ...
11/10/2020

সন্দ্বীপে মগধরা ইউনিয়ন থেকে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাদল রায় স্বাধীন =========================

সন্দ্বীপ মগধরা ইউনিয়ন থেকে এক মহিলা মাদক ব্যবসায়ীকে ২৭০ পিস ইয়াবা সহ অাটক করেছে সন্দ্বীপ থানা পুলিশের এসআই জুলফিকার ও তার সঙ্গীয় ফোর্স সহ। আসামীর নাম নাহিদা সুলতানা ওরফে নিপা স্বামী কামরুজ্জামান ঠিকানা গোলাম রহমান মুন্সির বাড়ি ওয়ার্ড নংঃ ৪, সাং মগধরা, বয়সঃ ২৮।

গতকাল রাত ১০ টার সময় গোপন খবরের ভিত্তিতে প্রচুর ইয়াবা, মাদক,জিপার ও ধারালো অস্ত্র সহ এসআই জুলফিকারের হাতে গ্রেফতার হয়েছে এই মাদক ব্যবসায়ী দুধর্ষ মহিলা।থানা সুত্রে জানা যায় দীর্ঘ কয়েক বছর ধরে সে এই মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও তার স্বামী কামরুজ্জামানও এই ব্যবসার সাথে জড়িত বলে তারা জানিয়েছেন।

সন্দ্বীপ উপজেলার আওতাধীন গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ঈব্রাহীম খান এর উপর কথিত সন্ত্রাসীরা হামলা করেছে...
10/10/2020

সন্দ্বীপ উপজেলার আওতাধীন গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ঈব্রাহীম খান এর উপর কথিত সন্ত্রাসীরা হামলা করেছে বলে খবর পাওয়া গেছে। ইব্রাহিম খানের সাথে পূর্ব শত্রুতার জের ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে ইব্রাহীম খানের সাথে কথা বলে জানা গেছে। উক্ত ঘটনার সাথে জড়িত ছিলো ৩ জন মূল হোতা কামরুল গরিব উল্যার বাড়ির সিদ্দিকের ছেলে ও তার সহযোগী ছিলো দুইজন খায়রুল ও সৈকত খান সাহেবের বাড়ি।

সন্দ্বীপে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বোনকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তারসাইফ রাব্বী:------------------চট্টগ্রামের সন্দ্বীপ কালাপান...
10/10/2020

সন্দ্বীপে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বোনকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার

সাইফ রাব্বী:
------------------
চট্টগ্রামের সন্দ্বীপ কালাপানিয়া ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বোনকে ধর্ষণ করে শিপন। ধর্ষক শিপন তাদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে এবং নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। মোঃ শিপন(৪৫) কালাপানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসিন্দা মোঃ নূরালমের ছেলে ।

ধর্ষিত বড় বোন বলেন, শিপন আমার ছোট বোনকে বিয়ে দিবে বলে। সে বলে আমার বোনের বিয়ে হচ্ছে না তাই তাকে তাবিজ করতে হবে। সেজন্য আমার বোন আর আমার নগ্ন ছবি লাগবে। নগ্ন ছবি প্রচার করবে বলে ভয় দেখিয়ে আমাদের ধর্ষণ করে এবং টাকা নেই।

ধর্ষিত ছোট বোন বলেন, শিপন আমাকে জোড় করে ধর্ষণ করে। আমি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিপন বিএনপির একজন কর্মী ছিলেন। তার পরিবার বিএনপির রাজনীতিতে জড়িত।

ধর্ষণের অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টায় কালাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজী টিটু চৌকিদার নিয়ে শিপনকে আটক করে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজী টিটু বলেন, আমি অভিযোগ পেয়ে নিজে গিয়ে ধর্ষককে আটক করে রাখি এবং বিষয়টি ওসিকে জানাই।

তিনি আরো বলেন, আমার ইউনিয়নে কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না।

সন্দ্বীপ থানা এসঅাই উনুমং মারমা জানান, আমরা অভিযোগ নিয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সন্দ্বীপে স্যামসাং এর শো রুমে দুর্ধর্ষ ডাকাতি-------------------------------------------------------ইলিয়াস কামাল বাবু,সন...
07/10/2020

সন্দ্বীপে স্যামসাং এর শো রুমে দুর্ধর্ষ ডাকাতি
-------------------------------------------------------

ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ প্রতিনিধিঃ

সন্দ্বীপ উপজেলা সদরের স্যামসাং শো রুমে ( মোবাইল ডিভিশন) দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এতে ডাকাত দল দোকানের শাটার এর তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের বিভিন্ন দামের স্যামসাং ব্রান্ডের এনড্রয়েড মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ৭ অক্টোবর ভোর রাতে সংগঠিত
হয় বলে মালিক পক্ষ ধারনা করছেন।
স্যামসাং কোম্পানীর সন্দ্বীপের ডিলার মোঃ
শাহাদাত হোসেন এ প্রতিবেদক কে বলেন - রাতে তারা দোকানের চারটি শাটার এ আটটি তালা মেরে চলে যান। সকালে দোকান খুলতে এসে দেখেন একটি শাটারের দুটি তালা খুলছে না।বিষয়টি সন্দেহজনক হওয়ায় কমপ্লেক্সের ব্যবসায়ী শাহ্ আকবর হেলাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক মাহমুদ সহ ও সন্দ্বীপ থানা কে অবহিত করা হয়।
সকাল ১১ টার দিকে সন্দ্বীপ থানার এসআই মোফাজ্জল সহ একটি পুলিশ দল
ঘটনাস্থলে আসেন এবং শো রুমে প্রবেশ করে দেখেন মোবাইল শো কেইস গুলো ফাঁকা, পরে তারা স্যামসাং ফ্রিজ ডিভিশনের মালিক জাবেদের কাছ থেকে তথ্য নিয়ে জানেন ডাকাত দল প্রায় ২০ লক্ষ টাকা মুল্যের স্যামসাং ব্রান্ডের বিভিন্ন দামের ১০০ টি এনড্রয়েড মোবাইল সেট নিয়ে গেছে। যাবার সময় ডাকাত দল যে শাটার এর দুটি তালা ভেঙ্গেছিলো তাতে দুটি নতুন তালা লাগিয়ে দিয়ে গেছে।

পুলিশ দোকানের ও আশে পাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষার জন্য সংগ্রহ করে থানায় নিয়ে গেছে বলে জানালেন মালিক পক্ষ। এ ছাড়া তারা বিষয়টি স্যামসাং কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন এবং এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন এটাও বললেন।

06/10/2020

হরিশপুর ফতের গো এলাকায় বোমা বানানোর সময় বিস্ফোরনে ১ জন আহত ।
তথ্যসূত্র: নুরুল হুদা (গ্রাম পুলিশ)

সন্দ্বীপে সিভিল পোষাকে আসামী ধরতে যাওয়া এসআই কাউছারের লাথিতে ৫ মাসের গর্ভবতী নিপার গর্ভস্থ সন্তান নষ্ট হতে চলেছে।সন্দ্ব...
03/09/2020

সন্দ্বীপে সিভিল পোষাকে আসামী ধরতে যাওয়া এসআই কাউছারের লাথিতে ৫ মাসের গর্ভবতী নিপার গর্ভস্থ সন্তান নষ্ট হতে চলেছে।

