16/11/2024
"অনলাইন না'তে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা ২০২৪"
🔘 প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ আগামী ৩০ নভেম্বর, রাত ১২টার মধ্যে রেকর্ড পাঠাতে হবে।
#০১ ডিসেম্বর থেকে ক্রমান্বয়ে আমাদের পেইজ গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা ও ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হবে।
🔘 পেইজের ভিডিও-তে রিয়েক্ট-কমেন্টে এর উপর ভিত্তি করেও কিছু নাম্বার বরাদ্দ আছে। তাই ভিডিও প্রকাশের পর প্রতিযোগিরা বেশি বেশি শেয়ার করুন।
🔘 শিশু, নারী, পুরুষ, যেকোনো বয়সের সবার জন্য উম্মুক্ত। নারী প্রতিযোগিদের ভিডিও পেইজে পাবলিশড করা হবে না। নিরীক্ষক টিমের রেটিং থেকেই বিজয়ী ঘোষণা করা হবে।
🔘 রেকর্ড পাঠানোর মাধ্যম
হোয়াটসঅ্যাপ +8801645350444 অথবা
ই-মেইল [email protected] এ।
বড় ফাইল হলে ড্রাইভে আপলোড দিয়ে ই-মেইল এক্সেস দিতে হবে৷
🔘 অবশ্যই রেকর্ড পাঠানোর সময় প্রতিযোগীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠান/কর্মস্থল, ঠিকানা ও মোবাইল নং উল্লেখ করে দিতেই হবে।
🔘 কোনো বাদ্যযন্ত্র, ডুয়েট পরিবেশনা, অটো টিউন, ইকো দিয়ে এডিট করা ভিডিও গ্রহণযোগ্য হবে না।
🔘 শুধুমাত্র না'তে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে হবে।
#যেকোনো প্রয়োজনে পেইজে ইনবক্স করুন।
https://www.facebook.com/GCBKGC
#গাউসিয়াকমিটিখাগড়াছড়ি