Nahanat Ali Sohel

Nahanat Ali Sohel মা-বাবার দোয়ার চেয়ে বড় কিছু হতে পারে না!

10/04/2024

আসসালামু আলাইকুম।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
আল্লাহ আপনাদের ও আমাদের সকল ইবাদত কবুল করুন।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা🥰😍

ঈদ মুবারক!💖

09/03/2024

বহুল কাঙ্খিত ৮০৯/৮১০ বুড়িমারী এক্সপ্রেসের সময়সূচি..... 🎉🎉

৮০৯ বুড়িমারী এক্সপ্রেস :::

ঢাকা ছাড়বে, ০৮ঃ৩০
বিমানবন্দর ছাড়বে, ০৮ঃ৫৮
ঈশ্বরদী বাইপাস ছাড়বে, ১২ঃ৩০
নাটোর ছাড়বে, ১৩ঃ০৫
সান্তাহার ছাড়বে, ১৪ঃ২০
বগুড়া ছাড়বে, ১৫ঃ০৫
বোনারপাড়া ছাড়বে, ১৬ঃ০০
গাইবান্ধা ছাড়বে, ১৬ঃ২৯
কাউনিয়া ছাড়বে, ১৭ঃ৩৯
লালমনিরহাট পৌছাবে, ১৮ঃ১০

৮১০ বুড়িমারী এক্সপ্রেস :::

লালমনিরহাট ছাড়বে, ২১ঃ১০
কাউনিয়া ছাড়বে, ২১ঃ৩৬
গাইবান্ধা ছাড়বে, ২২ঃ৪৭
বোনারপাড়া ছাড়বে, ২৩ঃ১৪
বগুড়া ছাড়বে, ০০ঃ০৮
সান্তাহার ছাড়বে, ০০ঃ৫৫
নাটোর ছাড়বে, ০২ঃ০০
ঢাকা পৌছাবে, ০৭ঃ০০

🚫 ট্রেনটির সাপ্তাহিক বন্ধ , ঢাকা থেকে মঙ্গলবার এবং লালমনিরহাট থেকে সোমবার ।

⛔ সপ্তাহে ০৬ দিন চলাচল করবে ট্রেনটি এবং সম্ভবত লালমনিরহাট পর্যন্ত।
এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে নোটিশ সহকারে ।

ভুল ত্রুটি মার্জনীয় 🥰

লেখা- কপি_______________________

আলহামদুলিল্লাহ,  বুড়িমারী এক্সপ্রেসের টিকেট অনলাইনে এসেছে 🥰🥰🥰লালমনিরহাট সহ উত্তরবঙ্গের মানুষের আরও একটা আকাঙ্ক্ষা পূরণ হ...
09/03/2024

আলহামদুলিল্লাহ, বুড়িমারী এক্সপ্রেসের টিকেট অনলাইনে এসেছে 🥰🥰🥰

লালমনিরহাট সহ উত্তরবঙ্গের মানুষের আরও একটা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। 🚉🚊

#বুড়িমারী

কে কাহারে মনে রাখেকে কাহারে জুড়ে থাকেও পাখি তুই যা উড়ে যাবন্ধু  আমার কোথায় থাকে....সময় করে  "অসময়" দেখলাম, বেশ ভালোই ছিল...
25/01/2024

কে কাহারে মনে রাখে
কে কাহারে জুড়ে থাকে
ও পাখি তুই যা উড়ে যা
বন্ধু আমার কোথায় থাকে....

সময় করে "অসময়" দেখলাম, বেশ ভালোই ছিল।

পিক: সৎ পুলিশ অফিসার 😊

#অসময়

Life on Social Media.By unknown
12/01/2024

Life on Social Media.