সন্দ্বীপে চাচার সাজানো মামলার আসামী নিজ ভাতিজাকে ধরতে গিয়ে থানা পুলিশের আঘাতে আসামীর ৫ মাসের গর্ভবতী বোন নিপার সন্তান নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে গত ২ সেপ্টেম্বর।
সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ডের ছিদ্দিকের বাড়িতে ঘটেছে এ পাশবিক ঘটনা।এলাকার সাবেক ইউপি সদস্য বাবুল মেম্বার জানান সন্দ্বীপ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলো নিপা। পরদিন অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
সন্দ্বীপ মেডিকেল সেন্টারে এসআই কাউছারের নির্যাতনের বর্ননা দিতে গিয়ে ক্ষতিগ্রস্থ নিপা বেগম জানান হঠাৎ করে সিভিল পোষাকে আসা ৪ জন পুলিশের ৩ জন আমার ঘরে ঢুকে এবং কাউছার নামে একজন আমাকে এলোপাথারি চর থাম্পর ও জুতা দিয়ে আঘাত করতে থাকে শরীরের বিভিন্ন জায়গায়। এক পর্যায়ে আমার পেটে লাথি মারার সাথে সাথে আমার গোপনাঙ্গ দিয়ে পানি ঝড়া শুরু হয় এবং আমি চিৎকার করে আমি গর্ভবতী জানিয়ে আমাকে মারতে নিষেধ করলেও তারা শুনেনি। আমার বৃদ্ধা মাও বলেন আমার গর্ভবতী মেয়েকে মেরোনা তখন তারা আমার মাকেও মারধর করে।
সন্দ্বীপ মেডিকেল সেন্টারে কর্তুপক্ষের সাথে বলে জানাগেছে সেদিন সন্ধ্যা পর্যন্ত অাল্ট্রাসনোগ্রাফিতে সন্তানের অবস্থা ভাল ছিল কিন্তু আজ অবস্থার অবনতি ঘটায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিমের পরামর্শে রোগীকে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।
এ ব্যাপারে ডাক্তার ফজলুল করিম বলেন রোগীর অবস্থার অবনতি হয়েছে এবং বাচ্চার অবস্থা জানতে অনেকগুলো পরীক্ষা নীরিক্ষার প্রয়োজন আছে তাই আমি তার চট্টগ্রামে রেফার করেছি।
সন্দ্বীপ থানার ওসি বশির আহম্মেদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার সাথে জরিত এস আই কাউছারকে আমরা অভিযানে পাঠাইনি এবং সে সিভিল পোষাকে সেখানে গিয়েছে সেটা প্রমানীত হওয়ার পর তাৎক্ষণিক ভাবে তাকে আমি ক্লোজড করেছি। আজ সকালে এস আই কাউছার সন্দ্বীপ ত্যাগ করে পুলিশ লাইনে রিপোর্ট করবে।
তিনি আরো বলেন আমি সন্দ্বীপের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এসেছি। আমার প্রতিষ্ঠানে কোন খারাপ লোকের জায়গা হবেনা। তাই আমি তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক কঠোর শাস্তির ব্যবস্থা করবো। এবং ক্ষতিগ্রস্থ মহিলার সমস্ত ব্যয়ভার নিব।

সোর্সঃ ডেইলি সন্দ্বীপ

৫০ লাখ টাকা না পেয়ে ওসি-এসআই মিলে তিন যুবককে ক্রসফায়ারে ‘খুন’---কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহাকে যেদিন পুলিশ হত্যা...
17/08/2020

৫০ লাখ টাকা না পেয়ে
ওসি-এসআই মিলে তিন যুবককে ক্রসফায়ারে ‘খুন’
---
কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহাকে যেদিন পুলিশ হত্যা করে, সেদিনই অনেকটা নিরবে ক্রসফায়ারের নামে হত্যা করা হয় আরও তিন যুবককে। ঘটনাস্থল কক্সবাজারেরই আরেক থানা চকরিয়া। পটিয়া থেকে ধরে নিয়ে যাওয়া এক প্রবাসী ও দিনমজুরের সঙ্গে চকরিয়ার এক যুবককেও একইসঙ্গে সেদিন ‘হত্যা’ করা হয়।

চকরিয়া থানা পুলিশ সেদিনই সংবাদমাধ্যমে প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছিল— ‘কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওসিসহ ৪ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৪৪ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি। শুক্রবার (৩১ জুলাই) ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়া আমতলী গর্জন বাগান পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।’

ঘটনাটি ধামাচাপাই পড়তে যাচ্ছিল। কিন্তু মেজর (অব.) সিনহা হত্যার ঘটনার পর স্বজনরা আর চুপ থাকতে পারেননি। এখন জানা যাচ্ছে, পরিকল্পিতভাবেই ওই প্রবাসী ও দিনমজুরকে পটিয়ার বাসা থেকে ধরে চকরিয়ায় নিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করে চকরিয়া থানা পুলিশ। নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, তারা কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। পুলিশকে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের। ঘর থেকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়ার আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল পুলিশ— এমন অভিযোগও উঠেছে সুনির্দিষ্টভাবে।

নিহতদের স্বজনরা জানান, পুলিশের দাবি করা টাকা দিতে না পারায় নিরপরাধ দুই যুবককে হত্যা করে ইয়াবা উদ্ধারের নাটক সাজানো হয়েছে। শুধু তাই নয়, পুলিশের গুলিতে নিহত হওয়ার তিনদিন আগে পটিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। কিন্তু ক্রসফায়ারে মারা যাওয়ার পর পুলিশ রহস্যজনকভাবে তাদেরকে ‘অজ্ঞাত’ পরিচয়ে প্রচারণা চালায়।

