Golap chandra Roy

Golap chandra Roy Hi I'm Golap chandra Roy.Keep and support

⚡যেখানে পৃথিবীতে ইন্টারনেট ইউজার ৪.৬৬ বিলিয়ন আর দিনে দিনে সংখ্যাটি বেড়েই চলেছে, সেখানে সবকিছু ইন্টারনেট নির্ভর হবে সেটাই...
29/09/2021

⚡যেখানে পৃথিবীতে ইন্টারনেট ইউজার ৪.৬৬ বিলিয়ন আর দিনে দিনে সংখ্যাটি বেড়েই চলেছে, সেখানে সবকিছু ইন্টারনেট নির্ভর হবে সেটাই তো স্বাভাবিক! এক জরিপে দেখা গেছে, ৬০% মোবাইল ইউজার অনলাইনে সার্চ দেবার মাধ্যমে কেনাকাটা করেন! অর্থাৎ, সঠিক ডিজিটাল মার্কেটিং আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়িয়ে পৌঁছে দিতে পারে আপনার টার্গেট ডেমোগ্রাফিকের দ্বারপ্রান্তে। একইসাথে, ভোক্তাদের সাথে করতে তুলতে পারে সুদীর্ঘ বন্ধন! এখনকার দিনে প্রতিটি কোম্পানী তাদের ডিজিটাল প্রেজেন্সকে গুরুত্ব দিচ্ছে , তাই ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারের পথ সুগম হচ্ছে ৷ 🙅‍♂️

💁‍♀️তাই, আপনার জন্য । Scholar's IT নিয়ে এল “Digital Marketing Career Path Session 🥰

🙋‍♂️ সেশনটিতে অংশগ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে ইনবক্সে যোগাযোগ করুন। সীট সংখ্যা সীমিত🤟।

Advance educational course (DMC)A great service of signature Mind Institutions! আপনি কি business করতে চান ঘরে বসেই। চাকর...
17/09/2021

Advance educational course (DMC)
A great service of signature Mind Institutions!
আপনি কি business করতে চান ঘরে বসেই। চাকরি ভালো লাগছে না ঘরে বসেই নিজেই income করতে চাইছেন? তাহলে এই course টি শিখলে আপনাকে কোনো job করতে হবে না। ঘরে বসেই monthly 30,000/40,000 tk বা চাইলে আরও বেশি income করতে পারবেন শুধু ঘরে বসে বসেই। যা যা করে আপনি এই সুযোগ পাবেন।সে গুলো হলো.............
1.Tools and blogger
2.Basic keyword research
3.keyword research Tools
4.keyword analysis
5.product research and product listing
6.Content writing
7.on page SEO
8.Off page SEO
9.Amazon,Ebay,walmart
10.Fiverr account creat
11.people per hour account create + payoneer account
12.Facebook marketing ( page create+ product boost + page boost +page promote etc )
13.You tube marketing........
( you tube account create )
14.Affiliate Marketing
15.Market place knowledge
16. Guest post and Artical
17.Web sit account creat.
এটি শিখলে বাসায় বসে নিজের income নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ্।
interested person inbox me..

সফল হতে চান?তাহলে পরিশ্রম করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামুন। আবার শুধু মাঠে নামলেই সফল হওয়া যাইনা তার জন্য ...
26/07/2021

সফল হতে চান?

তাহলে পরিশ্রম করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামুন। আবার শুধু মাঠে নামলেই সফল হওয়া যাইনা তার জন্য দরকার একজন সঠিক পথপ্রদর্শক (মেন্টর)। শুধু মেন্টর থাকলেই হবে না তার কথা অনুযায়ী চলতে হবে।
আমরা সফল হতে চায় কিন্তু পরিশ্রম করতে চাইনা।

আমরা সফল হতে চায় কিন্তু মেন্টরের কথা শুনতে রাজি না।
আমরা সফল হতে চায় কিন্তু আমাদের দক্ষতা বাড়ানোর জন্য প্রস্তুতি নিতে রাজি না।

আমরা ইংরেজিতে দক্ষ হতে চায় কিন্তু নিয়মিত চর্চা করার সময় নেই।

আমরা দক্ষ ফ্রিলেন্সার হতে চায় কিন্তু মেন্টরে কথা অনুযায়ী চর্চা করার সময় নেই।

আমরা বড় হয়ে রোজগার করতে চাই কিন্তু রোজগারের পদক্ষেপ সম্পর্কে জানার সময় নেই।

উদাহারণস্বরূপ বলতে গেলে

দিনশেষে ফেসবুকে নিজের ভবিষ্যতের চিন্তা না করে অন্যের ভিত্তিহীন পোস্ট দেখে দেখে অন্যের ভিউয়ার বাড়াই।
কারণ আমাদের সময় থাকে কে কীভাবে গিটার বাজায় তা দেখার।
আমাদের সময় কে কত দ্রুত গাড়ি চালাই তা দেখার।
আমাদের সময় থাকে সমালোচনামূলক আলোচনা দেখার ।

মাঝে মাঝে দেখা যায় মা-বাবার অতি আদরের সন্তানগুলো নিজের সফলতা শিক্ষকের উপর নির্ভর করে বসে থাকে। অবশ্যই শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবেন তবে তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা সফল হতে পারব। কিন্তু তারা চিন্তা করে টাকা দিয়ে প্রতিষ্ঠান এবং শিক্ষকের কাছে পড়ছি প্রতিষ্ঠান এবং শিক্ষক আমাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে চাকুরির ব্যবস্থা করে দিবে কিন্তু তাদের কাছে প্রতিষ্ঠান এবং শিক্ষকের কথা অনুযায়ী পড়াশোনা করার সময় থাকে না। যখন পরীক্ষায় ফেল করে তখন বলে অমুক প্রতিষ্ঠান এবং শিক্ষক আমাকে ভালোভাবে সহযোগিতা করেনি। আমাদের মনে রাখা উচিত প্রতিষ্ঠান এবং শিক্ষক কখনো কোন শিক্ষার্থীর অমঙ্গল চায়না সব সময় শিক্ষার্থীদের সফলতার জন্য কাজ করে যায়।

এভাবেই কি সফল হওয়া যায়?

