আমাদের সাঘাটা উপজেলা - Our Saghata Upazila

আমাদের সাঘাটা উপজেলা - Our Saghata Upazila সাঘাটা উপজেলার ঐতিহ্য, উন্নয়ন এবং সাঘ
(1)

বৃক্ষ নিধন আর নয় ‘দেশকে করুন বৃক্ষময়’'
06/10/2023

বৃক্ষ নিধন আর নয় ‘
দেশকে করুন বৃক্ষময়’'

নবনির্বাচিত সভাপতি মোঃ ছাইদুর রহমান সরকার বসুন্ধরা শুভসংঘ সাঘাটা উপজেলা!
10/09/2023

নবনির্বাচিত
সভাপতি
মোঃ ছাইদুর রহমান সরকার

বসুন্ধরা শুভসংঘ সাঘাটা উপজেলা!

জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৩!Only female students can apply.(1st year)Monthly stepnd: 4kDuration : 4 year.
06/09/2023

জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৩!

Only female students can apply.(1st year)
Monthly stepnd: 4k
Duration : 4 year.

আলহামদুলিল্লাহ ধন্যবাদ মাননীয় সাংসদ জননেতা মাহমুদ হাসান রিপন।
24/08/2023

আলহামদুলিল্লাহ
ধন্যবাদ মাননীয় সাংসদ জননেতা মাহমুদ হাসান রিপন।

আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের দাবি পূরণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় সংসদ সদস্য Mahmud Hassan Ripon এমপি ❤️।
21/08/2023

আলহামদুলিল্লাহ।
দীর্ঘদিনের দাবি পূরণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় সংসদ সদস্য Mahmud Hassan Ripon এমপি ❤️।

16/08/2023

বালাসী ঘাট❤️

14/08/2023

হার্ট অ্যাটাকে মারা গেছেন
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী

বোনারপাড়ার  বিশিষ্ঠ শিল্পপতি ও ব্যবসায়ী জনাব,  আমজাদ হোসেন প্রধান পবিত্র হজ পালনরত অবস্থায় মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন।...
08/06/2023

বোনারপাড়ার বিশিষ্ঠ শিল্পপতি ও ব্যবসায়ী জনাব, আমজাদ হোসেন প্রধান পবিত্র হজ পালনরত অবস্থায় মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন।
ইন্না নিল্লাহে ও ইন্না ইলাহে রাজেউন।
আল্লাহ তাকে জান্নাত বাসী করুক, আমিন।

16/02/2023

#সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো?

গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের সরকারি অফিসিয়াল মোবাইল নং ০১৭৬২-৬৯৫০৭৬ নাম্বারটি ক্লোন করে কোন অর্থ অথবা হুমকি ধামকি দিয়ে লেনদেন থেকে সতর্ক থাকার অনুরোধ করা হল।

অনুরোধক্রমে
উপজেলা নির্বাহী অফিসার
সাঘাটা, গাইবান্ধা।

অভিনন্দন মোঃ ছাইদুর রহমান সরকার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহকারী দলনেতা -০১ এর জন্য 💕💕 সাঘাটা উপজেলার ।
06/02/2023

অভিনন্দন
মোঃ ছাইদুর রহমান সরকার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
সহকারী দলনেতা -০১ এর জন্য 💕💕
সাঘাটা উপজেলার ।

সাঘাটা-ফুলছড়িবাসীর দীর্ঘদিনের চাওয়া রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুর দাবি জানান  নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।...
26/01/2023

সাঘাটা-ফুলছড়িবাসীর দীর্ঘদিনের চাওয়া রামসাগর এক্সপ্রেস পুনরায় চালুর দাবি জানান নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
🟩Saikat Shahriar

ভারতের গুজরাটে অভিনব বিজ্ঞাপন।বিদ্যালয়ে প্রয়োজন গণিতের শিক্ষক। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ফোন নাম্বারের পরিবর্তে একটি স...
25/01/2023

ভারতের গুজরাটে অভিনব বিজ্ঞাপন।

বিদ্যালয়ে প্রয়োজন গণিতের শিক্ষক। যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ফোন নাম্বারের পরিবর্তে একটি সমীকরণ।
সমীকরণ সমাধান করলেই পাবে ফোন নাম্বার এবং চাকরির সুযোগ।😄

