Sandwip Cyclist Club

Sandwip Cyclist Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sandwip Cyclist Club, Video Creator, Sandwip.

03/07/2023
01/06/2023

শৈশবের মধুর স্মৃতি। নাতনিকে স্কুলে পৌঁছে দিচ্ছে দাদা।
#বাবা

সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের আয়োজনে ২য় বারের মতো হতে যাচ্ছে সাইক্লিস্টদের মিলনমেলা ও বনভোজন-২০২৩।এই বছর দেশের বিভিন্ন অ...
13/01/2023

সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের আয়োজনে ২য় বারের মতো হতে যাচ্ছে সাইক্লিস্টদের মিলনমেলা ও বনভোজন-২০২৩।

এই বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাইক্লিস্টরা আসবেন এই মিলনমেলায়।

❤️ একত্রিত হওয়ার স্থান ও সময়:
শুক্রবার,২০ই জানুয়ারি ২০২৩ ইং তারিখ ভোর ৭ টায় সন্দ্বীপ থানা প্রাঙ্গণে একত্রিত হবো। রওনা দিবো ভোর ৭:৩০ মিনিটে।
❤️ গন্তব্য:
এবারের লোকেশন সন্দ্বীপের অন্যতম দর্শনীয় স্থান হরিশপুর সাগরপাড়। এই স্থান নারিকেল বাগানের জন্য ইতোমধ্যেই ভ্রমণপিপাসুদের কাছে খুবই জনপ্রিয়।
❤️ থাকছে উপভোগ করার মতো বিভিন্ন সেগমেন্ট।
❤️ চাঁদা (জন প্রতি) ২০০/- টাকা মাত্র।

#সময় সূচি :
রাইড শুরুর আগে সকালের নাস্তা দেওয়া হবে।

ইভেন্ট গেম শুরু :- ৯ঃ ৩০ হতে
চলবে মধ্যাহ্ন ভোজের আগ পর্যন্ত।

১২ঃ৪৫ থেকে ১.৪৫ পর্যন্ত পবিত্র জুম্মার নামাজের বিরতি।

আমাদের গেম সাজানো হয়েছে স্লো-রেইস সহ নানা রকমের খেলা দিয়ে । যা সবাইকে আনন্দ দিবে।

মধ্যাহ্ন ভোজ :- দুপুর ২ঃ০০ থেকে শুরু।
বিকালের প্রোগ্রাম শুরু ৩ঃ০০ টায়।

সাংস্কৃতিক প্রোগ্রাম এবং
র‍্যাফেল ড্র।

❤️ মনোমুগ্ধকর সূর্যাস্ত উপভোগ ও ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।

থাকবে সান্ধ্যকালীন নাস্তা।

সাক্ষাতের স্থান: সন্দ্বীপ থানা প্রাঙ্গণ
সময় :- ভোর ৭ টা।
রাইড শুরু :- ভোর ৭:৩০ মিনিট।
গন্তব্য: হরিশপুর সাগরপাড় নারিকেল বাগান।
দূরত্ব : ৫ কিঃ মিঃ
রাইডার লেভেল:- যে কেউ।
সাইকেল: যে কোনো সাইকেল।

সতর্কতা:
- সবাইকে একলাইনে চালাতে হবে, ওভারটেক নিষেধ।
- ধুমপান নিষিদ্ধ। মাদক পরিবহন ও সেবন নিষিদ্ধ।

যা বহন করতে হবে:
সাইক্লিংয়ের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম।

যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
সাজ্জাদ হোসেন জিহাদ: 01842205717
মাহামুদুল ইসলাম: 01834433384

নিয়মাবলী :
সবসময় খেয়াল রাখবো যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
এই পিকনিক সকলের জন্য উন্মুক্ত তাই আমাদের সাইক্লিস্ট ভাই বোনদের পরিবারের সদস্যরা থাকতে পারেন। তাদের যাতে কোন সম্মানের হানি না ঘটে সেদিকে খেয়াল রাখবো।
ভলান্টিয়ার ভাই ও বোনেরা সকল ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত থাকবো।
আমরা যেখানেই যাই, সে স্থান পরিষ্কার রাখি। তাই, কোথাও গিয়ে আমরা
খাওয়া/দাওয়া করলে ময়লা/আবর্জনা ফেলার সঠিক স্থান না পেলে সাথে নিয়ে নিবো ও পরবর্তীতে যথা স্থানে ফেলবো। পরিবেশ নষ্ট হয়, এমন কোন কাজ আমরা করবো না।