না, এভাবে সফল হওয়া যায় না।

সফল হওয়ার জন্য প্রয়োজন
* সুন্দর মন মানসিকতা।
* সঠিক প্রস্তুতি
* দক্ষ মেন্টর
* সঠিক সময়ে সঠিক জায়গায় পরিশ্রম
* ফলাফল আসার ধৈর্য্য।

আসুন নিজের জীবনকে উপভোগ করি।
আসুন নিজেকে দক্ষ করে গড়ে তুলি।
আসুন দেশকে বেকারমুক্ত করি।

🟢ফ্রিল্যান্সিং কি ❓❓🟢সঠিক ফ্রিল্যান্সিং কিভাবে করা যায়❓🟢আমাদের প্রতিষ্ঠান বিগত ৪ বছর যাবৎ ১৫-২০ টি দেশে আই.টি সার্ভিস দ...
19/07/2021

🟢ফ্রিল্যান্সিং কি ❓❓
🟢সঠিক ফ্রিল্যান্সিং কিভাবে করা যায়❓
🟢আমাদের প্রতিষ্ঠান বিগত ৪ বছর যাবৎ ১৫-২০ টি দেশে আই.টি সার্ভিস দিয়ে আসতেছে।
🟢ফ্রিল্যান্সিং সম্পর্কে ঘরে বসে জানতে জাস্ট yes বলুন।
🟢আমরা আপনাকে অনলাইন এর মাধ্যমে জানতে সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।

😍😍ধন্যবাদ 😍😍

👉মাত্র  পনের বিশ হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন।তাহলে ফ্রি...
03/07/2021

👉মাত্র পনের বিশ হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন।তাহলে ফ্রিল্যান্সিং এর জন্য কিছু টাকা দিয়ে কোর্স করতে আপত্তি কেন?? আমি কি করবো? কোথায় যাব? কিভাবে করব? ক্লিয়ার না থাকলে কেউ কখনো সফলতার দিকে অগ্রসর হতে পারে না। আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill Develop , করি.. ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি। ফ্রিল্যান্সিং একমাত্র পেশা যা নিজের স্বাধীন মত করা যায়। যোগাযোগ করুন 01309677550 and inbox pz
😍😍

👉জীবনে গরিব পরিবারে জন্ম নেওয়া টা দোষের নয়, তবে গরিব হয়ে মৃত্যু বরণ করা বড় অপরাধের চেয়ে কোন অংশে কম না।জীবনে হতাশ হলে শু...
25/06/2021

👉জীবনে গরিব পরিবারে জন্ম নেওয়া টা দোষের নয়, তবে গরিব হয়ে মৃত্যু বরণ করা বড় অপরাধের চেয়ে কোন অংশে কম না।

জীবনে হতাশ হলে শুধু আসে ব্যর্থতা, তাই আসুন হতাশাকে ঝেড়ে ফেলে নিজের যোগ্যতায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিশ্চিত করি।

যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী তারা ইনবক্স করুন।

বিঃদ্রঃ- একটি ফ্রী সেমিনার করে দেখবেন ভালো লাগলে কোর্স করবেন। ভালো না লাগলে কেউ জোর করবে না

বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র...
14/06/2021

বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি হয় না, সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনক অবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা, বা আরও

বিস্তরভাবে বলতে গেলে অনলাইন প্রফেশন। অনেক গুলো অনলাইন প্রফেশনের মধ্যে ফ্রিল্যান্সিং একটি।

ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বেশ ভাল অবস্থানে আছে, বিশ্বে বাংলাদেশের দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে শত কোটি টাকার। হিসেব মতে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে ৫ লক্ষাধিক।
ফ্রিল্যান্সিং যেমন সম্ভাবনা, তেমনি এ নিয়ে আছে প্রচুর ভুল ধারণা, আবার ভুল ধারণাকে পুঁজি করে গড়ে উঠেছে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদ।

ফ্রিল্যান্সিং হল কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শত বছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও ফ্রিল্যান্সার, কারণ সে অন্যের রিক্সা চালায়, ইচ্ছা হলে প্যাসেঞ্জার নেয়, নাহলে নেয় না। তার ফ্রিডম আছে। ইদানিং ফটোগ্রাফাররাও ফ্রিল্যান্সার, কারণ তারা কোথাও ফটোগ্রাফার হিসাবে চাকরি না করে বরং অনুষ্ঠান বেসিসে শুট করে আর পারিশ্রমিক নেয়।

সুতরাং ফ্রিল্যান্সিং কোন কাজ নয়, কাজ করার ধরণ মাত্র।

Address

Thakurgaon
Ranisankail
2021

Telephone

+8801309677550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golap chandra Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golap chandra Roy:

Share


Other Digital creator in Ranisankail

Show All