17/11/2024
Aisha islam(English-15)
"তোমাকে আমি খুব বেশি চিনি না, জানি না তোমার স্বত্বা।তোমার প্রিয় রং বা তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা গল্পগুলো। কিন্তু এক মুহূর্তেই যেন আমার মনে হল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। জানি না,তুমি আমার অনুভূতি বুঝবে কিনা।কিন্তু,সত্যি বলছি, প্রথম দেখাতেই তোমার প্রতি কিছু একটা অনুভব করেছিলাম। তোমার চোখে কি একটা বিশেষ মায়া আছে,যা আমাকে টানে,আমাকে বাধ্য করে তোমার দিকে বারবার ফিরে তাকাতে।
আমার মনের এই আকর্ষণটাকে যদি একবার বুঝে নিতে পারো, তবে হয়তো বুঝতে পারবে, কোনো পরিচয় না থাকলেও, আমার মন কেন তোমার সঙ্গ চায়। জানি না কিভাবে তোমার কাছে আসব। কিভাবে তোমার সাথে কথা বলব, তবে এটুকু জানি, আমার কাছে তোমার উপস্থিতিটাই যেন বিশেষ কিছু। তুমি কি একটু সুযোগ দেবে আমার এই অনুভূতি বোঝানোর? আমি হয়তো তোমাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছি।"
কিন্তু,আমার ভালবাসাটা কেন জানি একটা দেয়ালে আটকাচ্ছে।
জানতে চাও এই দেয়ালটা কি বা কারা?
সেই ছেলেটি,যে তোমার পাশপাশ হাঁটার সুযোগ পেয়েছে। আমার না,বড়ই হিংসা লাগে তাকে!
জানিনা কেন এত সে ভাগ্যবান। যে তোমার হাত ধরে হাঁটার সুযোগ পেয়েছে। জানিনা কে সে,যে তোমাকে এত কাছ থেকে দেখার সুযোগ পায়। জানিনা কে সেই ভাগ্যবান যার চোখের দিকে তাকিয়ে তুমি হাসো। আমি না, নিজেকে শাহরুখ খান মনে করতাম কিন্তু এখন এমন পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে,আমি বাংলা সিনেমার বাপ্পারাজ।
অনেকদিন ধরে একটা কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না। জানি, তুমি এখন অন্য একজনকে ভালোবাসো এবং সেটার জন্য আমি সত্যিই খুশি। তবে একটা কথা তোমাকে জানাতে চাই—আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। এটা বলছি না কোনো চাপ দেওয়ার জন্য বা কিছু বদলানোর জন্য, বরং আমার অনুভূতিটা তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি।
আমার মনে হয়, জীবনের কিছু অনুভূতি না বলেও থেকে যেতে পারে, কিন্তু আমি চেয়েছিলাম তুমি এটা জানো। তুমি যাকে ভালোবাসো, সে সত্যিই ভাগ্যবান। আমি চাই তুমি সবসময় সুখে থাকো এবং তোমার সম্পর্কটাও সুন্দর হোক। যদি আমাদের বন্ধুত্ব বজায় থাকে সেটাই আমার জন্য অনেক।
তবুও,তোমার জন্য অপেক্ষা করবো অনাদি অনন্তকাল ধরে।
ইতি,
বুঝে নিও আমাকে।