অমরাবতী সারাহ্, তোমার জন্যে ভালবাসার দুফোটা অশ্রু— মানুষ তাঁর সংক্ষিপ্ত জীবনে কতো কিছুই না করতে চায়। কতোই না কীর্তি গড়তে...
20/01/2023

অমরাবতী সারাহ্, তোমার জন্যে ভালবাসার দুফোটা অশ্রু—

মানুষ তাঁর সংক্ষিপ্ত জীবনে কতো কিছুই না করতে চায়। কতোই না কীর্তি গড়তে চায়। কেউ চায় সাহিত্য রচনা করে নাম করবে, কেউবা চায় আবিস্কার করে চমকে দেবে সবাইকে, কেউবা চায় টাকার পাহাড় গড়বে। সারাহ ইসলাম কী চেয়েছিল জানি না, তবে তাঁর জীবন থেমে গেছে মাত্র বিশ-এ। বিশ বছর সুন্দর একটি বয়েস। এই সুন্দর বয়েস থেকেই সে ঝড়ে গেছে। সে আর বড় হবে না। তাঁর আর বয়েস বাড়বে না। তবে এই এতটুকুন ছোট্ট জীবনে সারাহ সত্যিকার অর্থেই বিরাট কীর্তি গড়ে দিয়ে গেল। যেমনটা সুকান্ত তাঁর ছোট্ট জীবনেই গড়ে গিয়েছিলেন বিরাট সাহিত্যকীর্তি।

এ দেশে মরণোত্তর চক্ষুদানের কথা জেনেছি এতদিন। এবার মরনোত্তর কিডনি দানের বিষয়টিও সামনে এল। তরুণী সারাহ ইসলামের দান করে যাওয়া দুটি কিডনি এরইমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে দুজন রোগীর দেহে। শুধু তাই নয়, সারাহর দুটি কর্নিয়া দুজন ব্যক্তির চোখের আলোও ফিরিয়ে দিয়েছে। মানুষকে কিডনি দানে উৎসাহিত করতে প্রথম পথটি সারাহই দেখিয়ে গেল। এই কীর্তি তাঁর জন্মকে সার্থক করেছে। সে বহুকাল এ দেশের মানুষের মনে থাকবে।

এখন থেকে এ দেশে অঙ্গ প্রতিস্থাপনের প্রসঙ্গ উঠলেই সারাহ ইসলামের নাম মানুষের মনে পড়বে। ২০ বছর বয়সী সারাহ রোগশয্যায় থেকে নিজের অঙ্গপ্রত্যঙ্গ অন্যকে দান করার ইচ্ছা মাকে জানিয়েছিলেন। সে-ই ইচ্ছাই পূরণ করেছে তাঁর পরিবার।

সারাহর মা শবনম সুলতানা বলেছেন, সারাহ সত্যি সত্যি এক স্বর্গীয় সন্তান ছিল। সে যেখানে যেত, সে তাঁর ব্যবহার দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখত।

মাত্র বিশ বছর বয়সে জীবনপথের যাত্রা থেমে গেছে সারাহ ইসলামের। সদ্য কিশোরী থেকে তরুণী হয়ে ওঠা মেয়েটি, কতোই না স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেসব স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। কিন্তু সে হয়তো জেনে গেল না যে, সে এমন একটি কীর্তি রচনা করে গেল, যা রয়ে যাবে যুগ যুগ ধরে। সে থাকবে সবার অন্তরে, সে থাকবে তাঁর না-থাকা জুড়ে।

এমন অর্জন সবার কপালে জোটে না। মানব হয়ে জন্ম নিয়ে মানবতার কল্যাণ সাধন সবার দ্বারা সম্ভব হয় না। কিন্তু সারাহ সেই গৌরব অর্জন করেছে। এই অর্জন অন্য সকল অর্জন থেকে অনেক অনেক বেশি বড় অর্জন।

সারাহর দ্বিতীয় জীবনের সর্বোচ্চ প্রশান্তি কামনা করছি। সৃষ্টিকর্তা তাঁর সর্বোচ্চ পুরুস্কার নিশ্চিত করুন। আমিন।

Lutfor Rahman Himel

16/01/2023

হিন্দু থেকে মুসলিমে ধর্মান্তরিত হওয়ায় মৃত্যুর পর কক্সবাজারের ঢেমুশিয়ায় সাঈদের লাশ তার পিতা গ্রহণ না করায় সহপাঠীদের সহযোগিতায় বাড্ডা কবরস্থানে দাফন করা হয়েছে।

Congratulations girls. Keep making us proud.
16/01/2023

Congratulations girls. Keep making us proud.

