Saidpurnews24.net

Saidpurnews24.net সত্য খবর চারদিকে ছড়িয়ে দিতে চাই।
(1)

সঠিক উত্তর দাতার জন্য থাকছে আর্কষণীয় পুরষ্কার😄😄
01/06/2024

সঠিক উত্তর দাতার জন্য থাকছে আর্কষণীয় পুরষ্কার😄😄

31/05/2024

নীলফামারীর সৈয়দপুরে খামারে বিক্রি হচ্ছে গরু

প্রতিবেদনঃপ্রথম আলো

উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুটকির আড়ত নীলফামারীর সৈয়দপুরবন্দর। খুলনা ও চট্টগ্রাম অঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে শুটকি এনে সরবরাহ ...
31/05/2024

উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুটকির আড়ত নীলফামারীর সৈয়দপুরবন্দর। খুলনা ও চট্টগ্রাম অঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে শুটকি এনে সরবরাহ হয় আশপাশের জেলায়। এখান থেকে রপ্তানি হচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে। ১৩টি আড়ত ও ৬৪টি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে সৈয়দপুরের এই শুটকি বন্দর। বছরে প্রায় ১২০ কোটি টাকার শুটকি রফতানি হয় এই আড়ত থেকে। এখানে কাজ করে হাজারো শ্রমিকের চলছে সংসার। তবে এই কাঁচামাল রক্ষায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী একটি শুটকি হিমাগারের। বরাদ্দ পেলে এই হিমারগার তৈরীর অশ্বাস মৎস্য বিভাগের।

নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় ১৯৮৩ সালে দুটি আড়ত ও কয়েকটি খুচরা দোকান নিয়ে গড়ে ওঠে শুটকি পল্লী। সময়ের সাথে বাড়ছে চাহিদা বেড়েছে এর পরিধিও। খুলনা, পাবনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে সামুদ্রিক ও মিঠা পানির ৫০ থেকে ৬০ প্রকার প্রজাতির মাছের শুটকি এনে বিক্রি করা হয় সৈয়দপুর আড়তে।এখান থেকে শীতের মৌসুমে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মনিপুরসহ পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি রফতানি হয় পুঁটি মাছের শুটকি। শুটকির মান ভালো হওয়ায় দুর দুরান্ত থেকে আসেন ক্রেতারা। অন্যান্য আড়তের থেকে দামে কম হওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রেতার ছুটে আসেন এই আড়তের দিকে।

তবে এই বন্দরে একটি শুটকি হিমাগার করার দাবী দীর্ঘদিনের। ব্যবসায়ী নেতারা বলছেন, স্বল্প সুদে ঋণ পেলে নিজেরাই ওই বন্দরে একটি হিমাগার নির্মাণ করবেন। শুটকির গুনগত মান ঠিক রাখতে পরামর্শ ও নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। শুটকিবন্দরটির প্রসারে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন করলেন সংসদ আলহাজ্ব মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক সৈয়দপুরে গত রাতে আমিন মোড় এলাকায় ...
31/05/2024

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন করলেন সংসদ আলহাজ্ব মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক

সৈয়দপুরে গত রাতে আমিন মোড় এলাকায় ঝড়ে হেলে পড়া বটগাছ পরিদর্শন করেন নীলফামারী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি মহোদয়। এ সময় তিনি রেলওয়ের আই ডাব্লু মহোদয় কে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বটগাছ সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।এছাড়াও তিনি গতরাতে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

🟩সাদা রঙের কোচে তিতুমীর🟩আগামী ৬ জুন থেকে রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে চলাচল করা তিতুমীর এক্সপ্রেস ট্রেন ইন্দোনেশিয়ান সা...
24/05/2024

🟩সাদা রঙের কোচে তিতুমীর🟩
আগামী ৬ জুন থেকে রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে চলাচল করা তিতুমীর এক্সপ্রেস ট্রেন ইন্দোনেশিয়ান সাদা রঙের কোচের রেক নিয়ে চলাচল করবে।

ছেলে-মেয়ে থাকতে বাবা-মা কেনো বৃদ্ধ বয়সে বাহিরে কাজ করবে ? ছবিটি দেখে অনেক বেশি খারাপ লাগলো । বাসায় বসে শেষ বয়সে একটু শান...
23/05/2024

ছেলে-মেয়ে থাকতে বাবা-মা কেনো বৃদ্ধ বয়সে বাহিরে কাজ করবে ?