দ্রষ্টব্য- যারা এই রাইডে যাবেন সবাই নিজের কর্মের জন্য দায়ী থাকবেন।
যে কোনো ক্ষতি, আঘাত, চুরি এবং লোকসানজনিত কারণে সন্দ্বীপ সাইক্লিস্ট এবং আয়োজন কমিটি কোনো দায়ভার বহন করবে না।

সবাইকে ধন্যবাদ এবং শুভ হোক সাইকেল ভ্রমণ!

06/01/2023

পিকনিকের রেজিস্ট্রেশনের জন্য ম্যাসেজ দিন সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের অফিশিয়াল পেইজে।

পেইজ লিংক: https://www.facebook.com/SandwipCyclistClub

সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ ফ্রী এবং সবার জন্য উন্মুক্ত।★বিজয় রাইড : প্রথমে প্রশ্ন আসে যে বিজয় রাইড আসলে কী?বিজয় রাই...
14/12/2022

সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ ফ্রী এবং সবার জন্য উন্মুক্ত।

★বিজয় রাইড :
প্রথমে প্রশ্ন আসে যে বিজয় রাইড আসলে কী?
বিজয় রাইড হলো বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন বিলিয়ে দেওয়া মুক্তিযোদ্ধাদের ট্রিবিউট দেয়ার জন্য একটি সাইকেল রাইড!

২য় বারের মত এবার বিজয় দিবসে আমাদের সন্দ্বীপে হবে "বিজয় রাইড"।

প্রতিবারের মত এবারও আমরা সবাই সাইক্লিংয়ের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করবো। লাল-সবুজের মিশ্রণে সাইক্লিস্ট ভাই-বন্ধুরা মিলে সন্দ্বীপের পথে ঘুরবো, সাথে থাকবে বাংলাদেশের স্লোগান। সাইকেলে, হেলমেটে কিংবা শরীর জুড়ে থাকবে বাংলাদেশের পতাকা।

ড্রেস কোড : লাল সবুজের মিশ্রণে যে কোনো জামা যাতে বাংলাদেশকে উজ্জীবিত করে (বাধ্যতামূলক নয়, অন্য ড্রেস পরেও আসতে পারবেন)

মিটিং প্লেস : এনাম নাহার মোড়
মিটিং টাইম : দুপুর ২:৪৫
রাইড শুরু : বিকাল ৩ টায়
তারিখ : ১৬/১২/২০২২
রুট: এনাম নাহার মোড় থেকে রহমতপুর সী-বিচ

★সাইক্লিং প্রতিযোগিতা:
রহমতপুর সী-বিচে পৌঁছে অনুষ্ঠিত হবে স্লো-রেস প্রতিযোগিতা। থাকবে আকর্ষণীয় পুরস্কার।

Organised By:
🚴🚴 Sandwip Cyclist Club 🚴🚴,

*****************************************

যা যা আনতে হবে:
01. Helmet (STRONGLY RECOMMENDED)
02. Gloves (RECOMMENDED)
03. Essential tools
04. Dress Code (Red, Green or Both / group jersey)

*****************************************
[Disclaimer]:
By attending or joining this event, you agree to the following:
"I have read the rules and understand the nature of this event. I agree that I am entering the event at my own risk and take full responsibility for my safety and actions during the event. By attending or joining this event, if any harm, injury, loss, liability or damage is caused to me or my property, I AND/OR any of my family members or representatives shall not hold the group “Sandwip Cyclist Club” or its administrators and members and organizers.

*****************************************
সার্বিক যোগাযোগ:
মাহামুদুল ইসলাম (01834433384)- আহ্বায়ক
মাহিন হুজাইফা (01725384757) - সদস্য সচিব

Join our fb group‌Sandwip Cyclist Club (সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব)
03/11/2022

Join our fb group‌
Sandwip Cyclist Club (সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব)

আগামী একবছরের জন্য Sandwip Cyclist Club (সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব) 'র পরিচালনা পর্ষদ ঘোষণা করা হলো।নতুন উদ্যমে দু্র্বার...
19/10/2022

আগামী একবছরের জন্য Sandwip Cyclist Club (সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব) 'র পরিচালনা পর্ষদ ঘোষণা করা হলো।

নতুন উদ্যমে দু্র্বার গতিতে এগিয়ে যাবে সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের চাকা।

পরিচালনা পর্ষদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন!

