Badhon Sarkar Bsl

Badhon Sarkar Bsl খেলাধূলার সকল খবর পেতে পেজ টিতে লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকুন।

BOSS LM10
13/05/2024

BOSS LM10

11/05/2024

এই নেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড-

সৌম্য সরকার,তানজিদ তামিম,লিটন দাস,নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক),সাকিব আল হাসান,তাওহীদ হৃদয়,মাহমুদউল্লাহ রিয়াদ,জাকের আলী অনিক,মোহাম্মদ সাইফুদ্দিন,তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম,শেখ মাহাদী,মোস্তাফিজুর রহমান,রিশাদ হোসেন,তানভীর ইসলাম।

শুভ জন্মদিন নবাব🎂🎂বাংলার জান,বাংলার প্রান সাকিব আল হাসান। আমরা তোমাকে শুধু দেশ সেরা বলে গর্ব করি না,আমরা তোমাকে নিয়ে গর্...
24/03/2024

শুভ জন্মদিন নবাব🎂🎂
বাংলার জান,বাংলার প্রান সাকিব আল হাসান।
আমরা তোমাকে শুধু দেশ সেরা বলে গর্ব করি না,আমরা তোমাকে নিয়ে গর্ববোধ করি বিশ্ব সেরা হিসাবে।
শুভকামনা রইলো বস,তোমার হাত ধরেই বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে।

অভিনন্দন টিম টাইগার্স ❤️শ্রীলঙ্কা কে ৩য় ওয়ানডেতে ৪ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ নিজেদের করে নিলো টিম বাংলাদেশ ❤️
18/03/2024

অভিনন্দন টিম টাইগার্স ❤️

শ্রীলঙ্কা কে ৩য় ওয়ানডেতে ৪ উইকেটে হারিয়ে ২-১ এ সিরিজ নিজেদের করে নিলো টিম বাংলাদেশ ❤️

ভাগ্য কারে বলে,তানজিদ তামিম কে দেখুন।যে একাদশেই ছিলো না,সৌম্য ইনজুরিতে পড়ায়,তার কনকাশন হিসেবে নেমেই বাজি মাত করলেন তানজি...
18/03/2024

ভাগ্য কারে বলে,তানজিদ তামিম কে দেখুন।যে একাদশেই ছিলো না,সৌম্য ইনজুরিতে পড়ায়,তার কনকাশন হিসেবে নেমেই বাজি মাত করলেন তানজিদ😃

শ্রীলঙ্কার বিপক্ষে ৩য় ওডিআইতে দারুন বল করেছেন তাসকিন আহমেদ✌️
18/03/2024

শ্রীলঙ্কার বিপক্ষে ৩য় ওডিআইতে দারুন বল করেছেন তাসকিন আহমেদ✌️

একাদশে ফিরলেন বিজয়💔শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বোলিং এ বাংলাদেশ! তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। ১.সৌম্য সরকা...
18/03/2024

একাদশে ফিরলেন বিজয়💔
শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে বোলিং এ বাংলাদেশ!
তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স।
১.সৌম্য সরকার
২.এনামুল হক বিজয়
৩.নাজমুল হোসেন শান্ত
৪.তাওহিদ হৃদয়
৫.মুশফিকুর রহিম
৬.মাহমুদউল্লাহ রিয়াদ
৭.মেহেদী হাসান মিরাজ
৮.রিশাদ হোসেন
৯.তাসকিন আহমেদ
১০.শরিফুল ইসলাম
১১.মোস্তাফিজুর রহমান

শুভকামনা রইলো টিম বাংলাদেশ ❤️❤️

হেড মাষ্টার হাতুড়ির স্পেশাল ক্লাসে সৌম্য ❤️
17/03/2024

হেড মাষ্টার হাতুড়ির স্পেশাল ক্লাসে সৌম্য ❤️

লিটনেই আস্থা মেহেদী মিরাজের 💔
17/03/2024

লিটনেই আস্থা মেহেদী মিরাজের 💔

দ্রুততম ২ হাজারে সৌম্য সরকার। বাংলাদেশ ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে  ২০০০ হাজার রানের...
16/03/2024

