26/12/2024
এখন কী করবি?”
“ভালোবাসব।”
“কীভাবে?”
"দূর থেকে।”
“দূর থেকে ভালোবাসা যায়?”
“যায়।”
দিয়া চুপ হয়ে গেল।চারদিকে কেমন মৌনয় ভেসে যাচ্ছে।মাথার উপর কিছু পাখি উড়ে বেড়াচ্ছে।লেকের শান্ত জলের দিকে তাকিয়ে দিয়া শুধাল।
"তোর কাছে ভালোবাসা মানে কী?”
“মৃত্যু নিশ্চিত জেনেও, হেমলক পান করা।”
"অর্থাৎ?"
"অর্থাৎ,পাব না জেনেও অপেক্ষা করা। সম্ভব নয় জেনেও কাউকে তীব্রভাবে চাওয়া । আমার কাছে এটাই ভালোবাসা । "
"পাবনা জেনেও কাউকে ভালবাসা কি মূখতা নয়?"
ছেলেটি হাসল।তারপর বলল,"মূর্খতা, বড় শুদ্ধ শব্দ। ভালোবাসা? এত শুদ্ধ, অশুদ্ধ খুঁজে বেড়ায় না। ভালোবাসা শুধু ভালোবাসতে জানে। এর কোনো সঠিক ব্যাখা হয় না।”
___কৃষ্ণচূড়া ও তুমি আমি