16/01/2023

ড. জাফর ইকবাল স্যার সম্পাদিত ক্লাস সেভেনের বিজ্ঞান বইয়ের অনেকাংশ হুবহু ন্যাশনাল জিওগ্রাফির ওয়েবসাইট থেকে মেরে দেওয়া হয়েছে! এইটা একটা কেলেঙ্কারি, বইয়ের কোথাও কোন কৃতজ্ঞতাও স্বীকার করা হয় নাই!

এরচেয়ে বড় কেলেঙ্কারি হল যেখান থেকে মেরে দেওয়া হয়েছে সেটাও বাংলায় অনুবাদটা লেখকগন নিজেরা করেন নাই, গুগল ট্রান্সলেটর দিয়ে সেরে দিয়েছেন। ফলত অনুবাদটা হয়েছে জটিল ও উদ্ভট!

আমার ধারনা ড. জাফর ইকবাল এই বইটা প্রিন্টিং এ যাওয়ার আগে পড়েও দেখেন নাই, উনার নাম দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতে কি উনার দায় কমে? উনি প্রধান সম্পাদক! সারা দেশের ছেলেমেয়েরা পড়বে যে বই, যার উপর আমাদের ভবিষ্যত প্রজন্ম নির্ভর করে আছে তা নিয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন কিভাবে হওয়া যায়?

মিডিয়ার অবস্থা তো দেখছি, এখন নমস্য লোকজনও যদি এমনসব কান্ড ঘটান তো যাওয়ার জায়গা থাকে? চূড়ান্ত হতাশ!

- প্রথম আলোর নিউজ কমেন্ট

12/01/2023

মহান জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।মহান জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

Mahmud Hassan Ripon

11/01/2023

শীত কেমন বাহে🙃

মাননীয় এমপি মহোদয়
10/01/2023

মাননীয় এমপি মহোদয়

হঠাৎ করে আশংকাজনক বেড়ে চলছে ইভটিজিং। স্কুল এবং কলেজপড়ুয়া মেয়েদের চলার রাস্তার পাশে বখাটে ছেলেদের আনাগোনা বেড়ে গেছে, অভিভ...
09/01/2023

হঠাৎ করে আশংকাজনক বেড়ে চলছে ইভটিজিং।

স্কুল এবং কলেজপড়ুয়া মেয়েদের চলার রাস্তার পাশে বখাটে ছেলেদের আনাগোনা বেড়ে গেছে, অভিভাবকরা শংকিত।

খেলার মাঠ থেকে যখন উঠতি বয়সী তরুণ প্রজন্ম মুখ ফিরিয়ে নেয়, ভয়াবহ হারে বেড়ে যায় ইভটিজিং।

আশা রাখছি, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা যথাযথ ব্যবস্থা নিবে।
© Bonarpara

07/01/2023

স্বত্ব © ২০২২ কালের কণ্ঠ | প্রধান সম্পাদক : ইমদাদুল হক মিলন; সম্পাদক: শাহেদ মুহাম্মদ আলী

অভিনন্দন প্রিয় । সাঘাটা ফুলছড়ির অভিভাবকজননেতা মাহমুদ হাসান রিপন।নব নির্বাচিত সংসদ সদস্য, গাইবান্ধা-৫।নৌকা ৮২৮১৩লাঙ্গল ৪৫...
04/01/2023

অভিনন্দন প্রিয় ।
সাঘাটা ফুলছড়ির অভিভাবক
জননেতা মাহমুদ হাসান রিপন।
নব নির্বাচিত সংসদ সদস্য, গাইবান্ধা-৫।
নৌকা ৮২৮১৩
লাঙ্গল ৪৫৭৬১

31/12/2022

রাজ পরীমনির বিয়েতে দেনমোহর ছিল ১০১ টাকা।

শরীফুল রাজ জীবন যুদ্ধে এগিয়ে আছে

পরিস্থিতি মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় বলা মুশকিল। একসময়ের দাপুটে অভিনেত্রী সাফা কবির এখন বিআরটিসি বাসের কন্ডাকটর।[বি...
25/12/2022

