02/12/2023
সদ্য বিয়ে দেয়া মেয়ের প্রতি এক মহিলা সাহাবীর উপদেশ
উমামা বিনতে হারেছ (রাদ্বি.) ছিলেন নবীজি (সা.)-এর একজন সাহাবীয়াহ। নিজ মেয়েকে বিয়ে দেবার সময় তাকে এমন কিছু উপদেশ দেন, যা শুধু মেয়ের জন্যই নয়; বরং পরবর্তী সমস্ত নারীর জন্য মাইলফলক হয়ে থাকবে। তিনি মেয়েকে লক্ষ করে বলেন:
"ওহে আমার কলিজার টুকরা মেয়ে! আজ তুমি নিজের মা-বাবা, ভাইবোন, আত্মীয়-স্বজন, বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে, এমন এক অপরিচিত মানুষের কাছে যাচ্ছ, যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা। সেই মানুষটাই হবে তোমার প্রকৃত বন্ধু, সাথী ও কল্যাণকামী। হ্যা, তুমি ওখানকার আচার-আচরণ ও পরিবেশ সম্পর্কে মোটেও অবগত নও। তবে তুমি যদি স্বামীর দাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পার, তবে দেখবে সেও তোমার দাসে পরিণত হয়েছে।
এই মূহুর্তে আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি। আল্লাহ চাহে তো এগুলো তোমার জীবনের সাফল্য এবং সুখি দাম্পত্য জীবনের জন্য পাথেয় হবে:
[এক] স্বামীর প্রতি বিনীত থাকবে এবং অল্পতেই তার ওপর সন্তুষ্ট হবে।
[দুই] ভালোভাবে তার কথা শুনবে ও মানবে।
[তিন] তার চোখ-নাকের পছন্দের প্রতি লক্ষ রাখবে। তোমাকে যেন কখনো খারাপ দৃশ্যে সে না দেখে এবং তোমার নিকট থেকে কখনো যেন সর্বোত্তম সুগন্ধি ছাড়া অন্য কিছু না পায়।
[চার] তার খাওয়া দাওয়া ও নিদ্রার বিষয়ে বিশেষ খেয়াল রাখবে। কেননা ক্ষুধা ও অনিদ্রা মানুষকে বদমেজাজী ও ক্রোধান্বিত করে তোলে।
[পাঁচ] তার ধন-সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। হিসাবের সাথে পরিমাণ মতো তার সম্পদ খরচ করবে।
[ছয়] তার পরিবার-পরিজনের দেখাশোনা করবে। উত্তমভাবে মনযোগ সহকারে তার সন্তান-সন্তুতিকে লালন-পালন করবে।
[সাত] তার কোনো গোপন বিষয় ফাঁস করবে না ও তার নাফারমানী করবে না। কেননা তার গোপন তথ্য ফাঁস করে দিলে একদিন সে তোমাকে ধোঁকা দিবে। অবাধ্য হলে তার বুকে আগুন জ্বলবে, সে ক্রোধান্বিত হবে।
[আট] যে পর্যন্ত তার (হালাল) সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির ওপর স্থান না দিচ্ছ এবং তার (হালাল)পছন্দ-অপছন্দকে নিজের পছন্দ-অপছন্দের ওপর স্থান না দিচ্ছ, তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবে না।