দ্বীপনগর প্রতিদিন - DwipNagar Protidin

দ্বীপনগর প্রতিদিন - DwipNagar Protidin " সত্যের সাথে অবিরাম " live available

"কুমিরা ফেরীঘাট (চট্টগ্রাম) হতে টঙ্গী (গাজীপুর)” রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস চালুসম্মানিত সন্দ্বীপবাসীদের যাতায়াতের সু...
16/01/2025

"কুমিরা ফেরীঘাট (চট্টগ্রাম) হতে টঙ্গী (গাজীপুর)” রুটে বিআরটিসি এসি বাস সার্ভিস চালু

সম্মানিত সন্দ্বীপবাসীদের যাতায়াতের সুবিধার্থে জানানো যাচ্ছে যে, আগামী ১৮/০১/২০২৫ খ্রিঃ তারিখ রোজ শনিবার হতে "কুমিরা ফেরিঘাট (চট্টগ্রাম) হতে টঙ্গী (গাজীপুর) ভায়া বিআরটিসি মতিঝিল বাস ডিপো - এয়ারপোর্ট আব্দুল্লাহপুর চেরাগআলী" রুটে নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসি এসি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। উক্ত রুটে চলাচলকারী সম্মানিত যাত্রী সাধারণকে বিআরটিসি'র সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ভাড়া: ৭০০/- টাকা

টিকেট প্রাপ্তির স্থান ও মোবাইল নম্বর ও গাড়ি ছাড়ার সময়সূচি:

• কুমিরা ফেরিঘাট: ০১৮০৪৭৫২৯৫৪

চেরাগআলী: ০১৮০৪৭৫২৯৫১

কুমিরা ফেরীঘাট (চট্টগ্রাম) হতে সকাল ০৮:০০ টায় এবং টঙ্গী (গাজীপুর) থেকে রাত ১১:০০ টায় গাড়ি ছেড়ে যাবে।

• আব্দুল্লাহপুর: ০১৮০৪৭৫২৯৫২

• বিআরটিসি মতিঝিল বাস ডিপো: ০১৮০৪৭৫২৯৫৩

https://samakal.com/whole-country/article/275001?sfnsn=wa
13/01/2025

https://samakal.com/whole-country/article/275001?sfnsn=wa

চট্টগ্রামের সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমাকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ে....

https://www.cvoice24.com/chattogram/news/77412
13/01/2025

https://www.cvoice24.com/chattogram/news/77412

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমাকে অবিলম্বে অপসারণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকে....

12/01/2025

দুর্নীতির অভিযোগে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার অপসারণের দাবীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ

12/01/2025
আসসালামু আলাইকুম,১২ জানুয়ারী (রবিবার), সকাল ১০টা, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।শোষনহীন সমাজ বিনির্মানে,,,দু...
11/01/2025

আসসালামু আলাইকুম,
১২ জানুয়ারী (রবিবার), সকাল ১০টা, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে।

শোষনহীন সমাজ বিনির্মানে,,,
দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, ফ্যাসিবাদী কার্যকলাপের অভিযোগে সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমার অপসারণের দাবীতে মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করেছেন #সন্দ্বীপ_ফ্যাসিবাদবিরোধী_আন্দোলন

11/01/2025

নিরাপদ নৌ-রুট বাস্তবায়নে চাদাবাজির পায়তারা, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার প্রতিবাদ।
প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলার মুহতারাম আমীর, আলাউদ্দিন সিকদার।

**সাংবাদিক সমিতি/ক্লাব/সংঘের কার্যক্রম: বিভ্রান্তি ও বাস্তবতা**_______( মিলাদ মুদ্দাচ্ছির )......….........................
08/01/2025