পরিস্থিতি মানুষকে কখন কোথায় এনে দাঁড় করায় বলা মুশকিল।
একসময়ের দাপুটে অভিনেত্রী সাফা কবির এখন বিআরটিসি বাসের কন্ডাকটর।

[বিস্তারিত কমেন্টে 👇]

বর্তমান সিচুয়েশন!!🫠👍
20/12/2022

বর্তমান সিচুয়েশন!!🫠👍

কিশোরগঞ্জে আর্জেন্টিনাকে হারাতে কবিরাজ ডেকেছিল ব্রাজিল সমর্থকরা!🙂© Un known 🫣
19/12/2022

কিশোরগঞ্জে আর্জেন্টিনাকে হারাতে কবিরাজ ডেকেছিল ব্রাজিল সমর্থকরা!🙂
© Un known 🫣

19/12/2022

///ব্রেকিং নিউজ///
কুমিল্লায় আর্জেন্টিনার জয়ের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেলো কিশোরের।
Source: Jagonews24

18/12/2022

ডিপ্রেশন একটি মানসিক (সাইকিয়াট্রিক) রোগ। ডিপ্রেশনে ব্রেইনের ডোপামিন ও সেরোটোনিন নিউরোট্রান্সমিটার এর মাত্রা কমে যায়। রোগী মন খারাপ করে বসে থাকে, উদ্যম হারিয়ে হতাশ থাকে সবসময়। তরুনদের সুইসাইড এর অন্যতম কারন এই ডিপ্রেশন।
আসুন ডিপ্রেশন বা বিষন্নতার প্রধান লক্ষণ জেনে নেই-

* সারাক্ষণ মনমরা হয়ে থাকা।

* বন্ধুবান্ধবদের থেকে নিজেকে গুটিয়ে নেয়া

* কোন কিছুতেই আনন্দ না পাওয়া।

* উৎসাহ, উদ্যম হারিয়ে ফেলা।

* ঘুম কমে যাওয়া বা বেড়ে যাওয়া।

* রুচি কমে যাওয়া বা বেড়ে যাওয়া।

* ওজনের কমে যাওয়া বা বেড়ে যাওয়া।

* পড়াশুনা, কাজকর্মে উৎসাহ না পাওয়া।

* মনোযোগ হারিয়ে ফেলা।

* ভুলে যাওয়া।

* মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, একা একা চুপ চাপ থাকা।

* নিজেকে নিঃস্ব, অপাংক্তেয় মনে করা।

* অযাচিত অপরাধবোধ।

* আত্মহত্যার কথা ভাবা বা চেষ্টা করা।

* নিজেকে আঘাত দেয়া।

* বেঁচে থাকার মানে খুঁজে না পাওয়া।

টানা দু' সপ্তাহ বা তারও অধিক সময় এই লক্ষণগুলো দেখা দিলেই ধরে নিতে হিবে তিনি ডিপ্রেশনে আছেন।

চিকিৎসাঃ

এন্টি-ডিপ্রেসেন্ট ডিপ্রেশনের জন্যে সফল ও কার্যকরী ঔষধ। এর মাধ্যমে ব্রেইনের ডোপামিন ও সেরোটোনিন নিউরোট্রান্সমিটার এর মাত্রা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হয়। এ ছাড়া রোগীর যত্ন নেয়া তার পাশে থাকা, তাকে সময় দেয়া জরুরী।

ডা. সাঈদ এনাম
(এম বি বি এস-ডিএমসি, এম ফিল,বিসিএস)
সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি
সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতাল।

17/12/2022

২০০০ বীর মুক্তিযোদ্ধার বয়স ৫০ বছর! স্বাধীনতার বয়স ৫২ বছর!

