28/01/2024
জীবনে কিছু বৈশিষ্ট্য আমি বজায় রাখতে চেষ্টা করি-
১) বড় হবার সাথে সাথে শান্ত থাকা
২) যখন কাজের ব্যাপার আসবে তখন Straight Cut কথা বলা, হলে বলবো হবে, না হলে হবেনা৷ "ভদ্রভাবে না বলাকে" বেয়াদবি বলেনা৷
৩) সব জিনিসই যেভাবে ভেবেছো, সেভাবেই হবে; তা না ভাবা বরং কিছু জিনিসকে প্রকৃতির নিয়মে হতে দেয়া৷
৪) মানুষের প্রতি এক্সপেকটেশন অনেক কম রাখা, মানে কাউকে উপকার করে, বিনিময়ে তুমি উপকার পাবেই; এটা অধিকার না মনে করা৷ বরং তার থেকে অপকার পেলেও তা স্বাভাবিকভাবে নেয়া এবং ক্ষমা করে দেয়া৷
৫) "তুলনা" জিনিসটা থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখা, তুলনায় মন অস্থির থাকবে সবসময়৷
৬) "যা হয়েছে, তা আমার জন্য Long Term এ ভালো হয়েছে" চাহে যত ক্ষতিই হউক না কেন তা মনেপ্রাণে মানা৷
এটুকুন করলে সফল হবে কিনা জানিনা, তবে শান্তি পাবে সবকিছুতেই ❣️