**সাংবাদিক সমিতি/ক্লাব/সংঘের কার্যক্রম: বিভ্রান্তি ও বাস্তবতা**_______( মিলাদ মুদ্দাচ্ছির )......….........................
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, মহানগর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, অসংখ্য সামাজিক, রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন, ক্লাব ও সমিতি গড়ে উঠেছে।
অনুরুপভাবে সাংবাদিকতা পেশায় যুক্ত ব্যক্তিদেরও রয়েছে নানাবিধ সমিতি ও ক্লাব, যা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র। কিন্তু বিভিন্ন সময় সমিতি / ক্লাব বা সংঘ নিয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক আমাদের সামনে আসে, যা প্রতারণা ও দুরভিসন্ধিমূলক। এ প্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করা জরুরি বলে মনে করছি।

বিষয়টি হলো:
বাংলাদেশে সাংবাদিকদের বিভিন্ন ধরনের সংগঠন বিদ্যমান। যেমন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (BFUJ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (DUJ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (CRAB), ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (EMJA), এবং বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি (BRU), জাতীয় প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব, এবং দেশের অন্যান্য অঞ্চলে যেমন খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুরেও আলাদা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও অন্যান্য ক্লাব রয়েছে। এ সংগঠনগুলো স্বাধীনভাবে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ও অধিকার রক্ষা এবং সেবার লক্ষ্যে কাজ করে।

একইভাবে, সন্দ্বীপেও রয়েছে সন্দ্বীপ রিপোর্টার্স ক্লাব, সন্দ্বীপ প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থাসহ বেশ কয়েকটি সমিতি /ক্লাব।
🔽
যে বিষয়টি বারবার বোঝা প্রয়োজন, তা হলো—প্রতিটি ক্লাব ও সমিতি সম্পূর্ণ স্বাধীন। একটি সংগঠনের সঙ্গে অন্যটির কোনো সরাসরি কোন সম্পর্ক নেই। যেমন, জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে ঢাকা প্রেস ক্লাব বা চট্টগ্রাম প্রেস ক্লাবের কোনো আনুষ্ঠানিক সংযোগ নেই। একইভাবে, ঢাকা রিপোর্টার্স ক্লাবের সঙ্গে খুলনা, বরিশাল বা সিলেট রিপোর্টার্স ক্লাবের কোনো সম্পর্ক নেই, প্রতিটি সমিতি ও ক্লাব আলাদা।


একইভাবে, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, বা জাতীয় প্রেস ক্লাবেরও কোন সম্পর্ক নেই। এবং অন্যান্য ক্লাব গুলোও আলাদা আলাদা সমিতি মাত্র।
🔼
সাংবাদিক ক্লাব বা সমিতি গঠনের মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের পেশাগত সহায়তা প্রদান, তাদের অধিকার রক্ষা করা এবং সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
📍সন্দ্বীপের মতো জায়গায় বিভিন্ন সাংবাদিক ক্লাবের কার্যক্রমও এ উদ্দেশ্যেই পরিচালিত হওয়ার কথা। তবে, কিছু ব্যক্তি বা সংগঠনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে পুরো সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

সাংবাদিক সংগঠনগুলোর দায়িত্ব হলো জনস্বার্থ এবং পেশাগত নীতিমালা অনুসরণ করা। যদি কোনো সংগঠন বা সদস্য এ থেকে বিচ্যুত হয়, তবে সেটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। জনস্বার্থে কাজ করা সংগঠনগুলোর দায়িত্ব এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ করা এবং নিজেদের পেশাগত স্বচ্ছতা নিশ্চিত করা।

সর্বোপরি, সাংবাদিক ক্লাব বা সমিতিগুলো যেন তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, তা নিশ্চিত করাই সবার দায়িত্ব। প্রতারণামুলক প্রচারণা ও অপব্যাখ্যার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত। স্বচ্ছ, সুনির্দিষ্ট ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি সমাজকে এগিয়ে নিতে পারে।

পরিশেষে বলতে চাই, প্রত্যেকটি সংগঠন আলাদা, স্বতন্ত্র, ও স্বাধীন। কেউ কারো শাখা বা উপশাখা নয়, এবং তাদের কার্যক্রমের জন্য তারা নিজেরাই দায়বদ্ধ। সাংবাদিক সংগঠনগুলোর স্বচ্ছতা ও জনকল্যাণে অবদান নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। বিভ্রান্তি দূর করে প্রকৃত তথ্য তুলে ধরাই সমাজে শান্তি প্রতিষ্ঠার প্রধান শর্ত