জানা গেছে, গত ২৯ জুলাই ভোর ৬টায় পটিয়া উপজেলার কচুয়াই ইউপির ভাইয়ের দীঘির পাড় তালতলা এলাকার নিজ বাসা থেকে আব্দুল আজিজের পুত্র মোহাম্মদ জাফর এবং পটিয়া সদরের পাইকপাড়া এলাকার আবুল কাশেমের পুত্র মোহাম্মদ হাসানকে (৩৭) আটক করে চকরিয়া থানা পুলিশ। পরে জাফরের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে ৩১ জুলাই ভোর রাতে কথিত ইয়াবা উদ্ধারের অভিযানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছে দাবি করে ৪৪ হাজার ইয়াবা ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করার কথা প্রচার করে পুলিশ। এমনকি এ সময় চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন ও মো. সবুজ ‘আহত’ হন বলে জানানো হয়েছিল।

নিহত মোহাম্মদ জাফর ১৮ বছর ধরে প্রবাসে ছিলেন। তার বাড়ি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে। চলতি বছরের ১২ মার্চ ওমানপ্রবাসী জাফর দেশে আসেন। লকডাউনের আগে দেশে আসলে করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে আর বিদেশে যেতে পারেননি। অপরজন মোহাম্মদ হাসান পেশায় রিক্সাচালক। রিক্সা চালিয়ে তার সংসার চলে। হাসানের আরেক ভাই দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন।

জাফরের স্ত্রী সেলিনা আক্তার জানান, ‘আমার স্বামী কখনো মাদক ইয়াবার সাথে জড়িত ছিল না। তিনি প্রবাসে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। তিনি খারাপ— এলাকায় কেউ এমন প্রমাণ দিতে পারবে না। আমি বিয়ষটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হাসানের বিষয়ে স্থানীয় কাউন্সিলর শফিউল আলম বলেন, ‘হাসান একজন দিনমজুর রিক্সা চালক। সে মাদক ইয়াবার সাথে কখনো জড়িত ছিল না।’

কচুয়াই ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ‘জাফর দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার বিরুদ্ধে মাদকের মামলা দুরের কথা একটি সাধারণ ডায়েরিও ছিল না, তাকে অন্যায়ভাবে ক্রসফায়ার দেওয়া হয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের (দক্ষিণ) পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জাফর ও হাসান নামে যে দুজনকে ক্রসফায়ার দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যের কোন মামলা আছে এই ধরনের তথ্য আমাদের হাতে নেই।’

চকরিয়ায় কথিত অভিযানে নেতৃত্ব দেওয়া হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলামের কাছে তিনদিন আগে গ্রেফতার হওয়া ব্যক্তিরা নিহত হওয়ার পর অজ্ঞাত পরিচয়ে কেন প্রচার করা হল— এমন প্রশ্ন রাখা হলে তিনি জানান, এ বিষয়ে চকরিয়া থানার ওসিই ভাল বলতে পারবেন। এর পরপরই ‘জরুরি মিটিং’ আছে বলে লাইন কেটে দেন তিনি। এ বিষয়ে চকরিয়া থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।

এদিকে পুলিশের দাবিকৃত ৫০ লাখ টাকা দিতে না পারায় প্রবাসীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে পটিয়া আদালতে মামলা দায়ের হয়েছে। রোববার (১৬ আগস্ট) পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভিকটিমের মামা মুক্তিযোদ্ধা আহম্মদ শফি মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান ও হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম।

সুত্র - চট্টগ্রাম প্রতিদিন

15/08/2020

ব্রেকিং নিউজ :
হাতিয়া -সন্দ্বীপ চ্যানেলে দুটি পণ্যবাহী জাহাজডুবি,১৩ জন নিখোঁজ।
সূত্র: independent24.tv

https://tosnews24.wordpress.com/2020/08/15/%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b8%e...
14/08/2020

https://tosnews24.wordpress.com/2020/08/15/%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8/

রিয়াজুল করিম রিজভীস্টাফ রিপোর্টার চট্টগ্রাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের সার....