সম্প্রতি (২৪-২৫ ডিসেম্বর) সাইকেল সহ সমুদ্র পাড়ি দিয়ে সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব ঘুরে বেড়িয়েছে উপকূলীয় এলাকায়। উপকূলীয় অঞ্...
27/12/2021

সম্প্রতি (২৪-২৫ ডিসেম্বর) সাইকেল সহ সমুদ্র পাড়ি দিয়ে সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব ঘুরে বেড়িয়েছে উপকূলীয় এলাকায়। উপকূলীয় অঞ্চলে বাইসাইকেল ব্যবহারে মানুষকে উৎসাহিত করতেই এই দুঃসাহসিক অভিযাত্রা।

দেশের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের এই সাইক্লিং কমিউনিটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করি।

সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের পিকনিক রাইড ও সমুদ্র ভ্রমণে আপনাকে স্বাগতম!আমাদের ভ্রমণে সন্দ্বীপ থানা পুলিশ ও উড়ির চর পুলিশ...
13/12/2021

সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের পিকনিক রাইড ও সমুদ্র ভ্রমণে আপনাকে স্বাগতম!

আমাদের ভ্রমণে সন্দ্বীপ থানা পুলিশ ও উড়ির চর পুলিশ ফাঁড়ির মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করায় ট্রাভেলাররা স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারবেন।

যারা এ্যাডভেঞ্চার ট্যুর, সমুদ্র ও প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন এই ট্যুরটি তাদের জন্য।

যাত্রা শুরুঃ
২৪ ডিসেম্বর সকাল ৭ টায় সন্দ্বীপ হতে উড়ির চরের উদ্দেশ্যে রওনা দিবো। (যাত্রার সময় ২৪ তারিখের জোয়ার-ভাটার উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে)

ট্রলারে সমুদ্র ভ্রমণ ও বামুনি নদী পাড়ি দিয়ে আমরা পৌঁছাবো উড়ির চরে।

যাত্রা শেষঃ
২৫ ডিসেম্বর সকালের জোয়ারের সময় সন্দ্বীপে ফিরে আসবো।

ভ্রমণের ধরণঃ সাইক্লিং, এ্যাডভেঞ্চার।

ইভেন্ট ফিঃ ৫০০ টাকা।
(বিকাশে পাঠালে ৫১০ টাকা)

এন্ট্রি করার শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২১

★একত্রিত হবো-
সন্দ্বীপের এনাম নাহার মোড়ে। সেখান থেকে দেলোয়ার খাঁ সড়কে সাইক্লিং দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কয়েকটি গ্রামের ভিতর দিয়ে যাবো কালাপানিয়া নৌ-ঘাটে।

★ যা যা থাকছেঃ
১। ৩টি ব্রেকফাস্ট, ১টি লাঞ্চ, ১টি ডিনার ও ১টি বারবিকিউ পার্টি।
২। হোস্ট সার্ভিস।

খাবার মেন্যুঃ
১ম দিন:
ভোরে বাড়ি থেকে খেয়ে বের হবেন। অথবা, নিজ দায়িত্বে নাস্তা করবেন।

সকালে উড়ির চরে পৌঁছে- নাস্তা করবো।

★দুপুরে:
- বিরিয়ানি

★বিকালে:
- নাস্তা

★রাতঃ
- বিরিয়ানি
- বারবিকিউ পার্টি

২য় দিন:
★ সকাল:
পরোটা ও ডিমভাজি/সবজি ভাজি

★যা থাকছেনাঃ
১) কোন ব্যক্তিগত খরচ
২) কোন ঔষধ
৩) কোন ধরেণের বীমা
৪) উল্লেখিত সার্ভিস ব্যতিত অন্য যেকোনো খরচ।

★যা সাথে নেওয়া উচিতঃ
১। পাওয়ার ব্যাংক (যদি থাকে)
২। পানির বোতল (৫০০ এম এল )।
৩। তোয়ালে এবং গোসলের জন্যে কাপড়।
৪। সানগ্লাস, হ্যাট, সান ক্রিম।
৫। ট্যুরের সময় সাথে কিছু শুকনো খাবার যেমন কিসমিস, বাদাম, খেজুর রাখবেন। এবং সাথে গ্লুকোজ, স্যালাইন।
৬। জরুরী ঔষধ সামগ্রী।

