BAUST Short Stories

BAUST Short Stories বাউস্টিয়ানদের রসবোধ এবং দৈনন্দিন জীবনের বাণী প্রকাশকে বিকশিত করার এক ক্ষুদ্র প্রচেষ্টা।

22/02/2024
23/01/2024

ইসলামে ট্রা-ন্স হারাম। ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে সেখানে ইনিয়ে বিনিয়ে বলার কোনো সুযোগ নাই। একদম ফুল স্টপ।

11/01/2024

আজ একটা কথা প্রখরভাবে মনে হলো যে আমি বরাবরই বন্ধু নির্বাচনে ভুল করেছি,,কথাটা আমার আগে মনে হয়নি তা না,,আমি মন থেকে কথাটা আগেও ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম।
আমার নিজের জন্য এটা ভেবে আজ অনেক খারাপ লাগছে যে,,এইযে মানুষগুলোর জন্য আমি চাইলে প্রাণটাও দিতে পারতাম( যা করেছি সেটা স্বীকার করা নেহাৎই ছোট দেখায় তবুও আজ কষ্টে বলছি),তাদের তীব্র খারাপ সময়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি,,হয়তো কখনো কখনো হুটহাট রাগ করেছি তাদের সাথে কিন্তু পরে আমি নিজে থেকে গিয়েই কথা বলেছি কারণ আমি চাইনি আমার কোনো বন্ধু আমাকে খারাপ চোখে দেখুক।
বন্ধুত্বে আমি কখনো কোনো বন্ধুর দেওয়া কথা অন্য বন্ধুকে বলিনি।যে করেই হোক না কেন আমি তাদের সবরকম সাহায্যর জন্য এগিয়ে গেছি।সব সময় চেষ্টা করেছি এই জায়গাটা সম্মানের রাখার কিন্তু আজ মনে হচ্ছে আমি ব্যর্থ।
যাদের জন্য এতো কিছু তারা আমাকে খারাপ কথা ছুঁড়ে দিতে একমুহুর্ত সময় নেয়নি।আমি জানিনা তাদের আমার কোন কথাটাতে খারাপ লেগেছে বা আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা(আমার জানা শর্তে আমি এরকম কিছু করিনি)
যদি হয়ে থাকে আমি সেটার জন্য ক্ষমাপ্রার্থী।
চেষ্টা করবেন যে বন্ধু আপনার সবথেকে খারাপ সময়েও পাশে থেকেছে সেরকম বন্ধুকে আঘাত না করতে।
আপনাদের ভালো হোক।💝

Sadia Rahman Meem

ক্ষমতার জন্য লড়াই করবে রাজনৈতিক দুইটা দল I আর আমরা হারাবো তালহার মত নিরীহ মেধাবী শিক্ষার্থী I ভার্সিটি লাইফের শত-শত জুন...
07/01/2024

ক্ষমতার জন্য লড়াই করবে রাজনৈতিক দুইটা দল I আর আমরা হারাবো তালহার মত নিরীহ মেধাবী শিক্ষার্থী I ভার্সিটি লাইফের শত-শত জুনিয়রের সাথে পরিচয় হয়েছে তালহার মত ভাই খুব কমই ছিল I কয়টা দিন আগে এসেই বলল সোলায়মান ভাই আপনার ডিপার্টমেন্ট ঘুরে দেখান I হলে একই ফ্লোরে ছিলাম I সকাল-বিকেল সব সময় দেখা হতো I ভাই কেমন আছেন ফিউচার প্লান কি! আর সেই তালহাকে আমরা এখন খুঁজে পাচ্ছিনা I ওর বাবা হাসপাতাল রেলস্টেশন ও মর্গে পাগলের মত খুজতেছে I ধিক্কার ওই সকল দুষ্কৃতিকারীর প্রতি যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।
"নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।" (সুরা নিসা- আয়াত ৫৮।).

post credit : Md Saifuddin Akter
06/01/2024

post credit : Md Saifuddin Akter

শেষ আপডেট: ডি এন এ রিপোর্ট পেতে পরশুদিন পর্যন্ত সময় লাগবে। বাকিটা আর বলা যাচ্ছে না।Source:Khairul Amin Bappi
06/01/2024

শেষ আপডেট: ডি এন এ রিপোর্ট পেতে পরশুদিন পর্যন্ত সময় লাগবে। বাকিটা আর বলা যাচ্ছে না।

Source:Khairul Amin Bappi

06/01/2024

তালহা ( Hzm Abu Talha) মেকানিকাল ১৩ব্যাচ গতকাল বেনাপোল এক্সপ্রেস এর চ বগিতে ছিল তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।কারো সাথে যদি তালহার যোগাযোগ হয়ে থাকে দয়া করে জানাবেন

02/01/2024

আপনি কি সারারাত জেগে থাকেন আর সারাদিন ঘুমান?
কলেজ/ভার্সিটিতে যেতে মন চায় না?
বড়দের সাথে সময় কাটাতে পছন্দ করেন?
সবসময় খিটমিটে মেজাজে থাকেন?
সবার সাথে খারাপ আচরণ করেন?
মাঠে খেলাধুলা না করে ঝিম মেরে বসে থাকেন?
আগের মতো আর লেখাপড়ায় মনোযোগ দিতে পারছেন না?
কংগ্রাচুলেশনস, আপনি মাদকাসক্ত!
তথ্যসূত্রঃ ৭ম শ্রেণির "স্বাস্থ্য সুরক্ষা" বই

মাথা নস্ট😨লাগা ক্রেডিট ট্রান্সফার🥹
28/12/2023

মাথা নস্ট😨
লাগা ক্রেডিট ট্রান্সফার🥹

26/12/2023

Happy Birthday to Mohammed Solaiman, Former Vice President of Career Society of BAUST

May this special day be filled with joy, success, and new opportunities for learning. Keep reaching for the stars in your academic journey and in life.
Wishing you a year ahead full of achievements and memorable experiences.
Enjoy your day💜💜

Once Again, Happy Birthday.

Poster Designer: Hridoy Debnath (Assistant Treasurer)

গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার মানে, এই মানুষটি চরিত্রহীন.......😊🗣️ শায়েখঃআলহামদুলিল্লাহ 🤲☺️
25/12/2023

গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকার মানে, এই মানুষটি চরিত্রহীন.......😊

🗣️ শায়েখঃআলহামদুলিল্লাহ 🤲☺️

25/12/2023

আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'
উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :
১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।
২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।
৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।
৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।
[সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০]

গোটা একটি বুদ্ধিমান জেনারেশন সাদা কালো এটা ভেবে যে:
24/12/2023

গোটা একটি বুদ্ধিমান জেনারেশন সাদা কালো এটা ভেবে যে:

Address

Saidpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BAUST Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Magazines in Saidpur

Show All