By unknown

খেলার হার জিত আছে, তাই বলে এটা নিয়ে মজা করা ঠিক না 😊
28/11/2023

খেলার হার জিত আছে, তাই বলে এটা নিয়ে মজা করা ঠিক না 😊

এতো কান্নাকাটি পরও যারা তাদের নিয়ে সমালোচনা করছে তাদের মাঝে মায়া বলতে কিছু নেই 🥲😊
28/11/2023

এতো কান্নাকাটি পরও যারা তাদের নিয়ে সমালোচনা করছে তাদের মাঝে মায়া বলতে কিছু নেই 🥲😊

24/11/2023

গোধূলি সন্ধ্যায় মালিক তার পশুকে নৌকা করে এপারে নিয়ে আসছে।
সময় হয়েছে বাড়ি ফেরার...
সাথে সুমধুর আযানের ধ্বনি ভেসে আসতেছি ❤️

#নৌকা #গৌধূলি #নদীর #আজান

শেষ অংশ মেয়েটা আনমনে বাহিরে দিকে তাকিয়ে আছে। আর ছেলেটার কি দেখছ উত্তরে গম্ভীরমুখে বলছে "কিছু না"। ছেলেটার জোড়াজুড়ি কনভার...
24/11/2023

শেষ অংশ

মেয়েটা আনমনে বাহিরে দিকে তাকিয়ে আছে। আর ছেলেটার কি দেখছ উত্তরে গম্ভীরমুখে বলছে "কিছু না"। ছেলেটার জোড়াজুড়ি কনভারসেশনে আমাকে কিছুটা বিব্রত বোধ করতেছিল, তাই আমি জানালা দিয়ে বাইরেই তাকিয়ে ছিলাম, তখন আমার এমন একটা লাগতেছিল আমি এই জায়গাটা থেকে চলে যাই যেন তারা নিজেরা ঠিক হয়ে যায়।
হঠাৎ দেখতে পারলাম মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে। তার চোখের পানি নিকাব পযন্ত চলে আসছে, মেয়েটি তা সতর্কের সাথে মুছে ফেললো যেন কেউ বুঝতে না পারে । সে চাচ্ছিলো নিজেকে স্বাভাবিক রাখার। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, তবে কি হয়েছে, সেটা অজানা রয়ে গেল ।

সত্যি অনেক অবাক হইলাম এবং কেমন যেন একটা লাগতেছিল। প্রথমে ভাবছি যে সামান্য কিছু হয়তো হয়েছে, তবে একটা সামান্য ব্যাপার কখনও কান্না করতে পারে না। আমি অনেক বিব্রত হইলাম কারণ এরকম একটা পরিস্থিতি কখনো পড়ি নাই। একটা মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে আমার চোখের সামনে। আমি শুধু আনমনের জানলার দিকে তাকায় আছি। ছেলেটা বারবার তার সাথে কথা বলার এবং কি হইছে এভাবে জিজ্ঞেস করতেছে। তাকে কনভেন্স করার চেষ্টা করতেছে কিন্তু মেয়েটা শুধু একটা কথাই বলছে " কিচ্ছু হয়নি"।

এদিকে আমার স্টেশন এসে পৌঁছালো এখন আমার নামার পালা,ছেলেটা মেয়েটাকে কনভেন্স করার চেষ্টা করতেছে..

ধন্যবাদ 😊🤗

আমার সাথের ছেলেটা ইয়ারফোন কানে দিয়ে ভিডিও গান দেখতেছে। আমিও ফোন বের করে ফেবুতে ডুকলাম। সামনের ছেলে-মেয়েটা পড়ালেখা নিয়ে ক...
24/11/2023

আমার সাথের ছেলেটা ইয়ারফোন কানে দিয়ে ভিডিও গান দেখতেছে। আমিও ফোন বের করে ফেবুতে ডুকলাম। সামনের ছেলে-মেয়েটা পড়ালেখা নিয়ে কথা বলছিলো, তেমন গুরুত্ব দিয়ে শুনছি না। আমি আমার মতো ফেবুকে পোস্ট দেখছি । এ দিকে পাশের ছেলেটা তার ফ্রেন্ড এর কাছে চলে গেল, অন্য একজন এসে বসলো। আমি ফোন রেখে চোখ বন্ধ করে আছি, সকালে খিচুরি খেয়েছি, হালকা ক্ষুদাও লাগছে, ক্লান্ত তাই একটু ঘুমও পাচ্ছে।