★শর্ত ও নির্দেশনা সমুহঃ
১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু ও বন্ধুসুলভ মন থাকতে হবে।
২। ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না এবং ধুমপান করা থেকে বিরত থাকতে হবে।
৪। কোন প্রকার বিশৃঙ্খলা বা বে-আইনি কাজ করলে কর্তৃপক্ষ উক্ত ব্যক্তিকে ইভেন্ট থেকে বহিস্কার সহ যেকোন পদক্ষেপ নেয়ার ক্ষমতা রাখে।

★ ভ্রমণের ফি পরিশোধের উপায়-
যারা সন্দ্বীপে আছেন তারা সরাসরি টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে পারবেন।
যাদের কাছে জমা দিবেন-
★মাহিন (ফোন: 01725-384757)
★ অনিক (ফোন: 01858-827897)
★ জিহাদ (ফোন: 01798-899012)

অথবা,
01725-384757 এই নাম্বারে
বিকাশে ফি জমা করতে হবে। বিকাশ করলে খরচসহ ৫১০ টাকা পাঠাতে হবে।

টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ/ম্যাসেঞ্জারে রশিদের ছবি নিয়ে নিবেন।

সার্বিক যোগাযোগ:
01834-433384 (মাহামুদুল ইসলাম)
01798-899012 (মেহেদী হাসান জিহাদ)

জরুরি কথা-
দেশের পরিস্থিতির জন্য কিংবা কোন দুর্যোগ কিংবা দুর্ঘটনার জন্য পিকনিক বাতিল/সময় পরিবর্তন হলে সেটি মেনে নিতে হবে।

"শুক্রবার,রাইডবার!🚲"প্রিয় সাইক্লিস্ট ক্লাববাসী, এবার রাইড হবে শীতের কুয়াশাচ্ছন্ন সকালে! আসছে শুক্রবার অর্থাৎ ১৯ তারিখ সক...
17/11/2021

"শুক্রবার,রাইডবার!🚲"

প্রিয় সাইক্লিস্ট ক্লাববাসী, এবার রাইড হবে শীতের কুয়াশাচ্ছন্ন সকালে! আসছে শুক্রবার অর্থাৎ ১৯ তারিখ সকাল ৬ঃ৩০ এ আমরা এনাম নাহার থেকে 'কাছিয়াপাড় ঘাট' এর উদ্দেশ্যে রাইডে যাওয়ার পরিকল্পনা করেছি! আমরা ঠিক ৬ঃ৩০ এ এনাম নাহার থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবো তাই যারা আমাদের সাথে যুক্ত হতে ইচ্ছুক তাদের এর পূর্বেই এনাম নাহার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে উপস্থিত থাকার অনুরোধ রইলো!

ধন্যবাদ সবাইকে!💗

#হ্যাপি_সাইক্লিং

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা 💚
13/11/2021

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা 💚

সন্দ্বীপের বর্তমান প্রজন্মকে সাইক্লিংয়ে উৎসাহিত করার জন্য Sandwip Cyclist Club (সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব) এর সদস্যরা নি...
09/11/2021

সন্দ্বীপের বর্তমান প্রজন্মকে সাইক্লিংয়ে উৎসাহিত করার জন্য Sandwip Cyclist Club (সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব) এর সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোস্টার-লিফলেটের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সাইক্লিংয়ের উপকারিতার ম্যাসেজ।
এই পরিশ্রম স্বার্থক হোক।

❤️আবারও শুরু হলো জার্সি উৎসব (৪র্থ) ❤️------অর্ডার করতে হবে ১৪ নভেম্বর'২১ এর মধ্যে-----                   টাকা পাঠানোর ন...
08/11/2021

❤️আবারও শুরু হলো জার্সি উৎসব (৪র্থ) ❤️
------অর্ডার করতে হবে ১৪ নভেম্বর'২১ এর মধ্যে-----
টাকা পাঠানোর নাম্বার:
01725-384757 (বিকাশ)

সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব এর অফিশিয়াল জার্সির ৪র্থ উৎসব শুরু আজ থেকে।

