15/11/2024
আমার এই পেজটাও হ্যাক হয়ে যেতে পারে। যদি দেখেন আমার পোস্ট দেয়া বন্ধ হয়ে গেছে বা আপনাদের কাছে কেউ টাকা চাচ্ছে বুঝে নিবেন আমার এই পেজটাও হ্যাক হয়ে গেছে।
আর এই পেজটাও যদি এবার হ্যাক হয়ে যায় তবে আগামী ১ বছর আমাকে আর পাবেন না।
কারণ আমার এই মুহূর্তে মানসিক বা ফিনানশিয়ালি কোন ক্ষমতাই নেই নতুন পেজ খোলার। তাই সবাইকে আগেই জানায় রাখলাম।
আমি শুধু সবার উদ্দেশ্য ৩ টা প্রশ্ন করবো?
১. আপনাদের বিভিন্ন সচেতনতা মূলক পোস্ট দিয়ে আপনাদের শেখানো কি আমার অন্যায় ছিলো?
২. ভিজিট কম রেখে আপনাদের বাচ্চাদের দেখা কি আমার অন্যায় ছিলো?
৩.যারা আমার পোস্ট কপি করে নিজের পেজে চালাতেন তাদের ব্যাপারে পোস্ট করা কি আমার অন্যায় ছিলো?
যাইহোক লাস্টে ১ টা কথা শুধু আমার এই পেজটাও নস্ট হয়ে গেলে আমাকে ১ বছর আর পাবেন না। অন্য ডাক্তার দেখায়ে নিবেন। কিন্তু অবশ্যই খোঁজ খবর নিয়ে ডাক্তার দেখাবেন।
আমার এই পেজ আমি যতদিন সচল রাখতে পারবো আমি ফ্রি চিকিৎসা দিয়ে যাবো ইনবক্সে। ধন্যবাদ।
আমার কোন কথায় কোন কাজে কেউ যদি কখনো কোন কস্ট পেয়ে থাকেন পারলে ক্ষমা করবেন।