সূত্র: প্রথমআলো

সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা
16/12/2022

সকল শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা

🔥 সরকারি, বেসরকারি পলিটেকনিক/ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশঃ◾ অনলাইনে আবেদন করা যাবে ১৩ ডিসেম্বর ২০২২ হতে ২৭ ডিসেম্বর ২...
14/12/2022

🔥 সরকারি, বেসরকারি পলিটেকনিক/ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশঃ
◾ অনলাইনে আবেদন করা যাবে ১৩ ডিসেম্বর ২০২২ হতে ২৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
✅ আবেদন ফি ১৬০/- দেওয়ার পর যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রথমে btebadmission.gov.bd ওয়েবসাইটের Home page হতে ভর্তি কোর্স সিলেক্ট করুন। তারপর যে পেজ আসবে সেখানে থাকা “Apply Now” বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
◾অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
👉 এসএসসি রোল, বোর্ড নাম ও পাশের সাল
👉 সচল মোবাইল নং
👉 পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি।
◾ভর্তির ১ম মেধাতালিকার ফলাফল ০১ জানুয়ারি ২০২৩ রাত ৮:০০ টায় প্রকাশিত হবে।

একাদশ শ্রেণির ভর্তির জন্য এই সাইটে  xiclassadmission.gov.bd ঢুকে আবেদন করতে হবে।আবেদন করার আগে ১৫০/- টাকা ফি জমা দিতে হব...
12/12/2022

একাদশ শ্রেণির ভর্তির জন্য এই সাইটে xiclassadmission.gov.bd ঢুকে আবেদন করতে হবে।
আবেদন করার আগে ১৫০/- টাকা ফি জমা দিতে হবে, বিকাশ দিয়ে দিতে পারবেন।
বিকাশ অ্যাপ থেকে যেভাবে ফি জমা দিতে হবেঃ
১: বিকাশ অ্যাপ ঢুকে "এডুকেশন ফি" সিলেক্ট করেন।
২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করেন।
৩: বাের্ডের নাম, পাশের শাল সিলেক্ট করার পর রােল নাম্বার এবং মােবাইল নাম্বার দিতে হবে।
৪: স্ক্রিনে ১৫০/- ফি-এর পরিমাণ দেখাবে তারপর নিচে ট্যাপ করুন।
৫: বিকাশ একাউন্টের পিন দেওয়ার পর স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।
TIPS:
★ মােবাইলেও কনফার্মেশন মেসেজ আসবে, অ্যাপেও রিসিট থাকবে।
★ আবেদনের সময়সীমা ১৫ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত।
★ রাত ১১টা থেকে ১১:৫৯ মিনিট পর্যন্ত সাইটে সার্ভার বন্ধ থাকে।
★ একাধিক ট্যাব ওপেন করলে/ একসাথে একাধিক আবেদন করলে সাইটে ফর্ম ফিল আপ করা যাচ্ছে না ঠিক মত। একটা করে আবেদন করবেন একবারে।

পৃথিবীতে মানুষ চেনার মতো কঠিন কাজ বোধহয় আর কিছুই নেই;~ কবি মশাই
12/12/2022

পৃথিবীতে মানুষ চেনার মতো কঠিন কাজ
বোধহয় আর কিছুই নেই;

~ কবি মশাই

৫০ বছর পেরিয়ে ৫১ বছরে পদার্পণ উপলক্ষে "ইতিহাস জানি, ইতিহাস জানাই" স্লোগানেকে সামনে রেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-রংপুর এর পক্...
11/12/2022

৫০ বছর পেরিয়ে ৫১ বছরে পদার্পণ উপলক্ষে "ইতিহাস জানি, ইতিহাস জানাই" স্লোগানেকে সামনে রেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-রংপুর এর পক্ষ থেকে সারা দেশ ব্যাপি শুরু হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক "অর্ধশতে প্রজন্ম একাত্তর" অলিম্পিয়াড।
সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান রইলো।

কর্মসূচী -
√ প্রতিদিন কুইজ প্রতিযোগিতা
√ মুক্তিযুদ্ধের ওপর অলিম্পিয়াড

📢📢 অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রক্রিয়া:-

ধাপ ১ঃ ফ্রি গুগল ফর্ম ফিলআপ করুন।
লিংক - https://forms.gle/65tx3aSedQqN1NdR8

ধাপ ২ঃ ফর্ম ফিলআপ এর পর উল্লেখিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান অথবা ইমেইলের মাধ্যমে দেয়া হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হয়ে যান

পরবর্তী সকল নির্দেশনা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হবে।

রেজিস্ট্রেশন ডেডলাইন: ১৫ ডিসেম্বর, ২০২২ । রাত ১২.০০ মিনিট
অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে: ১৬ ডিসেম্বর, ২০২২ । রাত ৯.৩০ মিনিট