আপনারা যারা জার্সি, ব্যান্ডেনা, এক্সট্রা হাতা নিতে ইচ্ছুক, তারা আমাদের এই পেইজে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে অর্ডার কনফার্ম করুন।

বি.দ্র. অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার কনফার্ম হবে না।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ
শামসুল আজম মুন্না
ফোন- 01827 299 343

মাদকমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে গত ৫ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় সন্দ্বীপ থানা গ্রাউন্ডে সাইক্লিস্ট সমাবেশ-২০২...
06/11/2021

মাদকমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে গত ৫ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় সন্দ্বীপ থানা গ্রাউন্ডে সাইক্লিস্ট সমাবেশ-২০২১ অনুষ্ঠিত হয়। সাইক্লিস্টদের মাঝে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বশির আহাম্মদ খান।

তরুণরাই সমাজের মূল চালিকাশক্তি। তরুণরা সুস্থ থাকলে, সুস্থ থাকবে সমাজ। সেই সুস্থ সমাজ বিনির্মাণের জন্য তরুণদের মাদক থেকে ...
05/11/2021

তরুণরাই সমাজের মূল চালিকাশক্তি। তরুণরা সুস্থ থাকলে, সুস্থ থাকবে সমাজ। সেই সুস্থ সমাজ বিনির্মাণের জন্য তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে।
Sandwip Cyclist Club (সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব) এর উদ্যোগে আয়োজিত সাইক্লিস্ট সমাবেশে-
মাদক থেকে দূরে থাকার উপায় বলবেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শুনবো আমরা।

চলে আসুন...আজ, সন্দ্বীপ থানা গ্রাউন্ডে।
৫ নভেম্বর (শুক্রবার), বিকেল ৩.৩০ টায়।

"শুক্রবার,রাইডবার!🚲"আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে শুক্রবার ২৯ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস...
28/10/2021

"শুক্রবার,রাইডবার!🚲"

আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে শুক্রবার ২৯ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব থেকে আমানউল্লাহ সাগর পাড়,হেনা সাহেবের প্রজেক্টে রাইডে যাওয়ার পরিকল্পনা করেছি! রাইডিং শুরু হবে ঠিক ৩ঃ০০ টা থেকে! আর মিটিং পয়েন্ট এনাম নাহার মোড়! দক্ষিণ এবং পূর্ব ও পশ্চিম দিক থেকে যারা আসবেন তারা ৩ঃ০০ টার পূর্বে এনাম নাহার এসে পৌঁছাবেন! এনাম নাহার থেকে ঠিক ৩ঃ০০ টাই রাইড শুরু করে গন্তব্যস্থলে পৌঁছে ফটোসেশান ও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো এবং সাংগঠনিক আলোচনা করবো! তারপর রাইড শেষে ফিরতি পথে যে যার বাড়িতে চলে যাবো!

তবে যদি বৃষ্টি হয় কিংবা বৃষ্টির সম্ভাবনা থাকে তবে রাইড ক্যান্সেল হতে পারে এবং ক্যান্সেল হলে সেটা জুমার পর পরই জানিয়ে দেওয়া যাতে কেউ আগেই বাড়ি থেকে বের না হয়ে যায়!

দেখা হচ্ছে শুক্রবার!🚲

ধন্যবাদ সবাইকে!❤️

Sandwip Cyclist Club এর দশম রাইড!🖤
14/10/2021

Sandwip Cyclist Club এর দশম রাইড!🖤

আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে আগামীকাল বৃহস্পতিবার ১৪ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব...
13/10/2021

আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে আগামীকাল বৃহস্পতিবার ১৪ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব থেকে চৌধুরী বাজার সমুদ্র সৈকতে রাইডে যাওয়ার পরিকল্পনা করেছি! এ সময় আমরা বস্তার ব্লক হয়ে চৌধুরী বাজার সমুদ্র সৈকতে যাবো! রাইডিং শুরু হবে ঠিক ৩ঃ৩০ মিনিট থেকে! আর মিটিং পয়েন্ট এনাম নাহার মোড়! উত্তর দিক থেকে যারা আসবেন তারা ৩ঃ৩০ এর পূর্বে এনাম নাহার এসে পৌঁছাবেন! এনাম নাহার থেকে ঠিক ৩ঃ৩০ এ রাইড শুরু করে চৌধুরী বাজার সমুদ্র সৈকতে পৌঁছে ফটোসেশান ও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো এবং সাংগঠনিক আলোচনা করবো! তারপর রাইড শেষে ফিরতি পথে যে যার বাড়িতে চলে যাবো!