ছবিটি দেখে অনেক বেশি খারাপ লাগলো । বাসায় বসে শেষ বয়সে একটু শান্তিতে না কাটিয়ে পেটের দায়ে এই অতিষ্ঠ গরমে সৈয়দপুর প্লাজার সামনে ফুল বিক্রি করছে।

আল্লাহ সকল সন্তানদের বাবা-মা কে বোঝার সঠিক তৌফিক দান করুক ( আমিন )

21/05/2024

👉সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল

🔴চেয়ারম্যান প্রার্থী:

দোয়াত কালি- ৩২,৩৬৬(নির্বাচিত)
আনারস- ১৮,১৭২
টেলিফোন- ৯১৭৯
ঘোড়া- ১৮৭৫
হেলিকপ্টার- ৭০১
মোটরসাইকেল- ৫০০৭

🔴ভাইস-চেয়ারম্যান(পুরুষ):

চশমা- ৩৬,৬৩৬(নির্বাচিত)
তালা- ১২,২২৮
টিউবওয়েল- ১৫,৩৯৯

🔴মহিলা ভাইস-চেয়ারম্যান:

পদ্মা ফুল- ৩০,৪৮৪(নির্বাচিত)
কলস- ১২,৭২৫
প্রজাপতি- ২১,৯৭৭

সৈয়দপুরে উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী  দিপু কারাগারেনীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি...
19/05/2024

সৈয়দপুরে উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিপু কারাগারে

নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রার্থী ফয়সাল দিদার দিপু জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক। নির্বাচনে তার প্রতীক ঘোড়া।

সৈয়দপুর থানার ওসি শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজের ভুল স্বীকার করেননি ফয়সাল দিদার দিপু। জরিমানার টাকা দিতেও অস্বীকৃতি জানান। ফলে আদালতের আদেশ অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থী দিপুকে আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার (১৭ মে) বিকেলে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ওই প্রার্থী। এ অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। নিজের ভুল স্বীকার করেননি। এমনটি জরিমানা দিতে অস্বীকৃতি জানান চেয়ারম্যান প্রার্থী দিপু। ফলে আদালাতের আদেশ অনুয়ায়ী তাকে কারাগারে পাঠানো হয়।

19/05/2024

বর্তমানে মোবাইলে ১০০ টাকা রিচার্জে ৩৩ টাকা কাটা হয় কর। আসছে বাজেটে এটা বেড়ে ৩৯ টাকা হতে যাচ্ছে। ১০০ টাকা রিচার্জে থাকবে ৬১ টাকা।

সাদা টুপি পরা ছোট্ট এই ছেলেটার পাশে তার মা অথবা বোন পর্দা করা অবস্থায় সিটে বসে আছেন৷ ছেলেটা সিটে ওর মা/বোনের কোলে না বসে...
18/05/2024

সাদা টুপি পরা ছোট্ট এই ছেলেটার পাশে তার মা অথবা বোন পর্দা করা অবস্থায় সিটে বসে আছেন৷ ছেলেটা সিটে ওর মা/বোনের কোলে না বসে পুরো রাস্তা এভাবে দাঁড়িয়েছিল। সম্ভবত এই কারণে যাতে বাসের এমন ভিড়ে যাত্রী যাওয়া-আসার সময় বারবার তার মা/বোনের গায়ে স্পর্শ না লাগে। সত্যিই, পুরুষের দায়িত্বের কোনো বয়স নেই।

