27/09/2022
আজ আমি এশার নামাজ পড়তেছিলাম। রাত তখন ৯:৩০ মিনিট বা সামথিং বেশি হবে।
একটি কথা বলে রাখি আমি গ্রামে থাকি।
আমাদের ঘরে প্রায় হঠাৎ হঠাৎ উদ্ভট টাইপের কিছু ঘ্রাণ পায়। কখনো সিগেরেটের গন্ধ পুরো ঘর ভরে যায়। আবার কখনো বিশ্রী ঘামের গন্ধে পুরো ঘর ভরপুর হয়ে যায়। এই দুই-তিন মাস বেশী হচ্ছে এসব।
আজ শুধু আমার রুমে বিশ্রী গামের গন্ধে ভরে গিয়েছিলো। ওই যে ছেলেরা গায়ে পারফিউম দেওয়ার পর যখন গেমে একাকার হয়ে যায় তারপর পারফিউম+গাম মিশে যে গন্ধটি বেড় হয়ে আসে ওরকম ই। আমি তখনও জায়নামাজে, পুরো রুম জুড়ে এই বিকট গন্ধ হঠাৎ শুরু হয়। আমি, মা মিলে আমার রুম এবং সব জায়গায় ভালো করে চেক করে দেখি কেউ ঢুকলো কিনা। আমার জানালা খোলা ছিলো। মনে হচ্ছে ঠিক জানালায় কেউ দাঁড়িয়ে ছিলো। কিন্তু আম্মুকে বললাম বাহিরে গিয়ে দেখে আসতে। আম্মু গেলো, আমিও গেলাম কিন্তু কোনো গন্ধ নেই বাহিরে। আমার রুমের পাশেও নেই। ঘরের কোনো রুম থেকে এই গন্ধ আসছে না। শুধু আমার রুম থেকে। এত বেশী যে আমি সহ্য করতে পারছিলাম না। প্রথমে সূরা ফাতিহা ও তিন কূল পড়ে সারা গায়ে ফু দিলাম। কাজ হলো না। মনে হচ্ছে কোনো পুরুষ মানুষ আমার রুমে ঠাঁই দাঁড়িয়ে আছে, আর আমরা কেউ দেখছি না।
গন্ধটা শুধু বাড়ছে।
আমি তাড়াতাড়ি করে পবিত্র কোরআন খুলে উচ্চস্বরে সূরা ফাতিহা পড়ে, দরূদ শরীফ ও ইয়াসীন সূরা পড়তে শুরু করলাম। আল্লাহর কসম সাথে সাথে এই গন্ধ চলে গেলো। কি ছিলো সেটা জানিনা। তবে পবিত্র কোরআনের যে কি রহমত আমি সেটি টের পেলাম।
আলহামদুলিল্লাহ 💙❤️
২৬/০৯/২২