তবে যদি বৃষ্টি হয় কিংবা বৃষ্টির সম্ভাবনা থাকে তবে রাইড ক্যান্সেল হতে পারে এবং ক্যান্সেল হলে সেটা জুমার পর পরই জানিয়ে দেওয়া যাতে কেউ আগেই বাড়ি থেকে বের না হয়ে যায়!

দেখা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার!🚲

ধন্যবাদ সবাইকে!❤️

সন্দ্বীপ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা রোধে মোটর সাইকেল ব্যবহার হ্রাস করে সাইক্লিং এর বিকল্প নেই! রাস্তায় চালিত সব চাইতে নিরাপদ...
13/10/2021

সন্দ্বীপ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা রোধে মোটর সাইকেল ব্যবহার হ্রাস করে সাইক্লিং এর বিকল্প নেই! রাস্তায় চালিত সব চাইতে নিরাপদ বাহন হচ্ছে সাইকেল! একই সাথে এটি পরিবেশবান্ধব বাহনও! বিশ্বের উন্নত দেশ গুলোতে যেখানে তাদের জনগণকে সাইকেল চালানোর জন্য বেশি উদ্ভুদ্ধ করা হয় সেখানে আমাদের দেশে অবৈধ মোটরসাইকেলের পরিমাণ অগণিত! আর আমাদের সন্দ্বীপে তো এই অবৈধ মোটরসাইকেলই মোট মোটরসাইকেলের ৭০% এর অধিক! আর এই অবৈধ লাইসেন্সহীন টানা মোটরসাইকেল গুলো প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক সকলের কাছে ভাড়া দেওয়া হয় সকল নিয়মকানুনের বাহিরে গিয়ে! আর অপ্রাপ্তবয়স্ক মস্তিষ্ক ঠিক/ভুল নির্ণয় করতে না পেরে ভাড়া নিয়ে অনিয়ন্ত্রিতভাবে চালায় এসব অবৈধ মোটরসাইকেল গুলো! যার ফলস্বরূপ প্রতিনিয়তই সন্দ্বীপে একের পর এক মোটরসাইকেল দূর্ঘটনা হচ্ছে আর এতে কেউ মৃত্যুবরণ করছে আর কেউ বা বরণ করছে পঙ্গুত্ব!

তাই আজ সমস্বরে দাবি উঠা প্রয়োজন, " সন্দ্বীপে অপ্রাপ্ত বয়স্কদের মোটরসাইকেল ভাড়া দেওয়া বন্ধ হোক,ভাড়া দেওয়া ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক!"

আর মরণঘাতী দূর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে সাইক্লিং এর বিকল্প নেই! তাই সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের পক্ষ থেকে আমাদের অনুরোধ, " হ্রাস হোক বাইকিং, করুন বেশি সাইক্লিং!"

ধন্যবাদ সবাইকে!❤️

৮ম রাইডে Sandwip Cyclist Club এর সদস্যরা!🖤
01/10/2021

৮ম রাইডে Sandwip Cyclist Club এর সদস্যরা!🖤

"শুক্রবার,রাইডবার!🚲"আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে শুক্রবার ০১ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস...
30/09/2021

"শুক্রবার,রাইডবার!🚲"

আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে শুক্রবার ০১ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব থেকে কালাপানিয়া দিঘীর পাড় রাইডে যাওয়ার পরিকল্পনা করেছি! রাইডিং শুরু হবে ঠিক ৩ঃ৩০ মিনিট থেকে! আর মিটিং পয়েন্ট এনাম নাহার মোড়! দক্ষিণ দিক থেকে যারা আসবেন তারা ৩ঃ৩০ মিনিটের পূর্বে এনাম নাহার এসে পৌঁছাবেন! এনাম নাহার থেকে ঠিক ৩ঃ৩০ মিনিটে রাইড শুরু করে কালাপানিয়া দিঘীর পাড় পৌঁছে ফটোসেশান ও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো! তারপর রাইড শেষে ফিরতি পথে যে যার বাড়িতে চলে যাবো!