সামনের ছেলে-মেয়ে টা একবার মনে হচ্ছিল ফ্রেন্ড আবার মনে হচ্ছিল কাপল। যেহেতু একদম সাথেই সিট তাই যা কথা বলছিলো সব শোনা যাচ্ছে। প্রথমত তারা পড়ালেখায় নিয়ে কথা বলে, তারপর আনুষাঙ্গিক বিষয় নিয়ে কথাবার্তা বলে। এভাবেই চলছিলো।

ট্রেন কাউনিয়ায় বেশ কিছুক্ষণ থেকে থেমে আছে ক্রসিং এর জন্য। ট্রেনে যারা যাতায়াত করেন ক্রসিং আসলে জিনিসটা অনেক বিরক্তিকর তারা জানেন, কেননা অনেক সময় এমন হয় আমার ট্রেনটা এসে বসে আছে কিন্তু অন্য ট্রেনের কোন খবর নাই। তবে আজকে ১৫/২০ মিনিট থেমে ছিলো তারপর ছেড়ে দেয়।

এদিকে ছেলে-মেয়েটার খোশগল্প চলছে। তার কিছুক্ষণ পর,
মেয়েটা তার মাকে জানালো সে বাসায় আসতেছে। ছেলেটার স্মার্ট ফোন মেয়েটা হাতে নিলো। ছবি দেখতেছিলো এবং ছবি নিয়েই কথা হচ্ছিল, তারপর মেয়েটা চাপাচাপ করছে ছেলেটা প্রথমে কিছুই বলছে কিন্তু কিছুক্ষণ পর ছেলেটা দেখতে দিচ্ছে না । কাপলদের মতো কথা-বার্তা হচ্ছিল, দেখতে দিচ্ছে না এখানে কিছু নাই। মেয়েটা এক প্রকারের জোর করেই দেখল। ছেলেটা "কি দেখ কি দেখ" বলতে বলতে মেয়েটা ফোন দিয়ে দিল এবং ফোন দিয়ে জালানার দিকে তাকিয়ে আছে। ছেলেটা ফোন নিয়ে খুজতেছে কি দেখল। ছেলেটা বুঝতেই পারে নাই কি দেখল। মেয়েটার এক মিনিটেই মুড চেঞ্জ হয়ে গেল।
আমি খুবই বিরক্ত সাথে করে তাদের কনভারসেশন শুনতেছি।

মেয়েটা আনমনে বাহিরে দিকে তাকিয়ে আছে। আর ছেলেটার কি দেখছ উত্তরে গম্ভীরমুখে বলছে "কিছু না"। ছেলেটার জোড়াজুড়ি কনভারসেশনে আমাকে কিছুটা বিব্রত বোধ করতেছিল, তাই আমি জানালা দিয়ে বাইরেই তাকিয়ে ছিলাম, তখন আমার এমন একটা লাগতেছিল আমি এই জায়গাটা থেকে চলে যাই যেন তারা নিজেরা ঠিক হয়ে যায়। হঠাৎ দেখতে পারলাম মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে...

বাকি অংশ আগামীকাল

২২/১১/২০২৩ক্লাশ শেষ হতে হতে ১.২০ পার হয়ে গেছে, ট্রেন সাধারণত ১.৪৫ এর পর আসে, আর সাথে ফিরোজ( বন্ধু) ছিল, ও প্রেসক্লাব পযন...
22/11/2023

