রাণীনগরের কথা

  • Home
  • রাণীনগরের কথা

রাণীনগরের কথা News of Raninagar upazila of Naogaon district.

29/10/2025

শর্ত দিয়ে কখনো সম্পর্ক হয় না!

29/10/2025

মির্জা ফখরুল অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা

29/10/2025
29/10/2025

১০৪ ভুয়া ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল হচ্ছে

29/10/2025
29/10/2025
আগামী শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় রাণীনগর রেলগেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত।
29/10/2025

আগামী শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় রাণীনগর রেলগেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত।

28/10/2025

রাজনীতি | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | সংবাদ অনলাইন রিপোর্ট | আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাসহ নির্বিচারে গ্রেপ্তা....

অস্থির এক জেনারেশনবিলিভ ইট অর নট, এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো এমবিশান নেই, পবিত্র কোনো মিশন নে...
28/10/2025

অস্থির এক জেনারেশন

বিলিভ ইট অর নট, এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো এমবিশান নেই, পবিত্র কোনো মিশন নেই।

এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন।

এরা গান শোনে না, সিনেমা দেখে না, খেলাধুলাতেও এদের অনীহা। এরা এক্সারসাইজ করে না, সকালে ব্রেকফাস্টও করে না।

এরা সিনিয়রদের সম্মান করে না — না দেখার ভান করে পাশ কাটিয়ে হেঁটে চলে যায়, গায়ে ধাক্কা দিয়ে বা পায়ে পাড়া দিয়ে দাঁত কেলিয়ে হাসে। সরি বলার টেণ্ডেন্সিও এদের মধ্যে নেই। গুরুজনদের সাথে অনর্থক তর্ক জুড়ে দিতে এদের জুড়ি মেলা ভার।

এদের মাঝে না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, ড্যাম কেয়ার অ্যাটিটিউডে আপনি পদে পদে বিব্রত হবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, অপর পক্ষের নাজেহাল হওয়ার সম্ভাবনা একশোতে একশো।

আপনি পাবলিক বাসে চড়ছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটাই বেশি প্রতিযোগিতা করছে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আপনার তেমন কিছু করার থাকে না।

বলছিলাম বর্তমান জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা, যে আসরে এদের দাঁড়িয়ে থাকার কথা, সেই আসরে এরা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা মোবাইল গেমস আর ফার্স্টফুডে আসক্ত। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেসবুক, ইউটিউব, রিলস দেখা এদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস জানে না, সাহিত্য বোঝে না, শিল্প সংস্কৃতি কি বস্তু তা চেনে না। এরা বই কেনে না, এরা বই পড়ে না, বই বোঝে না।

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, গান গাইতে পারে না, ছবি আঁকতে পারে না। এদের মধ্যে সাগর পাড়ি দেওয়ার দু:সাহস নেই, পাহাড় কেটে পথ তৈরি করার অদম্য মনোবল নেই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, ভালোবাসা নেই। এদের একটাই স্কিল, স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলা। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা জানে না। এরা কি যে জানে না সেটাও জানে না।

28/10/2025
28/10/2025

'যে পাখি ঘর বুঝে না'
নাটকটি বেশ কয়েকবার দেখলাম, আর চোখ বন্ধ করে বর্তমান সমাজকে অনুধাবন করলাম। তাতে 'যে পাখি ঘর বুঝে না' নাটকটির কাহিনী বা লেখক দর্শকদের যা বুঝাতে চেয়েছেন তা বর্তমান সমাজে এখন মহামারি আকারে বিরাজ করছে।
নাটকটির সেরা সংলাপ ছিল "তোমার জায়গা বুকে ছিল, পায়ের নিচে নামলা কেন?"

Address


Telephone

+8801738835502

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাণীনগরের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাণীনগরের কথা:

  • Want your business to be the top-listed Media Company?

Share