তবে যদি বৃষ্টি হয় কিংবা বৃষ্টির সম্ভাবনা থাকে তবে রাইড ক্যান্সেল হতে পারে এবং ক্যান্সেল হলে সেটা জুমার পর পরই জানিয়ে দেওয়া যাতে কেউ আগেই বাড়ি থেকে বের না হয়ে যায়!

দেখা হচ্ছে শুক্রবার!🚲

ধন্যবাদ সবাইকে!❤️

হরিশপুর রাইডে!❤️
25/09/2021

হরিশপুর রাইডে!❤️

"শুক্রবার,রাইডবার!🚲"আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে শুক্রবার ১৭ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস...
16/09/2021

"শুক্রবার,রাইডবার!🚲"

আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে শুক্রবার ১৭ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব থেকে হরিশপুর রাইডে যাওয়ার পরিকল্পনা করেছি! রাইডিং শুরু হবে ঠিক ৩ঃ৩০ মিনিট থেকে! আর মিটিং পয়েন্ট এনাম নাহার মোড়! উত্তর দিক থেকে যারা আসবেন তারা ৩ঃ৩০ মিনিটের পূর্বে এনাম নাহার এসে পৌঁছাবেন! এনাম নাহার থেকে ঠিক ৩ঃ৩০ মিনিটে রাইড শুরু করে হরিশপুর পৌঁছে ফটোসেশান ও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো! যদি বৃষ্টি হয় তো বৃষ্টিতে ভিজেই আমরা Rainy Ride দিয়ে বেড়িবাঁধের উদ্দেশ্যে যাবো! তবে কেউ চাইলে রেইনকোট ও পড়ে আসতে পারেন! তারপর রাইড শেষে ফিরতি পথে যে যার বাড়িতে চলে যাবো!

দেখা হচ্ছে শুক্রবার!🚲

ধন্যবাদ সবাইকে!❤️

জার্সির অর্ডারের তালিকা (২য় উৎসব)"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""Full Sleeve (S)   1. Jobayer  ...
13/09/2021

জার্সির অর্ডারের তালিকা (২য় উৎসব)
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
Full Sleeve (S)
1. Jobayer
2. Rimon
3. AT.Akash

Full Sleeve (M)
1. Rakib
2. Robin
3. Onye
4. Siam
5. People
6. Rabbi
7. Imran
8. Nihan
9. Arju
10. SR Ishu
11. Md Sayed
12. NOYON

Full Sleeve (L)
1. Mahin
2. Iqbal Hosen
3. Tanvir
4. Ratul
5. ISMAIL
6. Jihad
7. Sujan
8. Sakib
9. JS Ovi

Full Sleeve ( XL)
1. Sobhan

""""""""""""""""""""""""""""""""
Half Sleeve (S)
1. Jony

Half Sleeve (L)
1. Sakib

Half Sleeve (XL)
1. Foysal

নাম সহ জার্সির জন্য পেইজে ম্যাসেজ দিন।ম্যাসেজে যা লিখবেন-১/ জার্সির নাম (ইংরেজিতে)২/ হাফহাতা না কি ফুলহাতা৩/ জার্সির সাই...
04/09/2021

নাম সহ জার্সির জন্য পেইজে ম্যাসেজ দিন।
ম্যাসেজে যা লিখবেন-
১/ জার্সির নাম (ইংরেজিতে)
২/ হাফহাতা না কি ফুলহাতা
৩/ জার্সির সাইজ
৪/ টাকা পাঠানোর ট্রানজেকশন নাম্বার
৫/ যোগাযোগের ফোন নাম্বার

★ উপরের এই ৫ টি তথ্য অবশ্যই ম্যাসেজে দিবেন।

----------------------------------------------------------
এটি সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের একটি সাংগঠনিক উদ্যোগ, ব্যবসা নয়।
তাই শুধুমাত্র যা খরচ হবে, তা-ই নেওয়া হচ্ছে।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আগে আপনার অর্ডারের মূল্য পরিশোধ করুন। তারপর পেইজে ম্যাসেজ দিন।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জার্সির মূল্য-
★প্রতিটি হাফ হাতা: ৳৪০০(খরচ সহ)
★প্রতিটি ফুল হাতা: ৳৪৫০ (খরচ সহ)
★প্রতিটি মাস্ক: ৳১২০ (খরচ সহ)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আপনি সন্দ্বীপ অথবা চট্টগ্রাম শহরের বাইরে পণ্যটি পেতে চাইলে কুরিয়ার চার্জ অতিরিক্ত ১০০ টাকা যুক্ত করতে হবে।