দ্রুততম ২ হাজারে সৌম্য সরকার।

বাংলাদেশ ইতিহাসের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ২০০০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন সৌম্য সরকার। এর আগে ৬৫ ইনিংসে ২,০০০ হাজার রানের ইনিংস খেলে দ্রুততম রেকর্ড নিজেদের নামে রেখেছিলেন শাহরিয়ার নাফিস এবং লিটন দাস। আর আজকে সৌম্য ৬৪ ইনিংসে ২,০০০ হাজার রান পূরন করলেন সৌম্য সরকার।

সৌম্য সরকার এর আজকের ইনিংস দেখে যদি কারো মন না ভরে, মুগ্ধ না হয়, সৌম্য সরকার এর আজকের ইনিংস দেখেও যদি কেউ বলে সৌম্য সরকার এর ব্যাটিংয়ে পরিবর্তন আসে নাই, সৌম্য সরকার এর আজকের মারা একেকটা বাউন্ডারি দেখেও যদি কেউ বলে নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকানো এক ইনিংসে বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ ২২ টি বাউন্ডারিকে ভুয়া মনে করে, তাহলে আমি বলবো সৌম্য সরকার এর সাথে আপনার জন্ম জন্মান্তরের শত্রুতা আছে।

বাংলাদেশ যখন একটা উইকেটের জন্য ছটফট করবে।তখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে সাকিব আল হাসানের কথা মনে করবে। সত্যি বলতে আজকে যখন শ্রীল...
16/03/2024

বাংলাদেশ যখন একটা উইকেটের জন্য ছটফট করবে।
তখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে সাকিব আল হাসানের কথা মনে করবে। সত্যি বলতে আজকে যখন শ্রীলংকার উইকেট পরে নাহ যখন ব্রেকথ্রর দরকার তখন এই মীরজাফরকে অনেক মিস করছে বাংলাদেশ🥲

Shakib Al Hasan ❤️

16/03/2024

বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে কম ইনিংস খেলে ২০০০ + রান দ্রুততম সৌম্য সরকার 'এই করলো!👏🇧🇩

ওয়ানডে ক্রিকেটে সৌম্য সরকারের ২০০০ রান করতে লেগেছে ৬৪ ইনিংস! যা বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার তার দখলে এই রেকর্ড রয়েছে! আজকের আগে,
২০০০+ রান করতে কার কত ইনিংস লেগেছে এক নজরে👇

শাহরিয়ার নাফিজ:-৬৫ ইনিংস
লিটন কুমার দাস:- ৬৫ ইনিংস
সাকিব আল হাসান:-৬৯ ইনিংস
ইমরুল কায়েস:- ৬৯ ইনিংস
তামিম ইকবাল খান:- ৭০ ইনিংস
মাহমুদউল্লাহ রিয়াদ:- ৯৩ ইনিংস
মুশফিকুর রাহিম:- ৯৭ ইনিংস
মুহাম্মাদ আশরাফুল:-৯৯ ইনিংস ..

আশা করি এবার ধারাবাহিকতা বজায় রাখবে দাদা!👏💚

16/03/2024

সৌম্য সরকার রান করবেন, যেদিন রান করবেন সব ভুলিয়ে দিবেন। হ্যাঁ, হয়তো ধারাবাহিক রান করবেন না, এমনও হবে কখনো কখনো ধারাবাহিক ভাবে ব্যর্থ হবেন।

তবে অ্যাফোর্ড করতে পারলে সৌম্য হবেন আপনার দলের জন্য দারুণ সম্পদ। এই যে সৌম্য'র নামের সাথে অধারাবাহিক তকমা আছে, সেই সৌম্যই বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০০ রানের রেকর্ডের মালিক। ২য় অবস্থানে আছে লিটন দাসের নাম।

এটা আপনাকে বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড বুঝিয়ে দিবে। যেটা অস্বীকার করার উপায় নেই- বাংলাদেশ ক্রিকেট বিশ্বমান থেকে বেশ বেশ পিছিয়ে।

বিশ্বমানের হতে গেলে, কাছাকাছি পৌঁছাতে গেলে আধুনিক ক্রিকেটে আপনাকে বাজি ধরতে হবে। সৌম্য সরকার এমন এক বাজির নাম।

ভাগনী+মা
23/02/2024

ভাগনী+মা

Address

Sadullahpur

Telephone

+8801785234595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon Sarkar Bsl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share