রাণীনগরের কথা

রাণীনগরের কথা News of Raninagar upazila of Naogaon district.

রাণীনগরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারের জরিমানারাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী পশুরহ...
11/06/2024

রাণীনগরে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারের জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী পশুরহাটে অতিরিক্ত টোল (খাজনা) আদায়ের অভিযোগে হাট ইজারাদারের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে হাটে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম।

আদালত সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঙ্গলবার উপজেলার ত্রিমোহনী পশুরহাট চলছিল। হাটে খাজনা আদায়ের জন্য সরকারিভাবে গরু-মহিষ ৫০০ টাকা ও ভেড়া-ছাগলের জন্য ২০০ টাকা বেধে দেওয়া আছে। কিন্তু হাটে গরু ক্রেতা-বিক্রেতার কাছ থেকে ৬০০ থেকে ৬৫০ টাকা ও ছাগল ক্রেতাদের কাছ থেকে ৩০০ টাকা করে ইজারাদারের লোকজন আদায় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকালে হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করলে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়ায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

11/06/2024

নওগাঁর রাণীনগর উপজেলার খলিশাকুড়ি গ্রামে মাটি দিয়ে একটি কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মুনির নামে এ....

09/06/2024

নওগাঁর রাণীনগর উপজেলায় পশুরহাটগুলোতে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ উঠেছে। টোল আদায়কারীরা ক্রেতা-বিক্রেতাদের ক....

রাণীনগর শের -এ বাংলা সরকারি কলেজের ইয়ুথ গ্রুপের ত্রিমাসিক সভা অনুষ্ঠিত।
07/06/2024

রাণীনগর শের -এ বাংলা সরকারি কলেজের ইয়ুথ গ্রুপের ত্রিমাসিক সভা অনুষ্ঠিত।

রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রি-মাসিক সভার স্থির চিত্র।
07/06/2024

রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রি-মাসিক সভার স্থির চিত্র।

03/06/2024

নওগাঁর রাণীনগরে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এর বড় ছেলে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহিদ সরদ.....

রাণীনগরে নবনির্বাচিত চেয়ারম্যান রাহিদের কুশল বিনিময় ও পথসভা নওগাঁর রাণীনগরে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এর বড় ছে...
03/06/2024

রাণীনগরে নবনির্বাচিত চেয়ারম্যান রাহিদের কুশল বিনিময় ও পথসভা

নওগাঁর রাণীনগরে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এর বড় ছেলে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহিদ সরদার রবিবার দিনভর এলাকাবাসিদের সঙ্গে কুশল বিনিময় শেষে বিকেল বেলা আবাদপুকুর চারমাথার মোড়ে কর্মীদের আয়োজনে এক পথসভা করেন।
এ দিন রাণীনগর উপজেলার সবচেয়ে বড় হাট আবাদপুকুরহাটবার থাকায় বিশাল এই হাটে ঘুরে ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় শেষে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের কথা পথসভায় তুলে ধরেন তিনি।
রাহিদ সরদার তার বক্তব্যকালে বলেন, গত ২৯ মে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার জনগণের সেবা করার দায়িত্ব আমার কাঁধে। আমি নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন। আর রাণীনগর উপজেলার সকল হাট-বাজারে বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পশুরহাট গুলোতে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল যদি কেউ আদায় করে তাদের বিরুদ্ধে তাৎক্ষুনিক ভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কেউ যদি আপনাদের কোন প্রকার হয়রানি করার চেষ্টা করে তাহলে আমাকে এবং ইউএনওকে জানাবেন। এছাড়া আগামী বুধবার হাটবারে চারমাথায় সরকারি টোল আদায়ের তালিকা টাঙ্গিয়ে দেওয়ার দেওয়ার কথা বলেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলার একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক মুক্তাদি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

30/05/2024

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগরে চেয়ারমান পদে মো. রাহিদ সরদার, ভাইস চেয়ারম্যান পদে প্রদ্য...

অভিনন্দন
30/05/2024

অভিনন্দন

29/05/2024

আজ রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৪১.৬১ শতাংশ। ভোট অধিকার প্রয়োগ করেছেন ৬৭ হাজার ৪১৭ জন।
সূত্র: সহকারী রিটার্নিং কর্মকর্তা

26/05/2024

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় ৭০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ.....

20/05/2024

নওগাঁর রাণীনগরে কষ্টি পাথরের একটি লক্ষ্মী-নারায়ন মূর্তি উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ। গত রবিবার দিন উপজেলার .....

19/05/2024
19/05/2024

বিধি তুমি বলে দাও আমি কার? একটি ভোটের ২১ জন দাবিদার! ও বিধি ৯ জন চেয়ারম্যান, ৭ জন পুরুষ ভাইস চেয়ারম্যান, ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান। কাকে ভোট দিব বিধি তুমিই বলে দাও।

🌸🌸শুভ জন্মদিন🌺🌺
17/05/2024

🌸🌸শুভ জন্মদিন🌺🌺

মিডিয়া | শুক্রবার, ১৭ মে ২০২৪ | নিজস্ব বার্তা পরিবেশক | সংবাদ আজ ১৭ মে শুক্রবার ৭৪ বছরে পদাপর্ণ করলো। জাতীয়তাবাদ, অসা....