06/08/2020

ব্রেকিং নিউজঃ
মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ চট্টগ্রামে গ্রেফতার, নিয়ে যাওয়া হচ্ছে কক্সবাজারে।

সবাইকে Times of Sandwipy - TOS  ও Dwiper TV পরিবারের পক্ষথেকে ঈদ মোবারক 🌙
31/07/2020

সবাইকে Times of Sandwipy - TOS ও Dwiper TV পরিবারের পক্ষথেকে ঈদ মোবারক 🌙

চট্টগ্রামে ভূয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৬ সন্দ্বীপের ৫জনচট্টগ্রামের ৩৬ জন ভূয়া মুক্তিযুদ্ধার তালিকার মধ্যে চট্টগ্রাম জেলার...
20/07/2020

চট্টগ্রামে ভূয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৬ সন্দ্বীপের ৫জন

চট্টগ্রামের ৩৬ জন ভূয়া মুক্তিযুদ্ধার তালিকার মধ্যে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রয়েছে পাঁচ জন ভূয়া মুক্তিযোদ্ধা।

(নাম ও ঠিকানা তালিকা অনুযায়ী)

১. তাহের আহম্মেদ, পিতা-মৃত নাজির আহম্মেদ, বোয়ারিয়া, সন্দ্বীপ

২. মো. আজহারুল ইসলাম, পিতা-আবদুল মালেক, বক্তারহাট, সন্দ্বীপ

৩. মো. ইউছুফ আলী, পিতা-মো. সিরাজুল হক, মাইটভাঙ্গা, সন্দ্বীপ

৪. জয়নাল আবেদীন, পিতা-তালেব হোসেন, মুছাপুর, সন্দ্বীপ

৫. এ এস এম জসীম উদ্দিন, পিতা-আব্দুর রহিম ভূঁইয়া, কালাপানিয়া, সন্দ্বীপ

উল্লেখ্য, ৩৬জন ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা পড়ুন উক্ত লিংক থেকে— https://bit.ly/3eKHbvh

ভাতিজিকে ধর্ষণের মামলায় জামিন পেয়ে চাচার মোটরসাইকেল শোডাউনকুমিল্লার নাঙ্গলকোটে কিশোরী ধর্ষণ মামলার আসামি গলায় ফুলের মালা...
19/07/2020

ভাতিজিকে ধর্ষণের মামলায় জামিন পেয়ে চাচার মোটরসাইকেল শোডাউন

কুমিল্লার নাঙ্গলকোটে কিশোরী ধর্ষণ মামলার আসামি গলায় ফুলের মালা পড়ে মোটরসাইকেল শোডাউন ও আনন্দ, উল্লাস করে এলাকায় আতঙ্ক তৈরি করেছে। ধর্ষক সোহেল নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা পূর্বপাড়ার আবদুল মন্নানের ছেলে।

সে আপন ভাতিজিকে ধর্ষণের দায়ে পুলিশের হাতে গ্রেফতার হয়। জামিন নিয়ে এসে ধর্ষক সোহেল শুক্রবার (১৭ জুলাই) গলায় ফুলের মালা পড়ে এলাকায় মোটরসাইকেল শোডাউন ও উল্লাস করে।
এদিকে আসামি গ্রেফতারের পর আট মাসের অন্তঃসত্ত্বা কিশোরী সন্তান প্রসব করে। এর আগে গত (১৪ জুন) ভুক্তভোগী কিশোরীর বাবা জালাল উদ্দিন মেয়েকে ধর্ষণের ঘটনায় আপন ভাই সোহেলের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পরদিন (১৫ জুন) ভাতিজিকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সোহেলকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে তার স্ত্রীর ক্যান্সার চিকিৎসার জন্য কুমিল্লার একটি প্রাইভেট ক্লিনিকে যান। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওই ক্লিনিকে ৫/৬ দিন অবস্থান করেন। এ সুযোগে বাড়িতে কেউ না থাকায় কিশোরীর চাচা সোহেল কিশোরীকে ধর্ষণ করেন। টানা চারদিন জোরপূর্বক ধর্ষণের পর বিষয়টি প্রকাশ না করার জন্য কিশোরীকে হুমকি দেয়। ভয়ে কিশোরী কাউকে জানায়নি। এরই মধ্যে তার মা অসুস্থতা নিয়ে মারা যান।