২২/১১/২০২৩
ক্লাশ শেষ হতে হতে ১.২০ পার হয়ে গেছে, ট্রেন সাধারণত ১.৪৫ এর পর আসে, আর সাথে ফিরোজ( বন্ধু) ছিল, ও প্রেসক্লাব পযন্ত যাবে। তাই চিন্তা-ভাবনা না করে, স্টেশনের উদ্দেশ্য রওয়ানা হলাম। কলেজের গেট থেকে স্টেশনের অটো পাওয়া যায় না, তাই যেটা পাইলাম সেটায় ভাবলাম শাপলা পযন্ত যাব। কিন্তু প্রেসক্লাব এ নেমে গেলাম। ফিরোজকে বিদায় জানিয়ে, স্টেশনের অটোতে উঠলাম।

খুব টানটান সময় নিয়ে স্টেশনে আসলাম, এসে দেখি ট্রেন এসে হাজির, তাড়াহুড়া করে টিকেট নিলাম। শেষের দিক থেকে তৃতীয় বগিটা নজরে পড়ল, উঠলাম, একটা সিটও ফাকা নেই। সাধারণত এই ট্রেনটা এমনিতেই ভীর হয়, জালানা দিয়ে ব্যাগ বা অন্যকিছু দিয়ে সিট ধরতে হয়। তারপরও আজকে হরতাম তাই একটু যাত্রীর পরিমান বেশী। ভিতরে ডুকে সম্পূর্ণ বডি খুঁজলাম একটা সিটও নাই, একজন ভদ্রলোক তার বাঁচ্চাকে বসিয়ে রাখছে, বললাম "বাচ্চাটা কোলে নেন", উনি বলল, "বাচ্চা খেলছে"।
তারপর নিরুপায় হয়ে সামনের দিকে গেলাম, কোনো সিট নেই, দরজায় দাঁড়ালাম আর ট্রেনও ততোক্ষণে ছেড়ে দিয়েছে। একটুপর লক্ষ্য করলাম দরজার পাশের সোজা সিটগুলোতে দুজন বসছে সাথে একটা কাটুন রাখলে, ভদ্রলোক কে বললাম " কাটুন টা উপরে রাখেন তাহলে একজন বসা যায়" ওনি বললাম "একজন সিট রেখে গেছে " "ট্রেন ছেঠে দিছে ওনি আর আসবে না" বলেই ওনি কাটুন সরিয়ে আমাকে বসতে দিল। ব্যাগ থেকে ইয়ারফোন বের করে ব্যাগটা উপরে রাখলাম।

ইউটিউবে টকশো দেখতেছি কিন্তু ট্রেনের শব্দে তেমন ভালো করে শোনাও যাচ্ছে না, তাই ফুল সাউন্ড দিয়ে ফোন পকেটে রাখলাম। টকশো শুনতেছি। হালকা ঘুম ঘুম ভাব চলে আসলো। ফোন অফ করলাম। কিন্তু হেলান দেয়া যাচ্ছে না, তাই বলে ভালো ফিল পাচ্ছি না। ততক্ষণে একটা স্টেশন পার হয়ে গেছে, তেমন কেউ নামেও নাই। অল্প কয়েকজন উঠছে দেখলাম। ভাবলাম অন্য সিটে যেতে হবে তাহলে বসে হালকা একটা ঘুম দেয়া যাবে। কাউনিয়া চলে আসছে দেখলাম একটা সিট ফাঁকা হচ্ছে, তারপাশেই গিয়ে দাঁড়ালাম এবং জালানার দিকে বসলাম। পাশে একটা ছেলে বসলো। সামনের সিটে একটা মেয়ে একটা ছেলে। ছেলেটা মেয়েটাকে ডান থেকে বামে দিলো এবং ও ডানে গেল।

আমার সাথের ছেলেটা ইয়ারফোন কানে দিয়ে ভিডিও গান দেখতেছে। আমিও ফোন বের করে ফেবুতে ডুকলাম। সামনের ছেলে-মেয়েটা পড়ালেখা নিয়ে কথা বলছিলো, তেমন গুরুত্ব দিয়ে শুনছি না। আমি আমার মতো ফেবুকে পোস্ট দেখছি ।

বাকি অংশ আগামীকাল 😊

Address

Fulgach, Lalmonirhat/5500
Rangpur

Telephone

+8801845633292

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahanat Ali Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like