১লা জানুয়ারি,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল - Bangladesh Jatiyotabadi Chatrodol গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।
সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
গ্রামীণ উন্নয়নে জিয়াউর রহমানের স্বপ্ন ও দিকনির্দেশনা ।
গ্রামবাংলার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যুগান্তকারী দৃষ্টিভঙ্গি। খাদ্য উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা, রাস্তার দুই ধারে ফলের গাছ ও সবজি চাষ, পুকুরে মাছের চাষ, হাঁস-মুরগির খামার এবং মেয়েদের জন্য ঘরোয়া শিল্পের মাধ্যমে আয় বৃদ্ধির উদ্যোগ—এসবই ছিল গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁর অঙ্গীকার। জিয়াউর রহমানের এই প্রগতিশীল ভাবনা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল।
#ZiaurRahman Bangladesh Nationalist Party-BNP Begum Khaleda Zia শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান BNP Media Cell #GrameenUnnoyon #BangladeshDevelopment #SelfSufficiency #RuralEconomy #BangladeshAgriculture #SustainableGrowth #BNP #Leadership #EconomicVision #BNPMediaCell
বীর চট্টলার প্রথম শহীদ, চির বিদ্রোহী বীর শহীদ ওয়াসিম।
বাংলাদেশ তোমাকে ভুলে নাই, ভুলবে না।🥺
#BNPMediaCell #Bangladesh #BNP
সন্দ্বীপের দৃষ্টিনন্দন সৌন্দর্য্য গুপ্তছড়া ব্রিজ 🖤
সকল কিছুর জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই মুহূর্তে সন্দীপের দীর্ঘদিনের প্রাণের দাবি রো-রো ফেরির কাজের শুভ সূচনা হলো।
সন্দ্বীপের মানুষের নৌযাতায়াতের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে, এবং বাঁশবাড়িয়ার ফেরিঘাটে ড্রেজিং, পল্টুন স্থাপন ও রাস্তার কাজগুলো দ্রুত সম্পন্ন করতে
আজকে গুপ্তছড়া ঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত BIWTA কর্মকর্তারা ও সন্দ্বীপের সর্বস্তরের জনগণ আরো উপস্থিত ছিলেন
মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ভাই
সদস্য - জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি
সন্দ্বীপ আপনার হাত ধরে আধুনিক দ্বীপে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।
মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন
বুকের পাঁজর ভেঙ্গে লিখেছি স্বাধীনতার নাম
বাংলাদেশ জিন্দাবাদ বলে আমাদের এই সংগ্রাম।
#BangladeshFirst #BNPMediaCell #leadership #বিএনপি #BangladeshPolitics #BNP #KhaledaZia
সন্দ্বীপ কে নদী বন্দর ঘোষনা।
গণপ্রজন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সন্দ্বীপকে দেশের ৫৩তম নদী বন্দর হিসেবে ঘোষণা করে বিআইডব্লিউটিএ-কে নবঘোষিত বন্দরটির সংরক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ সরকার থেকে অফিসিয়াল গেজেট আকারে এটি বলা হয়েছে!
সন্দ্বীপ কে নদীর বন্দর হিসেবে ঘোষণা করা মূল কারিগর হিসেবে রয়েছেন সন্দ্বীপের কৃতি সন্তান বর্তমান সরকার এর যোগাযোগ উপদেষ্টা জ্বনাব ফয়জুল কবির কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।।।।
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে রাজধানী ঢাকায় মিছিল হয়েছে। যুগপৎ ধারায় ৬ষ্ঠ দফায় ৪৮ ঘন্টার দ্বিতীয় দিনে অবরোধ সমর্থনে আজ বৃহস্পতিবার ভোরে বের করা মিছিলটি নটরডেম কলেজের সামনে থেকে শুরু করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা জেলার শতাধিক বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।
ইনশাআল্লাহ খুব শিগগিরী প্যাসিস্ট হাসিনার পতন দেখতে পারবে দেশের মানুষ। ✊✊
গণহ*ত্যাকারী স্বৈ*রাচারী লুটরাজদের দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়ি বেড়াতে গেছে৷