এরপর কিশোরী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকায় বিষয়টি জানাজানি হয়ে যায়। শেষ পর্যন্ত স্থানীয় পর্যায়ে সালিশ বসলে কিশোরী ওই ঘটনার জন্য চাচা সোহেলকে দায়ী করেন। গত জুন মাসের শেষ দিকে সিজার অপারেশনের মাধ্যমে ওই কিশোরীর একটি বাচ্চা জন্ম হয়। পরবর্তীতে থানার ওসির মাধ্যমে বাচ্চাটিকে দত্তক দেয়া হয়। গত মঙ্গলবার ধর্ষক সোহেল কারাগার থেকে বের হয়ে শুক্রবার এলাকায় মোটরসাইকেল শোডাউন করে। এতে ওই ভুক্তভোগী পরিবারের মাঝে আতঙ্ক তৈরি হয়।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বাবার মামলায় ধর্ষক চাচা সোহেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে জামিন নিয়ে আসার বিষয়টি আদালত জানে। মোটরসাইকেল শোডাউন এবং উল্লাসের বিষয়টির খোঁজ নিচ্ছি।
তিনি বলেন, এর আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা এবং সন্তান প্রসবের পর মা ও শিশুর ডিএনএ টেস্টের জন্য নমুনা পাঠানো হয় ঢাকায়। সেই টেস্টগুলোর রিপোর্ট এখনও ঢাকা থেকে আসেনি। রিপোর্ট আসলে সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

https://jamuna.tv/news/161766

আসামী ধরতে গিয়ে পুলিশের উপপরিদর্শক নিহত, আহত ১শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান...
17/07/2020

আসামী ধরতে গিয়ে পুলিশের উপপরিদর্শক নিহত, আহত ১

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তার বিপি নং-৮৪০৪০৬৪৭১১ তিনি ময়মনসিংহ জেলা সদরের কোতয়ালী থানার জিয়ারচর গ্রামের মনতাজ আলীর ছেলে। এ ঘটনায় মণি শঙ্কর চাকমা নামে থানার আরেক এএসআই আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘাতক মামুনকে ধরতে মাছিহাতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রামে গ্রামে মাইকিং করে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, অস্ত্র-মাদক ও ডাকাতি প্রস্তুতি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী মামুন মিয়াকে ধরতে আজ বিকেলে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান সদর থানার এএসআই আমির হোসেন। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমির ও মণি শঙ্করের উপর আক্রমণ করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আমিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ.বি.এম মুসা চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই এএসআই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।

পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান, ঘাতক মামুনকে গ্রেফতারে এলাকায় পুলিশি অভিযান চলছে। ঘটনার সাথে জরিত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেননি পুলিশ।

সূত্রঃ সময় টিভি

17/07/2020

ব্রেকিং নিউজঃ
আসামী ধরতে গিয়ে পুলিশের উপপরিদর্শক নিহত, আহত ১

ফাহিমকে ফলো করতেন বারাক ওবামাওরাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’ এর অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশি ফাহিম সালেহ’র বেড়ে উঠা ও পড়...
17/07/2020

ফাহিমকে ফলো করতেন বারাক ওবামাও

রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’ এর অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশি ফাহিম সালেহ’র বেড়ে উঠা ও পড়াশুনা যুক্তরাষ্ট্রে। তথ্য প্রযুক্তির এই উদ্যোক্তা অল্প বয়সেই হয়ে যান মিলিয়নেয়ার।

টুইটারে তাকে নিয়মিত অনুসরণ করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।

মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্টে ফাহিমের টুকরো টুকরো লাশ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমের দেহ কয়েক টুকরো করা হয়েছে বলে জানায় নিউইয়র্কের পুলিশ।

শুধু ‘পাঠাও’-নয়,একই ভাবনায় প্রতিষ্ঠিত নাইজেরিয়ায় রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘গোকাডা’র প্রতিষ্ঠাতা ও সিইও ছিলেন ফাহিম সালেহ।

বাংলাদেশের সন্দ্বীপের হরিশপুরের সন্তান নিউইয়র্ক সিটি-সংলগ্ন পোকিস্পিতে বসবাসরত আইবিএমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সালেহ আহমেদের একমাত্র ছেলে ফাহিম সালেহ।

সুত্রঃ সময় টিভি

Address

Gasua
Sandwip
4300

Telephone

+8801822229009

Products

Media, News, Photos, Videos Etc.

Alerts

Be the first to know and let us send you an email when Times of Sandwipy - TOS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of Sandwipy - TOS:

Share