07/01/2025

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ও সৈরাচারের পুনর্বাসনের প্রতিবাদে সন্দ্বীপের ইউএনও রিগ্যান চাকমার অপসারণ চাই সন্দ্বীপের সাধারণ মানুষ।

ইউএনও রিগ্যান চাকমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলা লোকজনকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে।২৯ ডিসেম্বর আমরা ইউএনও রিগ্যান চা...
07/01/2025

ইউএনও রিগ্যান চাকমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলা লোকজনকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে।

২৯ ডিসেম্বর আমরা ইউএনও রিগ্যান চাকমার দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং দায়িত্বহীনতার বিরুদ্ধে সচেতন সমাজের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে, কিন্তু এর জের ধরে এখন সন্দ্বীপে যারা সাহস করে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের অনেককেই ভয়ভীতি, হুমকি, এবং হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কিছু ব্যক্তিকে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে এই আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক শক্তির অপব্যবহার করে প্রতিবাদকারীদের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। এসব অন্যায় শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি পুরো সন্দ্বীপবাসীর অধিকার এবং ন্যায়বিচারের প্রতি আঘাত বলে মনে করে সচেতন নাগরিকেরা।

ভুক্তভোগীরা বলেছেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ভয় দেখিয়ে বা নিপীড়ন চালিয়ে সত্যকে থামানো যাবে না। যারা অন্যায়-অবিচারের বিরুদ্ধে মুখ খুলছেন, তারা সন্দ্বীপের মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। এই লড়াই কোনও একক ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি একটি দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদমুক্ত সন্দ্বীপের জন্য।

ইউএনও রিগ্যান চাকমার বিরুদ্ধে অভিযোগসমূহ:

১. রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কার্যকলাপ ও সন্দ্বীপে আওয়ামী পুনর্বাসনে সহায়তা করা, যা জনগণের আস্থাহীনতার কারণ।
২. এমভি আইভি রহমান জাহাজের কমিশন এজেন্ট সুপারিশে দুর্নীতি
৩. সরকারি তালিকাভুক্ত নয় এমন হাট বাজার থেকে খাস কালেকশনের নামে চাঁদাবাজি। এই অর্থ রাজস্ব খাতে জমা হয় না।
৪. চাদা ও মাসোহারা আদায়ের বিনিময়ে অবৈধ কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা, যেমন অনুমোদনহীন ইটভাটা ও মাটি কাটার অনুমোদন।
৫. সন্দ্বীপে মুসলমান হটানোর স্ট্যাটাস দেওয়া ইসকন সদস্যের প্রতি পক্ষপাতিত্ব করা।
৬. শিক্ষা ও পরিবেশ খাতে উদাসীনতা।
৭. প্রধান শিক্ষিকাকে অপদস্ত।
৮. মানবাধিকার কর্মীকে হেনস্থা।
৯. প্রশাসনিক দায়িত্বে স্বচ্ছতার অভাব।

সন্দ্বীপ ফ্যাসিবাদবিরোধী আআন্দোলন সকলের কাছে আহ্বান করেন, ভয়কে জয় করে আমাদের পাশে দাঁড়ান। সত্যের পক্ষে একসাথে কথা বলুন।


#ফ্যাসিবাদবিরোধী_আন্দোলন
#সন্দ্বীপ_ফ্যাসিবাদবিরোধী_আন্দোলন

ওএসডি হলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল।
06/01/2025

ওএসডি হলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল।

Address

এনাম নাহার মোড়
Sandwip
4300

Telephone

+8801844580088

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপনগর প্রতিদিন - DwipNagar Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীপনগর প্রতিদিন - DwipNagar Protidin:

Videos

Share