সন্দ্বীপ/চট্টগ্রাম শহরের মধ্যে অর্ডারকৃত পণ্যটি পাওয়ার জন্য অতিরিক্ত ১০০ টাকা যুক্ত করার প্রয়োজন নেই।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

টাকা পাঠানোর নাম্বার -
★ 01690099466 (বিকাশ ও নগদ)
★ 016900994663 (রকেট)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জার্সি সংক্রান্ত সার্বিক যোগাযোগ
মোঃজাহিদুর রহমান
ফোন-01309732446

04/09/2021

৪র্থ রাইডের ভিডিও।
Sandwip Cyclist Club গিয়েছিল সন্দ্বীপের পশ্চিম উপকূলে। মেঘনা আর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা সুবিশাল চরে।

"শুক্রবার,রাইডবার!🚲"আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে শুক্রবার ০৩ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস...
02/09/2021

"শুক্রবার,রাইডবার!🚲"

আসসালামু আলাইকুম প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাববাসী! আসছে শুক্রবার ০৩ তারিখে আমরা সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাব থেকে সন্দ্বীপের দক্ষিণে ছোয়াখালী বেড়িবাঁধে রাইডে যাওয়ার পরিকল্পনা করেছি! রাইডিং শুরু হবে ঠিক ৩ঃ৩০ মিনিট থেকে! আর মিটিং পয়েন্ট এনাম নাহার মোড়! উত্তর দিক থেকে যারা আসবেন তারা ৩ঃ৩০ মিনিটের পূর্বে এনাম নাহার এসে পৌঁছাবেন! এনাম নাহার থেকে ঠিক ৩ঃ৩০ মিনিটে রাইড শুরু করে ছোয়াখালী বেড়িবাঁধে পৌঁছে ফটোসেশান ও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো! যদি বৃষ্টি হয় তো বৃষ্টিতে ভিজেই আমরা Rainy Ride দিয়ে বেড়িবাঁধের উদ্দেশ্যে যাবো! তবে কেউ চাইলে রেইনকোট ও পড়ে আসতে পারেন! তারপর রাইড শেষে ফিরতি পথে যে যার বাড়িতে চলে যাবো!

দেখা হচ্ছে শুক্রবার!🚲

ধন্যবাদ সবাইকে!❤️

'শুক্রবারের ছুটিতে,জার্সি যাবে হাতে হাতে'প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের সদস্যগণ,আপনাদের জার্সি আজ বিকেলে সন্দ্বীপে এস...
02/09/2021

'শুক্রবারের ছুটিতে,জার্সি যাবে হাতে হাতে'

প্রিয় সন্দ্বীপ সাইক্লিস্ট ক্লাবের সদস্যগণ,আপনাদের জার্সি আজ বিকেলে সন্দ্বীপে এসে পৌঁছেছে! তাই আগামীকাল সকাল ১০ঃ৩০ এ অর্থাৎ বিকেলের রাইডের পূর্বে আপনাদের হাতে হাতে জার্সি পৌঁছে দেওয়ার প্লান করেছি! তাই আগামীকাল ১০ঃ৩০ এর পূর্বে যারা জার্সির অর্ডার করেছেন তাদের এনাম নাহার ফায়ার সার্ভিস অফিসের সামনে চলে আসার অনুরোধ রইলো! আশা করছি সময় মতোই এসে আপনার জার্সি গ্রহণ করবেন এবং বিকেলের রাইডে জার্সি পরিধান করেই যোগ দিবেন!

ধন্যবাদ সবাইকে!❤️

01/09/2021

Sandwip Cyclist Club 👈 গ্রুপ লিংক।
আমাদের সাথে সাইক্লিং করুন।
পুরা সন্দ্বীপ ঘুরে দেখুন। সুস্থ থাকুন - সুন্দর থাকুন।

৪র্থ রাইডের কিছু মুহূর্ত 😍😍
27/08/2021

৪র্থ রাইডের কিছু মুহূর্ত 😍😍

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip Cyclist Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandwip Cyclist Club:

Videos

Share

Category