17/05/2024

→এই মাত্র পাওয়া ←
সৈয়দপুর উপজেলা নির্বাচনে জ্যান্ত ঘোড়া নিয়ে প্রাচরণা। জরিমানা ৪০ হাজার ১ মাসের কারাদণ্ড।

এসএসসির ফল প্রকাশের পর সারা বাংলাদেশে ৮ জন আত্মহত্যা করেছে। আফসোস!!!
13/05/2024

এসএসসির ফল প্রকাশের পর সারা বাংলাদেশে ৮ জন আত্মহত্যা করেছে। আফসোস!!!

12/05/2024

দীর্ঘ দশ বছর স্কুলে পড়লো অথচ এটা শিখলো না যে ভালো রেজাল্ট এর চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এটা কেমন শিক্ষা।।

12/05/2024

এই মাত্র পাওয়া 🔴
সৈয়দপুর শহরের গোলাহাটের সরকার পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্ম -হত্যা।

12/05/2024

এসএসসি রেজাল্ট খারাপ হওয়ায় সৈয়দপুর বাঙ্গালীপুর নিজ পাড়ায় ছাত্রের আত্ম*হত্যা।

সৈয়দপুর ওয়াপদা মোড়ে ট্রেনে কা/টা পড়ে সাহেব পাড়ার হানিফ মোড়ে সালমা চিকিৎসালয় এর মালিক পল্লী চিকিৎসক ডা. আরমান (উর্দু  শায়...
10/05/2024

সৈয়দপুর ওয়াপদা মোড়ে ট্রেনে কা/টা পড়ে সাহেব পাড়ার হানিফ মোড়ে সালমা চিকিৎসালয় এর মালিক পল্লী চিকিৎসক ডা. আরমান (উর্দু শায়ের) মা/রা গেলেন। (দুপুর ১১.৩০)

10/05/2024

Breaking.....

সৈয়দপুর ওয়াপদা মোড়ে ট্রেনে কা/টা পড়ে সালমা চিকিৎসালয় এর মালিক ডা. আরমান (উর্দু শায়ের) মারা গেলেন। (দুপুর ১১.৩০)

06/05/2024

সন্ধ্যার পর থেকে সৈয়দপুরে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস ⛈

🟥পরিচয় প্রয়োজন🟥মুসলিম এই ভাইটি আজ শনিবার সৈয়দপুর জামে মসজিদে জোহরের নামাজ আদায়ের সময় অজ্ঞান হয়ে পড়ে যান। মুসল্লীগন তাকে ...
04/05/2024

🟥পরিচয় প্রয়োজন🟥
মুসলিম এই ভাইটি আজ শনিবার সৈয়দপুর জামে মসজিদে জোহরের নামাজ আদায়ের সময় অজ্ঞান হয়ে পড়ে যান। মুসল্লীগন তাকে দ্রত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিচয় এখনো মেলেনি।

03/05/2024

আর এক ভয়ংকর প্রতা-রক | সাবধান এদের কাছ থেকে | প্রবাসী ভাইয়েরা সাবধান থাকুন |

30/04/2024

সৈয়দপুরে এবার ভ/য়ং/কর নারী প্রতারক চক্র | সাবধান এদের কাছ থেকে | প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা |

28/04/2024

প্রতা-রক

চাপা মেরেই হাতিয়ে নিচ্ছে কোটি টাকা | সাবধান থাকুন এদের কাছ থেকে |

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবীর বিরুদ্ধে একাট্টা ১৪ জন কাউন্সিলর এর নেতৃতে মেয়রের নৈতিক স্খলন, অনিয়ম, দূর্নীত...
28/04/2024

সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবীর বিরুদ্ধে একাট্টা ১৪ জন কাউন্সিলর এর নেতৃতে মেয়রের নৈতিক স্খলন, অনিয়ম, দূর্নীতি ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে ও মেয়রের অপসারণ চেয়ে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এতে শত শত নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