📌 উক্ত অলিম্পিয়াডে ১০জন বিজয়ীর জন্য রয়েছে বিশেষ পুরষ্কার ও সার্টিফিকেট।

📢 এর পাশাপাশি আমাদের পেইজে ১১-১৫ ই ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন কুইজ প্রতিযোগিতা।

📌 কুইজে অংশগ্রহণ এর সময়ঃ সন্ধ্যা ৭.০০ মিনিট - রাত ১২.০০ মিনিট

📌 প্রতিদিন কুইজে ৩ জন বিজয়ীকে "The Team Freelancer BD" এর পক্ষ থেকে দেয়া হবে বিজয়ের ৫১ বছরে ৫১ টাকা মোবাইল রিচার্জ।

যোগাযোগঃ
যে কোন প্রয়োজনে আমাদের পেইজে নক করুন-

পেইজ লিংক:-https://www.facebook.com/yehrangpur
আমাদের গ্রুপ লিংক:-https://www.facebook.com/groups/yehrangpur

ইমেইলঃ [email protected]

ধন্যবাদ।

আজ ৯ই ডিসেম্বর,উপমহাদেশীয় বাংলার অসহায় নারীদের মুক্তির জাগরনের একমাত্র অগ্রদূত বেগম রোকেয়া(১৮৮০-১৯৩২)এর জন্ম ও মৃত্যুবার...
09/12/2022

আজ ৯ই ডিসেম্বর,উপমহাদেশীয় বাংলার অসহায় নারীদের মুক্তির জাগরনের একমাত্র অগ্রদূত বেগম রোকেয়া(১৮৮০-১৯৩২)এর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🖤

04/12/2022

সম্মানিত ১০নং বোনার পাড়া ইউনিয়নে প্রতিবন্ধী ভাই ও বোনেরা যারা ইতিমধ্যেই প্রতিবন্ধী কার্ড ভাতার জন্য অনলাইন করেছেন তাদেরকে আগামী ৫ তারিখ রোজ সোমবার সকাল ১০ঘটিকায় অনলাইনের ফটোকপি, প্রতিবন্ধী কার্ড, এনআইডি কার্ড ও জন্ম সনদ নিয়ে সমাজসেবা অফিস মাঠে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে৷
মোঃ নাছিরুল আলম স্বপন
চেয়ারম্যান ১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ।

Kazi Azhar Ali Govt Model High School SSC Result 2022
28/11/2022

Kazi Azhar Ali Govt Model High School

SSC Result 2022

Bonarpara Girls High School & College SSC Result 2022
28/11/2022

Bonarpara Girls High School & College

SSC Result 2022

আজ প্রকাশিত হবে এসএসসি ২০২২ এর  ফলাফল  🔥🔥▪এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে টাইপ করুন👇SSC  বোর্ডের প্রথম তিন অক্ষর  রোল  বছর...
28/11/2022

আজ প্রকাশিত হবে এসএসসি ২০২২ এর ফলাফল 🔥🔥

▪এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে টাইপ করুন👇
SSC বোর্ডের প্রথম তিন অক্ষর রোল বছর লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে

উদাহরণ: SSC RAJ 234532 2022 টাইপ করে পাঠিয়ে দিন 16222 নম্বরে

▪ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল পাবেন নিম্নোক্ত লিঙ্কে👇
http://www.educationboardresults.gov.bd/

• উক্ত লিংকে গিয়ে পরীক্ষার নাম, বছর, বোর্ড, রােল, রেজিঃ নম্বর, নিচে যে সংখ্যা আসবে তার যোগফল দিয়ে submit করলেই পেয়ে যাবেন এসএসসি পরীক্ষার রেজাল্ট🤩

💥বিঃদ্রঃ দুপুর ১২.০০ টা থেকে রেজাল্ট হাতে পাবেন☺

28/11/2022

তুলনার যেখানে শেষ হয় সেখানেই ব্যক্তিত্বের শুরু।
— কার্ল লেজারফেল্ড

Address

Saghata Upazila
Saghata
5750

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সাঘাটা উপজেলা - Our Saghata Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের সাঘাটা উপজেলা - Our Saghata Upazila:

Share


Other News & Media Websites in Saghata

Show All