12/05/2024

নওগাঁর রাণীনগরে নানা অনিয়মের মধ্য দিয়ে চলিয়ে যাচ্ছে ইউনি ব্লকের রাস্তা নির্মাণ কাজ। রহস্যজনক কারণে নজর দিচ্ছে ন....

11/05/2024

নওগাঁর রাণীনগরে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ও...

অনিয়ম.....!?
11/05/2024

অনিয়ম.....!?

পুলিশ, সাংবাদিক লেখা স্টিকার বেশি ব্যবহার করে অপরাধীরাবিভিন্ন সরকারি অফিস, সাংবাদিক বা বিভিন্ন স্পর্শকাতর পেশার পরিচিতি ...
10/05/2024

পুলিশ, সাংবাদিক লেখা স্টিকার বেশি ব্যবহার করে অপরাধীরা

বিভিন্ন সরকারি অফিস, সাংবাদিক বা বিভিন্ন স্পর্শকাতর পেশার পরিচিতি সম্বলিত ভুয়া স্টিকার গাড়িতে ব্যবহার করে অপরাধ বাড়ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এই ভুয়া এবং অবৈধ স্টিকার লাগানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

সাংবাদিক, পুলিশ, সরকারি কর্মকর্তাদের ভুয়া কার্ড বা নেমপ্লেট ব্যবহারের হার বর্তমানে বেড়েছে।

অভিযান চালাতে গিয়ে পুলিশ দেখতে পেয়েছে বৈধ স্টিকার ব্যবহারেরও কোনো নীতিমালা সরকারি বেসরকারি কোনো পর্যায়ে নেই। ফলে কে কোন পর্যায়ে, কী প্রয়োজনে এবং কী ধরনের গাড়িতে পেশা বা প্রতিষ্ঠানের পরিচিতিমূলক স্টিকার লাগাতে পারবেন তা নিয়েও আছে বিভ্রান্তি।
উদ্বেগের কথা হলো পুলিশ, সাংবাদিক এমন কী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার গাড়িতে ব্যবহার করে মাদক চোরচালান সহ নানা অপরাধ হচ্ছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, "পুলিশের স্টিকার গাড়িতে ব্যববহার করে নানা ধরনের অপরাধের তথ্য আমাদের কাছে আছে।” আর অপরাধ দমনে নিয়োজিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অপরাধীরা সবচেয়ে বেশি ব্যবহার করে পুলিশ ও সাংবাদিক লেখা স্টিকার। এর বাইরে সরকারি নানা প্রতিষ্ঠান, মন্ত্রণালয়ের স্টিকারও ব্যবহার করা হয়। অনেকক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের কেউ না হয়েও আত্মীয়তার পরিচয় সূত্রে প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করা হয়। এমনকী সংসদ সদস্যদের স্টিকারও অন্যদের ব্যবহারের নজির আছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান জানান, ১২ এপ্রিল অভিযান শুরু করে এপর্যন্ত অবৈধ স্টিকার ব্যবহারের দায়ে তারা ৩৬৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছেন। এইসব গাড়িতে, পুলিশ, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী সহ বিভিন্ন সরকারি , আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টিকার ছিলো। তিনি জানান, "ভুয়া স্টিকার ব্যবহার করে অপরাধ বাড়ছে। ভুয়া স্টিকারের কারণে পুলিশের দায়িত্ব পালনেও নানা অসুবিধা হয়। এই কারণেই আমরা অভিযান চালাচ্ছি। আমাদের এই অভিযান চলবে।”

গাড়িতে সরকারি বা বেসরকারি পর্যায়ে স্টিকার ব্যবহারের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসান। তিনি বলেন,"ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহারের নীতিমালা আছে। তবে সরকারি প্রতিষ্ঠানের গাড়ির কাগজপত্র যেহেতু গাড়িতে থাকে না, অফিসে থাকে তাই স্টিকার ব্যবহার করা হয়। আর চালকের পরিচয়পত্র থাকে। তবে পেশাগত নিরাপত্তা ও সহযোগিতার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িতে স্টিকার ব্যবহারে চল আছে। যেমন সাংবাদিকেরা ব্যবহার করেন। "তবে এগুলো ব্যক্তিগত হতে পারে না। প্রতিষ্ঠানের হতে পারে।

সূত্র:- ডয়চে ভেলে

09/05/2024

সারাদেশ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি | নওগাঁর রাণীনগরে ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজে অ.....

Address

Shimba Bhajar
Raninagar

Telephone

+8801738835502

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাণীনগরের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাণীনগরের কথা:

Videos

Share

Category