সৈয়দপুরে আসছেন মাওলানা আমির হামজা হুজুর।আগামী ৯ই জুন সৈয়দপুর নিচুকলোনীতে আসবেন মাওলানা আমির হামজা হুজুর। ★ নিচু কলোনী তর...
25/04/2024

সৈয়দপুরে আসছেন মাওলানা আমির হামজা হুজুর।

আগামী ৯ই জুন সৈয়দপুর নিচুকলোনীতে আসবেন মাওলানা আমির হামজা হুজুর।

★ নিচু কলোনী তরুণ ও যুবকদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা সকলে আমন্ত্রিত।

সৈয়দপুরের আজকের তাপমাত্রা।
25/04/2024

সৈয়দপুরের আজকের তাপমাত্রা।

সৈয়দপুরে হিট ষ্ট্রোকে ১ জনের মৃর্ত্যুসৈয়দপুর নতুন বাবু পাড়া শহীদ বদিউজ্জামান সড়কে অবস্হিত মো জামিল হোসেন (৬০) পিতা মন্জু...
24/04/2024

সৈয়দপুরে হিট ষ্ট্রোকে ১ জনের মৃর্ত্যু

সৈয়দপুর নতুন বাবু পাড়া শহীদ বদিউজ্জামান সড়কে অবস্হিত মো জামিল হোসেন (৬০) পিতা মন্জুর হোসেন নামে এক ব্যক্তি হিট ষ্ট্রোকে মারা গেছেন। স্হানীয় মুদি দোকানদার জানান, আজ দুপুরের পর রাস্তায় লোকটি হাটতে হাটতে হঠাৎ করে পড়ে যায়। আমরা কয়েকজন ধরাধরি করে বাসায় নিয়ে যাই। অবস্হার অবনতি হলে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর স্বজনরা মৃর্ত্যু অবস্হায় হাসপাতালে নিয়ে আসেন। আমরা মৃর্ত্যু অবস্হায় পেয়েছি । তাই পরীক্ষা নিরিক্ষা ছাড়া বলা যাবে না। তবে এই অতিরিক্ত গরমে হিট ষ্ট্রোক হতে পারে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হাকিম মুঠোফোনে জানান, আজ সৈয়দপুরের তাপমাত্রা ৩৮ ডিগ্রী সে ছিল। এই তাপপ্রবাহ আরো বেশ কিছুদিন হতে পারে । তবে অতিরিক্ত গরমে ঘর থেকে বেড়ানোর সময়ে সাবধানতা অবলম্বন করা উচিত।

আগামীকাল সকাল ১০ টায় শাহ আওলিয়া মসজিদে নামাজে অনুষ্টিত হবে। পরে হাতিখানা কবরস্হানে দাফন করা হবে ।

তাপপ্রবাহে নিজের পাশাপাশি আপনার বাসায় থাকা অবলা প্রাণীদেরওযত্ন নিন-চলমান তা প্রবাহে আপনার গবাদি প্রাণী/পোল্ট্রিকে গরমের ...
21/04/2024

তাপপ্রবাহে নিজের পাশাপাশি
আপনার বাসায় থাকা অবলা প্রাণীদেরও
যত্ন নিন
-
চলমান তা প্রবাহে আপনার গবাদি প্রাণী/পোল্ট্রিকে গরমের হাত থেকে রক্ষায় নিম্নোক্ত ব্যবস্থাপনাসমূহ অনুসরণ করুন---

19/04/2024

জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা আমীরের বাড়ী থেকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সহ ৩ নেতা পুলিশের হাতে আটক।

উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপিরবিস্তারিত কমেন্টে
16/04/2024

উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির
বিস্তারিত কমেন্টে

13/04/2024

২০ টাকায় ১০ দিন মেয়াদ,তোপের মুখে গ্রামীণফোন।

Address

Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Saidpurnews24.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category