Hasan Wahid

Hasan Wahid Personal Memories

30/01/2025

আগামীকাল ও নাকি জানুয়ারী অদ্ভুত! 🙂

30/12/2024

আফা-সহ স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ সালে যাওয়ার কথা ছিলো! অথচ তোমরা আফাকে ছাড়াই ২০২৫ সালে যাচ্ছো ছি!!🤫

18/12/2024

হঠাৎ করে গোটা একটা জেনারেশন ঝিলমিল বেলুনের ফ্যান হয়ে গেলো। অথচ তাদের বয়স টা ছিলো ইয়ে বেলুন দিয়া খেলা করার!

21/11/2024

অর্থের শূন্যতায় মানুষ ভে'ঙে পড়ে। আর যত্নের শূন্যতায় মানুষ বেঁ'চে থেকেও রোজ ম 'রে যায়। নিজেকে বুঝাতে না পারার ব্যর্থতা কিংবা কাউকে না বুঝতে পাড়ার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায়।

মানুষ বেশি কিছু চায় না আসলে! বুঝার মতো মন চায়, হা'রিয়ে গেলে খুঁজার মতো মানুষ চায়, ভে'ঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার একটা নির্দিষ্ট একটা কাঁধ খুঁজে।

একটু মনোযোগ, একটু সান্ত্বনা আর একটু যত্ন মানুষের খুব বেশি আর কিই বা চাওয়ার থাকে! অথচ তাই যেনো আরাধ্য সাধনা।

14/11/2024

শুয়ে যেতেই ঘুমিয়ে যাব এ'রকম তাবিজ কি কোথাও পাওয়া যায়?

কিডনীর যায়গায় মন বিক্রির রেকর্ড।
21/10/2024

কিডনীর যায়গায় মন বিক্রির রেকর্ড।

আর্থিক সংকটের কারণে মন বিক্রি করতে চাইলেন, কে এই যুবক?

৫ টাকার চা খাওয়ার জন্য  ১২০০ টাকার অকটেন ভরে রংপুর থেকে  উত্তরা যাইতেছি ! 😎
14/10/2024

৫ টাকার চা খাওয়ার জন্য ১২০০ টাকার অকটেন ভরে রংপুর থেকে উত্তরা যাইতেছি ! 😎

29/09/2024

দেখেনি কেউ 🙂

04/09/2024

জাতীয় সংগীত যেইটাই হোক আমি তোমায় ভালোবাসি।

30/08/2024

রাষ্ট্রের পচন এমন লেভেলে চলে গিয়েছিলো যে,জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে!

27/08/2024

গোটা একটা জাতি একসাথে রিয়েলাইজ করলো যে আওয়ার 'জাতির পিতা' হ্যাজ নো 'লিগ্যাল পিতা'

26/08/2024

সবাইকে Good Night আর লিস্টের একটা মেয়েকে Nice and attractive.

25/08/2024

আনসার একটা ইতর বাহিনী ভোট চুরির কাজে সহযোগীতা ছাড়া লাস্ট ১৭ বছরে তাদের কোন অবদান নাই।

21/08/2024

The 'শত্রুজ' are identified. It was, is and will always be India.

09/08/2024

নাহিদ হচ্ছে পলক

আসিফ হচ্ছে পাপন🫣

09/08/2024

হাসিনা আর যাই করুক, দেশের জন্য অনেক কাজ করেছে বলা পাবলিকগুলার জন্য একটা তথ্য:

বাংলাদেশের বর্তমান ঋণ ৯৯.৩ বিলিয়ন মার্কিন ডলার, আর গত ১৬ বছরে পাচার হইছে ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।

"11 trillion BDT" That's The amount laundered over past 16years!

হিসাব করে দেখলাম বেডি যে টাকা পাচার করছে সেই টাকা দিয়া মাত্র ৬৯৭টা মেট্রোরেল, ৩৯৭টা স্যাটেলাইট, আর ৩৬টা পদ্মা সেতু বানানো যাইত🧛‍♀️

১টা ১০০০টাকা নোটের ডাইমেনশন
~162mmx70mmx0.25mm

১১লক্ষ কোটি টাকা ১০০০টাকা নোট দিয়ে একটার উপর একটা রাখলে হাইট হবে ২৭৫০.৫ কিমি.

বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড় Saka Haphong এর উচ্চতা ১০৬৩মি

এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা নেয় ১২৪.৭৬ বর্গকিমি।

ঢাকার সাইজ হলো ৩০৬বর্গকিমি
চট্টগ্রাম ১৫৫বর্গকিমি
এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢাকা যাবে।

পাশাপাশি বসালে লেংথ হয় ১৭৮২৩৪৯.৬ কিমি

পৃথিবীর পরিধি ৪০০০০কিমি। এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা ৪৪.৫ বার রাউন্ড দেয়া যাবে।

কেউ যদি হাসিনার উন্নতির হিসাব দিতে আসে তাকে হাতে কলমে এই হিসাব বুঝিয়ে দেওয়া আপনাদের সবার দায়িত্ব। ©

07/08/2024

যে ছাপ্রি বেডি গুলা তাসরিফ খান, ফারাজ কারিম এর মতো চোর বাটপারের উপর কেরাস খাইতো। তারাও এখন পল্ট্রি খেয়ে সারজিস নাহিদের মতো বেকার বেডা গুলার উপ্রে কেরাস খাচ্ছে! ছাপ্রির ঘরের ছাপ্রি গুলা। 🧛‍♂️

06/08/2024

আমাদের ও এইগুলাই চাওয়া।

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Wahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share